Class 9 Biology Assignment 2021

৯ম শ্রেণির জীব বিজ্ঞান ২০তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১

শেয়ার করুন
শ্রেণি: ৯ম -2021 বিষয়: জীববিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 04

এসাইনমেন্ট শিরোনামঃ

কোষ বিভাজনকালে ক্রোমজোমে নানারকম পরিবর্তন দেখা যায়। চিহ্নিত চিত্রের সাহায্যে এই পরিবর্তনের সবগুলো ধাপ ধারাবাহিকভাবে উপস্থাপন কর।

শিখনফল/বিষয়বস্তু :

  • কোষ বিভাজন এবং তার প্রকারভেদ,
  • মাইটোসিস,
  • মাইটোসিসের পর্যায়সমূহ মিয়োসিস

নির্দেশনা :  

  • পোস্টার পেপার এর ব্যবস্থা না থাকলে ক্যালেন্ডারের পিছনের সাদা পৃষ্ঠা ব্যবহার করা যেতে পারে।,
  • নিজ পাঠ্যপুস্তকসহ প্রয়োজনে উপরের বা নিচের শ্রেণির পাঠ্যপুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে।,
  • স্পষ্টকরণের লক্ষ্যে সাইন পেন/মার্কার এর কালির রং নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে।
Class 9 Biology Assignment 2021

উত্তর সমূহ

20th week

কোষ বিভাজন এবং তার প্রকারভেদ

বিষয় সমূহঃ

  • কোষ বিভাজন
  • এককোষী জীব
  • বহুকোষী জীব
  • কোষ বিভাজনের প্রকাভেদ

প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। একটি মাত্র কোষ দিয়েই প্রতিটি জীবনের জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যাবৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
কোষ বিভাজনঃ
যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে কোষ বিভাজন বলে।

এককোষী জীবঃ
কোনো কোনো জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় এককোষী (unicellular) জীব। যেমন- ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম ইত্যাদি। এককোষী জীব বিভাজনের মাধ্যমেই একটি কোষ থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন করে।

বহুকোষী জীবঃ
অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত। এদের বলা হয় বহুকোষী (multicellular) জীব। যেমন- মানুষ, বট গাছ, তিমি মাছ ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত।

কোষ বিভাজনের প্রকারভেদঃ
জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। যথাঃ-
১। অ্যামাইটোসিস কোষ বিভাজন
২। মাইটোসিস কোষ বিভাজন এবং
৩। মিয়োসিস কোষ বিভাজন

Class 9 Biology Assignment 2021 || ৯ম শ্রেণির জীববিজ্ঞান এসাইনমেন্ট | 20th week || class 9 jibbiggan
Class 9 Assignment Answer 2021
Class 9 Biology Assignment 2021 || ৯ম শ্রেণির জীববিজ্ঞান এসাইনমেন্ট | 20th week || class 9 jibbiggan
Class 9 Biology Assignment 2021
Class 9 Assignment 20th week Answer 2021
৯ম শ্রেণির এসাইনমেন্ট উত্তর ২০তম সপ্তাহ ২০২১

[ বি:দ্র: উত্তর দাতা ইসমাইল হোসেন ©সর্বস্বত্ব সংরক্ষিত (ওয়ান সেকেন্ড স্কুল )]

আমাদের  ইউটিউব ভিডিও লিংক এখানে

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *