ডরসি

টুইটারের প্রধানের পদ ছাড়লেন ডরসি, নতুন পারাগ আগরাওয়াল

শেয়ার করুন

টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। এখন মাইক্রোব্লগিং সাইটটির কাণ্ডারির ভূমিকায় এসেছেন এত দিন প্রধান প্রযুক্তি কর্মকর্তার পদে থাকা পারাগ আগরাওয়াল।

গুগলে সুন্দার পিচাই ও মাইক্রোসফটে সাত্যিয়া নাদেলার পর তৃতীয় শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে নেতৃত্বে একজন ভারতীয় বংশদ্ভুতকে আনলো টুইটার।

২০০৬ সালে বিজ স্টোন, ইভান উইলিয়ামস এবং নোয়া গ্লাসের সঙ্গে মিলে টুইটার প্রতিষ্ঠা করেন জ্যাক ডরসি। এরপর থেকেই টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন তিনি। এর মধ্যে লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান স্কয়ার তৈরি করেন ডরসি, প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করছিলেন সেখানেও।

এক বিবৃতিতে ডরসি লিখেছেন, “অবশেষে আমার চলে যাওয়ার সময় এসেছে।” টুইটার এখন “এগিয়ে যেতে প্রস্তুত,” বলেও উল্লেখ করেছেন তিনি।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *