Site icon 1 second school

শ্রীলংকার পতাকায় সিংহের হাতে তলোয়ার থাকে কেন?

শ্রীলংকার পতাকায় সিংহের হাতে তলোয়ার থাকে কেন?

শ্রীলংকার পতাকায় সিংহের হাতে তলোয়ার থাকে কেন?

শেয়ার করুন

শ্রীলংকার পতাকায় সিংহ কেন

শ্রীলংকার জাতীয় পতাকাকে বলা হয়ে থাকে সিংহ খচিত পতাকা। এর মাঝখানে রয়েছে দন্ডায়মান স্বর্ণ সিংহ, যার ডান থাবাতে আছে একটি তরবারি।

শ্রীংকার পতাকায় সিংহের হাতে তলোয়ার হলো (Sovereignty) সার্বভৌমত্বের প্রতীক, আর সিংহ হলো শক্তির প্রতীক।

পতাকাটি শ্রীলংকার প্রথম প্রধানমন্ত্রী ডি এস সেনানায়েকের গঠিত একটি কমিটি ১৯৫০ সালে যে সুপারিশ প্রদান করে, তার ভিত্তিতে গৃহীত হয়।

আশা করি এখন বিষয়টি সম্পূর্ণ পরিস্কার হয়েছে। সবার সুস্থ কামনা আশা করছি। ধন্যবাদ

Exit mobile version