Site icon 1 second school

উইন্ডোজ ১১ তে খেলা যাবে অ্যান্ড্রয়েড গেমস

উইন্ডোজ ১১

windows 11

শেয়ার করুন

অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্টের জন্য উইন্ডোজ ১১ ভালই জনপ্রিয়তা পাচ্ছে। এবার উইন্ডোজ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার আরও সুবিধাজনক করতে এগিয়ে এসেছে গুগল। সম্প্রতি গুগল উইন্ডোজের জন্য ডেস্কটপ প্লে গেমস অ্যাপ তৈরির ঘোষণা দেয়।

আরও দেখুন : এক এনআইডি দিয়ে কয়টি সিম কেনা যাবে নির্ধারণ করল সংসদীয় কমিটি

গেম এওয়ার্ডস নামের এক অনুষ্ঠানে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। এর আগে মাইক্রোসফটের সঙ্গে চুক্তি হয়েছিল শুধু অ্যামাজন অ্যাপ স্টোরের। এবার এগিয়ে এলো গুগল। ফলে উইন্ডোজ ব্যবহারকারীরা গুগল প্লে-এর অ্যাপও ব্যবহার করতে পারবেন।

আরও দেখুন : ভিডিও গেইম ‘গড অফ ওয়ার’র নির্মাতা ‘ভালকিরি এন্টারটেইনমেন্ট’কে কিনছেন সনি

এদিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উইন্ডোজ ১১ ছাড়াও উইন্ডোজ ১০ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। তবে সেক্ষেত্রে সাহায্য নিতে হবে ইমুলেটরের।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Exit mobile version