জিমেইল

যে কাজটি না করলে বন্ধ হবে যাবে জিমেইল

শেয়ার করুন

অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য অতিরিক্ত স্তর যোগ করতে আগামী ৯ নবেম্বরের মধ্যে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (দ্বি-পদক্ষেপ যাচাইকরণ) প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে গুগল।

তাই ৯ নবেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের। চলতি বছরের মে মাসে এ বিষয়ে জানিয়েছিল গুগল।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এই সাইবার সুরক্ষা নীতিতে কোনো ব্যবহারকারী লগ ইনের সময়ে কড়া যাচাই করা হয়। শুধু আইডি আর পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্টে যে কেউ প্রবেশ করতে পারবেন না। নির্দিষ্ট ব্যবহারকারীই লগ ইন করছেন কি না, তা যাচাই করতে দিতে হবে আরও কোনো প্রমাণ।

সাধারণত ব্যবহারকারীর রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি পাঠানো হয় লগ ইনের সময়ে। সেই ওটিপি দিলে তবেই লগ ইন সম্পূর্ণ হবে। ফলে হ্যাকাররা ব্যবহারকারীর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলেও কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *