বিসিআইসি নবম গ্রেডে নেবে ১২৩ জন

শেয়ার করুন
সাপ্তাহিক চাকরির খবর ২০২১
চাকরির খবর ওয়ান সেকেন্ড স্কুল ২০২১ বাংলাদেশ

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদের বিভিন্ন কারখানায় জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা প্রার্থীরা আজ বৃস্পতিবারের (২৮ অক্টোবর) মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

সম্প্রতি ১০ ধরনের ১২৩টি পদে (প্রথম শ্রেণির) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। আবেদন করতে হবে অনলাইনে ২৮ অক্টোবরের মধ্যে। বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্ন, পদ্ধতি ও প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন রবিউল আলম লুইপা।

কোন পদে কত জন : সহকারী ব্যবস্থাপক (প্রসাসন/বাণিজ্যিক) পদে ১৮ জন, সহকারী প্রকৌশলী (কেমিক্যাল/বিদ্যুৎ/যান্ত্রিক) পদে ৬৩ জন, অন্যান্য পদে ৪২ জন।

১.
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
পদের সংখ্যা: ৯
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
২.
পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা/ফায়ার অ্যান্ড সেফটি অফিসার
পদের সংখ্যা: ১
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৫ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

৩.
পদের নাম: চিকিৎসা কর্মকর্তা
পদের সংখ্যা: ১১
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস হতে হবে
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

৪.
পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদের সংখ্যা: ৫
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস হতে হবে
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
৫.
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক)
পদের সংখ্যা: ৯
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
৬.
পদের নাম: সহকারী রসায়নবিদ
পদের সংখ্যা: ২৪
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: রসায়নে এমএসসি ডিগ্রি থাকতে হবে
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

বিসিএস বিশেষ সংখ্যা ৪৩তম প্রিলিমিনারি

৭.
পদের নাম: সহকারী প্রকৌশলী (কেমিক্যাল)
পদের সংখ্যা: ২৫
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা পাস হতে হবে
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
৮.
পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদের সংখ্যা: ১৯
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা পাস হতে হবে
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
৯.
পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদের সংখ্যা: ১৯
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা পাস হতে হবে
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

রেলের চাকরি
ফাইল ছবি


১০.
পদের নাম: বন কর্মকর্তা
পদের সংখ্যা: ১
চাকরির গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

♦ নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক : http://bcic.teletalk.com.bd

প্রশিক্ষণ, পদায়ন ও সুবিধাদি

বিসিআইসির একজন কর্মকর্তা হিসেবে বিসিআইসি নিয়ন্ত্রিত যেকোনো কারখানা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও প্রধান কার্যালয়ে আপনার পদায়ন হতে পারে। যোগদানের পর একজন নবীন কর্মকর্তাকে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে (টিআইসিআই) চার সপ্তাহ বা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত মেয়াদের বুনিয়াদি প্রশিক্ষণসহ দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণে যোগ দিতে হতে পারে।

চাকরির বিভিন্ন পর্যায়ে দক্ষতা ও সিনিয়রিটির ভিত্তিতে একজন কর্মকর্তা সহকারী ব্যবস্থাপক থেকে উপব্যবস্থাপক, ব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক প্রভৃতি পদে; সহকারী প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী, উপপ্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রধান প্রকৌশলী, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক প্রভৃতি পদে পদোন্নতি পেতে পারেন (অন্যান্য পদেও একইভাবে বিভিন্ন ঊর্ধ্বতন পদ)। বিসিআইসির প্রথম শ্রেণির একজন কর্মকর্তা জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এ ছাড়া কারখানাভেদে প্রফিট বোনাস, ফুড কনভেনিয়েন্স, কারখানাসংলগ্ন কলোনিতে আবাসন সুবিধা, কলোনির মেডিক্যাল সেন্টারে চিকিৎসা সুবিধাসহ প্রতিষ্ঠান নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধা এই চাকরির একটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব; তবে কারখানাকেন্দ্রিক চাকরি হওয়ায় কাজের কমবেশি চাপ থাকতে পারে।

চাকরিতে আবেদনের বয়স

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় বাংলাদেশে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই চাকরির আবেদনের জন্য বয়সসীমা কমিয়ে দেয় সরকার। গত বছর ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বিসিআইসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

এক নজরে বিসিআইসি

১৯৭২ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং ১৯৭৬ সালের সংশোধনী বলে ৩টি করপোরেশনকে (বাংলাদেশ সার, রসায়ন ও ভেষজ শিল্প করপোরেশন, বাংলাদেশ কাগজ ও বোর্ড করপোরেশন, বাংলাদেশ ট্যানারিজ  করপোরেশন) একীভূত করে ১ জুলাই ১৯৭৬ তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) প্রতিষ্ঠা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *