1 second school

অলিয়াম কি? বিশুদ্ধ সালফিউরিক এসিড কি?

শেয়ার করুন

অলিয়াম কি?

উত্তরঃ বিশুদ্ধ 100% সালফিউরিক এসিড (H2SO4) এর মধ্যে অধিক SO3 গ্যাস চালনা করলে তা বিশুদ্ধ দ্বারা শোষিত হয়ে ধূমায়মান সালফিউরিক এসিড উৎপন্ন হয়। একে অলিয়াম বলে।

SO3+H2SO4 =  H2S2O7

 

বিশুদ্ধ সালফিউরিক এসিড কি?

 

উত্তরঃ সালফিউরিক এসিড একটি রাসায়নিক যৌগ; যা একটি শক্তিশালী খনিজ এসিড বা অম্ল। কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম “হাইড্রোজেন সালফেট”। এটির সংকেত H2SO4। সালফিউরিক এসিড পানিতে দ্রবণীয়।

 

 সালফিউরিক এসিড

ধূমায়মান সালফিউরিক এসিড কাকে বলে?

উত্তরঃ প্রায় ৯৮% সালফিউরিক এসিডে H2SO4 এ অতিরিক্ত সালফার ট্রাই অক্সাইড চালনা করলে তা এসিডে দ্রবীভুত হয়ে এসিডকে অতি গাড় করে এবং ওলিয়াম  H2S2O7 উৎপন্ন হয়.। এমনিতেই সালফিউরিক এসিড অতি নিরুদক। তাতে সালফার ট্রাই অক্সাইড থাকলে তা বাতাস থেকে আদ্রতা শুষে নিয়ে H2S2O7 + H2O=2H2SO4 গঠন করতে চাই। একারনে ওলিয়ামের উপরভাগে ঘন আদ্রতা ও সালফার ট্রাই অক্সাইডের শোষনিক ধুয়া সৃষ্টি হয় বা দেখা যায়। একারনে একে ধুয়ায়িত সালফিউরিক এসিড বলে। একে পাইরো সালফিউরিক এসিড বা অলিয়ামও বলে।

 

Exit mobile version