উপসর্গ

উপসর্গ কাকে বলে? উপসর্গ কি ? উপসর্গ কত প্রকার ও কি কি ? উদাহরনসহ ব্যাখ্যা কর।

শেয়ার করুন

উপসর্গের সংজ্ঞা: 

উপসর্গ বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বের একটি অংশ। উপসর্গের প্রয়োগের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি করা সহজ। এর মাধ্যমে শব্দের অর্থের পরিবর্তন, সংকোচন বা অন্য কোনো পরিবর্তন হয়ে থাকে। সুতরাং উপসর্গ ব্যবহার বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীনভাবে বাক্যে পদ হিসেবে ব্যবহূত না হয়ে অন্য কোনো পদের পূর্বে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, তাকে উপসর্গ বলে। যেমন— প্র, পরা, অপ, অনা, অধা, রাম, গর ইত্যাদি।

উপসর্গের প্রকারভেদ / শ্রেণীবিভাগ

উপসর্গ তিন প্রকার: যেমন-
(১) বাংলা
(২) সংস্কৃতি
(৩) বিদেশ

১) বাংলা উপসর্গ: বাংলা উপসর্গ মোট ২১টি। এগুলো হলো— অ, অঘা, অজ, অনা, আ, আত, আন, আব, ইতি, ওন, কদ, কু, নি, পাতি, বি, তব, রাম, স, সা, সু, হা।
উদাহরণ: অ — অকাজ, অমিল, অপয়া।
অনা — অনাচার, অনাবৃষ্টি, অনাদায়
অঘা — অঘারাম, অঘাচণ্ডী ইত্যাদি।

#মনে রাখার উপায়

প্রিয় (সু)(হা)(স),
(আ) দর (নি) (বি) ।তুই আমাদের (অজ) পাড়া গাঁয়ের আশা (ভর) (সা) ।অন্যদের (অনা) চার (কু) কথা এবং (আ) ড় চোখে তাকানোকে একেবারেই পাত্তা দিবি না।তোর জন্য গাছের (আব) ডালের (উন) পঞ্চাশটি (পাতি) লেবু ও (কদ) বেল পাঠালাম।(অ) চেনা জায়গায় মন (আন) চান করলে এগুলো খাবি।
ইতি
(অঘা) (রাম)

আরও পড়ুন : সন্ধি কাকে বলে? সন্ধি কত প্রকার ও কি কি?

২) সংস্কৃত উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহূত সংস্কৃত উপসর্গ ২০টি। যেমন: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, আপ, উপ, আ।
উদাহরণ: প্র — প্রহার, প্রকৃষ্ট, প্রবাহ, প্রবোধ
পরা — পরাজয়, পরাহত
অপ — অপমান, অপবাদ, অপব্যাখ্যা ইত্যাদি।

#মনে রাখার উপায়

(অভি) র বাসা (অপি)র বাসার (অপ)র দিকে।অপির (পরি)বার সবসময় নিজেদেরকে (পরা)ক্রম ও (প্র) ভাবশালী বলে ভাব দেখায়।ত একদিন অভির বন্ধুরা পুরাতন জমিদার বাড়ির পাশের (অব)হেলিত ও (পতি)ত জমিতে ক্রিকেট খেলতে যাওয়ার সময় জিজ্ঞেস করে,” অভি তুই (আ) (সু) (বি) (নি) [তুই আসবি নাকি]”।অভি তাদের সাথে যায় কিন্তু ক্রিকেট খেলার সময় বল অভির মাথায় (অধি)ক জোরে লাগলে সে ব্যথায় (উৎ) করে উঠে। ব্যথা (উপ) (সম) করাতে তারা (অনু) দাদাকে ডাকে।কিন্তু তার আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল কারণ অনুর (নির) (অতি) (দূর)।

√ বাংলা ও সংস্কৃত একই উপসর্গ ৪ টি। যথাঃ আ, সু, বি, নি।

৩) বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহূত বিদেশি উপসর্গের মধ্যে ফরাসি, ইংরেজি উপসর্গের ব্যবহার বেশি দেখা যায়।

# আরবি উপসর্গ–>কিরে (লা)লু এই (গর)মে (বাজে) (আম) (খাস)।

# ইংরেজি উপসর্গ –>(হেড) (সাব) বাড়িতে (হাফ) এবং স্কুলে (ফুল) হাতা শার্ট পড়েন।

# হিন্দি উপসর্গ –> (হর) (হরেক)।

# ফারসি উপসর্গ –> (নিম) বাবু (বে) আদব, (বদ) মাশ, (না) লায়েক,(কম) (ব) খত (ফি)রোজকে (কার) চুপি করে (দর)বার থেকে (বর)খাস্ত করে দেন।

এবার তাহলে আমরা প্রশ্ন গুলো দেখে নেই

বিসিএস সহ অনেক পরীক্ষায় আসা Mcq

উপসর্গ

৪. উপসর্গের কাজ কী?

ক. বর্ণ সংস্করণ খ. যতি সংস্থাপন

গ. নতুন অর্থবোধক শব্দ গঠন

ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

৫. কোনটি শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে?

ক. অনুসর্গ খ. কর্মপ্রবচনীয়

গ. উপসর্গ ঘ. প্রত্যয়

৬. উপসর্গ কী?

ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম

খ. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ

গ. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ

ঘ. ভাষায় ব্যবহৃত অব্যয়

৭. কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?

ক. শব্দ বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি

গ. উপসর্গ ঘ. অনুসর্গ

৮. ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’—কোনটির?

ক. অনুসর্গের খ. বিভক্তির

গ. উপসর্গের ঘ. পদাশ্রিত অব্যয়ের

৯. উপসর্গ কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

১০. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক. ২০টি খ. ২১টি

গ. ২২টি ঘ. ২৫টি

১১. বাংলা উপসর্গ সাধারণত যুক্ত হয় কোথায়?

ক. বাংলা ধাতুর আগে

খ. ক্রিয়ামূলের আগে

গ. সংস্কৃত শব্দের আগে

ঘ. বাংলা শব্দের আগে

১২. কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই পাওয়া যায়?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

১৩. সু, আ, বি, নি—এ চারটি উপসর্গ কোন প্রকারের?

ক. বাংলা খ. তৎসম

গ. বাংলা ও বিদেশি

ঘ. বাংলা ও তৎসম

১৪. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. বিশেষ খ. অভাব

গ. গতি ঘ. সাধারণ

১৫. ‘নির্জলা’ শব্দটি কী সাধিত শব্দ?

ক. উপসর্গ খ. সমাস

গ. সন্ধি ঘ. প্রত্যয়

১৬. ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?

ক. উৎকৃষ্ট খ. আকৃষ্ট

গ. নিকৃষ্ট ঘ. বিশিষ্ট

১৭. ‘গমন’ অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?

ক. অভিযান খ. অভিভূত

গ. অভিব্যক্তি ঘ. অভিবাদন

১৮. ‘নিম’ কোন ভাষার উপসর্গ?

ক. আরবি খ. হিন্দি

গ. ফারসি ঘ. উর্দু

১৯. গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?

ক. বিশেষ খ. মন্দ

গ. না ঘ. অভাব

২০. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি কোন ভাষার?

ক. ফারসি খ. উর্দু

গ. আরবি ঘ. হিন্দি

সঠিক উত্তর

উপসর্গ: ৪. গ ৫. গ ৬. গ ৭. গ ৮. গ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. গ

১. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
Ο ক) বাজে খরচ
Ο খ) কারখানা/বদনাম
Ο গ) আকন্ঠ
Ο ঘ) অবগাহন
 সঠিক উত্তর: (খ)

 ২. ‘উৎক্ষিপ্ত’ শব্দে ‘উৎ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ঊর্ধ্বে
Ο খ) আতিশয্য
Ο গ) প্রস্তুতি
Ο ঘ) নিশ্চয়তা
 সঠিক উত্তর: (ক)

 ৩. ‘বদ্’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) আরবি
Ο খ) হিন্দি
Ο গ) ফারসি
Ο ঘ) উর্দু
 সঠিক উত্তর: (গ)

 ৪. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) অভাব
Ο খ) গতি
Ο গ) সাধারণ
Ο ঘ) বিশেষ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. উপসর্গের কাজ কী?
Ο ক) বর্ণ সংস্করণ
Ο খ) নতুন শব্দ গঠন
Ο গ) ভাবের পার্থক্য নিরূপণ
Ο ঘ) যতি সংস্থাপন
 সঠিক উত্তর: (খ)

 ৬. তৎসম উপসর্গ কোনটি?
Ο ক) গর
Ο খ) অনা
Ο গ) লা
Ο ঘ) সম
 সঠিক উত্তর: (ঘ)

 ৭. গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) বিশেষ
Ο খ) মন্দ
Ο গ) না
Ο ঘ) অভাব
 সঠিক উত্তর: (ঘ)

 ৮. উপসর্গ কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
 সঠিক উত্তর: (খ)

 ৯. কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে?
Ο ক) অকাজ
Ο খ) পরিশেষ
Ο গ) নিষেধ
Ο ঘ) বিবর্ণ
 সঠিক উত্তর: (ক)

 ১০. নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির?
Ο ক) অনুসর্গের
Ο খ) বিভক্তির
Ο গ) উপসর্গের
Ο ঘ) পদাশ্রিত অব্যয়ের
 সঠিক উত্তর: (গ)

 ১১. ‘খাসখবর’ শব্দটিতে কী অর্থে ‘খাস’ উপসর্গটি যুক্ত হয়েছে?
Ο ক) সাধারণ
Ο খ) বিশেষ
Ο গ) অভাব
Ο ঘ) স্বল্প
 সঠিক উত্তর: (খ)

 ১২. নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ?
Ο ক) অনা, কদ
Ο খ) সম, গর
Ο গ) কু, নি
Ο ঘ) অজ, অভি
 সঠিক উত্তর: (ক)

 ১৩. ‘উত্তম’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার কোনটি?
Ο ক) সুনীল
Ο খ) সুলভ
Ο গ) সুতীক্ষ্ণ
Ο ঘ) সুচতুর
 সঠিক উত্তর: (ক)

 ১৪. কোনটিতে বিদেশি উপসর্গ আছে?
Ο ক) চোরটি বমাল ধরা পড়েছে
Ο খ) অনুকরণ করো না
Ο গ) সমাগত সুধী
Ο ঘ) কুজনে কুবর করে
 সঠিক উত্তর: (ক)

 ১৫. বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়?
Ο ক) অ, অঘা, অজা
Ο খ) আ, উপ, আপ
Ο গ) সু, বি, নি
Ο ঘ) কু, অনা, ইতি
 সঠিক উত্তর: (গ)

 ১৬. কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?
Ο ক) ইতিহাস
Ο খ) অনুবাদ
Ο গ) অভিযান
Ο ঘ) গরমিল
 সঠিক উত্তর: (ক)

 ১৭. ফুল, হাফ কোন ধরনের উপসর্গ?
Ο ক) তৎসম
Ο খ) ইংরেজি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
 সঠিক উত্তর: (খ)

 ১৮. ফুল, হাফ – কোন ধরনের উপসর্গ?
Ο ক) তৎসম
Ο খ) ইংরেজি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
 সঠিক উত্তর: (খ)

 ১৯. ‘সু’ উপসর্গযোগে গঠিত তৎসম শব্দ কোনটি?
Ο ক) সুনজর
Ο খ) সুদিন
Ο গ) সুনাম
Ο ঘ) সুকন্ঠ
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. কোনটি বাংলা উপসর্গ?
Ο ক) আধ
Ο খ) উৎ
Ο গ) নিম
Ο ঘ) আড়/হা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. ‘রামদা’ শব্দে ‘রাম’ কোন অর্থের সহায়ক?
Ο ক) উৎকৃষ্ট
Ο খ) তুচ্ছ
Ο গ) বড়
Ο ঘ) বিশিষ্ট
 সঠিক উত্তর: (গ)

 ২২. ‘নিখুঁত’ শব্দে ‘নি’ উপসর্গটি কোন প্রকারের?
Ο ক) অর্ধ-তৎসম
Ο খ) বিদেশি
Ο গ) সংস্কৃত
Ο ঘ) খাঁটি বাংলা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
Ο ক) এগারোটি
Ο খ) একুশটি
Ο গ) বাইশটি
Ο ঘ) আঠারোটি
 সঠিক উত্তর: (খ)

 ২৪. “নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” – কোনটির?
Ο ক) অনুসর্গের
Ο খ) বিভক্তির
Ο গ) উপসর্গের
Ο ঘ) পদাশ্রিত অব্যয়ের
 সঠিক উত্তর: (গ)

 ২৫. ‘অজমূর্খ’ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ?
Ο ক) বাংলা
Ο খ) সংস্কৃত
Ο গ) দেশি
Ο ঘ) বিদেশি
 সঠিক উত্তর: (ক)

 ২৬. ‘উপ’ কোন ক্ষেত্রে ক্ষুদ্র অর্থ জ্ঞাপক?
Ο ক) উপকন্ঠ
Ο খ) উপকূল
Ο গ) উপস্থিত
Ο ঘ) উপনেতা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) সংস্কৃত
Ο খ) আরবি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
 সঠিক উত্তর: (ক)

 ২৮. ‘নিদাঘ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে?
Ο ক) নিতান্ত অর্থে
Ο খ) ন্যূন অর্থে
Ο গ) নঞ অর্থে
Ο ঘ) সামান্য অর্থে
 সঠিক উত্তর: (ক)

 ২৯. ‘আনচান’ শব্দের ‘আন’ কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) বিশিষ্ট
Ο খ) বিচিত্র
Ο গ) বিকল্প
Ο ঘ) বিক্ষিপ্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০. ‘রামছাগল’ – এর ‘রাম’ উপসর্গটি কোন প্রকার?
Ο ক) ক্ষুদ্র
Ο খ) নিকৃষ্ট
Ο গ) উৎকৃষ্ট
Ο ঘ) সম্যক
 সঠিক উত্তর: (গ)

 ৩১. শব্দের আগে বসে কোনটি?
Ο ক) অনুসর্গ
Ο খ) উপসর্গ
Ο গ) প্রত্যয়
Ο ঘ) বিভক্তি
 সঠিক উত্তর: (খ)

 ৩২. কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ?
Ο ক) বিফল
Ο খ) আলুনি
Ο গ) নিলাজ
Ο ঘ) সুনজর
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
Ο ক) পরাকাষ্ঠা
Ο খ) পরাভব
Ο গ) পরাক্রান্ত
Ο ঘ) পরায়ণ
 সঠিক উত্তর: (খ)

 ৩৪. কোন বাক্যটিতে অতি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় নি?
Ο ক) এত অত্যাচার আর সহ্য হয় না
Ο খ) এটি একটি অতিপ্রাকৃত গল্প
Ο গ) অতিকায় হস্তী লোপ পেয়েছে
Ο ঘ) অতি চালাকের গলায় দড়ি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
Ο ক) প্রহার
Ο খ) খাসকামরা
Ο গ) আগ্রহ
Ο ঘ) উপকার
 সঠিক উত্তর: (খ)

 ৩৬. ‘গমন’অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?
Ο ক) অভিযান
Ο খ) অভিভূত
Ο গ) অভিব্যক্তি
Ο ঘ) অভিবাদন
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. “অঘারাম বাস করে অজ পাঁড়াগায়ে” – ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
Ο ক) বিদেশি
Ο খ) খাঁটি বাংলা
Ο গ) তৎসম
Ο ঘ) আরবি উপসর্গ
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. ‘নিদার্ঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি হয়েছে?
Ο ক) গভীর
Ο খ) না
Ο গ) অল্পতা
Ο ঘ) আতিশয্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
Ο ক) আম
Ο খ) রাম
Ο গ) সম
Ο ঘ) নিম
 সঠিক উত্তর: (খ)

 ৪০. ‘দরপাট্টা’ শব্দে কী অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে?
Ο ক) আধা
Ο খ) অধীন
Ο গ) প্রতি
Ο ঘ) স্বল্প
 সঠিক উত্তর: (খ)

BCS Mcq Question

প্রশ্নঃ ‘অজমূখর্ভ’ শব্দের অজ কোন জাতের উপসর্গ?

  1. ক.আরবি
  2. খ.বাংলা
  3. গ.সংস্কৃত
  4. ঘ.ইংরেজি

উত্তরঃ 

প্রশ্নঃ উনুসর্গ কোন পদ ?

  1. ক.বিশেষ্য
  2. খ.বিশেষণ
  3. গ.অব্যয়
  4. ঘ.সর্বনাম

উত্তরঃ 

প্রশ্নঃ সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে ‘সু’ কোন উপসর্গ ?

  1. ক.তৎসম উপসর্গ
  2. খ.খাঁটি বাংলা
  3. গ.সংস্কৃত
  4. ঘ.কোনটিই নয়

উত্তরঃ 

প্রশ্নঃ “নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” –কোনটির?

  1. ক.অনুসর্গের
  2. খ.বিভক্তির
  3. গ.উপসর্গের
  4. ঘ.পদাশ্রি অব্যয়ের

উত্তরঃ 

প্রশ্নঃ উপসর্গ সবসময় শব্দের কোথায় বসে ?

  1. ক.শব্দের মাঝে
  2. খ.শব্দের আগে
  3. গ.শব্দের শেষে
  4. ঘ.কোনটিই নয়

উত্তরঃ 

প্রশ্নঃ ‘বিনির্মাণ’ শব্দ ‘বি’ উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে?

  1. ক.প্রসারণ
  2. খ.সংকোচন
  3. গ.নেতিবাচক
  4. ঘ.ইতিবাচক

উত্তরঃ 

প্রশ্নঃ উপসর্গজাত শব্দ কোনটি?

  1. ক.অপিচ
  2. খ.অধীত
  3. গ.অজিন
  4. ঘ.অগ্রজ

উত্তরঃ 

প্রশ্নঃ “নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” –কোনটির?

  1. ক.অনুসর্গের
  2. খ.বিভক্তির
  3. গ.উপসর্গের
  4. ঘ.পদাশ্রি অব্যয়ের

উত্তরঃ 

প্রশ্নঃ ‘খোশগল্প’-এর ‘খোশ’ কোন ভাষার উপসর্গ?

  1. ক.ফারসি
  2. খ.আরবি
  3. গ.হিন্দি
  4. ঘ.সংস্কৃত

উত্তরঃ 

প্রশ্নঃ কোন্ শব্দটি হিন্দি উপসর্গযোগে গঠিত?

  1. ক.খাসমহল
  2. খ.আমমোক্তার
  3. গ.হররোজ
  4. ঘ.বাজে খরচ

উত্তরঃ 

প্রশ্নঃ কোন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি ?

  1. ক.সুগম
  2. খ.লবণ
  3. গ.নিখুঁত
  4. ঘ.দুর্গম

উত্তরঃ 

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ-

  1. ক.আঁকড়া
  2. খ.অবেলা
  3. গ.অপমান
  4. ঘ.অতিশয়

উত্তরঃ 

প্রশ্নঃ প্র, পরা, অপ-

  1. ক.বাংলা উপসর্গ
  2. খ.সংস্কৃত উপসর্গ
  3. গ.বিদেশী উপসর্গ
  4. ঘ.উপসর্গ স্থানীয় অব্যয়

উত্তরঃ 

প্রশ্নঃ ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’ – এ বাক্যে কোনটি অনুসর্গবাচক শব্দ ?

  1. ক.সুখের
  2. খ.লাগিয়া
  3. গ.ঘর
  4. ঘ.বাঁধিনু

উত্তরঃ 

প্রশ্নঃ ‘অজপুকুর’-এর ‘অজ’ কি অর্থ দেয়?

  1. ক.সম্পূর্ণ
  2. খ.খাঁটি
  3. গ.নিন্দিত
  4. ঘ.অস্পষ্ট

উত্তরঃ 

প্রশ্নঃ নিচের কোনটি বিদেশী উপসর্গের উদাহরণ ?

  1. ক.কারসাজি
  2. খ.অনুগামী
  3. গ.অপমান
  4. ঘ.ভরসাঁজ

উত্তরঃ 

প্রশ্নঃ উপসর্গ প্রধানত কয় প্রকার ?

  1. ক.তিন প্রকার
  2. খ.চার প্রকার
  3. গ.পাঁচ প্রকার
  4. ঘ.ছয় প্রকার

উত্তরঃ 

আমাদের পোষ্ট গুলো প্রতিনিয়ত আপডেট করা হয়। বিসিএস,প্রাইমারি সহ সব পরীক্ষার প্রতিনিয়ত প্রশ্ন অনুযায়ী পোষ্ট গুলো আমরা আপডেট করি। সবার জন্য শুভ কামনা রইলো।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *