হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে চ্যাট লুকিয়ে রাখার কৌশল

শেয়ার করুন

আমরা প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপে আদান প্রদান করে থাকি। তবে ফোন আনলক করে কারও হাতে দেওয়া নিয়েই থাকে ভয়। যদি হুট করে কেউ এসব তথ্য দেখে ফেলেন, তাহলে বাধে সমস্যা।

তবে এর সমাধানও আছে। চলুন তাহলে জেনে নিই হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ চ্যাট লুকিয়ে রাখার কৌশল

১। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। হোম পেজের যেখানে চ্যাট লিস্ট সাজানো থাকে, সেখানের ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন। তাতে টাচ করুন।

২। এরপর Settings- অপশনে যান। সেখানে Account অপশনে টাচ করুন।

৩। এরপর Privacy নামের একটি অপশন পাবেন। তাতে ক্লিক করুন।

৪। প্রাইভেসি অপশনে প্রবেশের পর নিচের দিকে ‘Fingerprint Lock’ পাবেন। সেটিতে টাচ করুন।

৫। এরপর ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করুন। ৬। ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টারের পরেই আপনার হোয়াটস্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক চালু হয়ে যাবে। এরপর আপনি ছাড়া কেউ গোপন চ্যাট দেখতে পারবেন না।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

2 Comments to “হোয়াটসঅ্যাপে চ্যাট লুকিয়ে রাখার কৌশল”

  1. […] আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট লুকিয়ে রাখার কৌ… […]

  2. […] আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট লুকিয়ে রাখার কৌ… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *