ওলিয়াম কি ? বিশুদ্ধ সালফিউরিক এসিড কি

শেয়ার করুন

ওলিয়াম কি

ওলিয়াম কি: উত্তরঃ বিশুদ্ধ 100% সালফিউরিক এসিড (H2SO4) এর মধ্যে অধিক SO3 গ্যাস চালনা করলে তা বিশুদ্ধ দ্বারা শোষিত হয়ে ধূমায়মান সালফিউরিক এসিড উৎপন্ন হয়। একে অলিয়াম বলে।

অলিয়াম বা ধূমায়মান সালফিউরিক এসিড বা পাইরোসালফিউরিক এসিড হলো ১০০% বিশুদ্ধ সালফিউরিক এসিডের মধ্যে সালফার ট্রাই অক্সাইডের মিশ্রণ! H2SO4(100%) + SO3 —— > H2S2O7 (ওলিয়াম) এই মিশ্রণে যেহেতু শতভাগ সালফিউরিক এসিড থাকে, তাই এর শক্তি বেশি হয়। ওলিয়ামের মধ্যে পানি যোগ করেই গাড় সালফিউরিক এসিড প্রস্তুত করা হয়।

SO3+H2SO4 =  H2S2O7

অলিয়াম এর সংকেত

H2S2O7

অলিয়াম হল সালফিউরিক অ্যাসিড যৌগগুলি, সাধারণত রেল ট্যাঙ্কের গাড়িতে ও তেল শোধনাগারগুলির মধ্যে, যা কিনা পরিশোধনের উপজাত হিসাবে বিভিন্ন সালফার যৌগ তৈরি করে এবং শিল্প গ্রাহকদের মধ্যে পরিবহনের জন্য একটি দরকারী ফর্ম। ওলিয়ামের কিছু রচনা কক্ষ তাপমাত্রায় কঠিন হয়, এবং এইভাবে তরল হিসাবে পাঠানোর চেয়ে নিরাপদ হবে।

 

বিশুদ্ধ সালফিউরিক এসিড কি?

 

উত্তরঃ সালফিউরিক এসিড একটি রাসায়নিক যৌগ; যা একটি শক্তিশালী খনিজ এসিড বা অম্ল।

কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম “হাইড্রোজেন সালফেট”। এটির সংকেত H2SO4। সালফিউরিক এসিড পানিতে দ্রবণীয়।

 

 সালফিউরিক এসিড

ধূমায়মান সালফিউরিক এসিড কাকে বলে?

উত্তরঃ প্রায় ৯৮% সালফিউরিক এসিডে H2SO4 এ অতিরিক্ত সালফার ট্রাই অক্সাইড চালনা করলে তা এসিডে দ্রবীভুত হয়ে এসিডকে অতি গাড় করে এবং ওলিয়াম  H2S2O7 উৎপন্ন হয়.। এমনিতেই সালফিউরিক এসিড অতি নিরুদক। তাতে সালফার ট্রাই অক্সাইড থাকলে তা বাতাস থেকে আদ্রতা শুষে নিয়ে H2S2O7 + H2O=2H2SO4 গঠন করতে চাই। একারনে ওলিয়ামের উপরভাগে ঘন আদ্রতা ও সালফার ট্রাই অক্সাইডের শোষনিক ধুয়া সৃষ্টি হয় বা দেখা যায়। একারনে একে ধুয়ায়িত সালফিউরিক এসিড বলে। একে পাইরো সালফিউরিক এসিড বা অলিয়ামও বলে।

আর অপরদিকে ওলিয়ামের মধ্যে পানি যোগ করেই গাড় সালফিউরিক এসিড প্রস্তুত করা হয়।

H2S2O7 + H2O —— > H2SO4 (98%)

পানি মেশানো মানেই ঘনমাত্রা কমে যাওয়া মানে শক্তি কমে যাওয়া।

এই জন্য সালফিউরিকএসিড থেকে অলিয়াম বেশি শক্তিশালী।

কয়েকটি ব্যতিক্রম ছাড়া প্রায় সকল অজৈব এসিড গুলো শক্তিশালী। এসিডের ধর্ম হলো এটি ক্ষয়কারক। আর এটি মোটামুটি যেকোন বস্তুর সংস্পর্শে আসলে তাকে গলিয়ে বা পুড়িয়ে ফেলতে পারে। তাই এদের নিয়ে কাজ করার সময় বেশ সতর্কতা অবলম্বন করতে হয়। অজৈব এসিডের উদাহরণ হচ্ছে – সালফিউরিক এসিড (H2SO4), নাইট্রিক এসিড (HNO3), হাইড্রোক্লোরিক এসিড (HCl) ইত্যাদি

আরও পড়ুন:

পড়াশোনা নিয়ে উক্তি । শিক্ষা মূলক কথা । স্ট্যাটাস ফেসবুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *