বাগধারা উদাহরণ
বাগধারা উদাহরণ: বাগধারা বাংলা ভাষার একটি বিশিষ্ট সম্পদ। একাধিক নির্দিষ্টপদ ধরা-বাঁধা ক্রমে বাক্যে প্রযুক্ত হয়ে সাধারণ অর্থের চেয়েও অতিরিক্ত বিশেষ কোনও অর্থ প্রকাশ করে এবং এর সঙ্গে অভিধানে প্রদত্ত অর্থের কোনও সম্পর্ক নাও থাকতে পারে। এই ধরনের পদ প্রয়োগে ইঙ্গিতপূর্ণ সুস্থ অর্থ এবং বক্তব্য বিশেষভাবে প্রকাশ পায়। এই ধরনের পদের প্রয়োগে বক্তব্য বিষয় সংক্ষিপ্ত অথচ রসক হয়ে ওঠে। প্রত্যেক ভাষাতেই ভাব প্রকাশের জন্য এই রকমের বাগধারা আছে।
বাগধারা কাকে বলে
-
অ
- অকালকুষ্মাণ্ড (অপদার্থ)—ওকে দিয়ে কিছু হবে না, ও অকালকুষ্মাণ্ড।
- অকূল পাথার – ভীষণ বিপদ
- অক্কা পাওয়া (মারা যাওয়া)— বৃদ্ধ লোকটি বাসের ধাক্কায় অক্কা পেয়েছে।
- অগাধ জলের মাছ – সুচতুর ব্যাক্তি
- অগ্নি পরীক্ষা – কঠিন পরীক্ষা
- অন্ধকারে ঢিল মারা – আন্দাজে কাজ করা
- অরণ্যে রোদন – নিষ্ফল আবেদন
- অহিনকুল সম্বন্ধ – ভীষণ শত্রুতা
- অমাবস্যার চাঁদ (দূর্লভ বস্তু, অদৃশ্য)—রহিম ভালো চাকরি পেয়ে একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেছে।
- অ আ ক খ (সাধারণ জ্ঞান)— এ বিষয়ে তার অ আ ক খ জানা নাই।
- অন্ধের যষ্ঠি (একমাত্র অবলম্বন)— যে ছিল মায়ের অন্ধের যষ্ঠি সেও অকালে মারা গেলো।
-
আ
- আকাশকুসুম (অসম্ভব কল্পনা)— আকাশকুসুম না ভেবে কাজ করলে ভালো ফল পাওয়া যায়।
- আক্কেল সেলামী – বোকামির দণ্ড
- আকাশ ভেঙ্গে পড়া – ভীষণ বিপদে পড়া
- আষাঢ়ে গল্প (আজগুবি গল্প)— আষাঢ়ে গল্প শুনিয়ে কারো কাছ থেকে উপকার পাওয়ার আশা করো না।
- আলালের ঘরের দুলাল – অতি আদরের নষ্ট পুত্র
- আকাশ পাতাল (বড় ব্যবধান) — দুই ভায়ের আচরণ কী আকাশ পাতাল ব্যবধান!
- আমড়াকাঠের ঢেঁকি (অপদার্থ)— আমড়াকাঠের ঢেঁকিকে দিয়ে কোন কাজে ভালো ফল আশা করা যায় না।
- আঙুল ফুলে কলাগাছ (হঠাৎ বড়লোক হওয়া)— অসৎ পথেই আঙুল ফুলে কলাগাছ হওয়া যায়।
- ই/ ঈ
- ইঁচড়ে পাকা (অকালে পাকা)— ইঁচড়ে পাকা ছেলেটি বাবা মায়ের কথা শোনে না।
- ইলশেগুঁড়ি (গুঁড়ি গুঁড়ি বৃষ্টি)— সকাল থেকেই শুরু হয়েছে ইলশেগুঁড়ি।
- ঈদের চাঁদ (অতি আনন্দ)— হারানো ছেলেকে পেয়ে মা যেন ঈদের চাঁদ পেয়েছে।
-
উ
- উত্তম-মধ্যম (প্রহার) — পুলিশ চোরটিকে কিছু উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দিলো।
- উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে – একজনের দোষ অন্যের উপর চাপানো
- উভয় সংকট – দুদিকেই বিপদ
- উলুবনে মুক্তো ছড়ানো – অপাত্রে উত্তম জিনিস দান
- উনিশ-বিশ (সামান্য পার্থক্য)— হারজিতটি উনিশ-বিশে হয়েছে।
- উঠে পড়ে লাগা (আদার জল খেয়ে লাগা/প্রাণপন চেষ্টা করা)—একবার ফেল করে ছেলেটি পাশের জন্য উঠে পড়ে লেগেছে।
- উনপাঁজুরে (হতভাগ্য)— উনপাঁজুরে লোকটির ভাগ্যে সারা জীবনেও সুখ মিলল না।
- এ
- এসপার ওসপার – মীমাংসা
- এলাহিকাণ্ড (বিরাট ব্যাপার)— তার মেয়ে বিয়ে যেন এক এলাহিকাণ্ড।
- একাদশে বৃহস্পতি – সৌভাগ্যের বিষয়
- এক ঢিলে দুই পাখি (এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন)— চালাক লোকটি এক ঢিলে দুই পাখি মারল।
-
ক
- কলুর বলদ (পরাধীন)— লোকটি সারা জীবন কলুর বলদের মতো খেটে গেলো।
- কেতাদুরস্ত – পরিপাটি
- কই মাছের প্রাণ – যা সহজে মরে না
- কেঁচো খুঁড়তে সাপ – সামান্য থেকে অসামান্য
- কড়ায় গণ্ডায় (পুরোপুরি)— পাওনা টাকা তার কাছ থেকে কড়ায় গণ্ডায় বুঝে নিবি।
- কান খাড়া করা (সতর্ক হওয়া)—রাস্তাঘাটে কান খাড়া করে চলতে হয়।
-
খ
- খয়ের খা – চাটুকার
- গ
- গড্ডলিকা প্রবাহ – অন্ধ অনুকরণ
- গোঁফখেজুরে – নিতান্ত অলস
- গোবর গণেশ (অপদার্থ/মূর্খ)— গোবর গণেশ দিয়ে কোন কাজে ভালো ফল আশা করা যায় না।
- গোঁফ খেঁজুরে (খুব অলস)— গোঁফ খেঁজুরে লোক দিয়ে দেশের উন্নতি অসম্ভব।
- গোড়ায় গলদ (মূলে ভুল)— অংক মিলবে কী করে, এর তো গোড়ায় গলদ আছে।
- গুঁড়েবালি (আশায় নৈরাশ্য)— শেষমেষ সব আশাই গুঁড়েবালি হবে।
-
ঘ
- ঘাটের মড়া – অতি বৃদ্ধ
- ঘোড়া রোগ – সাধ্যের অতিরিক্ত সাধ
- ঘোড়ার ডিম (মিথ্যা জিনিস/অবাস্তব বস্তু)— এমন লেখাপড়া করলে পরীক্ষায় ঘোড়ার ডিম পাবা।
- ঘোড়ার ঘাস কাটা (বাজে কাজ করা)— ঘোড়ার ঘাস কাটো; পরীক্ষায় ভালো করতে পারলে না।
-
চ
- চিনির বলদ – ভারবাহী কিন্তু ফললাভের অংশীদার নয়
- চোখের পর্দা (লজ্জা)— বড় হয়ে কী চোখের পর্দা খেয়েছে?
- চোখের মণি (অতি আদরের)— ছেলেটি গরিব মায়ের চোখের মণি।
- চোখের বালি (চোখের কাঁটা/চক্ষুশূল)— খারাপ কাজ করে বাবা মায়ের কাছে চোখের বালি হইও না।
- চোখ টাটান (হিংসা করা)— অন্যের ভালো দেখে অনেকের চোখ টাটায়।
- চোখে সরষে ফুল দেখা/চোখে অন্ধকার দেখা (বিপদ দেখা, হতবুদ্ধি)— সারা বছর না পড়লে চোখে সরষে ফুল /চোখে অন্ধকার দেখতে হয়।
- ছ
- ছা পোষা – অত্যন্ত গরীব
- ছিনিমিনি খেলা – নষ্ট করা
- ছেলের হাতের মোয়া – সহজলভ্য বস্তু
-
জ
- জগদ্দল পাথর – গুরুভার
- জিলাপির প্যাঁচ (খারাপ বুদ্ধি)— জিলাপির প্যাঁচ দিয়েও লোকটি বাঁচতে পারল না।
- জলে কুমির ডাঙায় বাঘ (দুদিকেই বিপদ/উভয় সংকট) — জলে কুমির ডাঙায় বাঘ নিয়ে বাঁচা কষ্টকর।
- ঝ
- ঝিকে মেরে বউকে শেখানো – পরোক্ষভাবে তিরস্কার করা
- ঝোপ বুঝে কোপ মারা (অবস্থা বুঝে সুযোগ গ্রহণ) — ছেলেটি ঝোপ বুঝে কোপ মেরেই সফল হয়েছে।
-
ট
- টনক নড়া (সজাগ হওয়া)— এবার ফেল করে ছেলেটির টনক নড়েছে।
- টাকার কুমির (বড়লোক)— লোকটি টাকার কুমির কিন্তু হাড়কিপটে।
- টাকার গরম (অহংকার করা)— টাকার গরম বেশি দিন টেকে না।
- ঠ
- ঠোঁটকাটা (স্পষ্টবাদী)— সবসময় ঠোঁটকাটা হলে চলে না।
- ড
- ডুমুরের ফুল – দূর্লভ বস্তু
-
ঢ
- ঢাক পিটানো – প্রচার করা
- ত
- তামার বিষ – অর্থের কুপ্রভাব
- তাসের ঘর (ক্ষণস্থায়ী)— জীবনটি তাসের ঘর তাই সৎ হয়ে চলাই উচিত।
- তীর্থের কাক – আশায় অপেক্ষমাণ
- তিলকে তাল করা (ছোটকে বড় করা)— ঘটকরা সবসময় তিলকে তাল করে।
- তেলে বেগুনে জ্বলে ওঠা (রেগে যাওয়া)—রগচটা লোকরা সবসময় তেলে বেগুনে জ্বলে ওঠে।
- তালপাতার সেপাই (ছোটতে বড় শক্তি)— লোকটি ছোট হলে কী হবে একেবারে তালপাতার সেপাই।
- তুষের আগুন (গোপন কষ্ট) —অন্যের ক্ষতি করলে তুষের আগুনে জ্বলতে হয়।
- তেলে মাথায় তেল দেয়া (যার আছে তাকে আরো দেয়া) —সবাই তেলে মাথায় তেল দেয়।
-
দ
- দহরম মহরম – ঘনিষ্ঠ সম্পর্ক
- দা কুমড়ো – ভীষণ শত্রুতা
- দুধে মাছি (সুসময়ে বন্ধু/বসন্তের কোকিল)— দুধে মাছির মতো বন্ধু হইও না।
- দুমোখো সাপ (এক মুখে দুরকম কথা)— দুমুখো সাপকে কেউ পছন্দ করে না।
- দুধ কলা দিয়ে সাপ পোষা (যত্নে শত্রু পালা)— দুধ কলা দিয়ে সাপ পুষে লোকটি নিজের ক্ষতি করল।
- দশের লাঠি একের বোঝা (সকলে যেটি সহজে করা যায়, একের পক্ষে সেটি বোঝা)— দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
-
ধ
- ধরাকে সরা জ্ঞান করা – সকলকে তুচ্ছ ভাবা
- ধরি মাছ না ছুঁই পানি – কৌশলে কার্যোদ্ধার
- ধামা ধরা (তোষামদী করা)— টাকা থাকলে সবাই ধামা ধরে।
- ন
- ননীর পুতুল ((শ্রমবিমুখ/নরম স্বভাবের)— ননীর পুতুলকে দিয়ে কঠিন কাজ হবে না।
- নয় ছয় – অপচয়
- নাকে খৎ (প্রায়শ্চিত্ত করা)— ছেলেটিকে নাকে খৎ দিয়ে ছেড়ে দেয়া হলো।
- নাকে তেল দিয়ে ঘুমানো (নিশ্চিন্ত থাকা)— নাকে তেল দিয়ে ঘুমালে পরীক্ষা ভালো হবে?
-
প
- পটল তোলা (অক্কা পাওয়া/মরে যাওয়া)— বাসের ধাক্কায় সে পটল তুলেছে।
- পথের কাটা – প্রতিবন্ধকতা
- পদ্ম পাতার পানি – ক্ষণস্থায়ী
- পাকা ধানে মই দেয়া (প্রায় সফল কাজ নষ্ট করা)— পাকা ধানে মই দেয়ার মতো বড় ক্ষতি আর নাই।
- পুকুর চুরি (বড় চুরি)— পরীক্ষায় নকল করাও পুকুর চুরি।
- পুঁটি মাছের প্রাণ (ক্ষণস্থায়ী)— পুঁটি মাছের প্রাণ নিয়ে বড় কাজ সমাধান করা যাবে না।
-
ব
- বকধার্মিক – ভণ্ড সাধু
- বিড়াল তপস্বী – ভণ্ড সাধু
- বালির বাধ – ক্ষণস্থায়ী
- বইয়ের পোকা (খুব বই পড়ায় অভ্যস্ত ব্যক্তি)— আমার মা বইয়ের পোকা।
- ব্যাঙের সর্দি (অসম্ভব ব্যাপার)— কৃষকের কষ্ট আর ব্যাঙের সর্দি একই কথা।
- বুকের পাটা (দুঃসাহস)— বুকের পাটা থাকে তো কাজটি করে দেখাও।
- ভ
- ভূতের ব্যাগার – অযথা শ্রম
- ভেজা বেড়াল (কপট ব্যক্তি)— লোকটি দেখতে শান্ত হলেও আসলে ভেজা বেড়াল।
-
ম
- মগের মুল্লুক (অরাজকতা)— দেশটি কী মগের মুল্লুক যে যা ইচ্ছা তাই করবে।
- মিছরির ছুরি – মুখে মধু অন্তরে বিষ
- মাটির মানুষ (নিরীহ)— আমার মা মাটির মানুষ।
- মানিকজোড় (অন্তরঙ্গ ভাব)— মানিকজোড় বলেই তাদের গলায় গলায় ভাব।
- র
- রাবণের চিতা – চির অশান্তি
- রাঘব বোয়াল – অত্যন্ত ক্ষমতাবান
- রুই কাৎলা – নেতৃস্থানীয়
-
শ
- শাপে বর – অমঙ্গলে মঙ্গল কাটা
- স
- সাপে-নেউলে – ভীষণ শত্রুতা
- সাক্ষী গোপাল – নিষ্ক্রিয় দর্শক
- হ
- হাতেখড়ি (শুরু/আরম্ভ)— শিশুর লেখা পড়ার হাতেখড়ি মাই দিয়ে থাকেন।
- হাল ধরা – দায়িত্ব গ্রহণ
- হাড়ে হাড়ে – গভীরভাবে
- হ-য-ব-র-ল (বিশৃংখল)— ভালো ছাত্ররা টেবিলে বই হ-য-ব-র-ল করে রাখে না।
- হাতে কলমে (প্রত্যক্ষভাবে)— হাতে কলমে শিক্ষা দেয়াই প্রকৃত শিক্ষা দেয়া।
- হাত টান (চুরির অভ্যাস)— লোকটির হাত টানের অভ্যাস আছে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসা এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন।
- যা দমন করা কষ্টকর এক কথায় কি বলে – দুর্দমনীয়
- ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ – চিক্ষমিষা/তিতিক্ষা
- এক কথায় প্রকাশ দেশ চালায় যে- সরকার
- পা থেকে মাথা পর্যন্ত এক কথায় প্রকাশ- আপাদমস্তক
- যা বলা হয়নি এক কথায় প্রকাশ- অনুক্ত
- এক কথায় প্রকাশ মেঘের ডাক – মন্দ্র
- যা বলা হয়নি এক কথায়- অনুক্ত
- বেঁচে থাকার ইচ্ছা এক কথায় প্রকাশ- জিজীবিষা
- সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে- সর্বজনীন
- যে নারীর স্বামী বিদেশে থাকে এক কথায় প্রকাশ- প্রোষিতভর্তৃকা
-
যার কিছু নেই এক কথায় প্রকাশ- হৃতসর্বস্ব
- জানার ইচ্ছা এক কথায় প্রকাশ – জিজ্ঞাসা
- যা বিলুপ্ত হচ্ছে এক কথায় প্রকাশ- ক্ষয়মান
- এক কথায় প্রকাশ দিন ও রাতের মিলনকাল- গোধূলি
- সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি বলে- সর্বজনীন
- যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ- দেদীপ্যমান
- কাচের তৈরি ঘর এক কথায় প্রকাশ- শিশমহল
- হরিণের চামড়া এক কথায় প্রকাশ- অজিন
- পাখির ডাক এক কথায় প্রকাশ – কুজন
- যা পাওয়া গেছে এক কথায় প্রকাশ – প্রাপ্ত
- হরিণের ডাক এক কথায় প্রকাশ – নিক্কন
- উপকার করার ইচ্ছা এক কথায় প্রকাশ – উপচিকীর্ষা
- মেঘের ডাক এক কথায় – মন্দ্র
গুরুত্বপূর্ণ বাগধারা
- যা কষ্টে ভেদ করা যায় এক কথায় প্রকাশ- দুর্ভেদ্য
- বিড়ালের ডাক এক কথায় প্রকাশ – জিবন
- হাতির ডাক এক কথায় প্রকাশ – বৃংহিত
- হাতির বাসস্থান এক কথায় প্রকাশ – গজগৃহ
- এক কথায় প্রকাশ বাঘের ডাক – গর্জন
- ক্ষমার অযোগ্য এক কথায় প্রকাশ – ক্ষমার্য
- যে বহু বিষয় জানে এক কথায় প্রকাশ – বহুদর্শী
- মাসের শেষ দিন এক কথায় প্রকাশ – সংক্রান্তি
- সকলের জন্য প্রযোজ্য এক কথায় – সর্বজনীন
- আকাশ ও পৃথিবীর অন্তরাল এক কথায় প্রকাশ – রোদসী
- জয় করার ইচ্ছা এক কথায় – জিগীষা
- অন্য দেশ এক কথায় প্রকাশ – দেশান্তর
- যে নারীর হাসি সুন্দর এক কথায় প্রকাশ – শুচিস্মিতা
- যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি হবে – ভূতপূর্ব
- সাপের খোলস এক কথায় প্রকাশ – নির্মোক
- যা স্থায়ী নয় এক কথায় প্রকাশ – নশ্বর
- আকাশ ও পৃথিবী এক কথায় প্রকাশ – ক্রন্দসী
পদ কাকে বলে উদাহরণ সহ
- মেঘের ডাক এক কথায় প্রকাশ – মন্দ্র
- এক কথায় প্রকাশ অল্প কথা বলে যে – মিতভাষী
- নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি এক কথায় প্রকাশ – আত্মদানকারী / আত্মোৎসর্গকারী
- এক কথায় প্রকাশ পাখির ডাক – কূজন
- বাঘের ডাক এক কথায় প্রকাশ – গর্জন
- যা সহজে অতিক্রম করা যায় না এক কথায় প্রকাশ – দুরতিক্রমনীয়/দুরতিক্রম্য
- সাপের চামড়া এক কথায় – নির্মোক/কুঞ্চুক
- ব্যাঙের ডাক এক কথায় প্রকাশ – মকমকি
- রাতের শেষ প্রহর এক কথায় – পররাত্র
- বলার ইচ্ছা এক কথায় প্রকাশ – বিবক্ষা
গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ
- উলুবনে মুক্তা ছড়ানো’ এর সঠিক অর্থ উ: অপারে সম্প্রদান করা
- ‘ একাদশে বৃহস্পতি’ এর অর্থ কী ? উ: সৌভাগ্যের বিষয়
- ‘সৌম্য’ এর বিপরীত শব্দ – উ: উগ্র
- ‘স্থাবর’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি ? উ: জঙ্গম
- বাগধারার অর্থ নির্ণয় করুন। ‘একচোখা’ টা পক্ষপাতদুষ্ট
- এই বাগধারার অর্থ ‘পক্ষপাতিত্ব’ – উঃ একচোখা
- ‘কূপমণ্ডূক’ বাগধারাটি দ্বারা কি বোঝায় ? উ: সীমিত জ্ঞানের মানুষ
- ‘কত ধানে কত চাল’ কথাটির অর্থ কি ? উ: যথার্থ হিসাব-নিকাশ
-
“কৈ মাছের প্রাণ’ বলতে কি বোঝায় ? উ: দীর্ঘজীবী
- ‘কুল কাঠের আগুন’ এর প্রকৃত অর্থ কী ? উ: তীব্র জ্বালা
- ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি ? উ: প্রত্যয়
- ‘কেঁচে গরুষ’ বাগধারাটির অর্থ কি ? উ: নতুন করে।
- ‘কান পাতলা’ অর্থ কি ? উ: বিশ্বাসপ্রবণ
- বাংলা বাগধারায় ‘কাঁঠালের আমসত্ত্ব – উ. অসম্ভব ব্যাপার
- ‘কাঁচা পয়সা’ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে – উ: নগদ উপার্জন
- ‘কেতাদুরস্ত’ বাগধারার অর্থ কী ? উ: পরিপাটি
- খয়ের ‘ বাগধারার অর্থ কী? উ: তোষামোদকারী
- ‘গদাই লক্ষরি চাল’ কথাটির অর্থ – উ: দীর্ঘসূত্রিতা
আরও পড়ুন”
বাগধারা প্রশ্ন
বিগত ১ বছরের বিভিন্ন নিয়ােগ পরীক্ষায় আসা সবগুলাে বাগধারা এর প্রশ্নোত্তর (৬২টি)।
০১. ‘উনপঞ্চাশ বায়ু বাগধারাটির অর্থ কী? কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২)। ক) উচ্ছঙ্খল।
খ) রাগ বাড়ানাে গ) বেখাপ্পা ঘ) পাগলামি
উত্তর: ঘ
০২. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? (খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১)। ক. সুসময়ের সঞ্চয়
খ. সুসময় গ. শরতের শিউলি ফুল
ঘ. সুসময়ের বন্ধু
উত্তর: ঘ
০৩. ‘কান ভারী করা’ বাগধারাটির সঠিক অর্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-সহকারী কৃষি কর্মকর্তা)-২১) ক. কানে প্রলেপ দেওয়া।
খ. কুপরামর্শ দেওয়া গ. কানে কম শানাে ঘ. কানে ওজনদার গহন পরা।
উত্তর: খ
০৪. নাড়াবুনে’ বাগধারার সঠিক অর্থ কোনটি? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার স্টোর কিপার)-২১) ক. বুনাে
খ. মহুরে গ. মূর্খ ঘ. অলস
উত্তরঃ গ
০৫. ‘গৌরচন্দ্রিকা’ বাগধারার অর্থ- কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, সহকারি ব্যবস্থাপক (সাধারণ)-২১] ক. গলা ধাক্কা
খ. অস্তিত্বহীন। গ. ভূমিকা ঘ. পূর্ণিমা
উত্তরঃ গ
০৬. বাগধারার অর্থ নির্ণয় করুনঃ ‘বকধার্মিক বাংলাদেশ গ্যাস ফিল্ড পরীক্ষা (সহকারী ব্যবস্থাপক সাধারণ)-২১ (ক) কপট
(খ) স্বার্থপর (গ) চাটুকার
(ঘ) ভন্ড ধার্মিক (ঙ) কোনটিই নয়
উত্তর: ঘ
বিভিন্ন পরীক্ষায় আসা বাগধারা
০৭. ‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী? খাদ্য অধিদপ্তর নিয়ােগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)-২১ ক. আচমকা বিপদ
খ. সাপকে দড়ি দিয়ে বাধা গ. যাদুকরী বিদ্রা অর্জন করা ঘ. বিভ্রম
উত্তর: ঘ
০৮. ঢাকের কাঠি বাগধারার অর্থ হলাে- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক)-২১ ক. তােষামােদে
খ. নিষ্কর্মা গ. নিতান্ত অলস
ঘ. মােটামুটি
উত্তর: ক
০৯. হাত-ভারী বাগধারাটির অর্থ কী? দি সিকিউরিটি প্রিন্টিং করপােরেশন (বাংলাদেশ) লিঃ (সহকারী ব্যবস্থাপক)-২১) ক. দাতা
খ. কম খরচে গ. দরিদ্র ঘ. কৃপণ
উত্তর: ঘ
১০. বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘চক্ষুদান করা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (সহকারী ব্যবস্থাপক)-২১) ক. উপকার করা।
খ. চুরি করা। গ. ক্ষতি করা ঘ. দান করা
উত্তর: খ দেখছেনবাগধারা উদাহরণ
সকল গুরুত্বপূর্ণ বাগধারা
১১. “খন্ড প্রলয়” বাগধারাটির অর্থ কি ? খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক)-২১ (ক) ভীষণ ব্যাপার
(খ) ভীষণ গন্ডগােল। (গ) সামান্য ঝড়
(ঘ) কোলাহল
উত্তর: খ
১২. দৃঢ় সংকল্প’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? পিল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া – সহকারী পরিচালক –
ক. একরােখা গ. উড়নচণ্ডী
খ. এক কথার মানুষ ঘ. কংসমামা
উত্তরঃ খ
১৩. পটল তােলা’ এর সমার্থক বাগধারা কোনটি? পিল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া – সহকারী পরিচালক -২১/ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে (অফিস সহায়ক)-২১ ক. অক্কা পাওয়া
খ. তালকানা গ. ভুল মারা। ঘ. ভরাডুবি।
উত্তর: ক
১৪. বাগধারা অতীতকালের কোন ঘটনার স্বারক? পিল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া – সহকারী পরিচালক -২১)
ক. সামাজিক – অর্থনৈতিক খ. সামাজিক – রাজনৈতিক গ. সামাজিক – মানসিক গ. সামাজিক – সাংস্কৃতিক
উত্তর: ঘ
১৫. “খেউর গাওয়া” বাগধারা অর্থ কি? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে নিয়ােগ পরীক্ষা (পরিসংখ্যান সহকারী)-২১ ক. গালাগালি করা
খ. প্রলাপ বকা গ. একধরনের গান ঘ. প্রশংসা করা।
উত্তর: ক
১৬. ‘অকুল পাথার’ বাগধারাটির অর্থ কী? ঢিাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (DPDC)- সুইচ বাের্ড এটেন্ডেন্ট-২১) ক) মহা সমস্যা।
খ) ভীষণ ভয় গ) ভীষণ বিপদ ঘ) মহা ঝামেলা
উত্তরঃ গ
১৭. উজানের কৈ বাগধারার অর্থ কি? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ক. বিরাট আয়ােজন
খ. সহজলভ্য গ. অপদার্থ
ঘ. সামান্য বাক্য
উত্তর: গ
১৮. ঘটিরাম বাগধারাটির অর্থ কী? জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১ ক. ভন্ড ধার্মিক
খ. ন্যাকামাে গ. বড়মুখ।
ঘ. অপদার্থ।
উত্তর: ঘ
১৯. ‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ – বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ােগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ
রাইডার/ট্রাফিক হ্যান্ড)-২১) (ক) বন্ধুদের সমাগম
(খ) আত্মীয় সমাগম (গ) প্রিয়জন সমাগম। (ঘ) গণ্যমান্যদের সমাগম।
উত্তরঃ গ
২০. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী? [৪৩তম বিসিএস) (ক) যােত
(খ) ভেড়া (গ) একত্র (ঘ) ভাসা
উত্তর: খ ব্যাখ্যাঃ ‘গডডল’, গডড শব্দের স্ত্রীলিঙ্গ, যার অর্থ ‘ভেড়া কিংবা ‘মেষ। কাজেই এই ‘গডডলিকা’বলতে বুঝায় একটা মেষ দলের সামনে থাকা আগুয়ান মেষটিকে এবং বাকি ভেড়ারা অন্ধভাবে তাকে অনুসরণ করে আর দলটা একটি নদীর মতাে বইতে বইতে এগােতে থাকে। পড়ছেনবাগধারা উদাহরণ
বাংলা এরূপ অনুপ্রেরণায় যখন কেউ অন্ধভাবে, নিজে কোনও বিবেচনা না করে সবাই করেছে দেখে কোন কাজে নিয়ােজিত হয়, তখন ‘গডডলিকা প্রবাহ’, ‘মেষদল, ভেড়ার পাল এই সমস্ত কথাগুলাে ব্যবহার হয়।
গুরুত্বপূর্ণ বাগধারা pdf
২১. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কি? (৪৩তম বিসিএস ক. রামায়নর সাত পর্ব
খ. রামায়নে বর্ণিত বৃক্ষ গ. রামায়ন বর্ণিত সাতটি সমুদ্র।
ঘ. বৃহৎ বিষয়।
উত্তর: ঘ ব্যাখ্যা সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ – বৃহৎ বিষয়। যেমন: সপ্তকাণ্ড রামায়ণ না আউড়িয়ে আসল কথাটাই বল।
২২. ‘অকাল কুয়ান্ড’ বাগধারার অর্থ – বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়ােগ পরীক্ষা-২১} ক) তােষামুদে
খ) দুষ্টু বুদ্ধি। গ) একমাত্র সন্তান
ঘ) অপদার্থ
উত্তর: ঘ
২৩. ‘অগ্নিপরীক্ষা’ বাগধারাটির অর্থ- বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়ােগ পরীক্ষা-২১) ক) সহজ পরীক্ষা
খ) কঠিন পরীক্ষা গ) ভাংগা পরীক্ষা
ঘ) আগুনের পরীক্ষা
উত্তর: খ
২৪. ‘আট কপালে’ বাগধারার অর্থ কী? বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়ােগ পরীক্ষা-২১]। ক. মন্দ মানুষ
খ. খারাপ মানুষ গ. উন মানুষ ঘ. হতভাগ্য
উত্তর: ঘ
২৫. ‘পৃষ্ঠ প্রদর্শন’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? বাংলাদেশ গ্যাস ফিল্ড এসিস্ট্যান্ট কারিগরি কর্মকর্তা (সিভিল)-২১] ক. চুরি করা
খ. অবজ্ঞা করা। গ. গর্ব করা ঘ. পলায়ন করা
উত্তরঃ ঘ
bagdhara in bengali
২৬. ‘আটঘাট বাঁধা’ বাগধারার অর্থ এনএসআই (ফিল্ড অফিসার)-২১) ক. ঘাটে নামা।
খ. কাজে নামা গ. সর্বনাশ করা
ঘ. প্রস্তুতি নেওয়া
উত্তর: ঘ
২৭. নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম? (এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী প্রেগ্রামার)-২১) ক. বিড়াল তপস্বী
খ. বক ধার্মিক গ. ভিজে বিড়াল ঘ. ধর্মপুত্র যুধিষ্ঠির
উত্তর: ঘ
২৮. ‘অশ্বমেধ যজ্ঞ’ বাগধারার অর্থ [Titas Gas (Managing Director)-21] (A) ঘােড়া নিধন
(B) বিপুল আয়ােজন (C) ধবংস করা
(D) হত্যাযজ্ঞ
Ans. B
২৯. দায়িত্ব গ্রহণ নীচের কোন বাগধারার অর্থে ব্যবহৃত হয়েছে? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
(উচ্চমান সহকারী/ উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী)/ড্রাফটসম্যান)-২১) ক. মাথা দেওয়া
খ. মাথা ব্যথা গ. মাথা ঘামানাে ঘ. মাথা ধরা
উত্তর: ক
৩০. সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দ্বারা প্রকাশ পায়? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর)-২১)। ক. একাদশে বৃহস্পতি
খ. চাঁদের হাট গ. পােয়াবারাে ঘ. রাহুর দশা
উত্তরঃ ক বাগধারা উদাহরণ
গুরুত্বপূর্ণ বাগধারা mcq
৩১. যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারায় প্রকাশ করলে কী হয়? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল
কর্তৃপক্ষ (এরােড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১) ক. বুদ্ধির চেঁকি
খ. বিড়াল তপস্বী গ. ভূষণ্ডির কাক ঘ. গভীর জলের মাছ
উত্তর: ঘ
‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা (অফিস সহায়ক) নিয়ােগ পরীক্ষা-২০২১ ক. কপট ব্যক্তি
খ. ঘনিষ্ঠ সম্পর্ক গ. হতভাগ্য ঘ. মােসাহেব
উত্তর: ঘ
৩৩. নিচের কোন বাগধারাটির অর্থ ‘মােসাহেব? এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১) ক. খয়ের খা
খ. কাছা ঢিলা গ. চিনির বলদ
ঘ. লেফাফা দুরস্ত।
উত্তর: ক ( বাগধারা উদাহরণ)
৩৪. ‘বিধির বিড়ম্বনা’ এর বাগধারা কী? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সহকারী নিরাপত্তা কর্মকর্তা)-২১) ক. অলক্ষ্মীর দশা
খ. অগ্নি পরীক্ষা গ. অদৃষ্টের পরিহাস। ঘ. আটক
উত্তর: গ
৩৫. নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বােঝায়? এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১)। ক. গােবর গণেশ
খ. গৌরচন্দ্রিকা গ. জলপানি। ঘ. পত্রপাঠ
উত্তর: খ
৩৬. ‘অথই জল’ বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও
টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১)। ক. ভীষণ বিপদ
খ. অন্ধকার দেখা গ. কঠিন পরীক্ষা ঘ. কোনােটিই নয়
উত্তর: ক
বাগধারা সমূহ
৩৭. ‘অকালের বাদলা বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১) ক. অসীম বিপদ খ. ভাগ্যের নিষ্ঠুরতা গ. অপ্রত্যাশিত বাধা ঘ. দিশা না পাওয়া
উত্তর: গ
৩৮. ‘অথই জল’ বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১] ক. ভীষণ বিপদ
খ. অন্ধকার দেখা গ. কঠিন পরীক্ষা ঘ. কোনােটিই নয়
উত্তরঃ ক
৩৯. রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি? কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকার/ অফিস সহকারী কাম কম্পিউটার
অপারেটর)-২১/ কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়ক)-২১) ক. চির অশান্তি
খ. উভয় সংকট গ. শেষ বিদায় ঘ. চূড়ান্ত অশান্তি
উত্তর: ক
৪০. উজানের কৈ বাগধারাটির অর্থ কি? কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকার/ অফিস সহকারী কাম কম্পিউটার
অপারেটর)-২১) ক. মন্দভাগ্য
খ. বাহ্যিক গ, সহজলভ্য ঘ. অপদার্থ
উত্তর: গ বাগধারা উদাহরণ
গুরুত্বপূর্ণ বাগধারা pdf:
৪১. শরতের শিশির’ বাগধারার অর্থ কি? কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস বাগধারা উদাহরণ
সহায়ক)-২১) ক. শরতের শিউলি ফুল
খ. সুসময়ের সঞ্চয় গ. শরতের শােভা ঘ. সুসময়ের বন্ধু
উত্তরঃ ঘ
৪২. উজানের কৈ’ বাগধারাটির অর্থ কি? কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস
সহায়ক)-২১) ক. মন্দভাগ্য
খ. বাহ্যিক গ. সহজলভ্য ঘ. অপদার্থ
উত্তর: গ ( বাগধারা উদাহরণ)
৪৩. ‘চিনির বলদ বাগধারাটির অর্থ কী? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (চিফ এডিটর)-২১] ক. নিস্ফল পরিশ্রম।
খ. সস্তা দাম গ. নিষ্ক্রিয় বস্তু
ঘ. অপদার্থ। ব্যাখ্যাঃ ‘চিনির বলদ’ বাগধারাটির অর্থ নিস্ফল পরিশ্রম।
‘আমড়া কাঠের চেঁকি’ বাগধারাটির অর্থ ‘অপদার্থ ।
উত্তর: ক
৪৪. ঘাটের মরা’- বাগধারাটির অর্থ কী? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক) এর প্রমােশন
অফিসার/এক্সটেনশন অফিসার/অন্যান্য পদ-২১। ক. ঘৃণার বস্তু
খ. অতি বৃদ্ধ গ. সদ্য মৃত ঘ. দুর্বল
উত্তরঃ খ
৪৫. দহরম মহরম এর বিপরীত বাগধারা কি? ক. অহিনকুল
খ. দুধের মাছি গ. বসন্তের কোকির ঘ. জিলাপির প্যাচ
উত্তর: ক ব্যাখ্যা ‘দহরম-মহরম’ বিপরীতার্থক বাগধারা ‘অহিনকুল’ উল্লেখ্য, অহিনকুল অর্থ ভীষণ শত্রতা। দুধের মাছি এবং বসন্তের কোকিল অর্থ সুসময়ের বন্ধু। জিলাপির প্যাচ অর্থ কুটিল বুদ্ধি।
৪৬. টানাপড়েন বাগধারার সঙ্গে যুক্ত নিচের কোন শব্দ? ঢািকা বিশ্ববিদ্যালয় (গ-ইউনিট)-২০-২১
ক. পরিবার খ. কারখানা গ. তাঁত ঘ. জাল
উত্তর: গ
বাংলা বাগধারা
৪৭. ‘আটকপালে’ বাগধারাটির অর্থ ঢািকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা (বিজ্ঞান ইউনিট)- ২১ ক. ভাগ্যবান
খ. অপদার্থ গ. হতভাগ্য ঘ. সুচতুর
উত্তর: গ
৪৮. ননীর পুতুল’ বাগধারার অর্থ কী? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ডি অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১ ক. পুতুলের ন্যায়
খ. অতি আদরের গ. অতি দ্র
ঘ. অল্প শ্রমে কাতর
উত্তর: খ
৪৯. শকুনি মামা’ বাগধারার অর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়, A ইউনিট (গ্রুপ-৩)-২০-২১ ক. নির্মম আত্মীয়
খ. হিংসুটে আত্মীয় গ. লােভী আত্মীয়
ঘ. কুটিল চরিত্র
উত্তর: ঘ।
৫০. পেটের ভাত চাল হওয়া’ বাগধারাটির অর্থ কি? রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট-বি, অ-বানিজ্য শাখা (গ্রুপ-২)
ভর্তি পরীক্ষা ২০২০-২১) (ক) অতিরিক্ত দুর্ভাবনায় পড়া। (খ) বেশী ভয় পাওয়া (গ) মােটেও হজম না হওয়া (ঘ) তীব্র ক্ষুধায় কাতর হওয়া
উত্তর: ক বাগধারা উদাহরণ
বাগধারা mcq
৫১. খয়ের খাঁ বাগধারাটির অর্থ- [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহেঁ সমন্বিত ভর্তি পরীক্ষা ইউনিট-এ (বিজ্ঞান শাখা)-২১] (A) ভাঁড়
(B) আভিজাত্য (C) চাটুকার। (D) ধনিকশ্রেণি
উত্তর: C
৫২. একগুঁয়ে’ অর্থ বােঝাতে কোন বাগধারাটি প্রযােজ্য [GST গুচছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা – ইউনিট-৪ (মানবিক শাখা)-২১) ক. ধােপদুরস্ত।
খ. পাথরে পাঁচ কিল গ. নেই আঁকড়া ঘ. দুমুখাে সাপ
উত্তর: গ ( পড়ছেনবাগধারা উদাহরণ )
৫৩. নথ নাড়া’ বাগধারাটির অর্থ- কর্মসংস্থান ব্যাংক নিয়ােগ পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)-২১) ক) ক্ষোভ প্রকাশ
খ) নিন্দা করা। গ) তুষ্ট করা ঘ) অহংকার প্রকাশ
উত্তরঃ ঘ
৫৪. ‘হাড়হদ’ বাগধারা দিয়ে বােঝায়- প্রবাসী কল্যাণ ব্যাংক (জেনারেল অফিসার)-২১) ক. স্পর্ধা।
খ. অকৃত্রিম গ. নাড়ীনক্ষত্র
ঘ. দৃঢ়তা
উত্তরঃ গ
৫৫. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী? সমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১)। ক. কপট ব্যক্তি
খ. ঘনিষ্ঠ সম্পর্ক ঘ. মােসাহেব
গ. হতভাগ্য
উত্তর: ঘ।
৫৬. নিচের যে বাগধারাটি অপর তিনটি থেকে বিসদৃশ – সমন্বিত ৭ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)
ক. কেতা দুরস্ত গ. কাপুড়ে বাবু
খ. কেউকেটা ঘ. কলম পেষা
উত্তর: ঘ
৫৭. যার কোনমূল্য নেই- এর সমার্থক বাগধারা কোনটি? প্রবাসী কল্যাণ ব্যাংক (সিনিয়র অফিসার)-২১)
a. ডাকাবুকো b. তুলসীবনের বাঘ c. কাঠেরপুতুল d, ঢাকের বায়া
উত্তরঃ ঘ ব্যাখ্যায় ঢাকের বাঁয়া অর্থ যার কোন মূল্য নেই; অপ্রয়ােজনীয়। ডাকাবুকো অর্থ নির্ভীক; দুঃসাহসী। কাঠের পুতুল
অর্থ নিস্ক্রিয় দর্শক বােকা । তুলশীবনের বাঘ অর্থ ভণ্ড; সুবেশে দুবৃত্ত। (বাগধারা উদাহরণ)
এক কথায় প্রকাশ pdf
৫৮. ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?
a. লাফালাফি। b. লম্ফকাপ c. বেহানাপনা d. লজ্জা
উত্তরঃ গ ব্যাখ্যা বিড়ালের আড়াইপা’ বাগধারাটির অর্থ ‘বেহায়াপনা। বিড়ালের আড়াই পা’ এর আরেকটি অর্থ ক্ষণস্থায়ী রাগ।
৫৯. কচুবনের কালাচঁদ’ বাগধারার অর্থ (উত্তরা ব্যাংক লিমিটেড (প্রবেশনারী অফিসার)-২১
ক. নির্বোধ | খ. অপদার্থ গ. ধূৰ্তর্ব্যক্তি ঘ. চাটুকার
উত্তর: খ ব্যাখ্যা কচুবনের কালাচাদ’ বাগধারার অর্থ ‘অপদার্থ। খয়ের খা’ অর্থ ‘চাটুকার। বুদ্ধির চেঁকি’ অর্থ ‘নিরেট। বর্ণচোরা’ অর্থ কপট ব্যক্তি।
৬০. সাতঘাটের কানাকড়ি’ বাগধারাটির যথার্থ অর্থ- রূপালী ব্যাংক লিমিটেড (সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার)-২১) ক) নানা দেশের উপাদান।
এক কথায় প্রকাশ online
১। ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগধারা—
ক. অন্ধকার দেখা খ. একাদশে বৃহস্পতি
গ. কেউকেটা ঘ. অদৃষ্টের পরিহাস
সঠিক উত্তর: খ. একাদশে বৃহস্পতি
২। ‘উড়নচণ্ডী’ বাগধারার অর্থ কী?
ক. নির্বোধ খ. উচ্ছৃঙ্খল
গ. গোঁয়ার ঘ. অমিতব্যয়ী
সঠিক উত্তর: ঘ. অমিতব্যয়ী
৩। ‘উড়ো চিঠি’ দ্বারা কী বোঝায়?
ক. গোপনীয় পত্র খ. ডাকযোগে আসা পত্র
গ. বেনামি পত্র ঘ. বিমানযোগে আসা পত্র
সঠিক উত্তর: গ. বেনামি পত্র
৪। কোন বাগধারাটির অর্থ ‘প্রহার’?
ক. উড়নচণ্ডী খ. উত্তম-মধ্যম
গ. অর্ধচন্দ্র ঘ. এলোপাতাড়ি
সঠিক উত্তর: খ. উত্তম-মধ্যম
৫। ‘এসপার ওসপার’—বাগধারাটি অর্থ—
ক. মীমাংসা খ. কিছু একটা
গ. তাগাদা ঘ. সংঘর্ষ
সঠিক উত্তর: ক. মীমাংসা বাগধারা উদাহরণ
৬। ‘কুল কাঠের আগুন’-এর প্রকৃত অর্থ কী?
ক. কেতাদুরস্ত খ. তীব্র জ্বালা
গ. কূপমণ্ডূক ঘ. কাঠের পুতুল
সঠিক উত্তর: খ. তীব্র জ্বালা
৭। ‘কৈ মাছের প্রাণ’ বাগধারাটির অর্থ কী?
ক. যা সহজে মরে না খ. যা সহজে মারা যায়
গ. নীরোগ শরীর ঘ. প্রভাবশালী
সঠিক উত্তর: ক. যা সহজে মরে না
১৪৭। ‘খণ্ড প্রলয়’—বাগধারাটির সঠিক অর্থ নিচের কোনটি?
ক. অল্প নড়াচড়া খ. ছোটখাটো ঝগড়া
গ. ভীষণ ঝড় ঘ. ভীষণ ব্যাপার
সঠিক উত্তর: ঘ. ভীষণ ব্যাপার
৮। ‘অন্ধ অনুকরণ’-এর বাগধারা কী?
ক. চর্বিত চর্বণ খ. গড্ডলিকা প্রবাহ
গ. গৌরচন্দ্রিকা ঘ. হ্রস্বদীর্ঘ জ্ঞান
সঠিক উত্তর: খ. গড্ডলিকা প্রবাহ
৯। ‘গলগ্রহ’ কথাটির অর্থ কী?
ক. নিজের বোঝা নিজে বহন খ. গলা কাটা
গ. পরের বোঝা হয়ে থাকা ঘ. অন্যের মঙ্গলচিন্তা
সঠিক উত্তর: গ. পরের বোঝা হয়ে থাকা
১০। ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?
ক. চালাক খ. গোবরের মতো আবর্জনা
গ. প্রতারক ঘ. মূর্খ
সঠিক উত্তর: ঘ. মূর্খ
১১। ‘গোলায় যাওয়া’ বাগধারাটির অর্থ কী?
ক. অসৎ কাজ খ. খারাপ কাজে যাওয়া
গ. নষ্ট হওয়া ঘ. দোষের কাজ করা
সঠিক উত্তর: গ. নষ্ট হওয়া
১২। ‘চাঁদের হাট’—অর্থ কী?
ক. বিরাট আয়োজন খ. অদৃশ্য বস্তু
গ. আনন্দের প্রাচুর্য ঘ. মগের মুলুক
সঠিক উত্তর: গ. আনন্দের প্রাচুর্য
১৩। ‘চক্ষু দান করা’ বাগধারাটির অর্থ কী?
ক. জ্ঞান দান করা
খ. কাউকে চোখ দান করা
গ. উপহার দেওয়া ঘ. চুরি হওয়া
সঠিক উত্তর: ক. জ্ঞান দান করা
১৪। ‘ঠোঁটকাটা’ বাগধারাটির অর্থ কী?
ক. মন্দ লোক খ. বেয়াড়া লোক
গ. রাগী লোক ঘ. বেহায়া
সঠিক উত্তর: ঘ. বেহায়া (বাগধারা উদাহরণ)
১৫। ‘তাসের ঘর’ অর্থ কী?
ক. তাস খেলার ঘর খ. দীর্ঘস্থায়ী
গ. ক্ষণস্থায়ী বস্তু ঘ. পূর্ণস্থায়ী
সঠিক উত্তর: গ. ক্ষণস্থায়ী বস্তু
১৬। ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে নিচের কোন বাগধারাটিতে?
ক. দহরম-মহরম খ. ননীর পুতুল
গ. দুধের মাছি ঘ. চাঁদের হাট
সঠিক উত্তর: ক. দহরম-মহরম
১৭। ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ কী?
ক. চালবাজ লোক খ. বেহায়া
গ. স্বার্থপর লোক ঘ. সুসময়ের বন্ধু
সঠিক উত্তর: ঘ. সুসময়ের বন্ধু
১৮। ‘একগুঁয়ে’ কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়?
ক. নেই আঁকড়া খ. গোঁয়ার গোবিন্দ
গ. রাঘব বোয়াল ঘ. উড়নচণ্ডী
সঠিক উত্তর: ক. নেই আঁকড়া
১৯। ‘দলপতি’অর্থের বাগধারা কোনটি?
ক. রাঘব বোয়াল খ. পালের গোদা
গ. রুই-কাতলা ঘ. ভূষণ্ডি কাক
সঠিক উত্তর: খ. পালের গোদা।
২০। ‘বিড়াল তপস্বী’ কী অর্থে ব্যবহূত হয়?
ক. কপট ব্যক্তি খ. ভণ্ড সাধু
গ. ঘুষখোর ঘ. নিরেট মূর্খ
সঠিক উত্তর: খ. ভণ্ড সাধু
২১। ‘ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ কী?
ক. সামান্য সম্পদ খ. অস্থায়ী বস্তু
গ. দুঃসাধ্য ঘ. অসম্ভব ঘটনা
সঠিক উত্তর: ক. সামান্য সম্পদ। (বাগধারা উদাহরণ)
আমাদের পোষ্ট গুলো প্রতিনিয়ত আপডেট করা হয়। বিসিএস,প্রাইমারি সহ সব পরীক্ষার প্রতিনিয়ত প্রশ্ন অনুযায়ী পোষ্ট গুলো আমরা আপডেট করি। সবার জন্য শুভ কামনা রইলো।