Site icon 1 second school

বিসিএস ক্যাডার চয়েস । bcs cadre choice list

cadre choice

বিসিএস ক্যাডার চয়েস

শেয়ার করুন

Table of Contents

Toggle

বিসিএস ক্যাডার চয়েস

বিসিএস ক্যাডার চয়েস : Bangladesh Civil Service (Bengali: বাংলাদেশ সিভিল সার্ভিস), more popularly known by its acronym BCS, is the civil service of Bangladesh.

আসছে বিসিএস ক্যাডার চয়েজ ও ফরম পূরণ নিয়ে ক্যাডার প্রত্যাশী প্রায় সবাই চিন্তিত।  বিসিএস ক্যাডার প্রত্যাশী প্রার্থীদের জন্যই আজকের এই লেখা। আলোচনার একেবারেই শুরুতেই ক্যাডার চয়েজ নিয়ে কয়েকটি গ্রুপ করে দিচ্ছি, এবং আমার মতো গুছিয়ে বোঝানোর চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে।

গ্রুপ- এ

১) বিসিএস পররাষ্ট্র।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের প্রমোশন গ্রোথ সবচেয়ে ভাল (শ্রেণিকক্ষে বেশ কিছু বাস্তব উদাহরণ দিয়ে থাকি)। দেশের বাইরে নানা দেশ ভ্রমণ করা, লাল পাসপোর্ট ব্যাবহার করা থেকে শুরু করে নানাবিধ সুযোগ-সুবিধা থাকলেও এই ক্যাডার প্রথম পছন্দ অনেকেই দেয় না। কেউ কঠিন ভাইভা বোর্ড ফেস করার ভয়ে, আর কেউ বিদেশে জীবনের গুরত্বপূর্ণ বেশি সময় যাতে না কাটাতে হয় এ কারণেই এই ক্যাডার তালিকাতেই অনেকে রাখেন না।

সমাধান : বিসিএস পররাষ্ট্র প্রথম চয়েজ দিলে ভাইভা খুব কঠিন হবে বা পুরো ভাইভা ইংরেজিতেই হবে এই ধারণা অনেকাংশে সঠিক নয়।
আবার পররাষ্ট্র ক্যাডার প্রথম চয়েজ দিলে পররাষ্ট্র না হলে নিচের অন্য ক্যাডার আর হবে না, এই ধারণা একদমই ভুল।

আমার নিজের তিনটা বিসিএস ভাইভাতে পররাষ্ট্র প্রথম চয়েজ নিয়ে লড়াই করার অভিজ্ঞতা আছে। আমার বিসিএস পররাষ্ট্র ক্যাডারে না হয়ে বর্তমানে আমি মন্ত্রনালয়ে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি। আব্দুল কাদের নামে আমার এক বন্ধু ২৮তম বিসিএস এ পররাষ্ট্র প্রথম চয়েজ দিয়ে বিসিএস খাদ্য ক্যাডারে চাকরি লাভ করেছে। সুতরাং এই ভয় দূরে সরিয়ে রাখাই ভাল হবে।

পররাষ্ট্র প্রথম চয়েজ দিলে –

১) ভাইভাতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের নানাদিক নিয়ে বেশ কিছুটা দক্ষতা দেখাতে হতে পারে।

২) একাডেমিক রেজাল্টগুলো ভাল থাকলে কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে।

৩) ইংরেজি কথোপকথনে দক্ষ হলে কাজে লাগতে পারে। কারণ কিছু কিছু ভাইভা বোর্ডে আপনার ইংরেজি জ্ঞান যাচাই করে দেখতেই পারে।

৪) বৈশিক দ্বিপাক্ষিক দ্বন্দ্ব বা সম্পর্কগুলোতে বাস্তব জ্ঞান থাকলে ভাল হবে।

এগুলোতে যদি কেউ বেশ ভাল করতে পারে, তবে আমি বলব বিসিএস পররাষ্ট্র চয়েজ নাম্বার এক (১) এ দিলে ভয়ের কিছুই নাই।

এরপরেও যদি ভয় লাগে তাহলে ভাই এটা চয়েজ থেকে একেবারেই ফেলে দিন। মনে রাখবেন উপরে আমার দেওয়া চয়েজ লিস্ট থেকে প্রথম ৪টি চয়েজ ১-৪ এর মধ্যেই রাখবেন। এর বাইরে অন্য কোথাও এদের ফেলবেন না।

নোট: পররাষ্ট্র চয়েজ দিলে প্রথমেই দেবেন, না দিলে তালিকা থেকেই বাদ দিন। নিচে দিলে লস নাই।

গ্রুপ-বি

২) বিসিএস প্রশাসন/পুলিশ/কাস্টমস।
৩) বিসিএস কাস্টমস/প্রশাসন/পুলিশ।
৪) বিসিএস পুলিশ/কাস্টমস/প্রশাসন।

নোট: এখানে যার যেটা বেশি পছন্দ সেটা সে আগে দেবেন, এতে কোন সমস্যা নাই।

যদি কেউ মনে করে পুলিশ বেশি ভাল লাগে, সে পুলিশই সবার উপরে আর প্রশাসন তার নিচেই দিতে পারেন। একইভাবে কেউ প্রশাসন উপরে দিলে পুলিশ তার নিচেই দিলে কোনো সমস্যা নাই। এদিকে বিসিএস কাস্টমস ক্যাডারটি বাস্তবিক অর্থেই অনেক স্ট্যান্ডার্ড একটা ক্যাডার। কাস্টমস ক্যাডারের সুযোগ-সুবিধা অনেক বেশি হওয়ায় অনেকেই প্রথম চয়েজ কাস্টমস দিয়ে থাকেন। পাশাপাশি প্রমোশন গ্রোথ ভাল, সরকারি অনেক পুরস্কার সুবিধা রয়েছে কাস্টমস এ। এ কারণে পুলিশ বা প্রাশসনের উপরে কেউ কাস্টমস রাখলে এতে অবাক হওয়ার কিছু নেই। এক্ষেত্রে উপরিল্লিখিত ২-৪ এর যেকোন একটা প্যাটার্ন আপনি নিতে পারেন, কোন ভুলই হবে না।

যদিও আমার তালিকায় আমি বিসিএস প্রশাসন উপরে রেখেছি কিন্তু চোখ চলে যাচ্ছে কাস্টমস আর পুলিশের দিকেই। বাকিটা আপনার ব্যক্তিগত ভাবনার বিষয়।

প্রশ্ন হচ্ছে প্রশাসন কেন পুলিশ কাস্টমসের উপরে রাখলাম?

কয়েকটি কারণে পুলিশ/কাস্টমস থেকে প্রশাসন আমার নিকট কিছুটা উপরে,

১) প্রশাসনে পদসংখ্যা ২০০টি আর পুলিশে পদসংখ্যা ৭২টি।

২) পুলিশের এক বছরের বেশি সময় ধরে চলা ট্রেইনিং এ অনেকেই জীবনের অর্ধেক আয়ুষ্কাল খুইয়ে আসে। অনেকেই খোলামাঠেই কান্নাকাটি করে পুলিশ ক্যাডার পরিবর্তন করার জন্য।

৩) অন্যদিকে বিসিএস প্রশাসন ক্যাডারে এ নিচের দিকে বেশ কিছু ভাল পদ লাভ করা যায়, যেমন: এসিল্যান্ড, ইউএনও, এডিসি, এডিএম,ডিসি পদগুলি বেশ দায়িত্বশীল ও সম্মানজনক।

৪) পুলিশের ক্ষেত্রে এসপি হওয়ার আগে প্রচুর কষ্ট করতে হবে। প্রতি পদে পদে চ্যালেঞ্জ থাকবে। তবে এসপি হওয়ার পর থেকে পুলিশ ক্যাডারকে আমি প্রশাসন থেকে একটু সামনে এগিয়ে রাখতে চাই। এসপি লেভেলের উপর থেকে পরবর্তী পদায়নগুলো অনেকটাই স্বপ্নের মতো লাগবে।

৫) অন্যদিকে বিসিএস কাস্টমস ক্যাডার এর প্রমোশন গ্রোথ ভাল, সমাজের উচু তলার বড় বড় ব্যাবসায়ীদের সঙ্গে সরকারি কাজে বন্ধুত্বলাভ ঘটলেও এই ক্যাডারের সর্বোচ্চ পদটি আসে প্রশাসন ক্যাডার থেকে। সেদিক থেকে শুধু এনবিআর এর মেম্বার পদটাই এই ক্যাডারের সবচেয়ে বড় পদ।

তাহলে বন্ধুরা এখন সিদ্ধান্ত নিন পুলিশ, প্রশাসন নাকি কাস্টমস আগে দেবেন। যেটাই দিন ক্ষতির কিছু নাই।

গ্রুপ- সি

৫) বিসিএস নিরীক্ষা ও হিসাব/ইকনমিক/কর।
৬) বিসিএস ইকনমিক/ কর/নিরীক্ষা ও হিসাব।
৭) বিসিএস কর/নিরীক্ষা ও হিসাব/ইকনমিক।

নোট : এই তিনটির মধ্যে যেটি বেশি পছন্দ সেটি আগে দিন। এভাবে পরেরগুলো দিন;কোনো অসুবিধা হবে না।

দেখুন এই গ্রুপে আমি অবলিগ দিয়ে তিনটি ক্যাডারকে তিনবার করে সাজিয়েছি। বিসিএস অডিট ও বিসিএস ইকোনমিক ক্যাডার দুটির বিশেষ গুণ হচ্ছে-

১) এদের পোস্টিং ঢাকায় হয়।
২) প্রমোশন লেভেল ভাল।
৩) ফরেইন ট্যুর প্রচুর হয়ে থাকে।
৪) ৯-৫ অফিস সময়, শুক্রবার শনিবার কাজ নাই।
৫) বাংলাদেশ সচিবালয়ে শুরু থেকেই পোস্টিং হতে পারে।

অন্যদিকে, বিসিএস কর ক্যাডারটি বর্তমান কর বা মূসক এর যুগে বেশ ভাল একটি ক্যাডার বলে আমার মনে হয়েছে। এই ক্যাডারে জবের পাশাপাশি খুব অল্প বয়সেই সমাজের উচ্চ শ্রেণির মানুষগুলোর সঙ্গে পরিচয়ের দারুন সুযোগ ঘটে। জেলা শহরে পোস্টিং হলেও কাজের ধরন অনুযায়ী জেলাতেও ভালই থাকা যাবে। ঢাকাতেও পোস্টিং এর সুযোগ রয়েছে।

পরামর্শ: আমার মতে গ্রুপ- সি থেকে উল্লিখিত ৩টি থেকে যেকোন ক্যাডার উপরে নিচে করে আপনার নিজের ভাললাগা অনুযায়ী সাজাতে পারেন।

গ্রুপ-ডি

৮) বিসিএস সড়ক ও জনপদ/গণপূর্ত/স্বাস্থ্য/রেলওয়ে প্রকৌশল।

নোট: এখানে শুধু অপেক্ষাকৃত ভাল প্রফেশনাল/টেকনিক্যাল যাদের তারাই দেবেন (উল্লেখ করেই দিয়েছি)। এর কারণ যে ক্যাডারগুলো আমি এর নিচে রেখেছি তার থেকে আপনাদের উল্লিখিত নিজেদের ক্যাডারগুলোই ভাল হবে। এগুলোর মধ্য থেকে যদি কেউ শুধুই প্রফেশনাল ক্যাডারেই থাকতে চায় তবে তিনি নির্দ্বিধায় এখান থেকে কেবল একটি চয়েজই রাখবে।

লক্ষ্য করুণ এখানে আমি টেকনিক্যাল ক্যাডারগুলো থেকে বিসিএস স্বাস্থ্য/সড়ক ও জনপদ/গণপূর্ত ক্যাডারগুলো অবলিগ করে দিয়েছি। অর্থাৎ কেউ যদি এই ডিপার্টমেন্টের শিক্ষার্থী হয়েও জেনারেল ক্যাডার ও তার নিজের ক্যাডারটা থেকে যেকোন একটি সেটিসফাইড মনে করে তাহলে এই ৭ নং সিরিয়ালেই তার নিজের টেকনিক্যাল চয়েজটা দেবেন।

তবে, কেউ যদি মনে করে সে শুধু প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারই হতে চায় তাহলে সে শুধুই প্রফেশনাল ক্যাডারের একটাই চয়েজ দেবে, এতে কোনো সমস্যা নাই।

আবার কেউ যদি মনে করে প্রফেশনালটা হলে ভালো; আর তা না হলে অন্য যেকোন একটা ক্যাডার হলেও হবে অর্থাৎ চাকরি একটা লাগবেই, তারক্ষেত্রে আমার উপরিল্লিখিত চয়েজগুলো থেকে সিরিয়ালি সবগুলোই পুরণ করবেন।

গ্রুপ-ই

৯) বিসিএস আনসার।
১০) বিসিএস তথ্য (ক) ও (গ)।
১১) বিসিএস খাদ্য
১২) বিসিএস তথ্য (খ)
১৩) বিসিএস রেলওয়ে পরিবহন।
১৪) বিসিএস সমবায়।
১৫) বিসিএস ডাক।
১৬) বিসিএস শিক্ষা/কৃষি/সমমান।

নোট: এই গ্রুপের সব ক্যাডারই প্রায় সমান। সামান্য একটু যা কম বেশি হয় তার জন্য আমি ৮-১৪ পর্যন্ত যেভাবে দিয়েছি সেভাবেই রাখবেন।

যদি ক্ষমতার কথা বলি তবে এই গ্রুপে সবচেয়ে ভালো ক্যাডার হচ্ছে বিসিএস আনসার। যেখানেই পোস্টিং হোক নিজেকে রাজা রাজা মনে হবে। অনেক আনসার সদস্য আপনার কমান্ডিং এ থাকবে, তাদের বেতনবিল বা টিএ/ডিএ আপনার স্বাক্ষরে হবে। এক্ষেত্রে আপনি নিশ্চিন্তে কর্মক্ষেত্রে নিজেকে একটা রাজা রাজা ভাব নিয়ে চাকরিজীবন কাটাতে পারবেন। আরো কিছু আয়েশি সুবিধা আছে যা বলতে চাই না; জব হলে নিজেই বুঝবেন। এখন প্রশ্ন হচ্ছে এত ভালো একটা ক্যাডারই যদি হবে তাহলে একে এতো নিচে কেন দিলাম? এর অনেক কারণ আছে-

 

প্রথমত, এই জবে পুলিশের থেকে বেশি কঠিন ট্রেনিং করতে হতে পারে,

 

দ্বিতীয়ত, পোস্টিং হবে সামরিক অফিসারের নিয়ন্ত্রণে। এর ফলে বেশ খানিকটা শৃঙ্খলিত জীবন যাপন করতে অভ্যস্ত হতে হবে। তৃতীয়ত, প্রমোশন লেভেল খুব সুবিধার হয় না। এগুলো মেনে নিতে পারলে এই ক্যাডার খারাপ না।

এই গ্রুপের অন্য ক্যাডারগুলোর মধ্যে খাদ্য তারপর বিসিএস তথ্য ক্যাডার পদ যেভাবে সাজিয়ে দিয়েছি সেভাবেই সাজাবেন। তবে তথ্য জেনারেল ক্যাডারটি বেশ ভালো একটি ক্যাডার। এখান থেকে জেলা তথ্য অফিসার ও মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীদের পি আর ও হওয়া যায়। পি আর ও রা সরাসরি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কাজ করেন, মন্ত্রীর সফরসঙ্গী হয়ে থাকেন। তবে এই বিজ্ঞপ্তিতে বিসিএস তথ্য জেনারেল ক্যাডারে মাত্র দুইটি পদ থাকায় আমি এটিকে নিচে দিয়েছি। এভাবে উপরিল্লিখিত সিরিয়াল বজায় রেখে বিসিএস রেলওয়ে, ডাক, সমবায় ক্যাডারগুলো চয়েজে রাখবেন।

শেষ কিছু কথা :

আমি আমার নিজের চিন্তাভাবনা থেকে যতটুকু বুঝি তাই দিয়ে প্রত্যেকের জন্যই একটা কমন ক্যাডার চয়েজ সাজানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস এতে নতুন ক্যাডারপ্রত্যাশীরা কিছুটা হলেও উপকৃত হবেন। তবে একথা মনে রাখতে হবে এই চয়েজক্রম কোনো বাইবেল না। কারও কাছে অন্যকিছু ভালো মনে হলে সে যেন সেভাবেই দেয়। কেউ পুলিশ বা আনসার না দিতে চাইলে প্রদত্ত সিরিয়াল থেকে ওই দুটি সরিয়ে দিলেই হবে। এভাবে অন্য কোনো পদ ভাল না লাগলে সেটিকে সরিয়ে রেখে আমার দেওয়া সিরিয়াল ঠিক রাখতে পারেন। তবে অনেককেই দেখেছি বিসিএস শিক্ষা ক্যাডার পরিবর্তন করে পরের বিসিএস এ বিসিএস পুলিশ বা প্রশাসন বা জেনারেলের অন্য ক্যাডার নিয়ে চলে যায়। আবার এমন মানুষও আমি পেয়েছি যিনি এক বছর বিসিএস প্রশাসন ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বপালন করার পর আবার বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারে চলে এসেছেন।

জীবন দৃষ্টিভঙ্গি মানুষভেদে ভিন্ন ভিন্ন হতেই পারে। জীবন ক্ষণকালের। ভালো থাকাটাই সবার আগে। অনেকের পরামর্শ শুনে এমন ক্যাডার পছন্দ করলেন যে ক্যাডার ৬ মাসেও ছুটি পায় না। অথচ আপনি মোটেও টানা কাজে থাকতে পারেন না। তখন তথাকথিত সেই ভালো ক্যাডার পাওয়া হবে আপনার জন্য বিষ। যাইহোক যে জীবন যেভাবে যাকে মানায় তার সে জীবনই হোক, এই দোয়া করি।

BCS Cadre Choice Code

Name of Cadre Category Cadre Code No. of Posts
General Cadres/Posts

 

 

BCS (Administration) 110 200
BCS (Police) 117 72
BCS (Audit & Accounts) 112 22
BCS (Railway transport and commercial ) 125 07
BCS (Co-operative) 119 17
BCS (Ansar) 118 12
BCS (Economic) 126 45
BCS (Family Planning ) 124 01
BCS (Food) 111 03
BCS (Foreign Affairs) 115 20
BCS (Information), Ast. Director/Information officer/Research officer/Equivalent post 121 02
BCS (Information), Assistant Director (Programme) 122 04
BCS (Information), Assistant Controller of News 123 03
BCS (Postal) 116 06
BCS (Taxation) 114 24
BCS (Trade) 120 32
Total General Cadres/Posts = 465
 

 

 

 

 

 

 

Technical/Professional Cadres/Posts):

BCS (Agriculture) : Scientific Officer 226 09
BCS (Agriculture) : Agriculture Extension Officer 227 134
BCS (Fisheries) : Thana Fisheries Officer*** 240 26
BCS (Fisheries) : Thana Fisheries Officer 551 01
BCS (Food) : Assistant Maintence Eng./Equivalent Post 360 05
BCS (Health) : Assistant SurgeonBCS (Health) : Assistant Dental Surgeon 410450 260—-
BCS (Information) : Assistant Radio Engineer 530 12
BCS (Livestock) : Veterinary Surgeon/ Scientific Officer/Thana Livestock Officer(Metro)/Lecturer DVM 270 66
BCS (Livestock) : PDO/APO/ Zoo Officer 281 14
BCS (Public Works) : Assistant Engineer(Civil) 311 02
BCS (Public Works) : Assistant Engineer (E/M) 312 04
BCS (Railway Engineering) : Assistant Controller Stores 352 01
BCS (Railway Engineering) : Assistant Executive Engineer 353 01
BCS (Roads & Highways) : Assistant Engineer (Civil) 331 03
BCS (Roads & Highways) : Assistant Engineer (Mechanical) 332 15
BCS (Statistics) : Statistical Officer 540 12
Total Technical/Professional Cadres/Posts) =
568
Education Cadres/Posts BCS (General Education) : Lecturer of General College 610 837
BCS (General Education) : Lecturer of Teacher’s Training Colleges 620 33
BCS (Technical Education) : Lecturer of Technical Teacher’s Training Colleges 630 —-
Total Education Cadres/Posts = 870
Total 42th BCS Cadres/Posts = 1903

সব বিসিএস এ পদ সংখ্যা অনুযায়ী কম-বেশি হয়ে থাকে তবে এর কাছাকাছি থাকে।

bangladesh civil service cadre list

eneral cadres

1.      BCS (Foreign Affairs)

2.      BCS (Administration)

3.      BCS (Audit & Accounts)

4.      BCS (Customs & Excise)

5. BCS (Taxation)

6. BCS (Police)

7.      BCS (Ansar)

8.      BCS (Family Planning)

9.      BCS (Postal)

10.   BCS (Railway Transportation & Commercial)

Professional cadres

1.      BCS (General Education)

2.      BCS (Technical Education)

3.      BCS (Public Health Engineering)

4.      BCS (Public Works)

5.      BCS (Railway: Engineering)

6.      BCS (Roads & Highways)

7.      BCS (Health)

8.      BCS (Agriculture)

9.      BCS (Forest)

10.   BCS (Fisheries)

11.   BCS (Livestock)

12.   BCS (Statistics)

Cadres with both general and professional posts

  1. BCS (Food)
  2. BCS (Trade)
  3. BCS (Information)
  4. BCS (Co-operative)

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Exit mobile version