শোয়েবের

ভারতের বিদায়ে মন খারাপ শোয়েব আক্তারের

শেয়ার করুন
খেলার খবর
আইপিএল

এক ঢিলে দুই পাখি কীভাবে মারতে হয়, আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে তা বুঝিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ডের জয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। এদিকে কোহলিদের এই আগাম বিদায়ে কষ্ট পেয়েছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার শোয়েব আখতার৷

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও তারা হারে ৮ উইকেটের বড় ব্যবধানে। আর এই দুইটি হারেই কার্যত শেষ হয়ে যায় ভারতের সেমিফাইনাল স্বপ্ন।

 এরপরও নানা সমীকরণে বিরাট কোহলিরা তাকিয়েছিল নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে। রোববারের (৭ নভেম্বর) সেই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় আফগানিস্তান। আর সেই সাথে আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে যায় ভারতের সেমিফাইনাল স্বপ্ন। 

 ভারতীয় ক্রিকেট দলের আগাম বিদায়ে কষ্ট পেয়েছেন তাদের চিরশত্রু পাকিস্তানের কিংবদন্তি গতিতারকা শোয়েব আখতার। আরেকটি ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন দেখছিলেন শোয়েব। বিরাট কোহলিদের বিদায়ে সেই স্বপ্ন আলোর মুখ দেখলো না। আর এইজন্য মন খারাপ শোয়েবের।

শোয়েব আখতার বলেছেন, ‘নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় অনেকেই খুশি৷ বলছেন ভাল হয়েছে, কারণ ভারত বাদ পড়ে গিয়েছে। কিন্তু, আমি চাচ্ছিলাম যাতে ভারতও ফাইনালে উঠে। আগেই বলেছি, একটা বিশ্বকাপে পাকিস্তান কেন ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলবে? কেন তারা ফাইনালে আবার মুখোমুখি হবে না?’

 তিনি আরও বলেন, ‘আমার চাওয়া ছিলো , ভারতের বিরুদ্ধেই পাকিস্তান ফাইনাল খেলুক। তাদের হারিয়েই চ্যাম্পিয়ন হোক৷ ভারত-পাকিস্তান ফাইনাল হলে সেটা ক্রিকেটের জন্য ভালো হত। বিশ্বকাপটাকে তখন বড় মনে হত।

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শোয়েব। যে কোন দলকেই হারানোর ক্ষমতা এই পাকিস্তান দলের আছে বলেই তার বিশ্বাস৷ 

 শোয়েব জানিয়েছেন, ‘পাকিস্তান এই আসরে যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে কোন দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে তা নিয়ে আমি মোটেই চিন্তিত নই।’

 বৃহস্পতিবার (১১ নভেম্বর) অজিদের বিপক্ষে দ্বিতীয় সেমি ফাইনালে মাঠে নামবে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *