Site icon 1 second school

গাজরের হালুয়া রেসিপি

গাজরের হালুয়া রেসিপি

গাজরের হালুয়া : 1ss গাজরের হালুয়া রেসিপি

শেয়ার করুন

গাজরের হালুয়া রেসিপি

গাজরের হালুয়া রেসিপি: গাজরের হালুয়া অনেকেরই পছন্দের খাবার। বাজারে এখন গাজরের দেখা মিলছে বেশ। কাঁচা গাজর কিংবা রান্না করে তো খাওয়াই হয়। এই পোষ্টে আমরা গাজরের হালুয়া কিভাবে বানাতে হয় সেটা দেখবো। আশা করি অনেক সুস্বাদু হবে। চাইলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন গাজরের সুস্বাদু হালুয়া।যাই হোক, চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন গাজরের হালুয়া।

হালুয়া বানানোর নিয়ম

উপকরণ

প্রস্তুত প্রণালি

(১) প্রথমে গাজরগুলো গ্রেট করে নিবো।

(২) তারপর দুধের মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে ঘন করে জাল দিতে হবে।

(৩) তারপর একটি প্যানে ঘি গরম করে তাতে গ্রেট করা গাজর দিয়ে হালকা আঁচে ১০-১৫ মিনিট ভেঁজে  নিতে হবে।

(৪) ভাঁজা হয়ে গেলে তাতে চিনি এবং ঘন দুধ মিশিয়ে নাড়তে থাকুন।

(৫) দুধ একটু শুকিয়ে গেলে তাতে বাদাম কুঁচি এবং খেজুর কুঁচি দিয়ে নামিয়ে নিন।

আরও পড়ুন:

আকাশের রং নীল কেন

হয়ে গেলো মজাদার গাজরের হালুয়া। দেখলেন তো, কত অল্প সময়ে এবং খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার গাজরের হালুয়া। তাহলে এখনই রান্না করুন খুব সহজে গাজরের হালুয়া।

গাজরের রেসিপি

প্রথমে বাজার থেকে আনা গাজরগুলো ভালো করে ধুঁয়ে নিতে হবে। এবার এ গাজরগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে একটি সসপ্যানে পানি দিয়ে সিদ্ধ করতে দিন কিছুক্ষণ। গাজরগুলো ছোট ছোট টুকরো করে দেওয়ায় এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন। গাজর সিদ্ধ করার সময় যে পানি দেবেন সেগুলো ফেলে না দিয়ে গাজরের মধ্যেই তা শুকিয়ে ফেলতে চেষ্টা করুন। এভাবে সিদ্ধ করতে অবশ্যই খেয়াল রাখবেন পানি শুকাতে গিয়ে যেন গাজর পুঁড়ে না যায়।

gajar halwa

গাজর সিদ্ধ হয়ে গেলে তা শিল পাটায় থেতো করে নিন বা ব্লেন্ডার বাটানো যাবেনা। খেয়াল রাখবেন পুরো মিহি যেন না হয়ে যায়। গাজর থেতো হয়ে গেলে একটি সসপ্যানে একটু ঘি ঢেলে দিন। এ সময় দেখুন চুলার আঁচ যেন মিডিয়ামে থাকে। ঘি গরম হয়ে গেলে তাতে ছোট এলাচ ৪টি, মাঝারি সাইজের দারুচিনি ৩টি, লং ২টি, তেজপাতা ৪টি দিয়ে দিন। হালকা সুন্দর এর সুগন্ধ বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকুন।

এবার সিদ্ধ করা থেতো গাজর ঢেলে দিন। নেড়েচেড়ে কষিয়ে নিন ৫/৭ মিনিট। এ পর্যায়ে গুঁড়ো দুধ দিন। চিনি দিয়ে রান্না করুন আরও ২/৩ মিনিট।
এবার হালুয়ার সব উপকরণ ভালো করে মিশে যাওয়ার জন্য অপেক্ষা করুন আরও ২/৩ মিনিট। যখন দেখবেন সসপ্যান থেকে হালুয়া আলগা হয়ে উঠে চলে আসছে এবং একটি আঠালো ভাব হয়েছে তখন চুলা থেকে নামিয়ে ফেলুন।
হালুয়া পরিবেশনের আগে এর ওপরে ছিটিয়ে দিন কিসমিস, কাঠ ও কাজুবাদাম নিজের মতো করে। এভাবে গাজরের হালুয়া তৈরি করতে আপনার মাত্র ২০ মিনিট সময় লাগবে।  

 

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Exit mobile version