আইইএলটিএস প্রস্তুতি

ielts মানে কি । ielts করতে কতদিন লাগে

শেয়ার করুন

ielts মানে কি

ielts মানে কি: আজকে আমরা ielts কি,কেন করবেন এবং কিভাবে ভালো স্কোর করবেন এই পোষ্টে আমি সব বিস্তারিত আলোচনা করবো। আশা করি, এর পরে কোন ধরনের কনফিউশন থাকবেনা।  (International English Language Testing System)ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আপনার ইংরেজীর সবকটি দক্ষতা- রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং মূল্যায়ন করা হয়। বিশ্বের সবথেকে জনপ্রিয় ইংরেজী ভাষার পরীক্ষা।

study
প্রশ্ন-জিজ্ঞাসাঃ আপনি কি বিদেশে উচ্চশিক্ষা, কাজ, বা ইমিগ্রেশনের জন্য যেতে চান? তাহলে আপনাকে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করার জন্য (IELTS/TOEFL/PTE) দিতে হবে।

আমি এই পোস্টে IELTS নিয়ে আলোচনা করবো।

ielts meaning in english

(International English Language Testing System) ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম।

ielts করতে কত টাকা লাগে

  • IELTS অ্যাকাডেমিক – পরীক্ষাকেন্দ্রে (কাগজে অথবা কম্পিউটারে) [খরচ -২০,২৫০ টাকা]
  • IELTS জেনারেল ট্রেনিং – পরীক্ষাকেন্দ্রে (কাগজে অথবা কম্পিউটারে) [২০,২৫০ টাকা]
  • IELTS অ্যাকাডেমিক ফর UKVI – পরীক্ষাকেন্দ্রে (কাগজে অথবা কম্পিউটারে) [২২,৫৫০ টাকা]
  • IELTS জেনারেল ট্রেনিং UKVI – পরীক্ষাকেন্দ্রে (কাগজে অথবা কম্পিউটারে) [২২,৫৫০ টাকা]
  • IELTS ফর লাইফ স্কিল (A1 এবং B1) [১৭,২৫০ টাকা]

আইইএলটিএস পরীক্ষার নিয়ম

আপনার IELTS পরীক্ষার দিনে আপনি কিছুটা বিচলিত থাকতে পারেন। এজন্য আপনি স্বাভাবিক থাকতে পারেন, তাই পরীক্ষার দিনে কী ঘটবে তা সম্পর্কে একটি ধারণা দিয়ে কিছু তথ্য এখানে তুলে ধরেছি।

প্রথমে আপনার IELTS পরীক্ষার জন্য আপনাকে নির্ধারিত সময়ে পৌঁছাতে হবে। আপনার পরীক্ষা কোন সময়ে শুরু হবে সেটা যেন আপনি জানতে পারেন তাই পরীক্ষার অন্তত তিন দিন আগে আপনি একটি ইমেল পাবেন। তবে গুরুপূর্ণ হলো দেরিতে পৌঁছালে আপনাকে পরীক্ষায় নাও বসতে দেয়া হতে পারে।

যদি আপনার শারীরিক অক্ষমতা বা অন্য কোনও অবস্থার জন্য যদি আপনি বিশেষ ব্যবস্থাপনার জন্য বলে রাখলে তাহলে পরীক্ষার দিনে আপনার জন্য সেই ব্যবস্থাই করা হবে। এই ব্যাপারে আপনাকে অন্তত ৯০ দিন আগে যোগাযোগ করে জানাতে হবে।

ielts পরীক্ষা

পরীক্ষার আগে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত কিনা সেটা নিশ্চিত হোন। পরীক্ষার হলে আপনাকে খাবার খেতে দেয়া হবে না কিন্তু স্বচ্ছ বোতলে পানি খেতে পারবেন।

ব্রিটিশ কাউন্সিল আপনার নিরাপত্তার প্রতি যত্নবান। পরীক্ষার দিনে IELTS এর প্রশাসনিক কর্মীরা আপনার একটি ছবি তুলে রাখবে।

আপনার পরীক্ষা বুক করার পর আপনাকে প্রদত্ত ছবি সম্পর্কিত নির্দেশনা পর্যালোচনা করতে ভুলবেন না। এছাড়াও কেন্দ্রে আপনার আঙুলের ছাপ স্ক্যান করা হবে।

কোন প্রকার ঘড়ি পরীক্ষা কক্ষে নিয়ে যেতে পারবেন না। আপনার সাথে ব্যাগ সহ জিনিসপত্র থাকলে সেটা বাহিরে রাখার জায়গায় রাখতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে ঘড়ি থাকবে।

আই এল টি এস

IELTS পরীক্ষার প্রকারভেদ

সাধারনত ২ ধরনের IELTS পরীক্ষা হয়ে থাকে।

  • একাডেমিক আইইএলটিএস (Academic IELTS): আপনি যদি উচ্চশিক্ষার যদি বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান, তাহলে আপনাকে Academic IELTS পরীক্ষাটি দিতে হবে।
  • জেনারেল ট্রেনিং আইইএলটিএস (General Training IELTS): আর আপনি যদি লেখাপড়া ভিন্ন কোন উদ্দেশ্যে, যেমন-, ইমিগ্রেশন, চাকরি, ট্রেনিং ইত্যাদির জন্য ইংলিশ স্পিকিং কোন দেশে যান, তাহলে আপনাকে General Training IELTS দিতে হবে।

আইইএলটিএস

একাডেমিক এবং জেনারেল দুই মডিউলেই মোট চারটি বিষয়ে দক্ষতা যাচাই করা হয়- লিসেনিং, রাইটিং, রিডিং এবং স্পিকিং। লিসেনিং, রাইটিং এবং রিডিং পরীক্ষা হবে একইদিনে কোনোরকম বিরতি ছাড়া। কিন্তু, স্পিকিং পরীক্ষা হবে এক সপ্তাহ আগে অথবা পরে। পরীক্ষার আগে দিন-তারিখ জানিয়ে দেয়া হবে। মানে আপনাকে দুদিন পরীক্ষা দিতে হবে।

ielts learning

 লিসেনিং

  • সময়সীমাঃ ৪০ মিনিট।
  • Academic ও General Training IELTS- এ লিসেনিং টেস্ট একই ধরনের হয়ে থাকে। 
  • ৩০ মিনিট আপনাকে অডিও শুনতে হবে এবং ১০ মিনিট পাবেন উত্তরপত্রে  সঠিক উত্তর লেখার জন্য।
  • মনে রাখবেন, অডিও গুলো শুধুমাত্র একবার শুনতে পাবেন।

 রিডিং

  • সময়সীমাঃ৬০ মিনিট।
  • Academic IELTS Reading-এ প্যাসেজগুলো আসে বই, জার্নাল, আর্টিকেল, রিসার্চ পেপার বা নিউজপেপার থেকে আর General Training IELTS- এ প্যাসেজগুলো বই, জার্নাল, ম্যাগাজিন, নিউজপেপার, বিজ্ঞাপন, নোটিশ, কোম্পানীর হান্ডবুক, অফিশিয়াল ডকুমেন্ট থেকে আসে।
  • ৩টি আর্টিকেল পড়ে উত্তর লিখতে হবে, ও প্রত্যেকটি আর্টিকেলের উত্তর করতে সময় পাবেন গড়ে প্রায় ২০ মিনিট।
  • মনে রাখবেন, উত্তর খাতায় লেখার জন্য লিসেনিং এর মতো কোন অতিরিক্ত সময় পাবেন না।

 রাইটিং

  • সময়সীমাঃ৬০ মিনিট।
  • ২ টি রাইটিং টাস্ক থাকে। রাইটিং টাস্ক ১: সময় ২০ মিনিট, এবং সর্বনিম্ন ১৫০ শব্দ লিখতে হবে। রাইটিং টাস্ক ২: সময় ৪০ মিনিট এবং সর্বনিম্ন ২৫০ শব্দে লিখতে হবে।      
  • এবার আসি Academic IELTS ও General Training IELTS-এর মধ্যে পার্থক্যটা কোথায়? Academic IELTS-এর রাইটিং টাস্ক-১ এ আপনাকে লিখতে হবে বারগ্রাফ, পাইচার্ট, প্রসেস ম্যাপ, টেবিল,ডায়াগ্রামের বর্ণ্না আর রাইটিং টাস্ক-২ তে কোন একটা নির্দিষ্ট বিষয়ে আপনার মতামত কিংবা যুক্তিতর্ক বিষয়ক লেখা লিখতে হবে।
  • অপরদিকে, General Training IELTS এর রাইটিং টাস্ক-১ এ সাধারনত ফরমাল লেটার জাতীয় লেখা লিখতে হয় এবং রাইটিং টাস্ক-২ তে কোন সমস্যার সমাধান বা মতামত দেয়া বা যুক্তিতর্ক দিয়ে লিখতে হয়। 

 স্পিকিং

  • সময়সীমাঃ১০-১৫ মিনিট।
  • পার্ট ১ (৪ থেকে ৫ মিনিট): এই পার্টে আপনাকে আপনার শখ, আপনার পড়ালেখা, চাকরি,বাড়ি, পরিবার এইসব বিষয়ে প্রশ্ন করা হয়।
  • পার্ট ২ (১ থেকে ২মিনিট): আপনাকে একটি নির্দিষ্ট টপিকে ৩-৪ টি প্রশ্ন দেয়া থাকবে, কিউকার্ড দেখে উত্তর ভাবার জন্য আপনি ১ মিনিট সময় পাবেন, এবং নোট নেয়ার জন্য আপনাকে কাগজ, পেন্সিল দেয়া হবে ।
  • পার্ট ৩ (৪ থেকে ৫মিনিট): পার্ট ২ এর টপিকের উপর আপনাকে কিছু ফলো আপ প্রশ্ন করা হয়।

  • পেপার বেসড আইইএলটিএস।
  • কম্পিউটার বেসড আইইএলটিএস।

পেপার বেসড IELTS vs কম্পিউটার বেসড IELTS–

  • পেপার বেসড-এ লিসেনিং, রিডিং, রাইটিং একদিনে পরীক্ষা হয় আর স্পিকিং টেস্ট হয় অনান্য মডিউল গুলোর আগে বা পরে যেকোন দিন।
  • অপরদিকে, কম্পিউটার বেসড -এ লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং- সবগুলো মডিউলের পরীক্ষা একই দিনে হয়। স্পিকিং টেস্ট হয় ফেস টু ফেস পেপার বেসড পরীক্ষার মত আর বাকী মডিউলগুলো কম্পিউটার স্ক্রীনে হয়। 
  • কম্পিউটার বেসড পরীক্ষা দিলে অবশ্যই আপনার টাইপিং স্পিড ভাল হতে হবে।

ielts কিভাবে শুরু করব

  •  আইইএলটিএস পরীক্ষার ফরম্যাটের সঙ্গে নিজেকে পরিচিত করতে হবে
  • পড়াশোনার সময়সূচি তৈরি করুন
  • নিজের ভাষাদক্ষতা উন্নত করুন
  • নিয়মিত চর্চা করুন
  • লেখার দক্ষতা যেভাবে বাড়াবেন
  •  সময়ের ব্যাপারে সচেতন হোন
  • নিজের কথা বলার দক্ষতা বাড়ান
  • টেস্ট পরীক্ষা দিন
  • পর্যালোচনা এবং সংশোধন করুন
  • আত্মবিশ্বাসী থাকুন

ielts পরীক্ষা কিভাবে হয়

স্পিকিং 

স্পিকিং টেস্টের দৈর্ঘ্য সাধারণত ১১-১৪ মিনিট হয়ে থাকে। প্রধানত তিনটি অংশে ইংরেজিতে কথা বলার পরীক্ষা দিতে হয়। প্রথম অংশে প্রশ্নকর্তা সাধারণত পরিবার, কাজ, পড়াশোনা, শখ—এসব ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবে।

দ্বিতীয় অংশে শিক্ষার্থীকে একটি নির্ধারিত বিষয় দেওয়া হবে এবং সেই বিষয়ে প্রায় দুই মিনিট কথা বলতে হবে। তবে প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্য আগে এক মিনিট সময় পাবেন।

তৃতীয় অংশের আলাপ হবে মূলত দ্বিতীয় অংশে আপনি যা বলেছেন, তার ওপর ভিত্তি করে। প্রশ্নকর্তা আপনাকে নানা রকম প্রশ্ন করবেন, বুদ্ধিমত্তার সঙ্গে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে।

লিসেনিং

আর লিসেনিং অংশে শিক্ষার্থীকে চারটি অডিও শোনানো হয়। কোনো অডিওতে হয়তো একাধিক মানুষের কথোপকথন থাকতে পারে। আবার কোনোটায় একজনের কণ্ঠস্বরই শুনতে পাবেন, যিনি কোনো একটি নির্দিষ্ট বিষয় বর্ণনা করবেন।

এজন্য লিসেনিং অংশে বেশ কিছু বহুনির্বাচনী প্রশ্ন থাকে। কোথাও কোথাও এক শব্দ বা তিন শব্দে উত্তর দিতে বলা হয়ে থাকে। সব রকম উত্তর দেওয়ার জন্যই আপনাকে মনোযোগ দিয়ে শুনতে অবশ্যই হবে।

রিডিং

এ সেকশনে ৩টি অনুচ্ছেদ পড়ে ৬০ মিনিটের মধ্যে আপনাকে ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্ন ও শূন্যস্থান পূরণ আছে। ওই নির্ধারিত অনুচ্ছেদ পড়ে ‘সত্য, মিথ্যা বা উল্লেখ নেই’—এমন মন্তব্যও করতে হবে।

‘ম্যাচিং সেনটেন্স এন্ডিংস’ ধরনের প্রশ্নে অনুচ্ছেদ পড়ে বাক্য শেষ করতে হবে আপনাকে। ‘সেনটেন্স কমপ্লিশন’ ধরনের প্রশ্নও থাকতে পারে মাঝে মাঝে। এ ছাড়া কোনো একটা অনুচ্ছেদ পড়ে আপনাকে টেবিল বা ফ্লোচার্ট পূরণ করতে এমনও হতে পারে।

রাইটিং

একাডেমিক রাইটিংয়ে ৬০ মিনিটে ২টি অংশে লিখতে হয়। প্রথম অংশে গ্রাফ, টেবিল, চার্ট বা ডায়াগ্রাম সংশ্লিষ্ট একটি বিষয়ে আপনাকে লিখতে হবে। ব্যাখ্যা ও সংক্ষিপ্ত বর্ণনা দিতে হয় ১৫০ শব্দের মধ্যেদ্বিতীয় অংশে ৪০ মিনিটে ২৫০ শব্দের মধ্যে উত্তর লিখতে হয়। এখানে আপনার ভোকাবুলারি কতটা সমৃদ্ধ, ইংরেজি ভাষা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন কি না, রাইটিং অংশে তা-ই পরীক্ষা করা হয়ে থাকে।

আরও পড়ুন:

রোগ থেকে মুক্তির দোয়া

আইএলটিএস পড়ার রুটিন

রুটিন বিষয়টা পার্সন ভেদে একেক রকম হয়। এজন্য আসলে রুটিন বলাটা কঠিন। তবে এখানে বলবো প্রতিদিন অন্তত ১০+ ঘন্টা সময় দিতে হবে এবং নিজেই ধারাবাহিক ভাবে সময় দিতে হবে। কখনো এটা পড়ে ওটাতে যাই বা ওই টপিকস পড়ি এমন যেন না হয়। সিরিয়াল ভাবে ধর্য্যে ধরে প্রতিদিন পড়তে হবে। তবে এখানে স্টেপ বলবো যেটা ফলো করে আপনি রুটিন বানাতে পারেন। এই স্টেপ গুলো সবচেয়ে বেশি কার্যকর।

  • ফরম্যাট বুঝুন
  • নিজেকে বুঝুন
  • রুটিন করুন
  • ম্যাটেরিয়ালস ব্যবহার করুন 
  • ইংরেজিকে গুরুত্ব দিন

ielts কোথায় করলে ভালো হবে

  • Mentors
  • Penston
  • British American Resource Center 
  • RimonsIELTS
  • Banglay IELTS
  • Saifur’s
  • Saint Jones 

আইইএলটিএস স্কোর

Band Score Level
9 Expert User
8 Very Good User
7 Good User
6 Competent User
5 Modest User
4 Limited User
3 Extremely Limited User
2 Intermittent User
1 Non-User
0 Didn’t Attempt the Test

উপসংহারঃ প্রতিদিন নিয়ম অনুযায়ী পড়তে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো আমাকে দিয়ে পারতে হবে। শেষ কথাটা মাথায় রাখবেন-প্রতিদিন রুটিনমাফিক পড়ুন, ভালো স্কোর আপনার ঝুলিতে আসতে বাধ্য। 

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *