Site icon 1 second school

Completing sentence এর নিয়ম

completing sentence এর নিয়ম

Completing sentence Rules bangla

শেয়ার করুন

Completing sentence এর নিয়ম

completing sentence এর নিয়ম:ইংরেজি এবং বাংলায় বাক্য পূরণ একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, কারণ এটি আপনার চিন্তাধারা সুস্পষ্টভাবে প্রকাশ করে। একটি সঠিক বাক্যে অবশ্যই বিষয় এবং ক্রিয়া থাকতে হবে, যা সম্পূর্ণ একটি ভাব প্রকাশ করে। এই পোস্টে আমরা বাক্য পূরণের মৌলিক নিয়মগুলো নিয়ে আলোচনা করব, বাংলা এবং ইংরেজি উদাহরণসহ। এই নিয়মগুলো ভালোভাবে বোঝার মাধ্যমে আপনি আপনার লেখার দক্ষতা বাড়াতে এবং সাধারণ ভুলগুলো থেকে বের হতে পারবেন।

প্রথমে আমাদের আগে বুঝতে হবে যে completing sentence কাকে বলে। তাহলে চলুন সবকিছু সিরিয়াল ভাবে শুরু করি। (completing sentence এর নিয়ম)

completing sentence in bangla

একটি পূর্ণ বাক্যে একটি বিষয় এবং একটি ক্রিয়া থাকতে হবে। এটি একটি সম্পূর্ণ চিন্তা প্রকাশ করতে হবে, যা নিজে থেকে অর্থপূর্ণ হবে এবং কোনও অতিরিক্ত ব্যাখ্যা প্রয়োজন হবে না।

বা, Completing Sentence কাকে বলেঃ Completing Sentence অর্থ বাক্য পূর্ণ করা বা বাক্য সম্পূর্ণ করা বা পূর্ণভাবে শেষ করা। বাক্যের কোনো অংশ কে clause বা বাক্যাংশ বলা হয়।

A complete sentence must have a subject and a predicate. It must express a full thought that can stand alone without needing further explanation.

Example in English:

completing sentence example

Here are 10 examples of complete sentences in English:

  1. The cat is sleeping on the couch.
  2. She loves to read mystery novels.
  3. They are going to the park tomorrow.
  4. The sun sets in the west.
  5. John and Mary are working on a project.
  6. I will call you when I arrive.
  7. The baby is crying because she is hungry.
  8. We finished our homework early.
  9. He speaks three languages fluently.
  10. The movie starts at 7 PM.

Each sentence contains a subject and a verb and expresses a complete thought.

completing sentence এর নিয়ম

Essential Components of a Sentence (বাক্যের অপরিহার্য উপাদান)

a. Subject (বিষয়)

The subject is the person, place, thing, or idea that acts as a sentence.

b. Predicate (ক্রিয়া)

The predicate expresses what the subject does or what happens to the subject.

c. Object (বস্তু)

In some sentences, the object receives the action performed by the subject.

Lest যুক্ত বাক্যের শর্টকাট টেকনিকঃ

বাক্যে Lest এর ব্যবহার থাকলে lest এর পর যে কোনো subject যেমন you বসিয়ে তারপর should miss something বসালেই বাক্যটা Complete হয়ে যাবে। Lest অর্থ পাছে ভয় হয় এমন বা নইলে (না হলে) হয়তো হারিয়ে ফেলবে এমন কিছু।

যেমন-

Ex 1 – Run fast lest you ( দ্রুত দৌড়াও নইলে হয়তো তুমি) ———-

Answer – Run fast lest you should miss something. (তাড়াতাড়ি দৌড়াও নইলে বা না হলে হয়তো তুমি কিছু হারিয়ে ফেলবে।)

Ex 2 – Take it lest (ইহা নাও নইলে বা না হলে হয়তো) ———–

Ans – Take it lest you should miss something. (এটা নাও নইলে হয়তো তুমি কিছু হারিয়ে ফেলবে।)

Ex 3 – Go slow lest (ধীরে চলো নইলে হয়তো) ———–

Ans – Go slow lest you should miss something. (ধীরে চলো নইলে বা না হলে হয়তো তুমি কিছু হারিয়ে ফেলবে।)

So that অথবা in order that যুক্ত বাক্য complete এর শর্টকাট টেকনিকঃ

বাক্যের মাঝে so that থাকলে বাক্যে থাকা Subject পুনরয় বসানোর পর  can implement it অথবা could implement it বসালেই বাক্য complete হয়ে যাবে।

বাক্য present tense এ থাকলে  can implement it এবং বাক্য past tense এ থাকলে could implement it বসাতে হয়। So that শব্দের অর্থ যাতে।

অন্যদিকে can implement it অর্থ ইহা সম্পূর্ন করতে পারো এবং could implement it  অর্থ ইহা সম্পূর্ণ করতে পারতো।

যেমন-

Ex 1 – You do it so that (তুমি এটা করো যাতে)——–

Ans – You do it so that you can implement it. (তুমি ইহা করো যাতে তুমি ইহা সম্পূর্ণ করতে পারো।)

Ex – She loved me so that (সে আমাকে ভালোবাসতো যা’তে)——–

Ans – She loved me so that she could implement it. (সে আমাকে ভালোবাসতো যা’তে সে ইহা সম্পূর্ণ করতে পারে।)

Unless বাক্যের প্রথমে থাকলে complete করার সহজ টেকনিকঃ

বাক্যের শুরুতে unless অথবা if+not থাকলে বাক্যে থাকা subject বা কর্তা পুনরায় ব্যবহার করে তারপর will not overcome বসালেই বাক্য complete হয়ে যাবে

Unless এর পূর্ণরূপ If+not এবং অর্থ যদিনা। অপরদিকে will not overcome অর্থ ব্যপারটি কাটিয়ে উঠতে পারবে না বা উত্তীর্ণ হতে পারবে না এমন

যেমন-

Ex 1 – Unless you read more (যদি তুমি বেশি করে না পড়ো)———

Ans : Unless you read more, you will not overcome. (যদি তুমি বেশি করে না পড়ো, তুমি উত্তীর্ণ হতে পারবে না।)

Ex 2 – Unless he work hard (যদি সে কঠোর পরিশ্রম না করে)———

Ans – Unless he work hard, he will not overcome. (যদি সে কঠোর পরিশ্রম না করে, তবে সে কাটিয়ে উঠতে পারবে না।)

বাক্যে মাঝে too——-to থাকলে complete করার সংক্ষিপ্ত কৌশলঃ

বাক্যে মাঝে too—–to থাকলে to এর পর overcome it বসালেই বাক্য complete হয়ে যাবে।  too—-to অর্থ এতো যে। অন্যদিকে to overcome it অর্থ ব্যপারটি কাটিয়ে ওঠার জন্যে অক্ষম বা বিষয়টিতে উত্তীর্ণ হওয়ার জন্যে অক্ষম।

যেমন-

Ex – He is too busy to (সে এতো ব্যস্ত যে ) ——-

Ans – He is too busy to overcome it. (সে এতো ব্যস্ত যে ব্যপারটি কাটিয়ে উঠতে অক্ষম।)

বাক্যে মাঝে Since থাকলে Complete করার শর্ট টেকনিকঃ

Since সময় বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে এবং এর অর্থ হচ্ছে যখন। বাক্যের মাঝে since থাকলে since এরপর I saw you  অথবা I had seen you বসালেই বাক্য complete হয়ে যাবে সিম্পল

বাক্য present tense এ থাকলে বা বাক্যে verb এর রূপ অনূযায়ী ফাস্ট রূপ থাকলে i saw you এবং বাক্য past tense এ থাকলে বা বাক্যে verb এর দ্বিতীয় রূপ থাকলে i had seen you বসাতে হবে।

I saw you  অর্থ হচ্ছে আমি তোমাকে দেখেছিলাম এবং I had seen you অর্থ হচ্ছে আমি তোমাকে দেখতাম।

যেমন-

উদাহরণ ১ – It is long time past since ( এটা বহু সময় অতিবাহিত হয়েছে যখন) ————-

Ans – It is a long time past since I saw you.  (ইহা বহু সময় অতিবাহিত হয়েছে যখন আমি তোমাকে দেখেছিলাম।)

উদাহরণ ২ – Ten months passed since (দশ মাস অতিবাহিত হয়েছিল যখন)——–

Ans – Ten months passed since I had seen you. (দশ মাস অতিবাহিত হয়েছিলো যখন আমি  তোমাকে/আপনাকে দেখতাম।)

বাক্যে মাঝে who, which, what, that, whose, whom থাকলে complite করার সহজ টেকনিকঃ

who(কে), which(কোনটি), what(কি), that(ঐটি), whose(যারা/কারা), whom(কাকে) এর পর am wonder/is wonder, are wonder/was wonder/were woder এটা বসালেই বাক্য complite হয়ে যাবে।

যেমন-

Ex 1 – I like the girl who(আমি একটি মেয়েকে পছন্দ করি যে) ——–

Ans – I like the girl who is a wonder.(আমি একটি মেয়েকে পছন্দ করি যে হয় বিস্ময়কর।)

Ex 2 – I had a cat which(আমার একটি বিড়াল ছিলো যেটি)———

Ans – I had a cat which was wonder. (আমার একটি বিড়াল ছিল যেটি হয় বিস্ময়কর।)

শুরুতে When, Where, How, Since, As, Because থাকলে Assertive sentence গঠণের সহজ কৌশলঃ

When অর্থ যখন বা তখন, Where অর্থ যেখানে বা সেখানে, How অর্থ যেভাবে অথবা সেভাবে, Since অর্থ যখন বা যেহেতু, As অর্থ যেহেতু অথবা মতো বা সেহেতু, Because অর্থ কারনে অধবা জন্যে। When/Where/How/Since/As/Because যুক্ত অংশ যে tense এ থাকবে তার পরের অংশ সেই tense এই হবে অর্থাৎ subject+v1/v2+object বসালেই হয়ে যাবে। তবে আগের অংশের সাথে মিল হয় এমন অর্থ বোধক বাক্যে অংশ লিখে বাক্য সম্পূর্ন করতে হবে।

যেমন-

Ex 1 – Because he loved me, (যেহেতু সে আমাকে ভালো বাসতো,) —-

Ans – Because he loved me, he wished me. (যেহেতু সে আমাকে ভালো’বাসতো, সেহেতু সে আমাকে আশির্বাদ করতো।)

it is high time এর ব্যবহার

“It is high time” একটি ইংরেজি বাক্যাংশ, যা বোঝাতে ব্যবহৃত হয় যে কিছু কাজ বা ঘটনা এখনই হওয়া উচিত বা ইতিমধ্যে হয়ে যাওয়া উচিত ছিল। এর পর সাধারণত অতীতকাল ব্যবহার করা হয়, যদিও এটি ভবিষ্যৎ বা বর্তমান সম্পর্কিত একটি তাগিদ বোঝায়।

ব্যবহার:

  1. English: “It is high time you went to bed.”
    • অর্থ: তোমার ঘুমাতে যাওয়ার সময় অনেক আগেই হয়েছে।
  2. English: “It is high time we started the meeting.”
    • অর্থ: আমাদের মিটিং শুরু করার সময় এখনই, বা শুরু করার প্রয়োজন অনেক আগেই ছিল।

Structure:

It is high time + Subject + Past tense verb

বাংলায় উদাহরণ:

নোট: অতীতকাল ব্যবহারের মাধ্যমে জোর দেওয়া হয় যে, কাজটি ইতিমধ্যেই করা উচিত ছিল, কিন্তু এখনও করা হয়নি।

he could help you provided that completing sentence

if i have seen you completing sentence

this is bangladesh completing sentence

Common Mistakes in Sentence Completion (বাক্য পূরণের সাধারণ ভুল)

a. Comma Splices (কমা ব্যবহারের ভুল)

A comma splice occurs when two independent clauses are joined with a comma.

b. Misplaced Modifiers (অসঠিকভাবে বসানো শব্দ)

A modifier must be placed near the word it describes, or the meaning of the sentence can be confusing.

আরও পড়ুন:

Verb কি কত প্রকার ও কি কি ব্যাখ্যাসহ পড়ুন

Adjective কি কত প্রকার ও কি কি বিস্তারিত

Pronoun কি কত প্রকার ও কি কি

উপসংহার

বাক্য পূর্ণ করার নিয়মগুলো (completing sentence এর নিয়ম) অনুসরণ করলে, আপনি সহজেই ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় সঠিক এবং পরিপূর্ণ বাক্য তৈরি করতে পারবেন।

Exit mobile version