Site icon 1 second school

অমিক্রন উদ্বেগে কর্মীদের অফিসে আনার পরিকল্পনা থেকে পিছিয়ে গেল গুগল

google

Google search

শেয়ার করুন

জানুয়ারি থেকে কর্মীদের অফিসে আনার পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে উদ্বেগ ও বাধ্যতামূলক করোনা টিকা নিতে কিছু কর্মীর আপত্তির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত আগস্টে গুগল জানায়, ২০২২ সালের ১০ জানুয়ারি থেকে কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ কমবে। কর্মীদের সপ্তাহে অন্তত তিন দিন অফিসে এসে কাজ করতে হবে। তবে গতকাল বৃহস্পতিবার গুগলের নির্বাহীরা তাঁদের কর্মীদের জানিয়েছেন, সেই সময়সীমা অনিষ্টকালের জন্য পেছানো হয়েছে।
গুগল বলছে, আগেই বলা হয়েছিল যে স্থানীয় অবস্থার ওপর নির্ভর করে কর্মীদের ফিরিয়ে আনার বিষয়টি ঠিক করা হবে।

আরও পড়ুন : মানুষকে আগামী বহু বছর ধরে কোভিডের টিকা নেবার প্রয়োজন হতে পারে ।। ড. আলবার্ট বুর্লা

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে গুগলের প্রায় ৪০ শতাংশ কর্মচারী অফিসে এসে কাজ শুরু করেছেন। গুগল বলেছে, যা বিশ্বের অন্য জায়গা থেকে বেশি।
তবে গত সপ্তাহে গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকারের আদেশক্রমে বাধ্যতামূলক টিকা নিতে অনেক কর্মীই আপত্তি জানিয়েছে।
মহামারি শুরু হওয়ার পর গুগলই প্রথম কোম্পানি, যারা কর্মীদের বাড়ি থেকে কাজ করার বিষয়টি চালু করে। প্রায় ৬০টি দেশে এর প্রায় ৮৫টি অফিস রয়েছে।
ইউরোপে এ পর্যন্ত ৭৯ জনের অমিক্রন শনাক্ত হয়েছে। গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার এ ধরন শনাক্ত হয়।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Exit mobile version