Site icon 1 second school

মহাকাশের রং কালো কেন?

মহাকাশ কালো কেন?

মহাকাশ কালো কেন?

শেয়ার করুন

মহাকাশ কালো কেন?

মহাশূন্যে নভোচারীরা আকাশ কালো দেখবে। পৃথিবীতে দিনের বেলায় আমরা আকাশকে আসমানি দেখি এর কারণ হলো বায়ুমন্ডল। সূর্য থেকে পৃথিবীতে

আলো আসার পর বায়ুমন্ডলে আসমানিসহ সব ধরনের আলো বিচ্ছুরিত হয় এবং আসমানি আলোর তরঙ্গদৈর্ঘ্য অত্যন্ত কম হওয়ায় অনেক বেশি বিচ্ছুরিত

হয় এবং আমরা দেখতে পাই। কিন্তু মহাশূন্যে বায়ুমন্ডল না থাকায় আলো বিচ্ছুরিত হয় না। তাই মহাশূন্যে নভোচারীরা আকাশ কালো দেখে। তবে পৃথিবীর

রাতের আকাশের মত সেখানেও আকাশে তারকামন্ডল দেখা যাবে।

অথ্যাৎ বলতে পারি,

মহাকাশে বায়ুমন্ডল না থাকায় সেখানে কোনো বস্তুকণায় সূর্যের আলো প্রতিফলিত বা বিক্ষপ্ত হয় না। তাই সেখানো কোনো বস্তুতে পতিত আলো দেখা যায় না।

ফলে মহাকাশ কালো দেখায়।

আশা করি এখন বিষয়টি সম্পূর্ণ পরিস্কার হয়েছে। সবার সুস্থ কামনা আশা করছি। ধন্যবাদ

 

Exit mobile version