
প্রশ্ন-জিজ্ঞাসাঃ আপনি কি বিদেশে উচ্চশিক্ষা, কাজ, বা ইমিগ্রেশনের জন্য যেতে চান? তাহলে আপনাকে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করার জন্য (IELTS/TOEFL/PTE) দিতে হবে।
আমি এই পোস্টে IELTS নিয়ে আলোচনা করবো।
আইইএলটিএস কি
IELTS (The International English Language Testing System) হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষার দক্ষতার সনদ। এই পরীক্ষার মাধ্যমে মূলত ইংরেজিতে আপনার দক্ষতা কতটুকু সেটিই যাচাই করা হয়।
IELTS পরীক্ষার প্রকারভেদ–
সাধারনত ২ ধরনের IELTS পরীক্ষা হয়ে থাকে।
- একাডেমিক আইইএলটিএস (Academic IELTS): আপনি যদি উচ্চশিক্ষার যদি বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান, তাহলে আপনাকে Academic IELTS পরীক্ষাটি দিতে হবে।
- জেনারেল ট্রেনিং আইইএলটিএস (General Training IELTS): আর আপনি যদি লেখাপড়া ভিন্ন কোন উদ্দেশ্যে, যেমন-, ইমিগ্রেশন, চাকরি, ট্রেনিং ইত্যাদির জন্য ইংলিশ স্পিকিং কোন দেশে যান, তাহলে আপনাকে General Training IELTS দিতে হবে।
আইইএলটিএস
একাডেমিক এবং জেনারেল দুই মডিউলেই মোট চারটি বিষয়ে দক্ষতা যাচাই করা হয়- লিসেনিং, রাইটিং, রিডিং এবং স্পিকিং। লিসেনিং, রাইটিং এবং রিডিং পরীক্ষা হবে একইদিনে কোনোরকম বিরতি ছাড়া। কিন্তু, স্পিকিং পরীক্ষা হবে এক সপ্তাহ আগে অথবা পরে। পরীক্ষার আগে দিন-তারিখ জানিয়ে দেয়া হবে। মানে আপনাকে দুদিন পরীক্ষা দিতে হবে।
আরও পড়ুন : কোন দেশে কত আইইএলটিএস স্কোর লাগে?
ielts
IELTS লিসেনিং
- সময়সীমাঃ ৪০ মিনিট।
- Academic ও General Training IELTS- এ লিসেনিং টেস্ট একই ধরনের হয়ে থাকে।
- ৩০ মিনিট আপনাকে অডিও শুনতে হবে এবং ১০ মিনিট পাবেন উত্তরপত্রে সঠিক উত্তর লেখার জন্য।
- মনে রাখবেন, অডিও গুলো শুধুমাত্র একবার শুনতে পাবেন।
IELTS রিডিং
- সময়সীমাঃ৬০ মিনিট।
- Academic IELTS Reading-এ প্যাসেজগুলো আসে বই, জার্নাল, আর্টিকেল, রিসার্চ পেপার বা নিউজপেপার থেকে আর General Training IELTS- এ প্যাসেজগুলো বই, জার্নাল, ম্যাগাজিন, নিউজপেপার, বিজ্ঞাপন, নোটিশ, কোম্পানীর হান্ডবুক, অফিশিয়াল ডকুমেন্ট থেকে আসে।
- ৩টি আর্টিকেল পড়ে উত্তর লিখতে হবে, ও প্রত্যেকটি আর্টিকেলের উত্তর করতে সময় পাবেন গড়ে প্রায় ২০ মিনিট।
- মনে রাখবেন, উত্তর খাতায় লেখার জন্য লিসেনিং এর মতো কোন অতিরিক্ত সময় পাবেন না।
IELTS রাইটিং
- সময়সীমাঃ৬০ মিনিট।
- ২ টি রাইটিং টাস্ক থাকে। রাইটিং টাস্ক ১: সময় ২০ মিনিট, এবং সর্বনিম্ন ১৫০ শব্দ লিখতে হবে। রাইটিং টাস্ক ২: সময় ৪০ মিনিট এবং সর্বনিম্ন ২৫০ শব্দে লিখতে হবে।
- এবার আসি Academic IELTS ও General Training IELTS-এর মধ্যে পার্থক্যটা কোথায়? Academic IELTS-এর রাইটিং টাস্ক-১ এ আপনাকে লিখতে হবে বারগ্রাফ, পাইচার্ট, প্রসেস ম্যাপ, টেবিল,ডায়াগ্রামের বর্ণ্না আর রাইটিং টাস্ক-২ তে কোন একটা নির্দিষ্ট বিষয়ে আপনার মতামত কিংবা যুক্তিতর্ক বিষয়ক লেখা লিখতে হবে।
- অপরদিকে, General Training IELTS এর রাইটিং টাস্ক-১ এ সাধারনত ফরমাল লেটার জাতীয় লেখা লিখতে হয় এবং রাইটিং টাস্ক-২ তে কোন সমস্যার সমাধান বা মতামত দেয়া বা যুক্তিতর্ক দিয়ে লিখতে হয়।
IELTS স্পিকিং
- সময়সীমাঃ১০-১৫ মিনিট।
- পার্ট ১ (৪ থেকে ৫ মিনিট): এই পার্টে আপনাকে আপনার শখ, আপনার পড়ালেখা, চাকরি,বাড়ি, পরিবার এইসব বিষয়ে প্রশ্ন করা হয়।
- পার্ট ২ (১ থেকে ২মিনিট): আপনাকে একটি নির্দিষ্ট টপিকে ৩-৪ টি প্রশ্ন দেয়া থাকবে, কিউকার্ড দেখে উত্তর ভাবার জন্য আপনি ১ মিনিট সময় পাবেন, এবং নোট নেয়ার জন্য আপনাকে কাগজ, পেন্সিল দেয়া হবে ।
- পার্ট ৩ (৪ থেকে ৫মিনিট): পার্ট ২ এর টপিকের উপর আপনাকে কিছু ফলো আপ প্রশ্ন করা হয়।
- পেপার বেসড আইইএলটিএস।
- কম্পিউটার বেসড আইইএলটিএস।
পেপার বেসড IELTS vs কম্পিউটার বেসড IELTS–
- পেপার বেসড-এ লিসেনিং, রিডিং, রাইটিং একদিনে পরীক্ষা হয় আর স্পিকিং টেস্ট হয় অনান্য মডিউল গুলোর আগে বা পরে যেকোন দিন।
- অপরদিকে, কম্পিউটার বেসড -এ লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং- সবগুলো মডিউলের পরীক্ষা একই দিনে হয়। স্পিকিং টেস্ট হয় ফেস টু ফেস পেপার বেসড পরীক্ষার মত আর বাকী মডিউলগুলো কম্পিউটার স্ক্রীনে হয়।
- কম্পিউটার বেসড পরীক্ষা দিলে অবশ্যই আপনার টাইপিং স্পিড ভাল হতে হবে।
কোথায় দিবেন IELTS পরীক্ষা?
ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি তে IELTS পরীক্ষা নেয়া হয়। দুটি প্রতিষ্ঠানের পরীক্ষা পদ্ধতি, নাম্বার দেওয়ার শর্ত সব একই। আপনি আপনার সুবিধামত যেকোন প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারেন।
আইইএলটিএস খরচ
কিভাবে IELTS পরীক্ষার রেজিস্ট্রেশনে করবেন?
- IELTS Academic Test Fee- ১৮,৭৫০০ টাকা।
- IELTS General Training Fee- ১৮,৭৫০ টাকা।
আইইএলটিএস প্রস্তুতি
কি কি করতে হবে IELTS প্রস্তুতির জন্য?
- Cambridge IELTS Book (7-15) কিনে প্রতিদিন একটি করে টেস্ট দিন।
- প্রথমেই একটি মডেল টেস্ট দিয়ে আপনার কোন কোন মডিউলে কি কি বিষয়ে দুর্বলতা আছে তা দেখুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করুন।
- পেপার, গল্প-উপন্যাস, ম্যাগাজিন যা ভালো লাগে পড়ুন। নতুন শব্দগুলোর অর্থ একটা খাতায় লিখে ফেলুন এবং প্রতিদিন রিভিশন করুন।
- ইংলিশ মুভি, সিরিয়াল, ডকুমেন্টারি, গান বা টেড টক এর ভিডিও দেখে কথা গুলো বোঝার চেষ্টা করুন। লিসেনিং স্কিল বাড়বে এতে করে।
- মুভি, আর্টিকেল বা যে ভিডিও-ই দেখেন না কেন তার একটি রিভিউ লিখে ফেলুন ইংরেজিতে, এই অভ্যাস আপনাকে রাইটিং এ ভালো করতে সাহায্য করবে।
- একজন বন্ধু যে ইংলিশ স্পিকিং এ ভালো অথবা কোন ফরেন বন্ধু করুন তার সাথে ১০ মিনিট প্রতিদিন কথা বলুন।
IELTS পরীক্ষার হল বিষয়ক কিছু কথা–
- হলে শুধুমাত্র কলম, পেন্সিল, রাবার, শার্পনার আর পাসপোর্ট নিয়ে প্রবেশ করতে পারবেন, এমনকি আপনি স্কেল নিয়েও হলে ঢুকতে পারবেন না।
- বাকী সব জিনিস রাখার জন্য পরীক্ষা কেন্দ্রগুলোতে আলাদা ব্যবস্থা থাকে।
- পরীক্ষার হলে আপনাকে একটি পেন্সিল, রাবার, শার্পনার দেয়া হবে এবং এগুলো নেয়ার জন্য আপনাকে পরীক্ষা শেষেএকটি ব্যাগও দেয়া হবে।
- পেপার বেসড পরীক্ষার ফলাফল ১৩ দিন পর দেয়া হয় আর কম্পিউটার বেসড পরীক্ষার ফলাফল ৫দিন পরেই ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি যেখানেই পরীক্ষা দিন, তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।
- আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করেন তবে আপনাকে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির মেইন শাখায় গিয়ে টেস্ট রিপোর্ট ফরম নিয়ে আসতে হবে আর যদি রেজিস্ট্রেশন পয়েন্টে করলে সেখানেই পেয়ে যাবেন টেস্ট রিপোর্ট ফরম।
IELTS পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ন
- পরীক্ষার ফল যদি আপনার আশানুরূপ না হয় তবে আপনি পূনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।
- পূনর্মূল্যায়নের আবেদনের জন্য আপনার লাগবে ই.ও.আর. (Enquiry on Result) ফরম, টেস্ট রিপোর্ট ফরম আর আবেদন ফি।
- আপনি যদি যে-কোন একটি মডিউলে পূনর্মূল্যায়নের আবেদন করেন আপনাকে ফি দিতে হবে ফি ৮,০০০ টাকা। পুনর্মূল্যায়নের পরে আপনার যেকোনো বিভাগের ফলাফল যদি পরিবর্তন হয় তবে আপনাকে এই ফি ফেরত দেয়া হবে।
- ২-৪ সপ্তাহের মধ্যে আপনাকে মেইল করে পূনর্মূল্যায়নের ফলাফল জানানো হবে।
- আপনার ফলাফল পরিবর্তিত হলে আপনি আবেদন ফি এর পুরো টাকাটা ফেরত পাবেন কিন্তু ব্যন্ড স্কোর পরিবর্তিত না হলে আবেদন ফি ফেরত পাবেন না।
IELTS পরীক্ষায় অংশগ্রহণ করলেই আপনি একটি ব্যান্ড স্কোর পাবেন যেটি দিয়ে আপনার ইংরেজির লেভেল বিবেচনা করা হয়।
IELTS স্কোর লিস্ট
Band Score | Level |
---|---|
9 | Expert User |
8 | Very Good User |
7 | Good User |
6 | Competent User |
5 | Modest User |
4 | Limited User |
3 | Extremely Limited User |
2 | Intermittent User |
1 | Non-User |
0 | Didn’t Attempt the Test |
শেষ কথাটা মাথায় রাখবেন-প্রতিদিন রুটিনমাফিক পড়ুন, ভালো স্কোর আপনার ঝুলিতে আসতে বাধ্য।