হিসাব বিজ্ঞান

এসএসসি ২০২১ হিসাব বিজ্ঞান এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের সমাধান

শেয়ার করুন

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ড এর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের সমাধান নিজেদের মান যাচাইয়ে সহযোগিতা করবে। শতভাগ পাঠ্যবই ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে খুঁজে বের করা এএসএসসি ২০২১ হিসাব বিজ্ঞান এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে তোমার প্রশ্নগুলোর উত্তর যাচাই করে নিতে পারবে।

ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ মাদ্রাসা এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাদের জন্য এই বিষয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন এবং প্রশ্নের সঠিক উত্তরসমূহ খুঁজে পাঠ্য বইয়ের আলোকে এবং অভিজ্ঞ শিক্ষক এর তত্ত্বাবধানে প্রস্তুত করে দেওয়া হল।

আমাদের দেওয়া উত্তর নিয়ে তোমার কোনো মতামত থাকলে জানাতে পারো। যেকোন তথ্য ও পরামর্শ পাবে আমাদের ফেসবুক পেইজে।

কোভিদ-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এনসিটিবি প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শিক্ষা বোর্ড সমূহ ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ে ১১ টি সৃজনশীল এবং ৩০ টি বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে সর্বমোট ৫০ নম্বরের প্রশ্ন পত্র তৈরি করেছেন।

এসএসসি ২০২১ হিসাব বিজ্ঞান এমসিকিউ (MCQ) বা বহুনির্বাচনি প্রশ্ন

২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড সমূহের নির্ধারিত সময়সূচি অথবা রুটিন অনুযায়ী ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান পরীক্ষা ১৫ নভেম্বর ২০২১ বিকাল ২ টা থেকে ৩ টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পাঠ্যবই থেকে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য ৩০ টি বহুনির্বাচনী প্রশ্ন দেয়া হয়েছে যার সমাধান বা সঠিক উত্তর সমূহ এখানে দেয়া হলো। এগুলোর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের প্রদানকৃত উত্তরের সাথে মিলিয়ে নিয়ে নিজেদের দক্ষতা মূল্যায়ণ করতে পারবে। পরবর্তী বিষয়সমূহে সঠিক ভাবে প্রস্তুতি গ্রহণ করায় শিক্ষার্থীদের সহায়ক হবে এবং ভালো ফলাফল অর্জন করতে পারবেন।

পরীক্ষার্থীরা এর মধ্য থেকে ১৫ মিনিট সময়ে যেকোনো ১৫ টি প্রশ্নের উত্তর প্রদান করবে। প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর হিসেবে পনেরটি প্রশ্নে মোট ১৫ নম্বর প্রদান করা হবে।

হিসাব বিজ্ঞান এমসিকিউ প্রশ্নের সঠিক সমাধান বা উত্তর এসএসসি ২০২১

ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বিষয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের মধ্যে যে কোনো পনেরো টি প্রশ্ন ও উত্তর করা বাধ্যতামূলক। এই বিষয়ে পরীক্ষার্থীদের প্রাপ্ত ১৫ নম্বর কে ৩০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রস্তুত করা হবে এবং মার্কশিট একটা যোগ করা হবে।

তোমরা যারা ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জন্য এই বিষয়ের MCQ বা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর সমূহ দেয়া হলো।

নিচের ছবিতে ২০২১ সালের এসএসসি হিসাব বিজ্ঞান এমসিকিউ প্রশ্নের সঠিক সমাধান বা উত্তর

SSC-21-Accounting-MCQ
SSC-21-Accounting-MCQ
SSC-21-Accounting-MCQ
SSC-21-Accounting-MCQ

হিসাব বিজ্ঞান, বিষয় কোড : ১৪৬

[২০২১ সালে সিলেবাস অনুযায়ী]

বহুনির্বাচনি অভীক্ষা

সময়-৩০ মিনিট, পূর্ণমান-৩০

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১]

১। মালিকানা স্বত্বকে প্রভাবিত করার উপাদান নিচের কোনটি?

(ক) নগদান হিসাব, (খ) উত্তোলন হিসাব, (গ) ব্যাংক হিসাব, (ঘ) পাওনাদার হিসাব

উত্তরঃ (খ) উত্তোলন হিসাব

২। হিসাব চক্রের ৪র্থ ধাপ নিচের কোনটি?

(ক) খতিয়ানে স্থানান্তরকরণ, (খ) জাবেদাভুক্তকরণ, (গ) রেওয়ামিল প্রস্তুতকরণ, (ঘ) কার্যপত্র প্রস্তুত;

উত্তরঃ (ক) খতিয়ানে স্থানান্তরকরণ

৩। স্কয়ার ফার্মাসিউটিক্যাল গাড়ি মেরামতের জন্য ২০,০০০ টাকা খরচ করলাে। এর জন্য কোনটি প্রস্তুত করবে?

(ক) চালান, (খ) ক্যাশ মেমােহন, (গ) ভাউচার, (ঘ) ডেবিট নােট;

উত্তরঃ (গ) ভাউচার

৪। বিনামূল্যে পণ্য বিতরণ এই লেনদেন দ্বারা কোনটিকে ডেবিট করতে হবে?

(ক) ক্রয় (খ) মনিহারি (গ) বিজ্ঞাপন (ঘ) বিবিধ ক্ষতি

উত্তরঃ (গ) বিজ্ঞাপন

৫। নিচের কোনটি অন্যগুলাে থেকে আলাদা?

(ক) বিমা সেলামি, (খ) ঋণের সুদ, (গ) বেতন, (ঘ) উপভাড়া;

উত্তরঃ (ঘ) উপভাড়া

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

মাসুম ট্রেডার্স ২০২০ সালের ১ জুন ২০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করল। ১০ জুন ২৫,০০০ টাকার পণ্য বিক্রয় করে ব্যাংকে জমা রাখা হলাে। ১৮ জুন জীবন বিমা প্রিমিয়াম প্রদান ৩,০০০ টাকা।

৬। ১ জুন তারিখের লেনদেনের সঠিক জাবেদা কোনটি?

(ক) আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, (খ) নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, (গ) আসবাবপত্র হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট, (ঘ) নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট;

উত্তরঃ (ক) আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট

৭। মাসুম ট্রেডার্স এর সমাপনী মালিকানা স্বত্বের পরিমাণ কত?

(ক) ২০,০০০ টাকা, (খ) ৪২,০০০ টাকা, (গ) ৪৫,০০০ টাকা, (ঘ) ৪৮,০০০ টাকা

উত্তরঃ (খ) ৪২,০০০ টাকা

৮। লেনদেন সর্বপ্রথম কোথায় লিপিবদ্ধ করা হয়?

(ক) কার্যপত্রে, (খ) খতিয়ানে, (গ) রেওয়ামিলে, (ঘ) জাবেদায়;

উত্তরঃ (ঘ) জাবেদায়

৯। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখার সুবিধা হলাে – i. প্রতিনিয়ত মুনাফা বা ক্ষতি নির্ণয়, ii. নির্দিষ্ট সময় পর মুনাফা বা ক্ষতি নির্ণয়, iii. আর্থিক অবস্থা নির্ণয়;

নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii

উত্তরঃ (ক) i ও ii

১০। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি কোনটি?

(ক) নগদান বই, (খ) ব্যাংক বিবরণী, (গ) আর্থিক বিবরণী, (ঘ) সাধারণ জাবেদা

উত্তরঃ (গ) আর্থিক বিবরণী

১১। বিমা প্রিমিয়াম ১২,০০০ টাকা। ৩ মাসের বিমা অগ্রিম দেওয়া হয়েছে। অগ্রিম বিমার পরিমাণ কত টাকা?

(ক) ৩,০০০, (খ) ৪,০০০, (গ) ৯,০০০, (ঘ) ১৫,০০০

উত্তরঃ (ক) ৩,০০০

১২। বিক্রয় ফেরত ১,০০০ টাকা। লেনদেনটি দ্বারা হিসাব সমীকরণে কোনটি প্রভাবিত হবে?

(ক) A বৃদ্ধি, E হ্রাস, (খ) A হ্রাস, E হ্রাস, (গ) A হ্রস, L হ্রাস, (ঘ) A হ্রাস, E বৃদ্ধি

উত্তরঃ (খ) A হ্রাস, E হ্রাস

১৩। খতিয়ানের চলমান জের ছকের বৈশিষ্ট্য কোনটি?

(ক) মাস শেষে জের পাওয়া যায়, (খ) সর্বদা জের বৃদ্ধি পায়, (গ) প্রতিনিয়ত জের পাওয়া যায় (ঘ) শ্রম ও ব্যয় বৃদ্ধি পায়।

উত্তরঃ (গ) প্রতিনিয়ত জের পাওয়া যায়

১৪। দুতরফা দাখিলার মূলনীতি নিচের কোনটি?

(ক) পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, (খ) দ্বৈত সত্তা, (গ) লাভ-লােকসান নিরূপণ, (ঘ) গাণিতিক শুদ্ধতা যাচাই;

উত্তরঃ (খ) দ্বৈত সত্তা

১৫। সাধারণত ক্রেডিট জের প্রকাশ করে কোন হিসাব?

(ক) আসবাবপত্র, (খ) উপভাড়া, (গ) মনিহারি, (ঘ) অবচয়;

উত্তরঃ (খ) উপভাড়া

১৬। শিহাবের নিকট থেকে ৪,৫০০ টাকার পণ্য ক্রয় করে ক্ৰয়জাবেদায় ৪৫০ টাকা লেখা হয়েছে। এটি কোন ধরনের ভুল?

(ক) নীতিগত, (খ) পরিপূরক, (গ) বাদপড়ার, (ঘ) লেখার

উত্তরঃ (ঘ) লেখার

১৭। ক্রেডিট নােট কে প্রেরণ করেন?

(ক) ক্রেতারা, (খ) উৎপাদক, (গ) বিক্রেতা, (ঘ) হিসাবরক্ষক

উত্তরঃ (গ) বিক্রেতা

১৮। হিসাবের গাণিতিক ভুল সহজে ধরা পড়ে নিচের কোনটিতে?

(ক) রেওয়ামিলে, (খ) জাবেদায়, (গ) খতিয়ানে, (ঘ) আর্থিক বিবরণীতে

উত্তরঃ (ক) রেওয়ামিলে

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

জনাব আয়ান ২০২০ সালের ১ জানুয়ারি নগদ ৪০,০০০ টাকা, ব্যাংক ঋণ ৫০,০০০ টাকা এবং পণ্যদ্রব্য ১৫,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করল।

১৯। জনাব আয়ানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা?

(ক) ৩৫,০০০(খ) ৪০,০০০, (গ) ৫৫,০০০, (ঘ) ১,০৫,০০০ ২০

উত্তরঃ (গ) ৫৫,০০০

২০। উপযুক্ত ৫০,০০০ টাকার লেনদেনটির ফলে কোনটি বৃদ্ধি পাবে?

(ক) দীর্ঘমেয়াদি দায়, (খ) মালিকানাস্বত্ব, (গ) স্থায়ী সম্পদ, (ঘ) চলতি দায়;

উত্তরঃ (ক) দীর্ঘমেয়াদি দায়

২১। কোনটি অলিক সম্পদ?

(ক) ইজারা সম্পত্তি, (খ) বিনিয়ােগ, (গ) প্রাপ্যবিল, (ঘ) বিলম্বিত বিজ্ঞাপন;

উত্তরঃ (ঘ) বিলম্বিত বিজ্ঞাপন

২২। অন্যান্য ব্যয়ের উদাহরণ নিচের কোনটি?

(ক) কুঋণ, (খ) আইন খরচ, (গ) শুল্ক, (ঘ) ঋণের সুদ

উত্তরঃ (ঘ) ঋণের সুদ

২৩। এক তরফা দাখিলায় হিসাব রাখা হয় – i. সম্পদ, ii. দায়, iii. আয়-ব্যয়

নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii

উত্তরঃ (ঘ) i, ii ও iii

২৪। নিচের কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে?

(ক) মূলধন, (খ) অনুপার্জিত আয়, (গ) প্রদেয় বিল, (ঘ) সুনাম

উত্তরঃ (ঘ) সুনাম

২৫। বি/ডি দ্বারা কী বুঝায়?

(ক) পেছন থেকে আনীত, (খ) উপর থেকে আনীত, (গ) সম্মুখ থেকে আনীত, (ঘ) নিচ থেকে আনীত

উত্তরঃ (ক) পেছন থেকে আনীত

২৬। বিভিন্ন আয়ের জন্য কোন প্রমাণপত্রটি ব্যবহৃত হয়?

(ক) চালান, (খ) ক্রেডিট নােট, (গ) ক্রেডিট ভাউচার, (ঘ) ডেবিট নােট

উত্তরঃ (গ) ক্রেডিট ভাউচার

২৭। বিশদ আয় বিবরণীতে দ্বিতীয় ধাপে কোনটি নির্ণয় করা হয়?

(ক) মােট মুনাফা/ক্ষতি, (খ) পরিচালন মুনাফা/ক্ষতি কর, (গ) নিট মুনাফা/ক্ষতি, (ঘ) বিক্রীত পণ্যের ব্যয়

উত্তরঃ (খ) পরিচালন মুনাফা/ক্ষতি কর

২৮। নিচের কোনটি দ্বারা রেওয়ামিল বুঝায়?

(ক) খতিয়ানের উদ্ধৃত্তের তালিকা, (খ) লেনদেনের তালিকা, (গ) সম্পদ ও দায়ের তালিকা, (ঘ) আয়-ব্যয়ের তালিকা

উত্তরঃ (ক) খতিয়ানের উদ্ধৃত্তের তালিকা

২৯। মি. নাসিমের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ২৬,০০০ টাকা, সমাপনী মূলধন ৪৮,০০০ টাকা এবং উত্তোলন ৬,০০০ টাকা হয়, তার ব্যবসায়ে লাভ বা ক্ষতি কত?

(ক) ২০,০০০ টাকা ক্ষতি, (খ) ২২,০০০ টাকা ক্ষতি, (গ) ২৮,০০০ টাকা লাভ, (ঘ) ৫২,০০০ টাকা

উত্তরঃ (গ) ২৮,০০০ টাকা লাভ

৩০। লাভ জাবেদা থেকে লেনদেনগুলােকে স্থানান্তর করে স্থায়ীভাবে কোথায় রাখা হয়?

(ক) রেওয়ামিলে (খ) নগদান বইতে (গ) আর্থিক বিবরণীতে। (ঘ) খতিয়ানের

উত্তরঃ (ঘ) খতিয়ানের

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *