1 second school

এসইও কি – কিভাবে করবেন সহ বিস্তারিত সঠিক গাইডলাইন

এসইও কি: 1ss

শেয়ার করুন

সূচনা– এসইও কি – SEO-এর পূর্ণরূপ হলো Search Engine Optimization। এটি একটি প্রক্রিয়া যা ব্যবহার করে ওয়েবসাইটের গুণগত মান বাড়ানো যায় এবং সার্চ ইঞ্জিনে র‌্যাংক উন্নত করা যায়। সহজ কথায়, এসইও হলো এমন কিছু কৌশল/পদ্ধতি যা ব্যবহার করে আপনার ওয়েবসাইটকে গুগল, বিং, বা ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনে প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা সম্ভব হবে। আজ আমরা এই এসইও নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভাবে আলোচনা করবো। যেন, এর পর থেকে আপনার মনে এই এসইও নিয়ে কোন প্রশ্ন না থাকে। তাহলে চলুন শুরু করি।

Table of Contents

Toggle

এসইও কি – what is SEO

এসইও হলো এমন একটি প্রক্রিয়া বা মাধ্যম যা ব্যবহার করে ওয়েবসাইটের গুণগত মান বৃদ্ধি করা হয় এবং এটি সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা যায়।

Seo কেন করা হয় – why seo is important

বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই কোনো তথ্য খুঁজতে সার্চ ইঞ্জিনের উপর নির্ভরশীল হয়ে থাকে। সার্চ ইঞ্জিনে র‌্যাংকিং বাড়লে আপনার ওয়েবসাইট গুগলের রেজাল্ট পেজে প্রথমে থাকবে এবং ভিজিটর বাড়বে, যা সরাসরি আপনার ব্যবসা বা কন্টেন্টের সাফল্যের সাথে বয়ে আনবে।

কিছু গুরুত্বপূর্ণ কারণ গুলো হলো:

এসইও কত প্রকার – types of seo

এসইও প্রধানত তিন প্রকার হয়ে থাকে-

  1. অন পেজ এসইও
  2. অফ পেজ এসইও
  3.  ট্যাকনিক্যাল এসইও
অন পেজ এসইও কি
অন পেজ এসইও কি: 1ss

অন পেজ এসইও কি – what is on page seo

অন-পেজ এসইও মূলত হলো ওয়েবসাইটের ভেতরের কন্টেন্ট এবং স্ট্রাকচার অপ্টিমাইজ করার এক ধরনের প্রক্রিয়া।

কিওয়ার্ড রিসার্চ এবং সঠিকভাবে ব্যবহার- ফোকাস কিওয়ার্ড কোথায় কোথায় ব্যবহার করবেন..

কিওয়ার্ড রিসার্চ টুল: keyword surfer, ubersuggest, Google Keyword Planner, SEMrush, Ahrefs।

বিঃদ্রঃ কত গুলো ফোকাস কিওয়ার্ড রাখা দরকার? এর উত্তরে হবে 100 শব্দের জন্য একটা ফোকাস কিওয়ার্ড গড়ে। তবে যত বেশি সংখ্যার শব্দ লিখবেন সেই হিসাবে গড় কমতে থাকবে। উদাহরন- আপনি 1000 শব্দের পোষ্ট লিখলেন তাহলে এখানে ফোকাস কিওয়ার্ড টা 7/8 বার দিলেই হবে।

মেটা ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন

 ইউআরএল (URL) অপ্টিমাইজেশন

কন্টেন্টের মান বৃদ্ধি

ইমেজ অপ্টিমাইজেশন

অভ্যন্তরীণ লিংকিং – Internal Linking

বাহ্যিক লিংকিং – External Linking

লোডিং স্পিড অপ্টিমাইজেশন

মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন

সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং সহজ করতে হবে

স্ট্রাকচার্ড ডেটা (Structured Data)

ইউজার এক্সপিরিয়েন্স (UX) উন্নত করা

আরও পড়ুন-

Full website development course দেখুন

অফ পেজ এসইও কি: 1ss

অফ পেজ এসইও কি – what is off page seo

এটি হলো ওয়েবসাইটের বাইরের কার্যক্রম এবং কৌশলগুলোর একটি প্রক্রিয়া যা আপনার ওয়েবসাইটের র‌্যাংক, ভিজিবিলিটি, অথোরিটি, এবং ভিজিটর বৃদ্ধি করে। এটি মূলত লিংক বিল্ডিং করা। আপনার ব্র্যান্ড প্রোমোশনের মাধ্যমে সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারীদের কাছে ওয়েবসাইটের মূল্য ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে সাহায্য করে।

অফ-পেজ এসইও কেন করবো? এর গুরুত্ব-

অফ-পেজ এসইও এর গুরুত্বপূর্ণ উপাদানসমূহ – off page seo

লিংক বিল্ডিং – Link Building

লিংক বিল্ডিং মূলত হলো অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে লিংক আনার যে প্রক্রিয়া সেটাই লিংক বিল্ডিং।

গেস্ট ব্লগিং – Guest Blogging

বিশ্বস্ত ব্লগ বা ওয়েবসাইটে কন্টেন্ট প্রকাশ করে সেখান থেকে ব্যাকলিংক তৈরি করা। আপনার নিশ বা টপিকস অনুযায়ী সাইট খুজুন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ওয়েবসাইট প্রোমোট করা।

অনলাইন ডিরেক্টরি সাবমিশন (Directory Submission)

‍গুগলে অনেক ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইট আছে যেগুলো নিজের ওয়েবসাইট তথ্য গুলো ডিরেক্টরিতে জমা দিন।

ফোরাম পোস্টিং (Forum Posting)

আপনার সাইটের প্রাসঙ্গিক ফোরামে অংশগ্রহণ করে লিংক শেয়ার করা।

সোশ্যাল বুকমার্কিং (Social Bookmarking)

বিভিন্ন সোশ্যাল সাইট এ ব্লগ পোস্ট এর মাধ্যমে সোশ্যাল বুকমার্কিং সাইটে জমা দিন।

What is Technical SEO – টেকনিক্যাল এসইও

What is Technical SEO: 1ss

টেকনিক্যাল এসইও (Technical SEO) হলো মূলত সাইটের টেকনিক্যাল কোন সমস্যা আছে কিনা সেগুলো ঠিক করা।  সার্চ ইঞ্জিন যেন ক্রল করতে পারে ও ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইটটিকে আরও সহজ ও কার্যকরী করে তোলার প্রক্রিয়াই হলো টেকনিক্যাল এসইও। এটি ওয়েবসাইটের প্রযুক্তিগত দিকগুলো উন্নত করার উপর ভিত্তি করে, যেমন: XML সাইটম্যাপ, রোবটস.টিএক্সটি, সাইটের গতি, মোবাইল ফ্রেন্ডলিনেস, স্ট্রাকচার্ড ডেটা, এবং সার্ভার অপ্টিমাইজেশন। 

ওয়েবসাইট স্পিড অপ্টিমাইজেশন – website speed optimization

ওয়েবসাইটের পেজ গুলো যেন লোডিং স্পিড দ্রুত হয় এটি টেকনিক্যাল এসইও এর একটি মূল অংশ।

 Mobile Friendliness  – মোবাইল ফ্রেন্ডলিনেস

মোবাইল ডিভাইসের জন্য সাইটটি অপ্টিমাইজ করা টেকনিক্যাল এসইও এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

XML সাইটম্যাপ তৈরি  – xml sitemap

সাইটম্যাপ সার্চ ইঞ্জিনকে আপনার সাইটের স্ট্রাকচার বুঝতে সাহায্য করে। কোন কোন টপিকস গুলো সাইট ম্যাপে রাখবেন সেটা গুরুত্বপূর্ণ।

robots txt file – রোবটস.টিএক্সটি অপ্টিমাইজেশন

রোবটস.টিএক্সটি ফাইল ক্রলারদের নির্দেশনা দেয় কোন পেজগুলো সে ক্রল করতে পারবে আর কোন গুলো করতে পারবেনা।

 Schema Markup – স্ট্রাকচার্ড ডেটা মার্কআপ

স্ট্রাকচার্ড ডেটা সাইটের কনটেন্ট সম্পর্কে সার্চ ইঞ্জিনকে অতিরিক্ত তথ্য গুলো সাজিয়ে দেয়।

FAQ Section Add 

Yoast SEO any content edit section — Down section SCHEMA — Page Type Default — Article Type Blog or Article — Save

আরও পড়ুন- 

ইথিকাল হ্যাকিং কোর্স কিভাবে শিখবেন এবং গাইডলাইন

অনলাইন থেকে ইনকাম করার উপায়

Frequently Asked Questions Section – এসইও কি সম্পর্কিত

SEO কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর: SEO গুরুত্বপূর্ণ কারণ, এটি সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটকে উপরের দিকে প্রথম পেজে র‍্যাঙ্ক করতে সাহায্য করে। এর মাধ্যমে বেশি ভিজিটর/ট্রাফিক পেতে পারেন, যা ব্র্যান্ড ভিজিবিলিটি এবং ব্যবসায়িক উন্নতির জন্য সাহায্য করে থাকে।

অন-পেজ SEO কি ?

উত্তর: অন-পেজ SEO হলো আপনার ওয়েবসাইটের ভিতরের কন্টেন্ট কে অপ্টিমাইজেশন প্রক্রিয়া, যেমন:

অফ-পেজ SEO কী ?

উত্তর: অফ-পেজ SEO হলো ওয়েবসাইটের বাইরে অথ্যাৎ অন্য কোন সাইটে করা অপ্টিমাইজেশন কাজ, যেমন:

টেকনিক্যাল এসইও কি ?

উত্তর: টেকনিক্যাল SEO হলো ওয়েবসাইটের টেকনিক্যাল কোন সমস্যা আছে কিনা সেই দিকের অপ্টিমাইজেশন, যেমন:

এসইও সম্পর্কে বিশ্লেষণ জানতে হলে দেখুন!

কীওয়ার্ড রিসার্চ কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ?

উত্তর:
কীওয়ার্ড রিসার্চ হলো এমন প্রক্রিয়া যেখানে আপনার টার্গেট অডিয়েন্স কোন শব্দ বা বাক্য ব্যবহার করে গুগলে সার্চ করে তা চিহ্নিত করতে হবে। এটি গুরুত্বপূর্ণ কারণ সঠিক কীওয়ার্ড ব্যবহার করলে আপনার কন্টেন্ট বেশি ভিজিটর এর কাছে পৌঁছাবে।

SEO কি ফ্রি?

উত্তর: হ্যাঁ, SEO মূলত ফ্রি কারণ এটি অর্গানিক (পেইড নয়) ট্রাফিক বাড়ানোর পদ্ধতি। তবে, SEO টুলস গুলো (যেমন: Ahrefs, SEMrush) এবং কনটেন্ট তৈরি করতে কিছু খরচ হতে পারে।

ব্যাকলিঙ্ক কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ?

উত্তর:
ব্যাকলিঙ্ক হলো অন্য একটি ওয়েবসাইট থেকে আপনার সাইটে লিঙ্ক দেওয়া। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার সাইটের অথরিটি, বিশ্বাস এবং র‍্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে।

মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট SEO-তে কেন গুরুত্বপূর্ণ?

উত্তর:
গুগল মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটকে বেশি অগ্রাধিকার দেয়। কারণ অধিকাংশ ব্যবহারকারী মোবাইল ডিভাইস ব্যবহার করে ব্রাউজ করে থাকে।

SEO ফলাফল দেখতে কত সময় লাগে?

উত্তর: SEO-এর ফলাফল দেখতে সাধারণত ৩-৬ মাস পর্যন্ত সময় লাগে। তবে এটি নির্ভর করে আপনার কিভাবে করেছেন মানে কৌশল এবং প্রতিযোগিতার উপর।

কীওয়ার্ড স্টাফিং কী?

উত্তর:
কীওয়ার্ড স্টাফিং হলো একটি কৌশল যেখানে অতিরিক্ত ফোকাস কীওয়ার্ড ব্যবহার করে সার্চ র‍্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করা হয়। এটি গুগল পেনাল্টি বা র‍্যাঙ্ক কমানোর কারণ হতে পারে। তাই এড়িয়ে চলুন।

লোকাল এসইও কি ?

উত্তর:
লোকাল SEO হলো এমন কৌশল যেখানে আপনার ব্যবসা বা সেবাকে নির্দিষ্ট একটি ভৌগোলিক এলাকার লোকদের জন্য অপ্টিমাইজ করতে হয়। এটি Google My Business-এর মাধ্যমে খুব সহজে করা যায়।

SEO ও SEM-এর মধ্যে পার্থক্য কী?

উত্তর:

মেটা ট্যাগ SEO-তে কতটা গুরুত্বপূর্ণ?

উত্তর:
মেটা ট্যাগ (যেমন: মেটা ডেসক্রিপশন, টাইটেল) গুরুত্বপূর্ণ কারণ এটি সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারীদের বলে দেয় পেজটি কি বিষয়ে লিখেছেন।

গুগল অ্যালগরিদম কীভাবে কাজ করে?

উত্তর:
গুগল অ্যালগরিদম এমন একটি সিস্টেম যা শত শত ফ্যাক্টরের (যেমন: কীওয়ার্ড, ব্যাকলিঙ্ক, কন্টেন্ট গুণমান) ভিত্তিতে ওয়েবসাইট র‍্যাঙ্কিং নির্ধারণ করে থাকে।

উপসংহারঃ

এসইও কি সম্পর্কে এই পোষ্টে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। যেন, কোন কিছু এসইও সম্পর্কে বাদ না পরে। যদি কোন বিষয়ে জানতে চান নিচে কমেন্ট করবেন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হবে।

এসইও এমন একটি প্রক্রিয়া যা আপনার ওয়েবসাইটের সাফল্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি আপনার ওয়েবসাইটে ভিজিটর/সেল বাড়ানোর পাশাপাশি আপনার ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করতে সাহায্য করে। সঠিক কৌশল প্রয়োগ এবং ধৈর্য ধরে কাজ করলে এসইও থেকে আপনি দীর্ঘমেয়াদী লাভ করতে পারেন।

Exit mobile version