1 second school

Full website development course

Full website development course: 1ss

শেয়ার করুন

Full website development course

Full website development course :- ওয়েব ডেভেলপমেন্ট কোর্স নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে যে, ওয়েব ডেভেলপমেন্ট আসলে কী?

ওয়েব সার্ভারে জমা রাখা ইনফরমেশন ওয়েব ব্রাউজার এবং ইন্টারনেটের মাধ্যমে ভিজিটরের কাছে দর্শন পাঠানো । ও পঠনযোগ্য করে তোলার প্রক্রিয়াকেই ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। আর যিনি ওয়েব ডেভেলপ করেন তাকে ওয়েব ডেভেলপার বলা হয়।

গুগল ব্লগারে লগইন করার পর আপনার ব্লগের সেটিংস ও পোস্ট সহ অন্যান্য যে অপশন দেখতে পান সেগুলোই ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে করা হয়। তাছাড়া আপনারা যারা Magone থিমটি ব্যবহার করছেন।  তারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, SneeitSpot এর মাধ্যমে ব্লগের ডিজাইনের বিভিন্ন পরিবর্তন করা যায়। এই পরিবর্তন করানোর যে অপশন আমরা দেখতে পাই, সেগুলোই ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে করা হয়।

ওয়েব ডেভেলপমেন্ট হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। এটি মূলত দুটি ভাগে বিভক্ত: ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্টএন্ডে ব্যবহারকারীদের দেখানো অংশ তৈরি হয়, আর ব্যাকএন্ডে ডাটাবেস এবং সার্ভার পরিচালিত হয়। Full website development course

ওয়েব ডেভেলপার কত প্রকার

সাধারণত কাজের ধরণ অনুসারে ওয়েব ডেভেলপারকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন-

ওয়েব ডেভেলপার কত প্রকার
ওয়েব ডেভেলপার কত প্রকার: 1ss

কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখব

অনলাইনে অধিকাংশ লোক সহজে ওয়েব ডেভেলপমেন্ট শেখার প্রফেস খুঁজে থাকেন।  আপনি জেনে রাখুন, সহজে ওয়েব ডেভেলপমেন্ট শেখার কোন উপায় বা কোর্স নেই।  ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। আর আপনি অবশ্যই জানেন যে, প্রোগ্রামিং শেখা কোন সহজ কাজ নয়। তবে আপনি ধৈর্য ধারণ করে নিচের উপায়গুলো অনুসরণ করলে আপনিও অল্পদিনে একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন। Full website development course

১. HTML, CSS এর মাধ্যমে ফ্রন্টএন্ডের বেসিক ধারণা প্রথমে তৈরি করুন।
২. javascript শিখুন, এটি ওয়েবসাইটের ইন্টারঅ্যাকশন বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩. ব্যাকএন্ডের জন্য PHP, Python, বা Node.js থেকে যেকোন একটি ভাষা শিখতে পারেন।
৪. ফ্রেমওয়ার্ক যেমন React, Angular, Django ইত্যাদি ব্যবহার শিখতে হবে।

ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কী কী লাগবে?

আরও জানুন:

কিভাবে ওয়েব ডিজাইন শিখব ? ওয়েব ডেভেলপমেন্ট এর সম্পূর্ণ গাইডলাইন

ওয়েব ডেভেলপমেন্ট শিখার জন্য যা যা জানা প্রয়োজন তা হচ্ছে, HTML, CSS, Javascript (Basic এর উপর ধারণা), Jquery (Javascript এর একটি ফ্রেমওয়ার্ক), PHP (সার্ভার স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ) ।

পাশাপাশি যেকোনো একটি CMS (Content management system) যেমন, ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রপাল শিখে রাখা ভাল। এসব শিক্ষা দেওয়ার জন্য বাংলা, ইংরেজি অনেক সাইট গড়ে উঠেছে, যেখানে কোর্স করে সহজেই ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়া সম্ভব। ফ্রিতে কোর্স করা যায় এমন ৫ টি সেরা সাইট হলো-

Best web development course in bangladesh

১. কোডেকাডেমি (Codecademy)

ওয়েব ডেভেলপমেন্টের বেসিক বিষয় শেখার জন্য কোডিক এডেমির রয়েছে একটা সিরিজ টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মাধ্যমে যে কেউ খুব সহজেই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। এছাড়াও ফ্রন্ট ইন্ড কোডিং।

যেমন এইস টি এম এল (HTML), সি এস এস(CSS) শেখা এবং প্রোগামিং ল্যাংগুয়েজ যেমন, পাইথন, জাভা, রুবি ইত্যাদি শেখার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে। এখানে যা আছে এইসব বিষয় আয়ত্ত্ব করতে পারলে একটি ওয়েব সাইট ডেভেলপ করা কোন কষ্ট সাধ্য ব্যাপার বলে মনে হবে না।

২. খান একাডেমি (Khan Academy)

ওয়েব ডেভেলপমেন্ট শেখার অসাধারণ একটি ওয়েবসাইট হলো খান একাডেমি। এখানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় সকল কিছুই শেখার ব্যবস্থা আছে। এই সাইটে যেমন টিউটোরিয়াল রয়েছে তেমনি আবার ওয়েব ডেভেলপমেন্টে বিশেষজ্ঞদের দ্বারা তৈরিকৃত অডিও, ভিডিও রয়েছে।

এগুলোর মাধ্যমে একজন খুব অনায়াসে ওয়েবসাইট ডেভেলপের জন্য প্রয়োজনীয় বিষয় শিখতে পারবে। এখানে যথেষ্ট যত্ন সহকারে শিখানো হয়।

৩. এম আই টি ওপেন কোর্স ওয়্যার (MIT OpenCourseware)

আমেরিকার অন্যতম সেরা টেকনিক্যাল প্রতিষ্ঠান হলো এম আই টি। এই স্কুল কর্তৃক পরিচালিত এম আই টি ওপেন কোর্স ওয়্যার ওয়েবসাইটে প্রোগামিং, ম্যাথ, ডেভেলপমেন্ট ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিষয়ে শতশত টিউটোরিয়াল রয়েছে। প্রোগামিং বা ওয়েব ডেভেলপমেন্টে একদম অনভিজ্ঞ ব্যক্তিও এই সাইটের টিউটোরিয়াল গুলোর মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্টে দক্ষ হয়ে উঠতে পারবে।

আরও দেখুনঃ- 

web hosting list । best web hosting for wordpress

৪. মজিলা ডেভেলপার নেটওয়ার্ক (Mozilla Developer Network)

জনপ্রিয় ফায়ার বক্স ওয়েব ব্রাউজারের পিছনে থাকা মজিলা, ডেভেলপারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রচুর রিসোর্স প্রস্তুত করেছে। যারা ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য আর্টিকেল ও টিউটোরিয়াল গুলো বেশ কার্যকর ভূমিকা পালন করবে।

নতুনরা যেনো খুব সহজে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা পেতে পারে, সে জন্য টিউটোরিয়ালে প্রচুর উদাহরণ লিপিবদ্ধ করা হয়েছে এবং যতটা সম্ভব সহজ ভাষার প্রয়োগ ঘটানো হয়েছে। আপনি খুব সহজে নিজেই আয়ত্ব করে নিতে পারবেন।

৫. এ লিস্ট অ্যাপার্ট ( A List Apart)

ওয়েব ডেভেলপার এবং ডিজাইনারদের লক্ষ্য করে সবচেয়ে পেশাদার।  আপ টু ডেট অনলাইন ম্যাগাজিনগুলোর মধ্যে অন্যতম একটি হল এ লিস্ট অ্যাপার্ট। কোডিং, প্রোগামিং, ডিজাইন এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা সংবলিত বহুবিধ আর্টিকেলের সমাবেশ ঘটেছে এই সাইটটিতে। কেউ যদি অন্যের অভিজ্ঞতা ও পরামর্শ থেকে শিখতে চায়, তবে তার জন্য প্রচুর রিসোর্স রয়েছে এ লিস্ট অ্যাপার্টে।

Best web development course in bangladesh: 1ss

full stack developer

ফুল স্ট্যাক ডেভেলপার (Full Stack Developer) হলো এমন একজন দক্ষ/এক্সপার্ট প্রোগ্রামার, যিনি ওয়েব ডেভেলপমেন্টের পুরো প্রক্রিয়ার বিভিন্ন স্তর নিয়ে কাজ করতে পারেন। একজন ফুল স্ট্যাক ডেভেলপার ফ্রন্টএন্ড (UI/UX বা ব্যবহারকারী ইন্টারফেস) এবং ব্যাকএন্ড (সার্ভার, ডাটাবেস ইত্যাদি) উভয় দিকেই সমানভাবে পারদর্শী হয়ে থাকেন।

এর মানে হলো, তিনি ব্যবহারকারী-সম্মুখীন দিক থেকে শুরু করে সার্ভারের পেছনের জটিল কাজগুলোর মধ্যে, যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট, API ডেভেলপমেন্ট, সার্ভার সেটআপ ইত্যাদি, সবকিছু পরিচালনা করতে পারেন।

frontend developer

Backend Developer

ওয়েব ডেভেলপমেন্টে সফল হওয়ার কিছু টিপস

ওয়েব ডেভেলপমেন্টে সফল হওয়ার কিছু টিপস

উপসংহার
ওয়েব ডেভেলপমেন্ট আধুনিক প্রযুক্তি জগতে এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যেকোনো ব্যবসায়ের উন্নতি এবং ক্যারিয়ার গড়ার জন্য এটি শেখা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। ভবিষ্যতে এর চাহিদা শির্ষে থাকবে। সঠিক জ্ঞান ও চর্চার মাধ্যমে একজন সফল ওয়েব ডেভেলপার হওয়ার সুযোগ রয়েছে। তাই এই গাইডলাইন দিয়ে আপনিও হতে পারেন একজন ফুল স্টাক ওয়েব ডেভেলপার। শুভ কামনা আপনার জন্য।

Full website development course

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Exit mobile version