গড অফ ওয়ার

ভিডিও গেইম ‘গড অফ ওয়ার’র নির্মাতা ‘ভালকিরি এন্টারটেইনমেন্ট’কে কিনছেন সনি

শেয়ার করুন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:  জনপ্রিয় ভিডিও গেইম ফ্র্যাঞ্চাইজ ‘গড অফ ওয়ার’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘ভালকিরি এন্টারটেইনমেন্ট’-কে কেনার ঘোষণা দিয়েছে সনি কর্পোরেশনের গেইমিং বিভাগ।

চলতি বছরে এটি ‘সনি ইন্টার‌্যাক্টিভ  এন্টারটেইনমেন্ট’-এর পঞ্চম অধিগ্রহণ বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। চলতি বছরে ‘নিক্সেস সফটওয়্যার’, ‘রিটার্নাল’ নির্মাতা ‘হাউজমার্ক’, ‘ব্লুপয়েন্ট গেইমস’ এবং ‘ফায়ারস্প্রাইট’– এই চার প্রতিষ্ঠান কিনেছে সনি।

God of War
গড অফ ওয়ার

আরও পড়ুন : স্পুটনিক ৫ করোনা টিকা বিশ্বের সবচেয়ে নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন

২০২০ সালে মহামারীর প্রকোপে লকডাউন শুরু হওয়ার পর থেকেই গেইমিং সেবায় বাড়তি জোর দিচ্ছে সনি।

গড অফ ওয়ার ছাড়াও ‘টুইস্টেড মেটাল’, ‘ইনফেমাস’ এবং ‘ফোরজা মোটোস্পোর্ট’ ফ্র্যাঞ্চাইজের মতো জনপ্রিয় গেইম নির্মাণ করেছে সিয়াটলভিত্তিক ভালকিরি এন্টারটেইনমেন্ট। রয়টার্স জনিয়েছে, মালিকানা হাতবদল হলেও প্রতিষ্ঠানের বর্তমান ব্যবস্থাপনা দলটিই সকল ভবিষ্যত কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবে।

আরও দেখুন : নিনটেনডোকে এক কোটি ডলার ক্ষতিপূরণ দেবে হ্যাকার

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

One Comment to “ভিডিও গেইম ‘গড অফ ওয়ার’র নির্মাতা ‘ভালকিরি এন্টারটেইনমেন্ট’কে কিনছেন সনি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *