Class 6 Sharirik Shikkha Assignment 18th week

৬ষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১

শেয়ার করুন

 ৬ষ্ঠ শ্রেনির শারীরিক শিক্ষা

Class 6 Sharirik Shikkha Assignment 18th week

উত্তর সমূহ

প্রাথমিক চিকিৎসা চিকিৎসাশান্ত্রের একটি অংশ। প্রাথমিক চিকিৎসার স্রষ্টা হলেন ড. ফ্রেডিক এজমার্ক। তিনি ছিলেন একজন জার্মান শল্যচিকিৎসক। তিনিই প্রথম চিন্তা করেন যেকোনাে দুর্ঘটনায় আহতে রােগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে রােগীর অবস্থার অবনতি যাতে না ঘটে সে ব্যবস্থা অবস্থার অবনতি যাতে না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা প্রয়ােজন।

অতএব প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ কোনাে দৈব দুর্ঘটনায় ডাক্তার না আসা পর্যন্ত হাতের কাছের জিনিস দিয়ে রােগীকে প্রাথমিকভাবে সাহায্য করা এবং রােগীর অবস্থা যাতে জটিলতর না হয় সেদিকে লক্ষ রেখে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা।

প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধানের ইংরেজি প্রতিশব্দ হলাে ফার্স্ট এইড (First Aid) First অর্থ প্রথম আর Aid অর্থ সাহায্য। সুতরাং First Aid অর্থ প্রথম সাহায্য। কোনো আহত ব্যক্তিকে সবার আগে যে সাহায্য করা হয়, তা-ই প্রাথমিক চিকিৎসা।

[ বি:দ্র: উত্তর দাতা ইসমাইল হোসেন ©সর্বস্বত্ব সংরক্ষিত (ওয়ান সেকেন্ড স্কুল )]

আমি একজন স্কাউট বা গার্ল গাইড সদস্য। আমার বাসার একজন সদস্যের প্রাথমিক চিকিৎসা প্রয়াোজন। এতে আমর যা যা করণীয় তা নিচে লেখা হলাে:
১) রোগনির্ণয়: কী কারণে অসুস্থতার সৃষ্টি হয়েছে তা আমাকে খুঁজে বের করতে হবে। রােগের লক্ষণ, চিহ্ন বা ইতিহাস থেকে রোগ হয়েছে তা আমাকে খুঁজে বের করতে হবে। রোগের লক্ষণ, চিহ্ন বা ইতিহাস থেকে রোগ নির্ণয় করা সম্ভব।

২) চিকিৎসা: কতটুকু চিকিৎসার প্রয়োজন তা নির্ণয় করে ডাক্তার আসার আগ পর্যন্ত যাতে রোগীর অবস্থার অবনতি না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩) স্থানান্তর: রােগীকে নিরাপদ জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে ডাক্তারের কাছে বা হাসপাতালে স্থানান্তর করতে হবে।

আমার পরিবারের কোন সদস্যদের যদি কোন অংশ কেটে যায় তাহলে আমি যা করব তা নিচে লেখা হলাে:

  1. প্রথমেই আহত ব্যক্তির কোথায় কতটুকু কেটেছে তা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  2. সাবান দিয়ে হাত পরিষ্কার করে কাটা স্থান পানি দিয়ে ধুয়ে তুলা বা কাপড় দিয়ে মুছতে হবে।
  3. সাবান দিয়ে হাত পরিষ্কার করে কাটা স্থান পানি দিয়ে ধুয়ে তুলা বা কাপড় দিয়ে মুছতে হবে।
  4. ক্ষতের চারপাশ ডেটল বা স্যাভলন বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
  5. ক্ষতস্থানের জমাট বাঁধা রক্ত সরানো উচিত নয়। সরালে পুনরায় রক্তক্ষরণ হতে পারে।
  6. সামান্য ক্ষত হলে সরাসরি আঙুলে চাপ দিয়ে এবং বড় ধরনের ক্ষত হলে তুলা বা গজ দিয়ে চেপে ধরে রক্তপাত বন্ধ করতে হবে।

আমার পরিবারের কোন সদস্যদের যদি কোন অংশ পােড়ে যায় তাহলে আমি যা করব তা নিচে লেখা হলাে:
আগুন, গরম পানি, জ্বলন্ত বস্তু ও গরম তরল পদার্থ থেকে দুর্ঘটনাবশত শরীরের কোনো অংশ পুড়ে গেলে পােড়া জায়গায় ঠাণ্ডা পানি বা ডিমের সাদা অংশ মাখিয়ে দিতে হবে।
আগুন, গরম পানি, জ্বলন্ত বস্তু ও গরম তরল পদার্থ থেকে দুর্ঘটনাবশত শরীরের কোনোে অংশ পুড়ে গেলে পােড়া জায়গায় ঠাণ্ডা পানি বা ডিমের সাদা অংশ মাখিয়ে দিতে হবে। কোনাে জায়গায় ফোস্কা দেখা দিলে ফোস্কা গলানাে উচিত নয়। সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আমার পরিবারের কোন সদস্যদের যদি কোন অংশ ছড়ে যায় তাহলে আমি যা করব তা নিচে লেখা হলাে:

হাতুড়ি, ইট, পাথর প্রভৃতি ভোঁতা জিনিসের আঘাতে বা জীবজন্তু কামড় দিলে শরীরের কোনাে অংশ ছড়ে যেতে পারে। ফলে আহত স্থানে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে পড়ে।

  1. প্রথমেই আহত স্থানে ঠাণ্ডা পানি বা বরফ দিয়ে ব্যথা কমাতে হবে।
  2. পরিষ্কার কাপড় ঠাণ্ডা পানিতে ভিজিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে বরফ বা ঠাণ্ডা পানি লাগাতে হবে।
  3. আহত স্থানে কোনোরূপ ম্যাসাজ করা যাবে না।
  4. প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

৬ষ্ঠ শ্রেণির গণিত ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর লিংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *