1 second school

IELTS কি? কিভাবে ভালো স্কোর করবেন?

আইইএলটিএস : 1ss

শেয়ার করুন
study

প্রশ্ন-জিজ্ঞাসাঃ আপনি কি বিদেশে উচ্চশিক্ষা, কাজ, বা ইমিগ্রেশনের জন্য যেতে চান? তাহলে আপনাকে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করার জন্য (IELTS/TOEFL/PTE) দিতে হবে।

আমি এই পোস্টে IELTS নিয়ে আলোচনা করবো।

আইইএলটিএস কি

IELTS (The International English Language Testing System) হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষার দক্ষতার সনদ। এই পরীক্ষার মাধ্যমে মূলত ইংরেজিতে আপনার দক্ষতা কতটুকু সেটিই যাচাই করা হয়।

IELTS পরীক্ষার প্রকারভেদ

সাধারনত ২ ধরনের IELTS পরীক্ষা হয়ে থাকে।

আইইএলটিএস

একাডেমিক এবং জেনারেল দুই মডিউলেই মোট চারটি বিষয়ে দক্ষতা যাচাই করা হয়- লিসেনিং, রাইটিং, রিডিং এবং স্পিকিং। লিসেনিং, রাইটিং এবং রিডিং পরীক্ষা হবে একইদিনে কোনোরকম বিরতি ছাড়া। কিন্তু, স্পিকিং পরীক্ষা হবে এক সপ্তাহ আগে অথবা পরে। পরীক্ষার আগে দিন-তারিখ জানিয়ে দেয়া হবে। মানে আপনাকে দুদিন পরীক্ষা দিতে হবে।

আরও পড়ুন : কোন দেশে কত আইইএলটিএস স্কোর লাগে?

ielts

IELTS লিসেনিং

IELTS রিডিং

IELTS রাইটিং

IELTS স্পিকিং

পেপার বেসড IELTS vs কম্পিউটার বেসড IELTS–

কোথায় দিবেন IELTS পরীক্ষা?

ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি তে IELTS পরীক্ষা নেয়া হয়। দুটি প্রতিষ্ঠানের পরীক্ষা পদ্ধতি, নাম্বার দেওয়ার শর্ত সব একই। আপনি আপনার সুবিধামত যেকোন প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারেন।

আইইএলটিএস খরচ

কিভাবে IELTS পরীক্ষার রেজিস্ট্রেশনে করবেন?

আইইএলটিএস প্রস্তুতি

কি কি করতে হবে IELTS প্রস্তুতির জন্য? 

IELTS পরীক্ষার হল বিষয়ক কিছু কথা– 

IELTS পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ন

IELTS পরীক্ষায় অংশগ্রহণ করলেই আপনি একটি ব্যান্ড স্কোর পাবেন যেটি দিয়ে আপনার ইংরেজির লেভেল বিবেচনা করা হয়।

IELTS স্কোর লিস্ট

Band ScoreLevel
9Expert User
8Very Good User
7Good User
6Competent User
5Modest User
4Limited User
3Extremely Limited User
2Intermittent User
1Non-User
0Didn’t Attempt the Test

শেষ কথাটা মাথায় রাখবেন-প্রতিদিন রুটিনমাফিক পড়ুন, ভালো স্কোর আপনার ঝুলিতে আসতে বাধ্য।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!  

Exit mobile version