অ্যাপল

বিশ্বের প্রথম ৩ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হতে চলছে অ্যাপল

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ও আইফোন নির্মাতা অ্যাপল বাজারমূল্যের দিক থেকে এখন ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কোম্পানির শেয়ারের দর আর মাত্র ১ ডলার ১০ সেন্ট বাড়লেই অ্যাপলই হবে বৈশ্বিক পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রথম তিন লাখ কোটি ডলার বাজারমূল্যের কোম্পানি।

আরও পড়ুন : উইন্ডোজ ১১ তে খেলা যাবে অ্যান্ড্রয়েড গেমস

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মাইক্রোসফটের বাজারমূল্য প্রায় ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। আর গুগলের মালিক অ্যালফাবেটের বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন। আমাজন ও টেসলার বাজারমূল্য হচ্ছে যথাক্রমে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ও ইলন মাস্কের টেসলার ১ ট্রিলিয়ন ডলার।সোমবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে অ্যাপলের শেয়ারের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮১ ডলার ৭৫ সেন্ট। শেয়ারের দর ১৮২ ডলার ৮৫ সেন্টে উঠলেই নতুন রেকর্ড হয়ে যাবে।

আরও পড়ুন : ‘মাসুদ রানা’ সিরিজ আব্দুল হাকিমের । হাইকোর্ট

উল্লেখ্য, ২০১৮ সালের আগস্টে অ্যাপলের বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলারের উন্নীত হয়। ২০২০ সালের আগস্টে কোম্পানিটির বাজারমূল্য দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার অতিক্রম করে।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

One Comment to “বিশ্বের প্রথম ৩ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হতে চলছে অ্যাপল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *