খেলার খবর live

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

শেয়ার করুন

 বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আট উইকেটে হেরে গেছে। আর ইংল্যান্ড পর পর দুটি ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে।

বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে
বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আট উইকেটে হেরে গেছে।

ব্যাটের ওপর ঠেস দিয়ে মাঠেই বসে পড়লেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ।

নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন অন্য প্রান্তে। নিজের উইকেটটা যেন বিলিয়ে দিয়ে তখন ধীর পায়ে ড্রেসিংরুমের দিকে হাঁটতে শুরু করেছেন আফিফ হোসেন! বাইশগজে কী হচ্ছে কিছুই যেন বুঝতে পারছেন না টাইগার দলপতি। দিন শেষে মাহমুদুল্লাহর হতাশার ছবিটি ম্যাচের ‘প্রতীকী’ হয়ে থাকল।

বাংলাদেশ শুরুতে ব্যাট করে ১২৪ রান তুলতে সক্ষম হয়েছে।

জবাবে ইংল্যান্ড ৩৫ বল হাতে রেখে ম্যাচ শেষ করে।

শারজাহর পর এবার আবুধাবিতেও হতাশার হার। দাঁড়াতেই পারল না টাইগাররা। ইংলিশদের বিরুদ্ধে রীতিমতো উড়ে গেল মাহমুদুল্লাহ বাহিনী।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর আবুধাবিতে বাংলাদেশের বিরুদ্ধে ৩৫ বল হাতে রেখেই ৮ উইকেটের ক্যারিশম্যাটিক জয় তুলে নিল ইংল্যান্ড। পুরো ম্যাচে এক মুহূর্তের জন্যও মনে হয়নি, সাকিবরা জিততে পারে! শুরু থেকে শেষ পর্যন্ত কেবলই হতাশার ছবি।

টস জিতে উইকেটের অবস্থা দেখে প্রথমে ব্যাটিং নিলেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ওভারে ১০ রান নিয়ে দুই ওপেনার শুরুটাও দারুণ করলেন। ইংলিশ স্পিনার মঈন আলীর ওভারের শেষ দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে লিটন দাস ভালো কিছুর ইঙ্গিত দিলেন। কিন্তু পারলেন না। সেই মঈনের পরের ওভারেই ফাঁদে পা দিলেন। সুইপ শট খেলতে গিয়ে স্কোয়ার লেগের ফিল্ডার লিভিংস্টোনের হাতে বল তুলে দেন। আবারও   ব্যর্থ। দুই অংকের কোটাতেও পৌঁছাতে পারলেন না। লিটনের ইনিংসটা গুটিয়ে গেল ৯ রানেই। ঠিক পরের বলেই সুপার ফর্মে থাকা মোহাম্মদ নাঈমও একই ভুল করলেন। মিড-অনে তুলে দিলেন সহজ ক্যাচ। আশার আলো দেখাতে পারলেন সাকিব আল হাসানও। ক্রিস ওকসের বলে হুক করতে গিয়ে ব্যাটের উপরের কোনায় লেগে শর্ট ফাইন লেগে ক্যাচ উঠে যায়। পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় টাইগাররা। প্রথম ছয় ওভারে আসে মাত্র ২৭ রান। এরপর আর ছন্দেই ফিরতে পারেনি দল।

একের পর এক চলতে থাকে ভুল শট ও আত্মহুতি দেওয়ার মহড়া। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করে ফর্মে ফেরা মুশফিক কাল দারুণভাবে শুরু করেছিলেন। ২৯ রান করার পর লেগ বিফোর হয়ে গেলেন।

নিজের প্রিয় রিভার্স সুইপই ‘কাল’ হলো মুশফিকের। নিজের ভুলে রান আউট হন আফিফ হোসেন।

মাত্র ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন খাদে তখন ক্যাপ্টেন মাহমুদুল্লাহও যেন ভুল শট খেলে আত্মাহুতি দিয়েই বাইশগজ ছাড়লেন।

দলের বিপদে অধিনায়ক কোথায় আশার আলো দেখাবেন, উল্টো তিনি ব্যাকওয়ার্ড পয়েন্টে এমন সহজ ক্যাচ তুলে দিয়ে বিদায় নিলেন-যার কোনো ব্যাখ্যা নেই! ভরসা হতে পারতেন মেহেদী হাসান। কারণ, টি-২০তে অনেক সময় একজন টিকে গেলেই স্কোর বড় হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। দুটি বাউন্ডারি হাঁকিয়ে মেহেদী দারুণ কিছুই ইঙ্গিতও দিলেন। শেষ পর্যন্ত তিনিও ভুল শটই খেললেন। পেসার মিলসের বলে স্কুপ খেলতে গিয়ে সহজ ক্যাচ। এমন দিনে ৯ নম্বরে ব্যাট করতে নামা নাসুম আহমেদ ৯ বলে ১৯ রানের ক্যারিশম্যাটিক ইনিংস নিয়মিত ব্যাটসম্যানদের যেন লজ্জাই দিলেন। পুরো ইনিংসে যে দুটি ছক্কা হয়েছে দুটিই এসেছে নাসুমের ব্যাট থেকে।  বাংলাদেশকে ১২৪ রানে আটকে দিয়ে ইংলিশরা ১৪.১ ওভারেই খেলা শেষ করে দেয়। ইংলিশ ওপেনার জেসন রায় ৩৮ বলে ৬১ রান করে ম্যাচ সেরা হন।  ক্রিকেট নয়, যেন কাল ইংলিশদের নির্দেশনায় আবুধাবির জায়েদ স্টেডিয়ামে অন্যরকম এক নাটক মঞ্চস্থ হলো। চিত্রনাট্য মরগানরাই লিখেছেন, সাকিব-মুশফিকরা পান্ডুলিপি দেখে কেবলই অভিনয় করে গেলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ পয়েন্ট তালিকা

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *