
চাকরিঃ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১২টি বিষয়ে ২ হাজার ৬৫ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ সোমবার এসব শিক্ষককে দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ভিত্তিক আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগ পাওয়া শিক্ষকদের আগামী ৭ ফেব্রুয়ারি কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাঁর নিয়োগ বাতিল হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : ঢাকা মেডিকেল কলেজে চাকরির বিজ্ঞপ্তি
এর আগে ২ হাজার ১৫৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি তদন্ত হয়।
এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশের ভিত্তিতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (http://www.shed.gov.bd/) ৩৪ হাজার ৭৩ জন শিক্ষককে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন : কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ২৩৯
আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগপত্র বিতরণের কাজ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি ভার্চু্য়ালি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিটা দেখতে এই লিংক ক্লিক করুন।।
এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!