Site icon 1 second school

Group Verb কাকে বলে – মনে রাখার সহজ উপায়

Group Verb কাকে বলে

Group Verb কাকে বলে: 1ss

শেয়ার করুন

Group Verb কাকে বলে: আজ আমরা আলোচনা করব Hang মানুষের Expression. বলা যায় একটা শব্দের শেষে কয়েকটা Preposition বসিয়ে সেটির অর্থ ভিন্ন করা বা যেটাকে আমরা বলে থাকি Phrasal Verb. ত বন্ধুরা আজ আমরা আলোচনা করব Phrasal Verb About “HANG”

তাহলে চলুন শুরু করি।

Group Verb কাকে বলে 

কোনো Verb বা ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো Preposition যুক্ত হয়ে, Verb বা ক্রিয়াপদটির আসল বা প্রকৃত অর্থের থেকে সম্পূর্ণ আলাদা কোনো অর্থ সৃষ্টি করে, তখন সেই Preposition সহ Verb টিকে Group Verb বা Phrasal Verb বলা হয়।

উদাহরন হলো-

Hang On: (অপেক্ষা করা)। এটি সাধারণত আদেশ করা অর্থে বুঝায়। যখন আপনি কারো কথা শোনেন তখন যদি তাকে আপনার থামানো দরকার হয় তখন আপনি Hang On বলে থামিয়ে দিতে পারেন।
Ex: Hang on a minute? এক মিনিট অপেক্ষা করুন?

Hang Up: (ফোন কেটে দেওয়া)। আসলে ফোন কেটে দেওয়া অর্থেই শুধু মাত্র এই Hang Up ব্যবহার করা হয়। আমি অন্য কোন অর্থে এটি ব্যবহার করতে দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন।
Ex: He shouting over the phone that’s why I hung up . সে ফোনে চিল্লাচিল্লি করছিল তাই আমি কেটে দিয়েছি।

Hang Out: (দেখা করা, একসাথে একের অধিক মিলে সময় কাঠানো)। আপনি যদি সিনেমা বা নাটক দেখে অভ্যস্ত তাহলে আপনি এটি নিশ্চয় শোনেছেন।
Ex: Let’s Hang Out this weekend. চল এই সপ্তাহের ছুটিতে দেখা করি।

Hang Around: (উদ্দেশ্যহীনভাবে ঘুরা বা সময় কাটানো)। যখন আপনার হাতে কোন কাজ থাকে কোথায় গিয়ে হাটা বা সময় কাঠান তখন কেউ যদি আপনাকে ফোন করে জিজ্ঞেস করে কি করছ তখন আপনি বলতে পারেন Hang Around.
Ex: We was hanging around in the field. আমরা মাঠে হাঠাহাঠি করছিলাম।

Hang On (someone): (মনযোগ দেওয়া)। যখন করো কোন আপনার ভাল লাগে তাকে অনুকরণ করা, তাকে গুরুত্ব দেওয়া অর্থে Hang On বুঝানো হয়। আমরা প্রথমে ও পড়েছি এর ব্যবহার। তবে এটি কোন একজনকে উদ্দেশ্য বুঝানো হয়। নির্দিষ্ট করে কারো নাম নেওয়া।
Ex: I hung on the professor’s lecture every day. আমি এই শিক্ষকের কথা গুলো মনযোগ দিয়ে শোনি বা গুরুত্ব সহকারে নিই।

Hang Onto: (কোন কিছু ধরে রাখা বা হারাতে না দেওয়া)। আপনার কোন স্মৃতি বা আপনার কোন পছন্দের জিনিষ যেটা আপনি হারাতে চান না সেই অর্থে Hang Onto ব্যবহৃত হয়।
Ex: He hung onto her ticket as a reminder of her journey. . সে তার ভ্রমণের স্মৃতি হিসেবে টিকেটটি রেখে দিয়েছে।

Hang Back: (কোন কিছুতে দ্বিধা করে না আগানো বা অপেক্ষা করা)।
Ex: I don’t feel like go please hang back for few minutes. আমার যেতে ইচ্ছো করছেনা, কিছুক্ষণ অপেক্ষা কর।

Hang Over: (কোন কিছু নিয়ে চিন্তিত থাকা)। ধরুন আপনার আগামী সপ্তাহে পরীক্ষা। কিন্তু আপনার মনে হচ্ছে আপনি সেই পরীক্ষায় ভাল ফল করতে পরবেননা। যদি পারেন কাল থেকেই পরীক্ষা দিয়ে এই চিন্তা থেকে মুক্তি পেতে চান কিন্তু সেটা সম্ভব না। এই আগামী একসপ্তাহ পর্যন্ত পরীক্ষা নিয়ে যে একটা দু:শ্চিন্তা সেটাকেই Hang Over বলা হয়।
Ex: The next week’s exam hanging over me. আগামী সপ্তাহের পরীক্ষা নিয়ে আমি চিন্তিত। Group Verb কাকে বলে 

আগে আমরা জেনে নিই কেন phrasal verb শিখা এত কঠিন?

১. ইংরেজিতে এত বেশি phrasal verb যে, মনে রাখা কঠিন হয়ে যায় বলে?
২. ইংরেজির প্রতিটি বাক্যে phrasal verb এর ব্যবহার বলে?
৩. একটি phrasal verb এর বিভিন্ন অর্থ রয়েছে বলে?
যেমন: Put down এর মানে হল কোন কিছু নিছে রাখা, কাউকে ছোট করা অথবা অসুস্থ প্রাণী হত্যা করা।
৪. বিভিন্ন phrasal verb একি শব্দের অর্থ বুঝায় না বলে।
যেমন: look up to (someone) মানে কাউকে সম্মান করা। এমন নয় যে, কেউ উপরে আছে তাকে দেখা।

Phrasal verb কি

Phrasal verb হচ্ছে এমন একটি verb যেটি একটি নির্দিষ্ট verb (GO or Take)+particles নিয়ে গঠিত হয়. Particles বলতে বুঝানো হয়েছে কোন Adverb অথবা preposition. ১. যেমন: (Go out, Go after) ২. (Go together, Go away) এখানে আপনি খেয়াল করুন ১ নাম্বার উদাহরণে Go + out, after (preposition) আর ২ নাম্বার উদাহরণে Go + together, away (adverb) বসেছে।

২. এটি কি transitive নকি intransitive?

transitive phrasal verb

যদি এটি transitive হয় তাহলে verb এর পরে ovject লাগবে। যেমন: look up to (কাউকে সম্মান করা)। আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে এটির শেষে আপনার একটি ovject বসাতে হবে। আপনি বলতে পারবেন না যে I look up to (আমি সম্মান করি) আপনি কাকে সম্মান করেন সেটা উল্লেখ করতে হবে, আপনাকে বলতে হবে I look up to him (আমি তাকে সম্মান করি). look up to হচ্ছে transitive phrasal verb. যেখানে phrasal verb এর পরে আপনাকে ovject বসাতে হবে। যাতে বাক্যটি অর্থবোধক হয়।

 Intransitive phrasal verb

কিছু phrasal verb intransitive হয়। যেগুলো তারা নিজেরাই এক একটা অর্থবোধক বাক্য হিসেবে ব্যবহার হয়। যেমন: grow up (বড় হওয়া)।

আবার কিছু phrasal verb অর্থ অনুসারে transitive ও intransitive দুটাই হতে পারে। যেমন: come over এর দুইটা অর্থ রয়েছে। intransitive হিসেবে যার অর্থটা হচ্ছে, কারো বাসায় যাওয়া। যেমন: Why don’t you come over? (কেন তুমি আসনা বা আমাদের বাসায় আসনা?)

আর transitive এর অর্থটা হচ্ছে, কোন অনুভুতি উদয় হওয়া। যেমন: A wave of anger came over him (তার মধ্যে একটা রাগের ঢেউ উদয় হয়েছিল।)

ত আপনাকে জানতে হবে phrasal verb টি transitive নাকি intransitive. কারণ এটি আপনাকে একটি phrasal verb সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করবে।

Separable or inseparable

Separable বলতে যে phrasal verb এর verb এবং particle কে বাক্যের মধ্যে ভাগ করা যায়। যেমন: taek on. (কোন কিছুর জন্য দায়ী)। এটি একটি intransitive phrasal verb। এটির শেষে ovject বসাতে হয়। I am going to take on the project. আমি এই প্রজেক্টের দায় নিচ্ছি। আপনি এই বাক্যকে আবার এভাবে ও বলতে পারেন। I am going to take the project on . এখানে বাক্যের মধ্যে phrasal verb কে আলাদা করা গেছে। তার মানে Separable phrasal verb.

অন্য দিকে inseparable phrasal verb এ আপনি কে phrasal verb আলাদা করতে পারবেননা। যেমন: look up to (কাউকে সম্মান করা)। আমরা জানি যে এটি transitive, এটি আবার inseparable। এটি কে আপনি I look your dad up to ও I look up your dad to বলতে পারবেন না। আপনাকে বলতে হবে ও I look up to your dad.

Multi-words verbs

phrasal verb হচ্ছে একাদিক শব্দ নিয়ে গঠিত একটি verb. তাই এটিও সাধারণ verb এর মত বাক্যের ধরণ অনুযায়ী পরিবর্তন হয়। যেমন: I gave up, it’s too difficult, He always gives up without trying, We are not giving up, I thought you had given up. দেখুন এখানে (give up) verb টি একেক বাক্যে একেক রকমভাবে ব্যবহৃত হয়েছে।

Find the right phrasal verb to practice

একটা কথা সবসময় মনে রাখবেন, phrasal verb লিখে গুগলে সার্চ দিলে বা phrasal verb এর ইয়া লম্বা লিস্ট বা বই নিয়ে শিখতে বসলে আপনি সঠিক phrasal verb টি শিখতে পারবেন না। আপনাকে দেখতে হবে কোন phrasal verb গুলো আপনার দৈনিন্দিন কাজে ব্যবহৃত হচ্ছে। কোন phrasal verb গুলো আপনি সবসময় শোনে থাকেন আশেপাশে। কারণ ইংরেজিতে হাজার হাজার phrasal verb রয়েছে। কিন্তু আপনার কখনো সবগুলো জানার প্রয়োজন হবেনা। আপনার জানা জরুরী যে phrasal verb গুলোর মুখোমুখি আপনি হচ্ছেন। ইংরেজি পত্রিকা পড়ুন, ইংরেজি ম্যাগজিন পড়ুন, ব্লগ পড়ুন ইংরেজিতে সেখান থেকে phrasal verb গুলো চিহ্নিত করুন। পড়ে দেখুন সেখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে। Group Verb কাকে বলে 

Group verb বা Phrasal Verb বা Prepositional
Verb বলে। নিচে এই সকল Verb-এর

group verb list

Act

Bring

Burst

Call

Carry

Cast

Catch

Come

Cry

Cut

Do

Deal

Draw

Fall

Fill

Find

Find out – detect (খুঁজে বের করা)

Get

Give

Go

Hand

Hand over – place someone or something at the custody of some other. (কারও হাতে কিছু তুলে দেওয়া)

Hang

Hold

Keep – Group Verb কাকে বলে 

Lay

Look

Make

Pass

Put

Run

See

Send

Set

Sit

Stand

Take – Group Verb কাকে বলে 

Talk

Tell

Turn

Work

পরিশেষে-

Group Verb কাকে বলে পোষ্টে সব কিছু সুন্দর ভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করুন ইনশাল্লাহ সমাধান হবে।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Exit mobile version