বাংলাদেশ রেলওয়ে সময়সূচি

রেলওয়ের অনলাইন টিকিট এখন বাংলায়

শেয়ার করুন

রেলওয়ের টিকিট সশরীরের পাশাপাশি অনলাইনেও পাওয়া যায়। কিন্তু অনলাইন টিকিটে সবকিছু ইংরেজিতে লিখা থাকায় অনেকের পড়তে হতো অসুবিধা।

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২১
ফাইল । ছবি

আজ শনিবার (৩০ অক্টোবর) থেকে ট্রেনের টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলাও ব্যবহার করা হচ্ছে। 

বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসার পর যাত্রীদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি এখন থেকে রেলওয়ের টিকিটে বাংলায়ও বিবরণী থাকবে। শনিবার (৩০ অক্টোবর) থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, শনিবার থেকে আমাদের অনলাইন টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লেখা থাকবে। আমি তদারকি করে দেখছি রেলওয়ের টিকিট ইংরেজির পাশাপাশি বাংলায় রয়েছে। এতে করে সকল যাত্রীদের বুঝতে সুবিধা হবে।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বলেন, আমাদেরও দীর্ঘদিনের দাবি ছিল। আমরাও বেশ কয়েকবার রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। এখন এটি করার কারণে যাত্রীদের সুবিধা হবে। আগে অনেকেই ইংরেজি পড়তে অসুবিধা হতো। পাশের যাত্রীদের কাছে ধর্ণা দিতে হতো। এখন নিজেরাই যাত্রীদের আসন ও সময় খুঁজে নিতে পারবে।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *