Spoken English practice

Spoken English practice

শেয়ার করুন

Spoken English practice এ দক্ষতা বাড়ানোর ১০ টি সহজ উপায়

spoken English practice করতে হলে আপনাকে অবশ্যই বিভিন্ন উপায় অনুসরন করতে হবে। আর সেগুলো আমরা জানবো এখন। নিচের উপায় গুলো প্রতিদিন অনুসরন করুন। আপনি যদি ক্লাসরুম ছাড়াই স্পোকেন ইংলিশে দক্ষতা বাড়াতে চান তাহলে অবশ্যই নিচের কৌশলগুলো অবলম্বন করতে হবে। একজন নেটিভের মতো নিজেকে গড়ে তুলতে আপনাকে ইনশাআল্লাহ অবশ্যই সহায়তা করবে।

১. ফাউন্ডেশনকে মজবুত করুন অথ্যাৎ প্রতিদিন ১০ টি করে শব্দ অর্থসহ মুখস্ত করুন।

২. কথা বলুন যখন সময় পাবেন আশে পাশে যা দেখবেন সেটাই বর্ণনা করার চেষ্টা করুন।

৩. আপনার উচ্চারণ কেমন হচ্ছে সেটার প্রতি মনোযোগ দিন

৪. ইংরেজিতে চিন্তা -ভাবনা করুন

৫. উচ্চস্বরে প্রতিদিন ইংরেজি পত্রিকা  অথবা কোন গল্প পড়ুন

৬. অনলাইনে অনেক সাইট আছে কথা বলার পার্টনার খুঁজে নিন

৭. ফিল্ম অথ্যাৎ মুভি বা নাটক  দেখুন

নিজের কথাগুলো রেকর্ড করুন আর শুনুন

পাবলিক স্পিকিং ইভেন্টে অথবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলুন 

১০. সর্বশেষ একজন মেন্টরের সহায়তা নিন 

গ্রামারই সব নয় এটা মনে রাখুন!

ব্যাকরণের ভিত মজবুত হলেই যে আপনি ভাষায় দক্ষ হবেন তা কিন্তু কোন  ভাবেই না! তা-ই যদি হতো তাহলে স্কুল-কলেজে ১২ বছর গ্রামার পড়ার পরও বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি শুনে বোঝা ও বলার ক্ষেত্রে দুর্বল হতো না তাইনা?

অন্যদিকে, প্রবাসীদের দেখুন- হয়তো স্কুলের গণ্ডিও এখনো পেরোয় নি, তবুও ইংরেজিতে কথা বলায় কতটা সাবলীল তারা তাইনা?

আসলে ভাষার মূল উদ্দেশ্য সার্থকভাবে যোগাযোগ সম্পন্ন করা। তাই যথোপযুক্ত ব্যাকরণ অনুসরণ না করেও আপনি যে-কোনো ভাষায় দক্ষ হতেই পারেন।

ইংরেজিতে কথা বলার সহজ উপায়:-  আজকের ক্লাসের মূল বিষয় হলো কিভাবে আমরা প্রশ্ন করতে পারি, বিভিন্ন পরিবেশের উপর ভিত্তি করে।

আপনারা যদি ভিডিওর প্রতিটি প্রশ্ন খাতায় লিখে বেশি বেশি অনুশীলন করেন আশা করি খুব সহজে সব আয়ত্ব করতে পারবেন।

আমাদের সাথেই থাকুন এবং ইংরেজি শিখুন!!

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন😀

Spoken English practice ভিডিওটি দেখুন!

 

আরও দেখুন! 

Talk About Your Daily Routine in English

How to Introduce Yourself in English 

উপসংহার 

spoken English practice  আপনি যদি উপরের ১০ টি টিপস মেনে চলেন আপনার স্পিকিং দক্ষতা বাড়ানো খুব সহজ হবে। তবে ফাইনালি একজন মেন্টর্সের সহায়তা নিতে পারলে সম্পূর্ণ প্রসেসটি আরও দ্রুততর এবং সহজ হবে। তবে মনে রাখতে হবে স্পিকিং এ ভালো করার জন্য প্রাকটিস হলো সবথেকে বড় মাধ্যম।  আর কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। 

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *