খেলা

ভক্তদের প্রত্যাশা; যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ

শেয়ার করুন
খেলার খবর live
ফাইল । ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনাল স্বপ্ন ‘কার্যত’ শেষ বাংলাদেশের। সবশেষ ক্যারিবীয়দের বিপক্ষে একেবারে তীরে গিয়ে তরী ডুবে টাইগারদের। উত্তেজনাপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হারে বাংলাদেশ।

এর আগে প্রথম দুই ম্যাচ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে পরাজিত হয় বাংলাদেশ।সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হারের পর বাংলাদেশের বিশ্বকাপ মিশন এক রকম শেষ বলা যায়। তবে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এমনটি প্রত্যাশা করছেন সমর্থকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হিসাব কষছেন টাইগার সমর্থকরা।

যদিও হিসাব-নিকাশটা অনেকটা জটিলই বলা যায়। কেননা বাংলাদেশের পরের দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে।

যেভাবে সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ-

অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হবে ইংল্যান্ডকে। তাহলে ইংল্যান্ড ৫ ম্যাচে ৫টিই জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করবে।
 
অন্যদিকে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হবে বাংলাদেশের। তাহলে বাংলাদেশর পয়েন্ট দাঁড়াবে ৪। এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তাতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজেরও পয়েন্ট দাঁড়াবে ৪।

এছাড়া আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে দক্ষিণ আফ্রিকার। তাহলে লঙ্কানদের বিপক্ষে জয়ে প্রোটিয়াদের পয়েন্ট দাঁড়াবে ৪। অন্যদিকে, শ্রীলঙ্কাকে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাহলে লঙ্কানদেরও পয়েন্ট দাঁড়াবে ৪। এরপর হিসাব হবে নেট রান রেটে।

সুপার টুয়েল পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে যদি বড় ব্যবধানে হারাতে পারে তবেই বিশ্বকাপের সেমিতে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের। নেটিজেনরা বাংলাদেশ দলকে সেমিতে নিতে এমনই সমীকরণ দাঁড় করাচ্ছেন।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *