Site icon 1 second school

চিংড়ি মাশরুম তৈরির রেসিপি

চিংড়ি মাশরুম

চিংড়ি মাশরুম : 1ss

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক:   চিংড়ি এবং মাশরুম আলাদা আলাদাভাবে দুটিই বেশ উপাদেয়। এই দুই উপাদান একসঙ্গে রান্না করলে কেমন হয়? রেস্টুরেন্টে গিয়ে মাঝে মাঝে চিংড়ি মাশরুম খাওয়া হয় নিশ্চয়ই? এটি তৈরি করা কিন্তু বেশ সহজ। চাইলে আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

মাশরুম- ২৫০ গ্রাম

চিংড়ি- ১০০ গ্রাম

পেঁয়াজ- ৫০ গ্রাম

আদা, রসুন, জিরা বাটা- ১ টেবিল চামচ

আরও পড়ুন : ঘরেই যেভাবে মালাই চমচম তৈরি করবেন

কাঁচা মরিচ- ৫-৭টি

লবণ- পরিমাণমতো

সয়াবিন তেল- ৫০ গ্রাম।

যেভাবে তৈরি করবেন

চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিন। মাশরুমগুলো টুকরা করে নিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে নাড়ুন। এরপর তাতে অন্যান্য মসলা দিয়ে নাড়ুন। মসলা কষানো হলে তাতে চিংড়ি দিয়ে দিন।

আরও দেখুন : গলাব্যথা দ্রুত সারাবে যে ২টি উপাদান

চিংড়ি সেদ্ধ হয়ে গেলে তাতে যোগ করুন টুকরা করে রাখা মাশরুম। এবার তার সঙ্গে মেশান পরিমাণমত পানি, লবণ ও কাঁচা মরিচ। কিছুক্ষণ ঢেকে জ্বাল দিন। পানি কমে গেলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি মাশরুম।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Exit mobile version