পুলিশ

৩ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত

শেয়ার করুন

‘চাকরি নয়, সেবা’ প্রতিপাদ্য সামনে রেখে পুলিশে প্রথমবারের মতো নতুন নিয়োগবিধি অনুযায়ী কনস্টেবল নিয়োগপ্রক্রিয়া গত শুক্রবার সম্পন্ন হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কনস্টেবল পদে মেধা ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্য প্রার্থী নিয়োগের প্রক্রিয়া শুরু হয় গত ২৫ অক্টোবর। ৩ হাজার শূন্য পদের বিপরীতে আবেদন করেন ৩ লাখ ৩৮ হাজার ৫৩৪ জন।

জ;ব

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হন ১ লাখ ১৭ হাজার ৬৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৩৪ জন ও নারী ১৬ হাজার ৪৩৪ জন। ২৩ হাজার ৬৯৭ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ২১ হাজার ৭৫৯ জন পুরুষ ও ১ হাজার ৯৩৮ জন নারী। উত্তীর্ণ ৭ হাজার ৪০০ প্রার্থীর মধ্যে কনস্টেবল পদে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন ৩ হাজার।

কনস্টেবল নিয়োগ সম্পর্কে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশকে উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছি। এবারের কনস্টেবল নিয়োগ সে প্রক্রিয়ারই অংশ। এ জন্য বর্তমান নিয়োগবিধি সংশোধন করা হয়েছে।’

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *