Site icon 1 second school

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২১-২২ শিক্ষাবর্ষ – নিয়মাবলী ও নির্দেশিকা

একাদশ

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

শেয়ার করুন

২০২১-২২ শিক্ষাবর্ষে ইন্টারমিডিয়েট বা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ৮ জানুয়ারি ২০২২ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এবারও শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে, যার সময়সীমা শেষ হবে ১৫ জানুয়ারি ২০২২। অর্থাৎ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ৮ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত করা যাবে। আর ক্লাস শুরু হবে ২ মার্চ ২০২২ তারিখে।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২১-২২ শিক্ষাবর্ষ এর নিয়মাবলী ও নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত জানবেন এই পোস্টে। এই পোস্ট থেকে জানতে পারবেনঃ

একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা – একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম

একাদশ শ্রেণিতে গ্রুপ নির্বাচনের পদ্ধতি

একাদশ শ্রেণিতে প্রার্থী নির্বাচনের পদ্ধতি

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ভর্তি পরীক্ষা বা বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। Class XI Admission এর ক্ষেত্রে ৯৫% আসন মেধার ভিত্তিতে নির্বাচিত হবে। বাকি ৫% আসন মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তানগণ পাবেন কোটা অনুসারে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রদত্ত সনদপত্র দাখিল করে মুক্তিযুদ্ধের সন্তান বা সন্তানদের সন্তান সনাক্তকরণ করা হবে।

শুধুমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থীগণ একাদশ শ্রেণিতে ভর্তির ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। আবার প্রবাসীদের সন্তান বা বি.কে.এস.পি. থেকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয় বা বিভাগীয় পর্যায়ে অবদান রাখার জন্য পুরস্কারপ্রাপ্ত হলে সেক্ষেত্রে ভর্তির জন্য ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বোর্ডে প্রয়োজনীয় কাগজপত্র প্রমাণস্বরূপ দাখিল করতে হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য নিয়মসমূহঃ

উল্লেখ্য যে কোন কলেজে ভর্তি হতে কি পরিমাণ গ্রেড পয়েন্ট থাকতে হবে তা কলেজ কতৃপক্ষ নির্ধারণ করে। ভর্তি সংক্রান্ত তথ্য কলেজের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে। শিক্ষাবোর্ড কতৃক প্রণিত নিয়ম ও সময় অনুসারে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করবে কলেজসমূহ।

একাদশ শ্রেণিতে অনলাইন এডমিশন

একাদশ শ্রেণিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদনের ওয়েবসাইট এর ঠিকানাঃ

👉  http://xiclassadmission.gov.bd/

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে একমাত্র অনলাইনে আবেদন করে তবেই এডমিশন নেওয়া যাবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে ১৫০টাকা আবেদন ফি প্রযোজ্য হবে। একজন শিক্ষার্থী তার প্রাপ্ত গ্রেডের উপর ভিত্তি করে পছন্দ অনুযায়ী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। শিক্ষার্থীর মেধা, কোটা (যদি থাকে), পছন্দের ক্রম ভিত্তিতে কলেজে উক্ত শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির খরচ

এমপিওভুক্ত, নন এমপিওভুক্ত ও আংশিক এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে শিক্ষাবোর্ড। এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য ফিঃ

নন এমপিওভুক্ত ও আংশিক এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য ফিঃ

উল্লেখ্য যে সরকারি কলেজসমূহ সরকার কতৃক প্রদত্ত নিয়মানুযায়ী ভর্তি ফি গ্রহণ করবে। দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ যতদূর সম্ভব ফি মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর তারিখ

তারিখতারিখ
ভর্তির জন্য অনলাইনে আবেদন৮/০১/২০২২ থেকে ১৫/০১/২০২২
আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি১৭/০১/২০২২ থেকে ২১/০১/২০২২
শুধুমাত্র পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ২২/০১/২০২২ থেকে ২৩/০১/২০২২
পছন্দক্রম পরিবর্তনের সময়আবেদনের তারিখ থেকে ২৪/০১/২০২২
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ২৯/০১/২০২২ (রাত ৮টা)
শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে)৩০/০১/২০২২ থেকে ০৬/০২/২০২২
২য় পর্যায়ে আবেদন গ্রহণ০৭/০২/২০২২ থেকে ৮/০২/২০২২
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ১০/০২/২০২২ (রাত ৮টায়)
২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ১০/০২/২০২২ (রাত ৮টায়)
২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে)১১/০২/২০২২ থেকে ১২/০২/২০২২ (রাত ৮টা পর্যন্ত)
৩য় পর্যায়ে আবেদন গ্রহণ১৩/০২/২০২২
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ১৫/০২/২০২২ (রাত ৮টায়)
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ১৫/০২/২০২২ (রাত ৮টায়)
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে)১৬/০২/২০২২ থেকে ১৭/০২/২০২২
ভর্তি১৯/০২/২০২২ থেকে ২৪/০২/২০২২
ক্লাস শুরু২মার্চ, ২০২২

একাদশ শ্রেণিতে ভর্তি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।

কিভাবে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পূরণ করবেন

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

সিকিউরিটি কোড ভুলে গিয়ে থাকলে এখানে ক্লিক করুন

মোবাইল নম্বর পরিবর্তন করতে এখানে ক্লিক করুন।

ভর্তির নিশ্চয়ন যাচাই করতে এখানে ক্লিক করুন।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Exit mobile version