Site icon 1 second school

Article কাকে বলে । what is article in grammar । articles এর ব্যবহার

article কাকে বলে

what is article in grammar

শেয়ার করুন

আজকের আলোচনার বিষয়বস্তু Article কাকে বলে ? Article এর প্রকারভেদ এবং এর এর ব্যবহার।

Article কাকে বলে ? আরটিকেল

A, An ও The কে Article বলা হয়।

Article er প্রকারভেদঃ

Article দুই প্রকারঃ
1. Definite Article.
2. Indefinite Article.

Definite Article কি?

Definite Article: ‘The’ কে Definite Article বলে। কারণ এটি নির্দিষ্টভাবে কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে।

এবার আসুন, Definite Article ‘The’ এর ১৪টি গুরুত্ব পূর্ণ ব্যবহার দেখে নিই। তার পর Indefinite Articles নিয়ে আলোচনা করা হবে।

১।  নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, বড় জাহাজ, দৈনিক পত্রিকা, ভৌগোলিক নামসমূহ, পবিত্র ধর্মগ্রন্থ, উচ্চ পদস্থ/পেশাগত নাম, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি
ক্ষেত্রে ‘The’ ব্যবহৃত হয়। যেমনঃ

নদীর নামঃ The Padma, The Jamuna, The Black Sea.

পাহাড়/পর্বতঃ The Himalayas.

দ্বীপপুঞ্জঃ The Andamans.

জাহাজঃ The Queen Victoria.

দৈনিক সংবাদঃ ‘The Daily Star’, ‘The Prothom Aalo’.

ভৌগোলিক নামঃ The Punjab.

পবিত্র ধর্মগ্রন্থঃ The Quran, The Bible, The Geeta.

পেশাগত নামঃ The Secretary.

ঐতিহাসিক ঘটনাঃ The French Revolution.

২। মাস-এর তারিখের পূর্বে The ব্যবহৃত হয়। যেমনঃ The 2nd June, 2020.

৩। জাতির নামের আগে The ব্যবহৃত হয়। যেমনঃ The American, The English, The Bangalees.

৪। একই জাতীয় সকলের সাধারণ নামের একবচন (Singular)-এ The ব্যবহৃত হয়। যেমনঃ The cow, The dog.

৫। কোন Noun গুনবাচক শব্দ (Adjective) দ্বারা বিশেষিত হলে, যেমনঃ The White dog.

৬। Common Noun-এর Possessive Adjective-এর স্থলে The ব্যবহৃত হয় ।যেমনঃ I struck him on the(his এর পরিবর্তে) head.

৭। যে সব Noun একটির অধিক হয় না, তার পূর্বে The ব্যবহৃত হয়। যেমনঃ The earth, The moon, The sun, The east, The sky ইত্যাদি।

৮। Adjective-এর আগে The ব্যবহৃত হয়ে ঐ অবস্থার শ্রেণীকে বুঝায়। যেমনঃ The rich are not always happy.

৯। Superlative Degree-এর আগে The ব্যবহৃত হয়। যেমনঃ He is the best of the class.

১০। যত তত অর্থে Comparative Degree-এর আগে The ব্যবহৃত হয়। যেমনঃ The more, The merrier.

১১। কিছু Adjective এবং Noun-এর আগে The ব্যবহৃত হয়ে এর দ্বারা Abstract Noun নির্দেশিত হয়। যেমনঃ Do not leap in the Dark.
(darkness) The future (futurity) is unknown.Check the beast (animal nature) in you.

১২। ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করতে ঐ সংখ্যার এর পূর্বে The বসে । কিন্তু রোমান সংখ্যার আগে The ব্যবহৃত হয় না। যেমনঃ The second, The fifth (ordinal number),  কিন্তু George the  (II)হবে না । ( George II হবে)

১৩। সংগীত যন্ত্রের পূর্বে The ব্যবহৃত হবে। যেমনঃ He can play the flute.

১৪। গুরুত্ব দেওয়া বুঝাতে Noun-এর আগে The ব্যবহৃত হয়। যেমনঃ The verb is the word (the main word) in a sentence.

Indefinite Article কি

Indefinite Article: A/An কে Indefinite Article বলা হয়। কারণ এরা Noun-এর পূর্বে ব্যবহৃত হয়ে Noun-এর সংখ্যা বুঝায় বা অনির্দিষ্টভাবে বুঝায়। এদের ব্যবহারের নিয়ম গুলো তুলে ধরা হলঃ

1. Common Noun-এর Singular form(একবচন)-এর আগে A/An ব্যবহৃত হয়। যেমনঃ A tiger, An elephant, etc.

বি.দ্রঃ মনে রাখতে হবে, যে সব word-এর শুরুতে Consonant থাকে তাদের পূর্বে A বসে।আর যে সব word-এর শুরুতে Vowel (A, E, I, O, U)  থাকে তাদের পূর্বে An বসে।

Vowel এর বর্ণমালার সংখ্যা পাঁচটি ‍যথা- a, e, I, o, u. নিম্নে এদের কিছু উদাহরণ প্রদান করা হল।যেমন-

A A An An
A boy A lion
A book A mango An ant An inkpot
A bag A student An apple An ice-cream
A cat A woman An arm An idiot
A chair A table An egg An ox
A dog A tiger An ear An orange
A horse A tree An eye An umbrella

A/An এর ব্যতিক্রম সমূহ:-

কোন Vowel এর উচ্চারণ “ইউ” বা “ওয়া” হলে an না বসে a বসে। যেমন- আবার consonant হলেও যদি উচ্চারণ শুরু হয় Vowel এর মতো, তাহলে a না হয়ে an বসে। যেমন-
A ewe(ইউ) An hour(আওয়ার)
A European An heir(এয়ার)
A university An M.A.
A useful book An M.P.
A Unique scene An L.L.B
A one-rupee not(ওয়ান) An M.L.A
A one-eyed deer(ওয়ান) An S.D.O

NB:- কিন্তু, H এর উচ্চারণ “হ” হলে an না বসিয়ে a বসাতে হয়। যেমন-

A honest,

A humble servant,

A historical book ইত্যাদি।[এখানে আম্বল হবে না = হাম্বল হবে।]

যেমনঃ A book, A lion, A horse, a mango, a student, a women, a table, a tree, an  orange, an apple, an ice-cream, an ox, an ant, an ass, an owl, an eye, an umbrella, etc.

2. যখন ‘U’ এবং ‘E’ এর উচ্চারণ ‘ইউ’ এর মত হয় তখন ‘U’ এবং ‘E’ Vowel দ্বারা শুরু হওয়া শব্দের পূর্বে A বসে।যেমনঃ A unique, a  university, a European, a ewe, a useful animal, etc.

3. ‘O এর উচ্চারণ ‘ওয়া’ হলে তা দ্বারা শুরু হওয়া শব্দের পূর্বে A বসে। যেমনঃ a one eyed man, a one taka note, etc.

4. ‘H’ এর দ্বারা গঠিত শব্দ-এর উচ্চারণ ভিত যখন ২য় Syllable-এ হয় এবং উচ্চারণ ‘হ’ এর মত না হয়ে ‘অ’ এর মত হয় তখন An ব্যবহৃত হয়। যেমনঃ
an honorable person, an honest man, an hour, an heir, etc.

5. কোন কোন Consonant-এর Vowel sound (স্বরবর্ণের মত উচ্চারণ) প্রদান করায় উহার পূর্বে An ব্যবহৃত হবে।যেমনঃ An M.A; An M.D; An hour,
An honest man.

6. সাধারণ সকলকে বুঝাতে ‘A’ ব্যবহৃত হয়। যেমনঃ A son should obey his father.

7. ‘A’ ব্যবহৃত হয় Preposition-এর স্থলে।যেমনঃ He went a hunting (A ব্যবহৃত হয়েছে on এর স্থলে) Rice sells half a Kg a  Taka. (এখানে A অর্থাৎ per)

8. সংখ্যাবাচক ‘এক’ (01)-এর স্থলে a ব্যবহৃত হয়। যেমনঃ Twelve inches make a foot. (a=one)

9. Proper Noun-এর আগে ‘A’ ব্যবহৃত হলে উহা Common Noun এ পরিণত হয়। যেমনঃ A Jamal Uddin came to meet you.
[জামাল উদ্দিন নামের কয়েকজন আছে।তাদের মধ্যে একজন তোমার সাথে দেখা করার জন্য এসেছিল।সুতরাং এখানে Jamal Uddin হল Common
Noun]

এখন দেখবো একই অবস্থার কোন কোন ক্ষেত্রে Article ব্যবহৃত হয় এবং কোন কোন ক্ষেত্রে হয় নাঃ

1. Proper Noun-এর পূর্বে Article ব্যবহৃত হয় না। যেমনঃ Ashok, Homer, Gold etc.  কিন্তু Proper Noun-কে বিশেষিত করলে Article ব্যবহৃত হয়। 

যেমনঃ
The Homer of Bangladesh।
The gold of Australia।
The honesty of the boy.

2. Common Noun, Plural number-এর পূর্বে Article ব্যবহৃত হয় না। যেমনঃ Boys, dogs, cows ইত্যাদি। কিন্তু Common Noun, Plural form-এর পরে যদি কোন Reference থাকে তবে The ব্যবহৃত হবে। যেমনঃ The dogs of my house.

3. Common Noun Adjective (Pronominal) এবং সংখ্যা দ্বারা বিশেষিত হলে Article ব্যবহৃত হয় না। যেমনঃ My house, Each boy, Two boys ইত্যাদি।

4. Vocative Case-এর Common Noun-এর পূর্বে Article ব্যবহৃত হয় না। 

যেমনঃ
Come here, boy.
Girl, don’t do it ইত্যাদি।

5. যদি Common Noun-এর পূর্বে A kind of, species of, sort of ইত্যাদি Phrase থাকে, তবে এর পূর্বে Article (The) ব্যবহৃত হয়। 

যেমনঃ 
The banyan is a kind of tree.
The Malaria is caused by a species of mosquito ইত্যাদি।

6. মনুষ্য জাতি, বাবা, মা, সন্তান ইত্যাদি জাতি অর্থে ব্যবহৃত হলে Article ব্যবহৃত হবে না। যেমনঃ Man is mortal. Father or mother says so ইত্যাদি।

কিন্তু নিম্মলিখিত উপায়ে Article ব্যবহৃত হয়।যেমনঃ Edward, the king of England.

7. Noun-গুলো কোন পদবী দ্বারা বিবেচিত হলে Article ব্যবহৃত হবে না। যেমনঃ King Edward, Principal Bose.

8. রোগের পূর্বে Article ব্যবহৃত হবে না। যেমনঃ Fever.

9. দুটি বস্তু/প্রাণী/ব্যক্তিকে পৃথক পৃথক বুঝাতে  The বসে। যেমন- The Secretary and the Chairman have done this. (এখানে সেক্রেটারী এবং
চেয়ারম্যান দুইজন ব্যক্তিকে বুঝাচ্ছে, তাই The বসেছে।

The Secretary and Chairman has done this.(এখানে, Secretary এবং Chairman একই ব্যক্তিকে বুঝাচ্ছে, একই ব্যক্তি বিভিন্ন পদে আছে এমন বুঝালে The একবার বসবে।)

rules of articles in bangla

Article এর ব্যবহারের নিয়ম

1) সাধারণত শব্দের শুরুতে Vowel থাকলে তার আগে an এবং Consonant থাকলে a হবে ।

যেমন- an elephant, an inkpot, a pen, a chair, an open hearted man, a fool, a passenger.

2) শব্দের শুরুতে silent H থাকলে তার আগে an এবং sounded H থাকলে তার আগে a হবে ।

যেমন– a house, an hour, an honest man, an heir, an honourable person, a high school.

3) শব্দের শুরুতে যে কোন Vowel থাকলে তার উচ্চারণ যদি ‘ট’ -এর মত হয় তবে তার আগে a হবে ।

যেমন- a university, a unique opportunity, a European, a ewe.

4) U এর উচ্চারণ যদি ‘আ’ মত হয় তবে তার আগে an হবে ।

যেমন- an umbrella, an ugly person, an upper class passenger.

5) O এর উচ্চারণ যদি ‘ওয়া’ -এর মত হয় তবে তার আগে a হবে ।

যেমন- a one rupee note, a one eyed boy, a one act drama, a once famous man.

6) Vowel -এর উচ্চারণ বিশিষ্ট বর্ণের আগে an হবে ।

যেমন – an MBBS, a BA, an MP, a B.Com, an MBA, a BSc, an FRCS, a PhD, an MA.

 

1. খাবারের (meals) পূর্বে a/an বসে না। তবে খাবারের (meals) পূর্বে adjective বসলে a/an বসে.

Incorrect- We have a dinner at 8.00 pm.
Correct- We have dinner at 8.00 pm.

Incorrect- We had good breakfast yesterday.
Correct- We had a good breakfast yesterday.

2. Plural noun এর পূর্বে a/an বসে না।
– Birds are beautiful.
– Cows are useful.

3. Uncountable noun হিসেবে গণ্য যেমন – advice, information, news, baggage, water, milk, oil, tea, paper, ইত্যাদি এর পূর্বে a/an বসে না।
– He gave me some information.
– We take tea.
– He drinks water.

তবে পরিমাপ করা যায় এমন কিছু measure words থাকলে তার পূর্বে a/an বসে।
যেমন – Give me a glass of water.

 

Use of definite article:

  1. নির্দিষ্ট করে বুঝায় এমন common noun এর singular ও plural উভয় number এর পূর্বে the বসে।
    – The boy is reading.
    – The girl is singing.
  2. এক জাতীয় সকলকে বুঝাতে singular common noun এর পূর্বে the বসে।
    – The cow gives us milk.
    – The rose is beautiful flower.
  3. মানবজাতি man and women এর পূর্বে the বসে না।
    Incorrect – The man is mortal.
    Correct – Man is mortal.
  4. নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the বসে।
    যেমন – The Andamans, The Himalayas, The Titanic.
  5. ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে the বসে।
    যেমন – The holy Quran, The Daily sun.
  6. একক বস্তু – পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন ইত্যাদি নামের পূর্বে the বসে।
    The sun, The earth, The moon.
  7. বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে the বসে।
    – The U.S.A, the panjab.
  8. তারিখের নামের পূর্বে the বসে।
    যেমন – The 10th March.
  9. জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে the বসে।
    যেমন – The rich, The poor, The Muslims.
  1. Superlative degree তে adjective এর পূর্বে the বসে।
    যেমন – He is the best boy in the class.
  2. Material noun এর পূর্বে the বসে না। তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বুঝালে the বসে।
    যেমন – The Diamond of Africa is famous.
  3. Proper noun এর পূর্বে adjective থাকলে তার পূর্বে the বসে।
    যেমন – The great Akbar was a mighty ruler.
  4. বংশ বা পরিবারের পরিচয়জ্ঞাপক নাম plural হলে তার পূর্বে the বসে।
    যেমন – The khans, The Pathans.
  5. সংখ্যা প্রকাশক word যদি unit অর্থে বসে তাহলে তার পূর্বে the বসে।
    যেমন – Eggs are sold by the dozens.
  6. Musical instrument এর পূর্বে the বসে।
    যেমন – I can’t play the Guitar. The cowboy can play the flute well.
  7. কোন কোন যন্ত্র এবং আবিস্কারের পূর্বে the বসে।
    যেমন – Markoni invented the radio. The bicycles is an easy means of transport.
  8. Singular designation এর পূর্বে the বসে।
    যেমন – The president, The Prime Minister, The headmaster.

 

Omission of definite article:

  1. বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে।
    যেমন – The Gitanjoli of Robindranath.
  2. রাস্তা, এভিনু, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না।
    যেমন – He is going to park.
  3. ভাষার নামের পূর্বে the বসে না।
    যেমন – Bangla is our mother lsnguge. English is an international language.
  4. কিন্তু ভাষার নামের পরে language শব্দ টা উল্লেখ থাকলে the বসে।
    যেমন – The English language is international.
  5. হ্রদের নামের পূর্বে the বসে না।
    যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian.
  6. দিন বা মাসের নামের পূর্বে the বসে না।
    যেমন – Friday is holyday.
  7. রোগের নামের পূর্বে the বসে না।
    যেমন – Fever has broken out in the home.
  8. Allah or God এর নামের পূর্বে the বসে না।
    যেমন – Allah has created us.
  9. শরীরের অঙ্গ-প্রতঙ্গ এবং পোশাক- পরিচ্ছেদ ইত্যাদির পূর্বে the বসে না।
    যেমন – Raise your right hand. Put off your shirt.
  10. ভ্রমন সম্পর্কিত যানবাহন বা ভ্রমন পথের পূর্বে the বসে না।
    যেমন – by bus, by train, by launch.

The- এর ব্যবহার

কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে হলে The ব্যবহার করতে হয় |

যেমন- বইটি = The book, উড়ন্ত পাখিগুলো = The flying birds |

1) ধর্ম বইয়ের আগে- The Gita, The Quran, The Bible.

2) চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের আগে– The Sun, The Earth, The Moon.

3) নদী, সাগর, উপসাগরের আগে The Ganga, The Indian Ocean.

4) একাধিক দ্বীপের আগে- The Andamans.

5) বিখ্যাত জাহাজের আগে– The Titanic, The Britania.

6) সংবাদ পত্রের নামের আগে- The Times of India, The Telegraph, The Anandabazar Patrika, The Bartaman.

7) জাতীয় বস্তুর আগে– The National Anthem, The National Museum.

8) জাতীয় দিবসের আগে- The Victory Day, The Independence Day.

9) ঐতিহাসিক স্থাপত্য কীর্তির আগে– The Taj Mahal, The Great Wall of China.

10) রাষ্ট্রীয় উপাধির আগে- The Bharat Ratna, The Paramvir Chakra.

11) বিখ্যাত বন-জঙ্গলের আগে- The Sundarbans.

12) বিখ্যাত মরুভূমির আগে- The Sahara Desert, The Gobi Desert, The Thar Desert.

13) তারিখের আগে- I will meet Jaya on the 1st October.

14) দুইয়ের মধ্যে ভাল কিংবা মন্দ বোঝাতে- Of the two girls, Anamika is the more sweet, Of the two things, buy the less costly.

15) জাতি বোঝাতে– The rich should not hate the poor.

16) নির্দিষ্ট করে বোঝাতে- The kindness of Ram is known to all. The water of this pond is polluted.

17) Superlative degree -এর আগে– Shyam is the best actor in this city

টি-টা, খানা-খানি থাকলেও যেখানে The ব্যবহার হবে না

1) Possessive case -এর পর noun এর সাথে টি-টা, খানা-খানি থাকলেও the হবে না । যেমন- আমার বইটা = my book, আমাদের গাড়িটা = our car.

2) Which -এর পর noun -এর সাথে the হবে না । যেমন- বইটি = which book, কোন ছেলেটা = which boy.

3) সংখ্যার সাথে the হয় না । পাঁচটি ফুলের তোড়া = Five bouquets.

4) নির্দিষ্ট করে না বোঝালে বা গোনা যাবে না এমন Material & Abstract noun -এর আগে- Kindness is a virtue. Water has no colour. Honesty is the best policy.

5) দিন বা মাসের নামের আগে- I will meet you on Monday in June.

6) হ্রদের নামের আগে- Caspian is the largest lake in the world.

7) একটি মাত্র দ্বীপ বা পর্বতের আগে- Sandwip is an island. Mount Everest is the highest peak in the world.

8) জাতি বোঝাতে– man/woman -এর আগে- Woman is credulous. Man is mortal.

9) ভাষার নামের আগে– He speaks English fluently. কিন্তু ভাষার নাম Adjective- এর মত ব্যবহৃত হলে তখন হবে– The English language is a rich language.

10) রোগের নামের আগে- He died of AIDS. He is suffering from Fever. আবার ব্যতিক্রমও আছে– He is suffering from the gout. He is suffering from the Mumps. He is suffering from the Measles.

অভ্যাস করুন

Article কোথায় বসে না

article exercise । বিভিন্ন পরীক্ষায় আসা article । article example with answer

1) He earns only Rs. 1000 _____ month still he helps _____ poor.

2) ______ mother rose in here and she took up ______ child in arms. 

3) Moumita teaches in ______ H.S School.

4) Give yourself _____ quarter of ______ hour and walk gently.

5) It was _____ farthest corner of the garden.

6) Mr. Sen has bought _______ old car. But ______ car is in very good condition.

7) I am going to ______ hospital to visit _____ patient.

8) There was _______ enormous (= very large) cat sitting near the kitchen.

9) Mr. Roy owned ________ dog. We have received complaints about _______ dog barking at night.

10) ______ Darjeeling Mail is _____ superfast train.

11) _____ Indians did not perform well in _______ Olympics.

12) Let us have ice-cream today for ____ change.

13) Give me _____ glass of water, please.

14) ______ area where I live also has ______ old building of _____ British era.

15) ______ hungry fox looked at ______ bunches of grapes hanging from ______ big tree.

16) To fond where Alaska is, one has to look at _____ map of _____ world.

17) Bihar had _____ glorious past but now is ______ most backward state in India.

18) He looks like _____ ordinary boy but is _______ cleverest among all.

19) We will discuss it in ______ bit more detail at ______ end of the chapter.

20) I am taking you to _______ hotel. ______ hotel is just _____ hour’s drive from here.

21) I have never had ______ dog since Blackie.

22) Rajen, ______ good doctor, has said that _______ patient is likely to recover soon.

23) It was entirely ______ one man show for ______ hour.

24) He is ______ university professor and _______ honourable man.

25) It was a pleasant work but to me is not ______ work of art.

26) ______ experience I had last night is _______ very remarkable experience.

27) I saw ______ one legged man.

28) I have brought _______ piece of bread. Make sure that _______ bread remains hot at the time of eating.

29) It is ______ anger that separated me from her.

30) Dinabandhu Andrews was more _______ Indian than ______ European.

31) ______ less said about it, ______ happier I will be.

32) ______ more, _______ merrier, যত বেশি তত ভাল ।

33) Sankarbabu went to ______ USA.

34) He was playing _______ piano when I entered ______ room.

35) Birds of ______ feather flock together.

36) Please return _______ pen I lent you.

37) Father caught _______ child by ______ arm.

38) Do you think you are ______ Newton ?

39) Shylock was _______ usurer.

40) Always control _______ beast in you.

41) Have you seen ______ Qutub Miner in Delhi ?

42) Netu will join ______ army.

43) ______ lion is called ______ king of beasts.

44) The camel is called _______ ship of the desert.

45) Don’t make ______ noise.

46) This was ______ unique opportunity for us.

47) The child was asked to write ______ ‘u’, but she wrote ______ ‘n’.

48) Bombay was once called ______ Manchester of India.

49) His father is ______ MBBS.

50) He is M.A , but his wife is ________ B.A.

51) Mr. Sekhar Roy is _______ B.D.O.

ANSWER

(1) a, the (2) the, the (3) an (4) a, an (5) the (6) an, the (7) the, a (8) an (9) a, the (10) the, a (11) the, the (12) a (13) a (14) the, an, the (15) a, the, a (16) the, the (17) a, the (18) an, the (19) a, the (20) a, the, an (21) a (22) the, the (23) a, an (24) a, an (25) a (26) the, a (27) a (28) a, the (29) the (30) an, a (31) the, the (32) the, the (33) the (34) the, the (35) a (36) the (37) the, the (38) a (39) an (40) the (41) the (42) the (43) the, the (44) the (45) a (46) a (47) an, a (48) the (49) an (50) an, a (51) a

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Exit mobile version