Site icon 1 second school

Preposition কাকে বলে । Preposition কত প্রকার ও কী কী । preposition এর ব্যবহার

preposition

Preposition কাকে বলে কত প্রকার

শেয়ার করুন

Preposition কাকে বলে । Preposition কত প্রকার ও কী কী? Preposition  এর ব্যবহার

♦️ Preposition  :- যে শব্দ Noun বা Pronoun – এর পূর্বে বসিয়ে ওর সহিত বাক্যের অন্য পদের সম্বন্ধ প্রকাশ করে, তাকে Preposition বলে।

Or

আমরা জানি যে, Pre অর্থ পূর্বে position অবস্থান। অর্থাৎ যেসব Word কোনো Noun বা Pronoun এর পূর্বে বসে অন্যন্য শব্দের সাথে একটি সম্পর্ক স্থাপন করে, তখন তাকে Preposition বলা হয়। সুতরাং Preposition হলো সম্পর্কবাচক শব্দ যা অন্যন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি বা নির্দেশ করতে ব্যবহৃত হয়। 🔹যেমন – Put the book  on  the table.

Types of preposition

Preposition কত প্রকার ও কি কি?

গঠন ও কাজের ভিত্তিতে Preposition কে ৬ ভাগে ভাগ করা হয়েছে; যেমন:

  1. Simple Preposition
  2. Double
  3. Compound
  4. Phrase
  5. Participle
  6. Disguised


(1) Simple Preposition  :- যেসকল Preposition শুধুমাত্র একটি Word দ্বারা গঠিত, তাকে Simple Preposition বলে। 🔹যেমন – at, on, in, to ইত্যাদি ।

যেমন:

Simple Preposition গুলি হলো:

At In By of
to under with up
out over down on
for Against from Upon
off After till  


(2) Double Preposition  :- বাক্যের অর্থ সম্পূর্ন করতে কতকগুলি Preposition  দু’টি করে একত্রে বসে, এই Preposition গুলিকে Double Preposition বলে।

যেমন:

Double Preposition গুলি হলো:

upon Into Onto out of Within without
next to up to off to off on throughout

🔹যেমন – The watch is out of order.


(3)  Compound Preposition  :– যেসকল Preposition দুই বা ততোধিক Word দ্বারা গঠিত, তাকে  Compound Preposition বলে।

🔹যেমন – about, around, above ইত্যাদি।

যেমন:

Compound Preposition গুলি হলো:

on+by+up=above on+by+out=About no+long=along
by+fore=before by+hind=behind by+low=below
in+side=inside out+side=outside By+yound=beyond
on+cross=across by+side=beside by+tween=between

>> He is  about  to die.


(4)  Detached Preposition  :- যেসকল Preposition বাক্যের প্রথমে না বসিয়ে শেষে বসে, তাকে Detached Preposition বলে।🔹যেমন – What are you talking  about  ?

যেমন:

Phrase Preposition গুলি হলো:

on account of in front of instead of
in spite of by hint of in course of


(5)  Disguised Preposition  :- যেসকল Preposition বাক্যের মধ্যে ছদ্মবেশে থাকে, তাকে Disguised Preposition বলে।🔹যেমন – Asleep (in-sleep), O’clock (of clock)

কখনো কখনো on এবং of এর পরিবর্তে ‘a’  ‘o’ ব্যবহৃত হয়, তখন এদেরকে Disguised Preposition বলা হয়।

যেমন:

কিছু গুরুত্বপূর্ণ Preposition এর উদাহরণ:

Along:

After:

Above:

Among:

Across:

Against:

Around:

At:

Before:

Bellow:

Between:

During:


(6)  Participle Preposition  :- যেসকল Present বা Past Participle বাক্যের মধ্যে বসিয়ে Preposition – এর কাজ করে, তাকে Participle Preposition বলে।

🔹যেমন – Considering, Respecting ইত্যাদি।

>> I know nothing  regarding  this.

যেমন:

Participle Preposition গুলি হলো:

According Regarding Taken
Considering Touching Granted
following given provided
Notwithstanding barred Expecting
failing Barring pending
including Past Accepting


(7)  Phrase Preposition  :- যেসকল Phrase বাক্যের মধ্যে Preposition হিসাবে  ব্যবহৃত হয়, তাকে Phrase Preposition বলে।

🔹যেমন –                                    

(i) He took Sanskrit in lieu of  Urdu.

(ii) He could not attend his duty on account of illness.

(iii) In spite of illness, he went to Jessore.

যেমন:

Phrase Preposition গুলি হলো:

on account of in front of instead of
in spite of by hint of in course of

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Exit mobile version