বাংলা বাক্য শুদ্ধিকরণ

বাক্য শুদ্ধিকরণ । বাংলা বাক্য শুদ্ধিকরণ

শেয়ার করুন

বাক্য শুদ্ধিকরণ

বাক্য শুদ্ধিকরণ : আমরা যখন বাক্য লিখি তখন বাক্যের মধ্যে নানা রকমের ভুল হতে পারে। ভুল বাক্য মনের ভাব প্রকাশে সমর্থ হয় না। বাক্য লেখার সময় কিছু বিষয়ে সচেতন থাকলে বাক্য শুদ্ধভাবে লেখা যায়। যেসব বিষয়ে ভুল হতে পারে-

১. বাক্যে ব্যবহৃত পদের বানান ভুল হতে পারে।
২. বিশেষ উক্তি ব্যবহারে ভুল হতে পারে।
৩. যতি চিহ্নের ব্যবহার করায় ভুল হতে পারে।
৪. বাগধারার বিকৃত প্রয়োগে বাক্য ভুল হয়।
৫. সাধু রীতি ও চলিত রীতির মিশ্রণে বাক্যে ভুল হয়।
৬.বাক্যে বহুবচন একাধিকবার ব্যবহার করায় ভুল হয়।

৭. লিঙ্গ ঘটিত ভুল হতে পারে।

৮.পুরুষ বিন্যাস সঠিক না হওয়ায় ভুল হয়।
৯. ক্রিয়াপদ পুরুষ ও কাল অনুসারে না হলে ভুল হয়।
১০. বিভক্তির সঠিক ব্যবহার না করায় ভুল হতে পারে।
১১. অনুসর্গের সঠিক ব্যবহারের অভাবে ভুল হয়।
১২. অব্যয় পদের যথার্থ প্রয়োগ ভুল হতে পারে।
১৩. অসমাপিকা ক্রিয়ার অপপ্রয়োগে ভুল হয়।
১৪. পদ বিন্যাস সঠিক না হলে ভুল হয়।
১৫. পদের বাহুল্য প্রয়োগে ভুল হয়।
১৬. একই বাক্যে একাধিক বিষয়ের ভুল থাকতে পারে।

বাক্য শুদ্ধিকরণ

আরও পড়ুন : সমার্থক ও বিপরীত শব্দ

উপরে নির্দেশিত ভুল হওয়ার বিষয়গুলোর দিকে বিশেষ দৃষ্টি রেখে বাক্য লিখলে বাংলা ভাষা শুদ্ধ করে লেখা যাবে। উদাহরণ-

বাক্যে ব্যবহৃত পদের বানান ভুল হতে পারে:

১. অশুদ্ধ: অপরাহ্ন লিখতে সবাই ভূল করে।
শুদ্ধ: অপরাহ্ণ লিখতে সবাই ভুল করে।

২. অশুদ্ধ: অতি লোভে তাঁতী নষ্ট।
শুদ্ধ: অতি লোভে তাঁতি নষ্ট।

৩. অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রিত।

বিভক্তির উপযুক্ত ব্যবহার না ঘটলে বাক্য অশুদ্ধ হয়

১.অশুদ্ধ: বস্ত্রহীন বস্ত্র দাও।
শুদ্ধ: বস্ত্রহীনকে বস্ত্র দাও।

২.অশুদ্ধ : দিনরাত পরিশ্রম ফলে তার শরীর ভেঙেছে।
শুদ্ধ: দিনরাত পরিশ্রমের ফলে তার শরীর ভেঙেছে।

৩. অশুদ্ধ : ভর দুপুর একটু ঘুমাই।
শুদ্ধ: ভর দুপুরে একটু ঘুমাই।

৪. অশুদ্ধ: “আমার সন্তান যেন থাকে দুধভাতে।”
শুদ্ধ: “আমার সন্তান যেন থাকে দুধেভাতে।”

বাক্যে অতিশায়নের ভুল থাকলে বাক্য অশুদ্ধ হয় –

১. অশুদ্ধ: ভারত ও বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ক্ষুদ্রতম।
শুদ্ধ : ভারত ও বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ছােটো।

২. অশুদ্ধ : হিমালয় পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তর পর্বত।
শুদ্ধ: হিমালয় পৃথিবীর সর্বাপেক্ষা উচ্চ পর্বত।

৩. অশুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

বাক্যে উপযুক্ত স্থানে সঠিক অব্যয় ব্যবহৃত না হলে বাক্য ভুল হয়-

১. অশুদ্ধ: বৈশাখ এবং জ্যৈষ্ঠ ও আষাঢ় এবং শ্রাবণ যথাক্রমে গ্রীষ্ম অথবা বর্ষাকাল।
শুদ্ধ: বৈশাখ ও জ্যৈষ্ঠ এবং আষাঢ় ও শ্রাবণ যথাক্রমে গ্রীষ্ম ও বর্ষাকাল।

২. অশুদ্ধ : লোকটি দরিদ্র এবং সৎ।
শুদ্ধ: লোকটি দরিদ্র কিন্তু সৎ।

৩. অশুদ্ধ: ঝর্ণা এবং অসীমা একজন এলেই চলে।
শুদ্ধ: ঝর্ণা বা অসীমা একজন এলেই চলে।

বাক্যে বহুবচন একাধিকবার ব্যবহৃত হলে বাক্য অশুদ্ধ হয় –

১. অশুদ্ধ : নতুন নতুন ছেলেগুলাে বড় উৎপাত করে।
শুদ্ধ: নতুন ছেলেগুলো বড়ো উৎপাত করে।

২. অশুদ্ধ: কলেজের সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ: কলেজের সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।

৩. অশুদ্ধ: ছাত্রগণদের মধ্যে অনুপস্থিতির সংখ্যা কম।
শুদ্ধ: ছাত্রদের মধ্যে অনুপস্থিতির সংখ্যা কম।

লিঙ্গ অনুসারে শব্দের সঠিক ব্যবহার না হলে বাক্য অশুদ্ধ হয়-
১.অশুদ্ধ : তার কনিষ্ঠ মেয়েটি বেশ সরলা।
শুদ্ধ : তার কনিষ্ঠা মেয়েটি বেশ সরল।

আরও পড়ুন : সমাস কাকে বলে ? কত প্রকার ও কি কি? উদাহরণসহ ব্যাখ্যা।

২.অশুদ্ধ : সুন্দর মেয়েটি ভয়ে অস্থির হয়ে পড়ল।
শুদ্ধ: সুন্দরী মেয়েটি ভয়ে অস্থির হয়ে পড়ল।

৩.অশুদ্ধ : আজকালকার মেয়েরা যেমন মুখরা তেমনি বিদ্বানও বটে।
শুদ্ধ: আজকালকার মেয়েরা যেমন মুখরা তেমনি বিদুষীও বটে।

৪.অশুদ্ধ: হে ত্রিনয়নী, আমাকে রক্ষা করো।
শুদ্ধ: হে ত্রিনয়না, আমাকে রক্ষা করো।

৫.অশুদ্ধ : এ বাড়ির মেয়েরা যেমন শিক্ষিত তেমনি বুদ্ধিমান।
শুদ্ধ : এ বাড়ির মেয়েরা যেমন শিক্ষিতা তেমনি বুদ্ধিমতী

বাক্যে ব্যবহৃত পদের বাহুল্য প্রয়োগে বাক্য অশুদ্ধ হয় :

১. অশুদ্ধ : সে এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষী।
শুদ্ধ: সে এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ।

২. অশুদ্ধ : বেলালের ব্যবহারে মাধুর্যতা নেই।
শুদ্ধ: বেলালের ব্যবহারে মাধুর্য নেই।

৩.অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভালো নয়।
শুদ্ধ: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

৪.অশুদ্ধ: সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবে কাম্য।
শুদ্ধ: সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্তই কাম্য।

বাক্যে পদের বিন্যাস সঠিক না হলে অর্থাৎ আসত্তি জনিত ভুল থাকলে বাক্য অশুদ্ধ হয় :

১. অশুদ্ধ : পাতায় পাতায় পড়ে শিশির নিশির।
শুদ্ধ : পাতায় পাতায় পড়ে নিশির শিশির।

২.অশুদ্ধ: আশা করি ভালো আছো তুমি।
শুদ্ধ: আশা করি তুমি ভালো আছো।

৩. অশুদ্ধ : হীন চরিত্র লোক পশ্বধম।
শুদ্ধ : চরিত্রহীন লোক পশ্বধম।

৪. অশুদ্ধ: তুমি, আবদুল করিম ও আমি আজ পড়তে যাব।
শুদ্ধ: আবদুল করিম, তুমি ও আমি আজ পড়তে যাব।

বহুল ব্যবহৃত বাগধারার বিকৃত ব্যবহারে বাক্য অশুদ্ধ হয় : 

১.অশুদ্ধ: আমি কারো সাতেও থাকি না সতেরোয় থাকি না।
শুদ্ধ: আমি কারো সাতেও থাকি না পাঁচেও থাকি না।

২.অশুদ্ধ: সারাজীবন ভূতের মজুরি খেটে মরলাম।
শুদ্ধ: সারাজীবন ভূতের বেগার খেটে মরলাম।

৩.অশুদ্ধ : একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ : দশের লাঠি একের বোঝা।

৪.অশুদ্ধ : যেমন বুনো কচু, তেমনি বাঘা বরই।
শুদ্ধ: যেমন বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।

৫.অশুদ্ধ: দশ চক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ: দশ চক্রে ভগবান ভূত।

বাক্যের মধ্যে বা শেষে যতি চিহ্ন যথাযথ ব্যবহৃত না হলে বাক্য অশুদ্ধ হয় : 

১. অশুদ্ধ: আমি সেখানে যাব না?
শুদ্ধ: আমি সেখানে যাব না।

২. অশুদ্ধ : বাহ? কী সুন্দর দৃশ্য?
শুদ্ধ : বাহ! কী সুন্দর দৃশ্য।

৩.অশুদ্ধ: তোমার নাম কী!
শুদ্ধ: তোমার নাম কী?

৪.অশুদ্ধ: তুমি কি সেখানে গিয়েছিলে।
শুদ্ধ: তুমি কি সেখানে গিয়েছিলে?

বাক্যে ব্যবহৃত পদের বাহুল্য প্রয়োগে বাক্য অশুদ্ধ হয় :

১. অশুদ্ধ : সে এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষী।
শুদ্ধ: সে এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ।

২. অশুদ্ধ : বেলালের ব্যবহারে মাধুর্যতা নেই।
শুদ্ধ: বেলালের ব্যবহারে মাধুর্য নেই।

৩.অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভালো নয়।
শুদ্ধ: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

৪.অশুদ্ধ: সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবে কাম্য।
শুদ্ধ: সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্তই কাম্য।

বাক্যে পদের বিন্যাস সঠিক না হলে অর্থাৎ আসত্তি জনিত ভুল থাকলে বাক্য অশুদ্ধ হয় : 

১. অশুদ্ধ : পাতায় পাতায় পড়ে শিশির নিশির।
শুদ্ধ : পাতায় পাতায় পড়ে নিশির শিশির।

২.অশুদ্ধ: আশা করি ভালো আছো তুমি।
শুদ্ধ: আশা করি তুমি ভালো আছো।

৩. অশুদ্ধ : হীন চরিত্র লোক পশ্বধম।
শুদ্ধ : চরিত্রহীন লোক পশ্বধম।

৪. অশুদ্ধ: তুমি, আবদুল করিম ও আমি আজ পড়তে যাব।
শুদ্ধ: আবদুল করিম, তুমি ও আমি আজ পড়তে যাব।

বহুল ব্যবহৃত বাগধারার বিকৃত ব্যবহারে বাক্য অশুদ্ধ হয় :

১.অশুদ্ধ: আমি কারো সাতেও থাকি না সতেরোয় থাকি না।
শুদ্ধ: আমি কারো সাতেও থাকি না পাঁচেও থাকি না।

২.অশুদ্ধ: সারাজীবন ভূতের মজুরি খেটে মরলাম।
শুদ্ধ: সারাজীবন ভূতের বেগার খেটে মরলাম।

৩.অশুদ্ধ : একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ : দশের লাঠি একের বোঝা।

৪.অশুদ্ধ : যেমন বুনো কচু, তেমনি বাঘা বরই।
শুদ্ধ: যেমন বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।

৫.অশুদ্ধ: দশ চক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ: দশ চক্রে ভগবান ভূত।

বাক্যের মধ্যে বা শেষে যতি চিহ্ন যথাযথ ব্যবহৃত না হলে বাক্য অশুদ্ধ হয় : 

১. অশুদ্ধ: আমি সেখানে যাব না?
শুদ্ধ: আমি সেখানে যাব না।

২. অশুদ্ধ : বাহ? কী সুন্দর দৃশ্য?
শুদ্ধ : বাহ! কী সুন্দর দৃশ্য।

৩.অশুদ্ধ: তোমার নাম কী!
শুদ্ধ: তোমার নাম কী?

৪.অশুদ্ধ: তুমি কি সেখানে গিয়েছিলে।
শুদ্ধ: তুমি কি সেখানে গিয়েছিলে?

একই বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণে ভাষা অশুদ্ধ হয়:

১.অশুদ্ধ : কন্যার বাপ সবুর করিতে পারতেন।
শুদ্ধ: কন্যার বাপ সবুর করতে পারতেন।

.অশুদ্ধ: মেয়ের বয়স বাড়িয়া গেছে।
শুদ্ধ: মেয়ের বয়স বেড়ে গেছে।

৩.অশুদ্ধ : তাকে কলেজে যাইতে হবে।
শুদ্ধ : তাকে কলেজে যেতে হবে। (চলিত)
বা, তাহাকে কলেজে যাইতে হইবে। (সাধু) |

৪.অশুদ্ধ: এ বৎসর বর্ষার জল বৃদ্ধি হয়েছে।
শুদ্ধ: ব্যাধিগ্রস্ত লোকের সংস্পর্শ বর্জন করবে।

.অশুদ্ধ: তাকে নির্দোষ প্রমাণ করিতে সকলেই উদগ্রীব।
শুদ্ধ: তাকে নির্দোষ প্রমাণ করতে সকলেই উদগ্রীব।

৬.অশুদ্ধ : তাহারা বাড়ি যাচ্ছে।
শুদ্ধ: তারা বাড়ি যাচ্ছে।
বা, তাহার বাড়ি যাইতেছে।

বাক্যে যথার্থ শব্দ ব্যবহৃত না হলে বাক্য অশুদ্ধ হয় :

১. অশুদ্ধ : অপমান হবার ভয় নেই।
শুদ্ধ: অপমানিত হবার ভয় নেই।

২.অশুদ্ধ : নদীর জল হ্রাস হয়েছে।
শুদ্ধ : নদীর জল হ্রাস পেয়েছে।

৩.অশুদ্ধ : তিনি আরােগ্য হলেন।
শুদ্ধ : তিনি আরােগ্য লাভ করলেন।

৪.অশুদ্ধ : পরবর্তীতে আপনি আসবেন।
শুদ্ধ : পরবর্তীকালে আপনি আসবেন।

৫.অশুদ্ধ : গৌরব লােপ হয়েছে।
শুদ্ধ : গৌরব লোপ পেয়েছে।
অথবা, গৌরব লুপ্ত হয়েছে।

বাক্য শুদ্ধিকরণের উদাহরণ

১. অশুদ্ধ : অতিশয় দুঃখিত হলাম।
শুদ্ধ : অত্যন্ত/খুব দুঃখ পেলাম।

২.অশুদ্ধ: অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
শুদ্ধ : অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।

৩.অশুদ্ধ : অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
শুদ্ধ : অন্যায়ের প্রতিফল অনিবার্য।

৪.অশুদ্ধ: অপরাহ্ন লিখতে সবাই ভূল করে।
শুদ্ধ: অপরাহ্ণ লিখতে সবাই ভুল করে।

৫.অশুদ্ধ: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ : অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

৬.অশুদ্ধ: অপমান হবার ভয় নেই।
শুদ্ধ : অপমানিত হবার ভয় নেই।

৭.অশুদ্ধ : অভাগা মেয়েটিকে নিয়ে বড় বিপদে পড়েছি।
শুদ্ধ: অভাগী মেয়েকে নিয়ে বড় বিপদে পড়েছি।

৮.অশুদ্ধ: অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
শুদ্ধ : অপচয় একটি মারাত্মক অভ্যাস।

৯.অশুদ্ধ: অল্প জ্ঞান লােক বিপদজনক।
শুদ্ধ : অল্প জ্ঞান লােক বিপজ্জনক।

১০.অশুদ্ধ: অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
শুদ্ধ: অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে।

১১.অশুদ্ধ: অত্র স্থানের সকলে ভালো আছে।
শুদ্ধ: এই স্থানের সকলে ভালো আছে।

১২.অশুদ্ধ: অদ্য একটি সভায় মহতী অধিবেশন হবে।
শুদ্ধ : অদ্য একটি মহতী সভার অধিবেশন হবে।

বাক্য শুদ্ধিকরণ

১৩.অশুদ্ধ: অশ্রুজলে বুক ভেসে গেল।
শুদ্ধ : অশুতে/চোখের জলে বুক ভেসে গেল।

১৪.অশুদ্ধ : অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে/ ঘরে ঘরে হাহাকার।

১৫.অশুদ্ধ :আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।
শুদ্ধ: অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।

১৬.অশুদ্ধ : অতি লোভে তাঁতী নষ্ট।
শুদ্ধ: অতি লোভে তাঁতি নষ্ট।

১৭.অশুদ্ধ: অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন।
শুদ্ধ: অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন।

১৮.অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।
শুদ্ধ: আমার আর বাঁচিবার সাধ নাই।

১৯.অশুদ্ধ: আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
শুদ্ধ: আগামীকাল কলেজ বন্ধ থাকবে।

২০.অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ : আমি সন্তুষ্ট হলাম।

২১.অশুদ্ধ : আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।
শুদ্ধ : আবশ্যক ব্যয়ে কার্পণ্য/কৃপণতা অনুচিত।

২২.অশুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
শুদ্ধ: আমি এই ঘটনা স্বচক্ষে দেখেছি/প্রত্যক্ষ করেছি।

২৩.অশুদ্ধ : আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
শুদ্ধ: আকণ্ঠ/কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।

২৪.অশুদ্ধ: আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।
শুদ্ধ: আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।

বাক্য শুদ্ধিকরণ

২৫.অশুদ্ধ: আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্রই অমনযােগী।
শুদ্ধ : আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্রই অমনোযোগী।

২৬.অশুদ্ধ: আদ্যান্ত শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন।
শুদ্ধ: আদ্যন্ত শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন।

২৭.অশুদ্ধ: আমার সন্তান যেন থাকে দুধভাতে।
শুদ্ধ: আমার সন্তান যেন থাকে দুধেভাতে।

২৮.অশুদ্ধ: আপনি আমার স্বপক্ষে না বিপক্ষে ?
শুদ্ধ : আপনি আমার পক্ষে না বিপক্ষে?

২৯.অশুদ্ধ: আইনানুসারে তিনি এ কাজ করতে পারেন না।
শুদ্ধ : আইনত তিনি এ কাজ করতে পারেন না।

৩০.অশুদ্ধ: আমার টাকার আবশ্যক নাই।
শুদ্ধ: আমার টাকার আবশ্যকতা নাই।

৩১.অশুদ্ধ: আমি আপনার জ্ঞাতার্থে এই সংবাদ লিখলাম।
শুদ্ধ: আমি আপনার অবগতির জন্য এই সংবাদ লিখলাম।

৩২.অশুদ্ধ: আমি তোমাকে অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ দিলাম।
শুদ্ধ: আমি তোমাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ দিলাম।

৩৩.অশুদ্ধ : আমি ও আমার চাচা ঢাকা যাব।
শুদ্ধ: আমার চাচা ও আমি ঢাকা যাব।

৩৪.অশুদ্ধ : আগত শনিবার তারা যাবে।
শুদ্ধ: আগামী শনিবারে তারা যাবে।

৩৫.অশুদ্ধ: আপনি স্বপিরবারে আমন্ত্রিত।
শুদ্ধ : আপনি সপরিবারে আমন্ত্রিত।

৩৬.অশুদ্ধ : আমি, তুমি ও তিনি আজ বাগানে যাব।
শুদ্ধ : তিনি, তুমি ও আমি আজ বাগানে যাব।

৩৭.অশুদ্ধ : আমরা তার বিদেহ আত্মার চিরশান্তি কামনা করছি। .
শুদ্ধ: আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

৩৮.অশুদ্ধ : আমার এ কাজে মনোযোগীতা নেই।
শুদ্ধ : আমার এ কাজে মনোযোগ নেই।

৩৯.অশুদ্ধ :আজকালকার মেয়েগুলাে যেমন মুখরা তেমন বিদ্বানও বটে।
শুদ্ধ : আজকালকার মেয়েগুলো যেমন মুখরা তেমন বিদুষীও বটে।

৪০.অশুদ্ধ: আমি তোমার কাছে কৃতজ্ঞতা রইলাম।
শুদ্ধ: আমি তোমার কাছে কৃতজ্ঞ রইলাম।

বাক্য শুদ্ধিকরণ

৪১.অশুদ্ধ: আমি সাক্ষী দেবাে না।
শুদ্ধ: আমি সাক্ষ্য দেবাে না।

৪২.অশুদ্ধ: আমি গীতাঞ্জলী পড়েছি।
শুদ্ধ: আমি গীতাঞ্জলি পড়েছি।

৪৩.অশুদ্ধ: আমার অত্যন্ত কার্য বাহুল্যতা ঘটেছে।
শুদ্ধ : আমার অত্যন্ত কার্য বাহুল্য ঘটেছে।

৪৪.অশুদ্ধ: আমি প্রানপন চেষ্টা করব।
শুদ্ধ: আমি প্রাণপণ চেষ্টা করব।

৪৫.অশুদ্ধ: আসছে ২ এপ্রিল ২০২২ আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।
শুদ্ধ: আগামী ২ এপ্রিল ২০২২ আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪৬.অশুদ্ধ: আজ আমার কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান।
শুদ্ধ: আজ আমার ছােট বােনের বাগদান অনুষ্ঠান।

৪৭.অশুদ্ধ: আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো।
শুদ্ধ : আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।

৪৮.অশুদ্ধ : ইদানীংকালে তিনি আসেন না।
শুদ্ধ : ইদানীং তিনি আসেন না।

৪৯.অশুদ্ধ : ঈষিতা বুদ্ধিমান মেয়ে।
শুদ্ধ : ঈষিতা বুদ্ধিমতী মেয়ে।

৫০.অশুদ্ধ: ইহা অপক্ব হাতের কাজ।
শুদ্ধ : ইহা কাঁচা হাতের কাজ।

৫১.অশুদ্ধ : ইহা অতি লজ্জাস্কর ব্যাপার।
শুদ্ধ: ইহা অতি লজ্জাকর ব্যাপার।

৫২.অশুদ্ধ : উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়ােজন।
শুদ্ধ: উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়ােজন।

শুদ্ধ: উহার ঔদ্ধত্যপূর্ণ আচরণে আমি ব্যথিত হইয়াছি।

৫৪. অশুদ্ধ: উন্নতশীল রাষ্ট্রের নাগরিকগণকে পরিশ্রমী হওয়া আবশ্যক।
শুদ্ধ: উন্নয়নশীল রাষ্ট্রের নাগরিকগণের পরিশ্রমী হওয়া আবশ্যক।

৫৫. অশুদ্ধ: উনাে ভাতে কুনাে বল, ভরা পেট জগদ্দল ।
শুদ্ধ: উন তাতে দুনা বল, ভরা পেটে রসাতল।

বাক্য শুদ্ধিকরণ

৫৬. অশুদ্ধ : উন্নতির মূল চাবিকাঠি হইল শ্ৰম !
শুদ্ধ : উন্নতির মূল চাবিকাঠি হইল পরিশ্রম।

৫৭. অশুদ্ধ : একের লাঠি দশের বােঝ।
শুদ্ধ: দশের লাঠি একের বোঝা।

৫৮. অশুদ্ধ: এখানে প্রবেশ নিষেধ।
শুদ্ধ: এখানে প্রবেশ নিষিদ্ধ।

৫৯. অশুদ্ধ : এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
শুদ্ধ: এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।

৬০. অশুদ্ধ: এক অগ্রহায়ণে শীত যায় না।
শুদ্ধ : এক মাঘে শীত যায় না।

৬১. অশুদ্ধ: এমন অপরাধীদের শিরচ্ছেদ হওয়া দরকার।
শুদ্ধ: এমন অপরাধীদের শিরশ্ছেদ হওয়া দরকার।

৬২. অশুদ্ধ : এলে তুমি পরে এতদিন ?
শুদ্ধ : এতদিন পরে তুমি এলে?

৬৩. অশুদ্ধ: এমন অসহ্যনীয় ব্যথা আমি কখনো অনুভব করিনি।
শুদ্ধ : এমন অসহ্য ব্যথা আমি কখনো অনুভব করিনি।

৬৪. অশুদ্ধ : এ বছর বর্ষার জল বৃদ্ধি হয়েছে।
শুদ্ধ : এ বছর বর্ষার জল বৃদ্ধি পেয়েছে।

৬৫. অশুদ্ধ: এটি একটি মুখ ও বধির প্রশিক্ষন কেন্দ্র।
শুদ্ধ : এটি একটি মূক ও বধির প্রশিক্ষণ কেন্দ্র।

৬৬.অশুদ্ধ : এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
শুদ্ধ : এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।

৬৭.অশুদ্ধ: এ কথা আমার মনে উদয় হলো।
শুদ্ধ : এ কথা আমার মনে উদিত হলাে।

৬৮.অশুদ্ধ : এ ব্যক্তি সকলের মধ্যে বয়স্ক।
শুদ্ধ : এ ব্যক্তি সকলের মধ্যে বয়োজ্যেষ্ঠ।

৬৯.অশুদ্ধ: এ বিষয়ে আমাদের কোনো দৈন্যতা নেই।
শুদ্ধ: এ বিষয়ে আমাদের কোনো দীনতা/দৈন্য নেই।

৭০.অশুদ্ধ: এই দুর্ঘটনা দৃষ্টে আমার হৃদকম্প শুরু হলাে।
শুদ্ধ : এই দুর্ঘটনা দেখে আমার হৃৎকম্প শুরু হলাে।

৭১.অশুদ্ধ: এই নিশীথ রাতে কোথায় যাইবে।
শুদ্ধ : এই নিশীথে কোথায় যাইবে।

বাক্য শুদ্ধিকরণ

৭২.অশুদ্ধ: এই কাজে স্বার্থকতা লাভ করিতে চাহিলে আরও মনোযোগ দিতে হইবে।
শুদ্ধ: এই কাজে সার্থকতা লাভ করিতে চাহিলে আরও মনোযোগ দিতে হইবে।

৭৩.অশুদ্ধ: এতে গৌরব লোপ হয়েছে।
শুদ্ধ : এতে গৌরব লোপ পেয়েছে।

৭৪.অশুদ্ধ : কেউ মরে বিল সেচে, কেউ খায় শিং।
শুদ্ধ: কেউ মরে বিল সেচে, কেউ খায় কৈ।

৭৫.অশুদ্ধ: কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।
শুদ্ধ: কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন।

৭৬. অশুদ্ধ: কালীদাস বিখ্যাত কবি।
শুদ্ধ: কালিদাস বিখ্যাত কবি।

৭৭. অশুদ্ধ : কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।
শুদ্ধ: কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ।

৭৮. অশুদ্ধ:
কুপুরুষের মতো কথা বলছ কেন?
শুদ্ধ : কাপুরুষের মতো কথা বলছ কেন ?

৭৯. অশুদ্ধ: কত দেশ কত তির্থ ঘুরলাম, কই হৃদয়ের মানুষ তো পেলাম না।
শুদ্ধ: কত দেশ কত তীর্থ ঘুরলাম, কই মনের মানুষ তাে পেলাম না।

আরও দেখুন : বাক্য কাকে বলে? গঠন ও অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। বিস্তারিত আলোচনা

৮০. অশুদ্ধ : কালানুক্রমানুসারে আমি সবই জানতে পারব।
শুদ্ধ: কালক্রমে আমি সবই জানতে পারব।

৮১. অশুদ্ধ : কায়মন বাক্যে প্রার্থনা করি, জীবনে অনেক বড়াে হও।
শুদ্ধ: কায়মনে প্রার্থনা করি, জীবনে অনেক বড়াে হও।

৮২. অশুদ্ধ: কাজটি করা তোমার সমিচীন হয়নি।
শুদ্ধ: কাজটি করা তোমার সমীচীন হয়নি।

৮৩. অশুদ্ধ : কৃশাংগীনি মেয়েটি পরিশ্রম করতে পারে না।
শুদ্ধ: কৃশাঙ্গী মেয়েটি পরিশ্রম করতে পারে না।

৮৪. অশুদ্ধ : কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন।
শুদ্ধ: কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন।

৮৫. অশুদ্ধ : কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না।
শুদ্ধ : কেবল গায়ের জোরে সব কাজ হয় না।

৮৬. অশুদ্ধ : ক্ষুধপিপাসায় কাতর হইয়া মানুষ কর্মতৎপর হয়।
শুদ্ধ: ক্ষুৎপিপাসায় কাতর হইয়া মানুষ কর্মতৎপর হয়।

৮৭. অশুদ্ধ : গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
শুদ্ধ : গাছটি সমূলে/ মূলসহ উৎপাটিত হয়েছে।

৮৮.অশুদ্ধ : গণিত শাস্ত্র সকলের নিকট নিরস নহে।
শুদ্ধ : গণিত শাস্ত্র সকলের নিকট নীরস নহে।

৮৯. অশুদ্ধ : গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
শুদ্ধ : ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

৯০. অশুদ্ধ : গতকাল আমি শারিরীক অসুস্থের জন্য আসতে পারি নাই।
শুদ্ধ: গতকাল আমি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারি নাই।

৯১.অশুদ্ধ : গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
শুদ্ধ: গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

৯২.অশুদ্ধ : ঘর পোড়া গরু সিঁদুরে আম দেখলে ভয় পায়।
শুদ্ধ: ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।

৯৩.অশুদ্ধ : চোরে চোরে চাচাতো ভাই।
শুদ্ধ : চোরে চোরে মাসতুতো ভাই।

বাক্য শুদ্ধিকরণ

৯৪.অশুদ্ধ : চোখে হলুদ ফুল দেখছি।
শুদ্ধ: চোখে সরষে ফুল দেখছি।

৯৫.অশুদ্ধ : চণ্ডীদাশ মধ্যযুগের শ্রেষ্ঠ কবি।
শুদ্ধ : চণ্ডীদাস মধ্যযুগের শ্রেষ্ঠ কবি।

৯৬.অশুদ্ধ : চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো।
শুদ্ধ : চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করাে।

৯৭. অশুদ্ধ : ছেলেটি ভয়ানক / দুর্দান্ত মেধাবী।
শুদ্ধ: ছেলেটি অত্যন্ত মেধাবী।

৯৮. অশুদ্ধ: ছেলেটি বংশের মাথায় চুনকালি দিলো।
শুদ্ধ : ছেলেটি বংশের মুখে চুনকালি দিলাে।

৯৯. অশুদ্ধ : জাতীয় উন্নতির জন্য সকলকে একমনে কাজ করতে হবে।
শুদ্ধ : জাতির উন্নতির জন্য সকলকে একমনে কাজ করতে হবে।

১০০. অশুদ্ধ: বন্ধু মধ্যাহ্নে এসে সায়াহ্ণে মনােঃকষ্ট নিয়ে চলে গেল।
শুদ্ধ: বন্ধু মধ্যাহ্নে এসে সায়াহ্নে মনঃকষ্ট নিয়ে চলে গেল।

১০১. অশুদ্ধ : ঝর্ণা এবং অনীমা একজন এলেই চলে।
শুদ্ধ : ঝর্ণা বা অনীমা একজন এলেই চলে।

১০২. অশুদ্ধ : তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
শুদ্ধ: তার সৌজন্যে মুগ্ধ হলাম।

১০৩. অশুদ্ধ : তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন।
শুদ্ধ: তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন।

১০৪. অশুদ্ধ : তিনি এ মামলার সাক্ষ্য।
শুদ্ধ : তিনি এ মামলার সাক্ষী।

১০৫. অশুদ্ধ : তিনি মৌন রইলেন।
শুদ্ধ : তিনি চুপ রইলেন।

১০৬. অশুদ্ধ : তিনি ঝালে- বেগুনে জ্বলে উঠলেন।
শুদ্ধ: তিনি তেলে-বেগুনে জ্বলে উঠলেন।

১০৭. অশুদ্ধ : তুমি, ফারিয়া ও আমি আজ পড়তে যাব।
শুদ্ধ: ফারিয়া, তুমি ও আমি আজ পড়তে যাব।

১০৮. অশুদ্ধ : তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
শুদ্ধ: তার বৈমাত্রেয় ভাই অসুস্থ।

১০৯. অশুদ্ধ: তিনি স্ব-সম্মানে তার আসন ত্যাগ করলেন।
শুদ্ধ : তিনি সসম্মানে তার আসন ত্যাগ করলেন।

১১০. অশুদ্ধ : তিনি স্বস্ত্রীক বেড়াতে গিয়েছেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন।

বাক্য শুদ্ধিকরণ

১১১. অশুদ্ধ : তার দু-চোখ অশ্রুজলে ভেসে গেল ।
শুদ্ধ: তার দু-চোখ অশ্রুতে ভেসে গেল ।

১১২. অশুদ্ধ: তাকে বাড়ি যাইতে দাও।
শুদ্ধ: তাকে বাড়ি যেতে দাও।
অথবা, তাহাকে বাড়ি যাইতে দাও।

১১৩. অশুদ্ধ : তুমি ছাড়া এ কাজ হবে না।
শুদ্ধ : তোমাকে ছাড়া এ কাজ হবে না ।

১১৪. অশুদ্ধ: তোমার তিরষ্কার বা পুরষ্কার কিছুই চাই না।
শুদ্ধ: তােমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না।

১১৫. অশুদ্ধ: তার একটুও সবকাশ নেই।
শুদ্ধ : তার একটুও অবকাশ নেই।

১১৬. অশুদ্ধ: তার মতাে করিতকর্মী লােক হয় না।
শুদ্ধ: তার মতাে করিতকর্মা লােক হয় না।

১১৭. অশুদ্ধ: তার সাথে আমার মতদ্বৈত বেদনাদায়ক।
শুদ্ধ: তার সাথে আমার মতভেদ বেদনাদায়ক।

১১৮. অশুদ্ধ: তাদের মধ্যে বেশ সখ্যতা দেখতে পাই।
শুদ্ধ: তাদের মধ্যে বেশ সখ্য দেখতে পাই।

১১৯. অশুদ্ধ: তার সাংঘাতিক আনন্দ হলো।
শুদ্ধ: তার অপরিসীম আনন্দ হলাে।

১২০. অশুদ্ধ : তার চেষ্টা নিস্ফল হলাে।
শুদ্ধ: তার চেষ্টা নিষ্ফল হলাে।

১২১. অশুদ্ধ : তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হয়েছি।
শুদ্ধ: তার উদ্ধত (বা ঔদ্ধত্য) আচরণে ব্যথিত হয়েছি।

১২২. অশুদ্ধ: তোমার পত্র পেয়ে সন্তোষ হলাম।
শুদ্ধ: তােমার পত্র পেয়ে সন্তুষ্ট হলাম।

১২৩. অশুদ্ধ : তুমিই টাকাটি আত্মসাৎ করেছ।
শুদ্ধ : তুমিই টাকা আত্মসাৎ করেছ।

১২৪. অশুদ্ধ : তিনি শিরােপীড়ায় ভুগছেন।
শুদ্ধ : তিনি শিরঃপীড়ায় ভুগছেন।

১২৫. অশুদ্ধ: তার গলা বাষ্পরুদ্ধ হলাে।
শুদ্ধ : তার কন্ঠ বাষ্পরুদ্ধ হলাে।

১২৬. অশুদ্ধ: তাকে শান্তনা দেবার মতাে ভাষা ছিল না।
শুদ্ধ: তাকে সান্ত্বনা দেবার মতাে ভাষা ছিল না।

১২৭.অশুদ্ধ: তার এই চাকচিক্য সব কিছুই বাহ্যিক।
শুদ্ধ : তার এই চাকচিক্য সব কিছুই বাহ্য।

১২৮. অশুদ্ধ : তিনি এক শ্বেতাঙ্গিনী বিবাহ করিয়াছেন।
শুদ্ধ: তিনি এক শ্বেতাঙ্গ বিবাহ করিয়াছেন।

১২৯.অশুদ্ধ : তোমার কথা শুনিয়া চমৎকার হইলাম।
শুদ্ধ : তোমার কথা শুনিয়া চমৎকৃত হইলাম।

১৩০. অশুদ্ধ : তদানীন্তনকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিল।
শুদ্ধ : তৎকালে বাঙালি ব্রিটিশদের অধীনে ছিল।

১৩১. অশুদ্ধ: দশচক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ: দশচক্রে ভগবান ভূত।

বাক্য শুদ্ধিকরণ

১৩২. অশুদ্ধ: দারিদ্রতাকে জয় করার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট।
শুদ্ধ: দারিদ্র্যকে / দরিদ্রতাকে জয় করার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট।

১৩৩. অশুদ্ধ : দুর্বলবশত তিনি আসতে পারেননি।
শুদ্ধ : দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।

১৩৪. অশুদ্ধ: দরিদ্র কাজী নজরুল ইসলামকে মহান করেছে।
শুদ্ধ: দারিদ্র্য কাজী নজরুল ইসলামকে মহান করেছে।

১৩৫. অশুদ্ধ : দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃচ্ছতা সাধন দরকার।
শুদ্ধ: দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃচ্ছসাধন দরকার।

১৩৬. অশুদ্ধ : গরিবের কথা বাসি হলে ফলে।
শুদ্ধ : কাঙালের কথা বাসি হলে ফলে।

১৩৭. অশুদ্ধ: দিবারাত্রি পরিশ্রমে তার শারীরিক স্বাস্থ্য ভঙ্গ হয়েছে।
শুদ্ধ : দিবারাত্র পরিশ্রমে তার স্বাস্থ্য ভঙ্গ হয়েছে।

১৩৮. অশুদ্ধ: দূষ্কৃতিকারীরা তার ঘর জ্বালিয়ে দিয়েছে।
শুদ্ধ: দুষ্কৃতকারীরা তার ঘর জ্বালিয়ে দিয়েছে।

১৩৯. অশুদ্ধ : ধানের হাটে আম নামিও না।
শুদ্ধ : ধানের হাটে ওল নামিয়াে না।

১৪০. অশুদ্ধ : নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে।
শুদ্ধ : নতুন ছেলেগুলো উৎপাত করছে।

১৪১. অশুদ্ধ : নীরােগী লোক প্রকৃত সুখী।
শুদ্ধ: নীরোগ লোক প্রকৃত সুখী।

১৪২. অশুদ্ধ: নদীর জল হ্রাস হয়েছে।
শুদ্ধ : নদীর জল হ্রাস পেয়েছে।

১৪৩. অশুদ্ধ : নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে।
শুদ্ধ: নদীর জলে অস্তগামী সূর্যের ছায়া পড়েছে।

১৪৪. অশুদ্ধ: নিরপরাধী, নিষ্পপীকে শাস্তি দেবে কেন?
শুদ্ধ: নিরপরাধ, নিষ্পাপকে শাস্তি দেবে কেন?

১৪৫. অশুদ্ধ : না খেয়ে মরব বরং চুরি করব না।
শুদ্ধ : না খেয়ে মরব তবু চুরি করব না।

১৪৬. অশুদ্ধ: নির্বাচনে বিজয়ী হওয়ায় তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।
শুদ্ধ: নির্বাচনে জয়ী হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৪৭. অশুদ্ধ : প্রতিযােগীতায় প্রতিদ্বন্দীতা থাকবেই।
শুদ্ধ: প্রতিযােগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।

১৪৮. অশুদ্ধ : পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ : পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান/ঘূর্ণ্যমান।

১৪৯. অশুদ্ধ : পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে।
শুদ্ধ : পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।

১৫০. অশুদ্ধ: পুত্রের অধগতি দেখে পিতা খুব ব্যাথিত হলেন।
শুদ্ধ: পুত্রের অধোগতি দেখে পিতা খুব ব্যথিত হলেন।

১৫১. অশুদ্ধ : প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।
শুদ্ধ : প্রত্যেক ঘরে / ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।

১৫২. অশুদ্ধ : পরপকার মানুষত্বের পরিচায়ক।
শুদ্ধ : পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক।

১৫৩. অশুদ্ধ : পাতায় পাতায় পড়ে শিশির নিশির।
শুদ্ধ : পাতায় পাতায় পড়ে নিশির শিশির।

১৫৪. অশুদ্ধ : প্রতিযােগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।
শুদ্ধ : প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা।

১৫৫. অশুদ্ধ : পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।
শুদ্ধ: পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ।

১৫৬. অশুদ্ধ : পড়াশােনায় তােমার মনযােগিতা দেখছি না।
শুদ্ধ : পড়াশোনায় তোমার মনোযোগ দেখছি না।

বাক্য শুদ্ধিকরণ

১৫৭. অশুদ্ধ : পাঁচজন মানুষেরা উপস্থিত ছিল।
শুদ্ধ : পাঁচজন মানুষ উপস্থিত ছিল।

১৫৮. অশুদ্ধ : ফেলো টাকা মাখো তেল।
শুদ্ধ : ফেলো কড়ি মাখো তেল।

১৫৯. অশুদ্ধ: বঙ্কিমচন্দ্রের ভয়ানক/ভয়ংকর প্রতিভা ছিল।
শুদ্ধ : বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল।

১৬০. অশুদ্ধ: বিবিধ প্রকার পুরস্কার দেওয়া হবে।
শুদ্ধ : বিবিধ পুরস্কার দেওয়া হবে।

১৬১. অশুদ্ধ : বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।
শুদ্ধ: বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।

বাক্য শুদ্ধিকরণ

১৬২. অশুদ্ধ : বিপদ হতে সতর্কিত থেকো।
শুদ্ধ: বিপদ হতে সতর্ক থেকো।

১৬৩. অশুদ্ধ : বাঁশ ঝাড়ে রাতে জোনাকি জ্বলে।
শুদ্ধ: বাঁশের ঝাড়ে রাতে জোনাকি জ্বলে।

১৬৪. অশুদ্ধ: বৈশাখ এবং জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল।
শুদ্ধ: বৈশাখ ও জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল।

১৬৫. অশুদ্ধ : বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
শুদ্ধ : বৃক্ষটি মূলসহ/সমূলে উৎপাটিত হয়েছে।

১৬৬. অশুদ্ধ: বিপদগ্রস্থ হয়ে তিনি আজ এসেছিলেন।
শুদ্ধ: বিপদগ্রস্ত হয়ে তিনি আজ এসেছেন।

১৬৭. অশুদ্ধ: বিগত পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সে চেষ্টা করছে।
শুদ্ধ: বিগত পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সে চেষ্টা করেছিল। অথবা, আগামী পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সে চেষ্টা করছে।

১৬৮. অশুদ্ধ : বর্ষার নদীটি কানায় কানায় পূর্ণ হয়েছে।
শুদ্ধ : বর্ষায় নদীটি কানায় কানায় পূর্ণ হয়েছে।

১৬৯. অশুদ্ধ : ভূমিই আমাদের মূলধন ও কৃষকরাই আমাদের খাদ্য যোগান দাতা।
শুদ্ধ : ভূমিই আমাদের মূলধন এবং কৃষকরাই আমাদের খাদ্য যোগান দাতা।

১৭০. অশুদ্ধ : মুমুর্ষ ব্যক্তির সেবা করবে।
শুদ্ধ : মুমূর্ষু ব্যক্তির সেবা করবে।

১৭১. অশুদ্ধ : মধুসুদনের বাড়ি যশোর।
শুদ্ধ : মধুসূদনের বাড়ি যশোর।

১৭২. অশুদ্ধ: মেয়েটি সুকেশিনী এবং সুহাস।
শুদ্ধ: মেয়েটি সুকেশী এবং সুহাসিনী।

১৭৩. অশুদ্ধ : মেয়েটি স্বয়ম্বরা।
শুদ্ধ: মেয়েটি স্বয়ংবরা।

বাক্য শুদ্ধিকরণ



১৭৪. অশুদ্ধ:
মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন।
শুদ্ধ: মহারাজ সভাকক্ষে প্রবেশ করলেন।

১৭৫. অশুদ্ধ: মাদকাশক্তি ভালো নয়।
শুদ্ধ: মাদকাসক্তি ভালো নয়।

১৭৬. অশুদ্ধ: মন্ত্রের সাধন এবং শরীর পতন।
শুদ্ধ : মন্ত্রের সাধন কিংবা শরীর পতন।

১৭৭. অশুদ্ধ : মন্ত্রীর অনুপস্থিতিতে সচিব দায়িত্ব পালন করবেন।
শুদ্ধ: মন্ত্রীর অবর্তমানে সচিব দায়িত্ব পালন করবেন।

১৭৮. অশুদ্ধ : মাতাহীন শিশুর কি দুঃখ!
শুদ্ধ : মাতৃহীন শিশুর কী দুঃখ!

১৭৯. অশুদ্ধ: মেয়েটি বেশ বুদ্ধিমান।
শুদ্ধ : মেয়েটি বেশ বুদ্ধিমতী।

১৮০. অশুদ্ধ: মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো।
শুদ্ধ: মামলা চালাতে গিয়ে লোকটি সর্বস্বান্ত হলো।

১৮১. অশুদ্ধ : যশ লাভ করার জন্য তার আকাঙ্খ প্রবল।
শুদ্ধ: যশ লাভ করার জন্য তার আকাঙ্ক্ষা প্রবল।

১৮২. অশুদ্ধ: যাবতীয় প্রাণীকূল এই গ্রহের বাসিন্দা।
শুদ্ধ: যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।

১৮৩. অশুদ্ধ : যেই সব ছাত্ররা পরীক্ষা দেয় নাই, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে।
শুদ্ধ: যেসব ছাত্র পরীক্ষা দেয়নি তাদের শাস্তি দেওয়া হয়েছে।

১৮৪. অশুদ্ধ: যুক্তি খণ্ডিত হয়েছে, তবে মুক্তি মেলেনি।
শুদ্ধ: যুক্তি খণ্ডন হয়েছে, তবে মুক্তি মেলেনি।

১৮৫. অশুদ্ধ : যুদ্ধ শেষ হইল।
শুদ্ধ: যুদ্ধ সমাপ্ত হইল।

১৮৬. অশুদ্ধ : যে-কোনো মুহুর্তে ঘরটি পড়ে যেতে পারে।
শুদ্ধ: যে-কোনো মুহূর্তে ঘরটি পড়ে যেতে পারে।

১৮৭. অশুদ্ধ: রোগের বৃদ্ধি পেয়েছে।
শুদ্ধ: রােগ বৃদ্ধি পেয়েছে।

সমাধান সহ দেখুন

১৮৮. অশুদ্ধ: রবীঠাকুরের গীতাঞ্জলী বিখ্যাত কাব্য।
শুদ্ধ : রবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।

১৮৯. অশুদ্ধ : রাজনীতি সমস্যা বাংলাদেশে প্রকট।
শুদ্ধ: রাজনৈতিক সমস্যা বাংলাদেশে প্রকট।

১৯০. অশুদ্ধ : রূপসীগণেরা রূপের মোহে অন্ধ।
শুদ্ধ : রূপবতীগণ রূপের মোহে অন্ধ।

১৯১. অশুদ্ধ : শুকরের দোয়ায় হাতি মরেনা।
শুদ্ধ : শকুনের দোয়ায় গরু মরে না।

১৯২. অশুদ্ধ: শশীভূষণ কি আসেনি?
শুদ্ধ : শশিভূষণ কি আসেনি?

১৯৩. অশুদ্ধ : শাক তুলতে গিয়ে সাপ তুলো না।
শুদ্ধ: শাক তুলতে গিয়ে কেঁচো তুলাে না।

১৯৪. অশুদ্ধ : শপথ নিলাম ? পাশ করবই।
শুদ্ধ : শপথ নিলাম– পাশ করবই।

১৯৫. অশুদ্ধ : শুধুমাত্র টাকার জোরে সবকিছু হয় না।
শুদ্ধ : শুধু টাকার জোরে সবকিছু হয় না।

১৯৬. অশুদ্ধ : শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ একটি আদমজী পুরষ্কারে ভূষিত উপন্যাস।
শুদ্ধ: শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ আদমজী পুরস্কারে সম্মানিত একটি উপন্যাস।

বাক্য শুদ্ধিকরণ

১৯৭. অশুদ্ধ: শরীর অসুখের কারণে আমি কাল আসতে পারিনি।
শুদ্ধ: অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি।

১৯৮. অশুদ্ধ : শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হতে পারে।
শুদ্ধ: শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ হতে পারে।

১৯৯. অশুদ্ধ : শুধুমাত্র তুমি গেলেই হবে।
শুদ্ধ : শুধু তুমি গেলেই হবে।

২০০. অশুদ্ধ: শামীমের চিঠি দেখে তিনি নির্বাক হলেন।
শুদ্ধ: শামীমের চিঠি দেখে তিনি অবাক হলেন।

২০১. অশুদ্ধ : শ্মশান ঘাটে আমরা শব পােড়া দেখিয়াছি।
শুদ্ধ: শ্মশান ঘাটে আমরা শবদাহ দেখিয়াছি।

২০২. অশুদ্ধ: শারিরীক ভাবে ভালাে থাকলেও মানষিক ভাবে ভালাে না।
শুদ্ধ: শারীরিক ভাবে / শরীর ভালো থাকলেও মানসিক ভাবে /মন ভালা না।

২০৩. অশুদ্ধ : ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ।
শুদ্ধ: ষড়ঋতুর দেশ বাংলাদেশ।

২০৪. অশুদ্ধ: সময় বড় সংক্ষেপ।
শুদ্ধ: সময় বড় সংক্ষিপ্ত।

২০৫. অশুদ্ধ : সাবধান পূর্বক চলবে।
শুদ্ধ: সাবধানে চলবে।

২০৬. অশুদ্ধ: সশঙ্কিত চিত্তে সে বলতে লাগলো।
শুদ্ধ : সশঙ্ক/(শঙ্কিত) চিত্তে সে বলতে লাগলো।

২০৭. অশুদ্ধ : সারাজীবন ভূতের মজুরি খেটে গেলাম।
শুদ্ধ : সারাজীবন ভূতের বেগার খেটে গেলাম।

২০৮. অশুদ্ধ : সে সংকট অবস্থায় পড়েছে।
শুদ্ধ : সে সংকটজনক অবস্থায় পড়েছে।

২০৯. অশুদ্ধ : সে সমস্ত কথা বিস্তারিত বললাে।
শুদ্ধ: সে সব কথা বিস্তারিত বললাে।

২১০. অশুদ্ধ : সে ক্রোধে আত্মহারা হয়েছে।
শুদ্ধ : সে ক্রোধান্ধ হয়েছে।

২১১. অশুদ্ধ: সকল সুধীমণ্ডলী উপস্থিত আছেন।
শুদ্ধ : সুধীমন্ডলী উপস্থিত আছেন।

২১২. অশুদ্ধ : সে অত্যন্ত আশ্চর্য হলাে।
শুদ্ধ: সে অত্যন্ত আশ্চর্যান্বিত হলাে।

২১৩. অশুদ্ধ : সুলতানা এ পরিবারের কর্তা।
শুদ্ধ : সুলতানা এ পরিবারের কর্তী।

২১৪. অশুদ্ধ : সে উচ্চ বালিকা বিদ্যালয়ে লেখাপড়া করে।
শুদ্ধ : সে বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে।

২১৫. অশুদ্ধ: সব পাখিরা নীড় বাঁধে না।
শুদ্ধ : সব পাখি নীড় বাঁধে না।

বাক্য শুদ্ধিকরণ

আমাদের পোষ্ট গুলো প্রতিনিয়ত আপডেট করা হয়। বিসিএস,প্রাইমারি সহ সব পরীক্ষার প্রতিনিয়ত প্রশ্ন অনুযায়ী পোষ্ট গুলো আমরা আপডেট করি। সবার জন্য শুভ কামনা রইলো।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *