Site icon 1 second school

Verb কাকে বলে । Verb কত প্রকার ও কি কি

verb কাকে বলে

what is irregular verb

শেয়ার করুন

Adjective কাকে বলে । Adjective কত প্রকার ও কি কি

Verb কাকে বলে

Verb: যে শব্দ দ্বারা কোন কাজ করা, হওয়া অথবা কোন অবস্থা বা অভিজ্ঞতা বর্নণা করা হয়, সেই শব্দকেই Verb বলে। যেমন: come, go, take, see, play, walk, run ইত্যাদি।

Verb ইংরেজি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ বলা হয়। কারণ Verb ছাড়া ইংরেজিতে কোন বাক্য লিখা  যায় না। Verb কাকে বলে

Verb কত প্রকার ও কি  িক?

Verb প্রধানত ছয় প্রকার

  1.  Finite verb
  2. Non-finite বা Infinitive verb
  3. Dynamic or action verb
  4. Stative verb
  5. Auxiliary verb
  6. Linking verb

এছাড়াও গঠন প্রনালীর (Structure) উপর ভিত্তি  করে verb-কে আরও পাঁচ ভাগে ভাগ করা হয়। সে সব হলো:

  1. Regular verb
  2. Irregular verb
  3. Simple verb
  4. Complex verb
  5. Compound verb

1. Finite verb:

বাক্যের বা বাকাংশের যে verb-এর নিজস্ব কর্তা থাকে, যে verb-কে প্রয়োজনীয় পরিবর্তন করে বিভিন্ন   Tense-এ  পরিবর্তন করা যায় এবং বাক্যের কর্তা পরিবর্তনের সাথে সাথে verb তার নিজের রুপ পরিবর্তন করে তাকেই  Finite verb বলে

Example:

2. Non-finite verb

বাক্যের যে verb-এর নিজস্ব কর্তা থাকে না, যে verb-কে পরিবর্তণ করে বাক্যকে বিভিন্ন Tense-এ পরিবর্তণ করা যায় না এবং যে বাক্যের কর্তা পরিবর্তন করলে নিজ রুপ পরিবর্তণ করে না, তাকেই Not-finite verb বলে।

Example:

 Non-finite verb তিন প্রকার। তারা হলো:

Infinitive: 

বাক্যের যে verb-এর পূর্বে to থাকে, এবং যে verb-কে বাংলা করলে -তে আসে, যেমন: যেতে, খেতে, আসতে, বসতে, হাসতে, পড়তে, শুনতে, তাদের Infinitive বলে।

Example:

Participle:

বাক্যের যে -ing যুক্ত verb  বাংলাতে হইয়া, যাইয়া, খাইয়া ইত্যাদি অর্থ প্রকাশ করে একটি কাজ সম্পন্ন করা বুঝায় অথবা কোন  noun-এর পূর্বে  বসে adjective-এর ন্যায় কাজ করে, তাকেই Participle বলে।

Example:

Gerund:

যে -ing যুক্ত verb বাক্যের Subject (কর্তা), মূল  verb-এর Object (কর্ম) অথবা কোন Preposition-এর  Object (কর্ম) বা কোন  Possessive adjective -এর পর ব্যবহৃত হয়, তাকে Gerund বলে।

Example:

3.  Dynamic or Action verb:

যে verb গুলিকে Continuous tense-এ ব্যবহর করা যায়, তাকে Dynamic বা Action verb বলে।

Action verb দুই প্রকার:

Transitive verb:

বাক্যের যে verb-এর পূর্ন অর্থ প্রকাশ করার জন্য verb-টির পর  Object (কর্ম) হিসাবে Noun / Pronoun-এর প্রয়োজন হয়, তাকে Transitive verb বলে।

Example:

Intransitive verb:

বাক্যের যে verb-এর পূর্ন অর্থ প্রকাশ করার জন্য verb-টির পর   Noun / Pronoun ব্যবহার করা যায় না, তাকে Intransitive verb বলে।

Example:

Adjective কাকে বলে । Adjective কত প্রকার ও কি কি

4. Stative verb:

যে verb গুলি কোন চলমান বা সক্রিয় (active) কাজের বর্ণনা না করে কাজের কি অবস্থা বর্নণা করে, সেগুলিকেই Stative verb বলে। Stative verb গুলি সাধারণত: Continuous tense-এ ব্যবহৃত হয় না। এই verb গুলি হচ্ছে:

appear (মনে হওয়া অর্থে), concern, hear, prefer, hate, abhor, like, dislike, desire, want, wish, believe, love, mind, realize, understand, remember, see, smell, taste, seem, know, cost, doubt, envy, fear, forget, forgive, have (থাকা অর্থে), imagine, mean, need, owe ইত্যাদি।

Incorrect: Rahim is hating me.

Correct: Rahim hates me.

Incorrect: I am seeing a bird.

Correct: I see a bird.

ব্যতিক্রম:

তবে কতগুলি Stative verb যেমন: see, hear, have, feel, taste, smell ইত্যাদি উপলদ্ধি বা অনুভব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এই verb গুলি ভিন্ন অর্থে  continuous form-এ ব্যবহৃত পারে। যেমন:

5. Auxiliary verb:

যে verb গুলি Tense গঠনে মূল verb-কে সাহায্য করে,  ও কখনো কখনো বক্তার মনোভাব ব্যক্ত করতে verb মূল verb-কে সাহায্য করে, তাকে Auxiliary verb বলে। Auxiliary verb দুই প্রকার। তারা হলো:

Primary auxiliary:

যে verb গুলি Tense গঠনে  verb মূল verb-কে সাহায্য করে, না-বোধক ও প্রশ্নবোধক বাক্য গঠনে সহায়তা করে, তাকে Primary auxiliary verb বলে। Primary auxiliary মোট তিনটি। তারা হলো: Do, be এবং have.

Modal auxiliary: 

যে verb গুলি বক্তার মনোভাব ব্যক্ত করতে verb মূল verb-কে সাহায্য করে, তাকে Modal auxiliary verb বলে। যে সকল শব্দগুলো Modal auxiliary verb হিসাবে ব্যবহৃতহ হয়, তারা হলো:  Shall, should, can, could, may, might, ought, ought to, will, would, must, etc. বক্তার  যে সকল মনোভাব ব্যক্ত করার জন্য  Modal auxiliary verb  ব্যবহৃত হয়, তা প্রধানত:

  1. Permission
  2. Ability
  3. Obligation
  4. Prohibition
  5. Lack of necessity
  6. Advice
  7. possibility
  8. probability

Example:

6. Linking verb:

বাক্যের verb-এর পূর্বে ব্যবহৃত কর্তা ও verb-এর পরে ব্যবহৃত noun বা adjective-এর মধ্যে সম্পর্ক (Link) সৃষ্টি করার বৈশিষ্ট্য যে verb গুলির মধ্যে রয়েছে, তাদেরকেই Linking verb বলে।

Example:

Be verb যখন বাক্যে মূল verb হিসাবে ব্যবহৃত হয়, তখন তা linking verb হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও appear, become, fall, feel, get, go, grow, keep, look, prove, read, remain, run, seem, sell, smell, sound, stay, taste, turn ইত্যাদি verb-কে মূল verb হিসাবে ব্যবহার করে তাদের পর noun/adjective ব্যবহার করলেই তারা linking verb হিসাবে ব্যবহৃত হবে।

Example:

এখন আলোচনা করবো verb-এর আক্ষরিক ও শাব্দিক গঠন প্রনালীর উপর ভিত্তি  করে verb-কে যে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো নিয়ে: 

1. Regular verb:

সাধারনত: যে সকল verb-কে   past ও past participle করতে গেলে verb-এর শেষে ‘ed’ বা  ‘t’ যুক্ত করে past ও past participle করতে হয়, তাদেরকে Regular verb বলে।

Example:

Walk—-walked—-walked

Talk—-talked——talked

Dream—-dreamt——dreamt

2. Irregular verb:

সাধারনত: যে সকল verb-কে   past ও past participle করতে গেলে verb-এর বানানের মধ্যে পরিবর্তণ এনে past ও past participle করতে হয়, তাদেরকে Irregular verbবলে।

Example:

Swim—-swam—–swum

Write—–wrote—–written

Speak—–spoke——spoken

3. Simple verb:

কোন বাক্য বা বাক্যাংশের  মূল verb যখন এক শব্দে গঠিত হয়, তখন তাকে Simple verb বলে।

Example:

4. Complex verb:

বাক্যের কোন verb যখন সাহায্যকারী verb ও মূল verb মিলে গঠিত হয়, তখন তাকে Complex verb বলে।

Example:

5. Compound verb: 

যখন কোন verb  তার সাথে preposition বা  adverbial particle গ্রহণ করে verb-টি নতুন একটি অর্থ  প্রকাশ করে, তখন তাকে Compound verb বলে।

Example:

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Exit mobile version