ছুটির দরখাস্ত

ছুটির দরখাস্ত লেখার নিয়ম । চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

শেয়ার করুন

অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

ছুটির দরখাস্ত লেখার নিয়ম

ছুটির দরখাস্ত লেখার নিয়ম

মাতৃত্বকালীন ছুটির দরখাস্ত
মাতৃত্বকালীন ছুটির দরখাস্ত

ছুটির দরখাস্ত লেখার নিয়ম: আমরা আজ দেখবো কিভাবে সুন্দর করে ছুটির দরখাস্ত সঠিক উপায়ে লিখতে হয়। আজকের পর থেকে সবাই ফরমালি ছুুটির দরখাস্ত লিখতে পারবে ইনশাল্লাহ।

১. কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন

তারিখঃ ৩০/০১/২০২২ ইং
বরাবর
প্রিন্সিপাল
রংপুর সরকারি উচ্চ বিদ্যালয়,
রংপুর।

বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়/ কলেজের একাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের ‘ক’ শাখার একজন নিয়মিত ছাত্র। আগামী ৩রা ফ্রেব্রুয়ারি ২০২২ আমার বড় বোনের বিবাহ। এমন্তা অবস্থায় আমাকে বিভিন্ন দায়িত্বে থাকতে হবে ফলে আমি কলেজে উপস্থিত হতে পারব না।

অতএব, বিনীত প্রার্থনা এই যে আমাকে আগামী এক সপ্তাহের (৩১/০১/২০২২ থেকে ০৬/০২/২২ পর্যন্ত) ছুটি দিয়ে বাধিত করবেন।

আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ করিম উদ্দিন
শ্রেণিঃ একাদশ
বিভাগঃ বিজ্ঞান
শাখাঃ ক
রোলঃ ০৯

এই দরখাস্তটি সুন্দরভাবে আপনি একটি পৃষ্টায় লিখুন। আর অবশ্যই হাতে লেখা সুন্দর করবেন এবং অপর পৃষ্টায় লিখবেন না। কেননা দরখাস্ত একটি পৃষ্ঠায় লিখতে হয়। যদি আপনার কলেজ আপনার বোনের বিয়ের প্রমাণ চায় তাহলে প্রমাণ সরূপ বিবাহের কার্ড ফটোকপি করি পিন দিয়ে দরখাস্তটির পিছনে লাগিয়ে দিবেন।

আর যদি অসুস্থতার যদি অগ্রিম ছুটির আবেদন হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্টারের প্রেসক্রিপশনের প্রয়োজন পড়বে।

২. অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত

তারিখঃ ১০/১০/১৯ ইং
বরাবর,
প্রধান শিক্ষক
জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়
জয়াগ, সোনাইমুড়ী, নোয়াখালী
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৭/১০/১৯ ইং থেকে ০৯/১০/১৯ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক
নামঃ মোঃ হাবিবুর রহমান
শ্রেণিঃ ১০ম
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ ০২
অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
এখানে একসাথে সব কিছু লিখা সম্ভব নয়। তাই আমারা ব্যাংক কর্মকর্তাদের দরখাস্ত লেখার নিয়মটি দেখাচ্ছি। তবে, সবগুলোর নিয়ম একই।
বিভিন্ন অফিসে বিভিন্ন উপায়ে ছুটির দরখাস্ত লিখতে হয়। কারো জন্য ব্যবস্থাপনা পরিচালকের বরাবর দরখাস্ত লিখতে। আবার কারো ব্যবস্থাপকের নিকট লিখতে হয়।

৩. ব্যাংকে ছুটি চেয়ে আবেদন

তারিখঃ ১০/১০/১৯ ইং
বরাবর,
ব্যবস্থাপক
ব্যাংক এশিয়া লিমিটেড, সোনাইমুড়ী শাখা
সোনাইমুড়ী, নোয়াখালী।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
সম্মানের সাথে জানাই যে, আমি আপনার অধীনস্থ ব্যাংক এশিয়া লিমিটেডের সোনাইমুড়ী শাখার একজন সিনিয়র অফিসার। আমি গত ০৭/১০/১৯ ইং থেকে ০৯/১০/১৯ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক
নামঃ মোঃ হাবিবুর রহমান
সিনিয়র অফিসার
ব্যাংক এশিয়া লিমিটেড
সোনাইমুড়ী শাখা

৪. স্কুলে ভর্তির জন্য আবেদন পত্র

তারিখ 12/11/2022

বরাবর

অধ্যক্ষ

ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ

সিলেট

বিষয়: স্কুলে ভর্তির জন্য আবেদন

জনাব ,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি বরিশাল পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। সম্প্রতি আমার বাবা বরিশাল থেকে সিলেটে বদলি হয়েছে। আমি আমার পরিবারের সাথেই থাকি। তারপর পড়াশোনা চালিয়ে যেতে আপনার বিদ্যালয় ভর্তি হওয়া প্রয়োজন।

অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে উক্ত বিষয় বিবেচনা করে আমাকে আপনার স্কুলে ভর্তি হওয়ার অনুমতি দিয়ে বাধিত করবেন।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

মাহফুজুর রহমান

বরিশাল পাবলিক স্কুল

শ্রেণী ৮ম

রোল:০১

শাখা: টিউলিপ

৫. জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র

তারিখ 12/11/2022

বরাবর

প্রধান শিক্ষক

সিলেট পাইলট স্কুল

সিলেট

বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন

জনাব ,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি সিলেট পাইলট স্কুলের ৯ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না। তাই বেতন সহ অন্যান্য ফি আমি নির্দিষ্ট সময় পরিশোধ করতে পারিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হলেন আমার বাবা।

অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে, উক্ত বিষয় বিবেচনা করে সকল জরিমানা মওকুফ করে বেতন প্রদানের অনুমতি দিয়ে বাধিত করবেন।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

মোহাম্মদ আবদুর রহিম

শ্রেণী ৯ম

রোল:০১

শাখা: মানবিক

 

৬. উপবৃত্তির জন্য আবেদন

তারিখ ১২/০৯/২০২২

বরাবর

প্রধান শিক্ষক

বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়

সিলেট

বিষয়: উপবৃত্তির জন্য আবেদন

জনাব ,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমিবিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমরা ৩ ভাই-বোনের পড়াশোনার খরচ চালাতে তিনি হিমসিম খাচ্ছেন। এমতাঅবস্থায় আমাকে উপবৃত্তির ব্যাবস্থা করে দিলে আমার পড়াশোনার জন্য খুবই মঙ্গলজনক হবে।

অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে, আমার পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে আমাকে উপবৃত্তি প্রদানে জনাবের নিকট মর্জি প্রার্থণা করছি।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্রী

শীপা বেগম

শ্রেণী ১০ম

রোল:০৫

শাখা: বিজ্ঞান

 

৭. প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন

তারিখ ১২/০৯/২০২২

বরাবর

প্রধান শিক্ষক

পাইনিওর উচ্চ বিদ্যালয়

সিলেট

বিষয়: প্রশংসাপত্রের জন্য আবেদন

জনাব ,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি পাইনিওর উচ্চ বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমি সদ্য ২০২২ সালে সিলেট বোর্ডের অধীনে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার কলেজে ভর্তি সংক্রান্ত ব্যাপারে প্রশংসাপত্র প্রয়োজন ।

অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে, উক্ত বিষয় বিবেচনা করে আমাকে প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

শামসুল হক

রোল:০৫

শাখা: বিজ্ঞান

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *