PARTS OF SPEECH

Parts of speech কত প্রকার কি কি

শেয়ার করুন

PARTS OF SPEECH

Modern English Grammar- এ  Parts of Speech এর স্থলে Word Classes শব্দটি বেশি ব্যবহৃত হয়। Part- অর্থ ‘অংশ’ আর Speech- এর অর্থ হলো’ বাক্য’। সুতরাং বলা যায়, Parts of Speech- এর  অর্থ ’পদ’ বা ’বাক্যাংশ’। আমাদের আজকের আলোচ্য বিষয় Parts of Speech বা  Word Classes মূলত Word- এর Classification বা শব্দের শ্রেণিবিন্যাস নিয়ে আলোচনা করবো। ইংরেজি ভাষায় কোন Sentence-এ ব্যবহৃত প্রতিটি Word-ই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে । এ অধ্যায়ে আমরা জানবো Parts of Speech কাকে বলে? It is a part not only for the speech but also for the whole English Grammar.

পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কি কি

Parts of Speech কাকে বলে ও কত প্রকার?

অতএব, Sentence- এ ব্যবহৃত প্রত্যেকটি Word কে এক একটি Part of Speech বলে । ইংরেজিতে Parts of Speech আট প্রকার:

  1. Noun(বিশেষ্য)
  2. Pronoun(সর্বনাম)
  3. Adjective(বিশেষণ)
  4. Verb (ক্রিয়া)
  5. Adverb(ভাব বিশেষণ)
  6. Preposition(পদান্বয়ী অব্যয়)
  7. Conjunction(সমুচ্চয়ী অব্যয়)
  8. Interjection(আবেগসূচক অব্যয়)।

নিম্নে ছক আকারে প্রকারভেদের তালিকা তুলে ধরা হলো-

বাংলা পদ ইংরেজী parts of speech
১. বিশেষ্য 1. Noun
২. সর্বনাম 2. Pronoun
৩. বিশেষণ 3. Adjective
৪. ক্রিয়া 4. Verb
৫. অব্যয় 5. Preposition(সম্মুচ্চিত অব্যয় বা পদান্বয়ী অব্যয়)
6. Conjunction(সংযোজক অব্যয়)
7. Interjection(বিস্ময় সূচক অব্যয়)
  8. Adverb(ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণের বিশেষণ)
Parts of Speech

প্রত্যেক প্রকার Parts of Speech- কাকে বলে

NOUN

Noun: যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোন কিছুর সমষ্টি,অবস্থা বা গুণের নাম বুঝায় তাকে Noun বলে ।

যেমন: Rahim, May, Table,Man, Cow, Cat, Book ইত্যাদি

Noun কে আবার ৫ টি ভাগে ভাগ করা হয়ে থাকে যথা-

  • ১. Proper noun – দিন, মাস, ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে proper noun হয়। যেমন- Rahim, May, Table.
  • ২. Common noun – কোনো ব্যক্তি বা বস্তুর আলাদা করে নাম না বুঝিয়ে যদি ব্যক্তি বা বস্তুর জাতি, সম্প্রদায় বা শ্রেণীগত নাম বুঝায় তখন তাকে common noun বলে। যেমন- Man, Cow, Cat, Book.
  • ৩. Collective noun – যে noun দ্বারা ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা সমষ্টিকে বোঝায় তাকে collective noun বলে। যেমন- Family, Student, Army.
  • ৪. Material noun – যে সকল noun দ্বারা অন্য কোনো noun তৈরী হয় বা কোনো বস্তু তৈরী হতে অন্য যে সকল বস্তুর প্রয়োজন হয় সেই সকল বস্তুর নাম কে meterial noun বলে। যেমন- Iron, Gold, Water.
  • ৫. Abstract noun – যে সকল noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা ভাব বা অবস্থার নাম বোঝায় সে সকল noun কে abstract noun বলে। যেমন- Beauty, Happy.

Pronoun কাকে বলে, কত প্রকার ও কি কিঃ

Parts of speech এ noun এর পরেই pronoun এর অবস্থান। Noun শব্দের অর্থ নাম আর নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে বলে pronoun বা সর্বনাম। অর্থাৎ বার বার কারো নাম না বলে অন্য কোনো শব্দ দিয়ে যদি সেই ব্যক্তি বা বস্তুকে বোঝানো যায় তবে সেই সকল শব্দ বা পদ কে pronoun বা সর্বনাম বলে। আমি, তুমি সে এগুলো pronoun বা সর্বনাম। Pronoun কে ৪ টি ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা-

  • ১. Personal pronoun – যে সকল pronoun দ্বারা ব্যক্তি বা বস্তুকে সরাসরি বোঝায় বা যে সকল pronoun বাক্যে subjective ও objective রূপে বসে বা person এর ১ম ও ২য় রূপে বসে সে সকল pronoun কে personal pronoun বলে। যেমন- He, Him, She, Her, We, Us, They, Them.
  • ২. Possessive pronoun – যে সকল pronoun বাক্যে possessive রূপে বসে বা person এর ৩য় রূপে বসে সে সকল pronoun কে possessive pronoun বলে। যেমন- His, Our, Their.
  • ৩. Relative pronoun – যে সকল pronoun বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যে থাকা অন্য সকল noun বা pronoun এর মাঝে সম্পর্ক স্থাপন করে বা অন্য সকল noun বা pronoun কে নির্দেশ প্রদান করে সে সকল pronoun কে relative pronoun বলে। যেমন- Who, Which, That.
  • ৪. Interrogative pronoun – যে সকল pronoun দ্বারা প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয় সে সকল pronoun কে interrogative pronoun বলে। যেমন- Who, Where, When.

Adjective কাকে বলে এর সংজ্ঞাঃ

Parts of speech এ adjective হলো সেই পদ বা শব্দ যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুন, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ পায়। অর্থাৎ যে সকল শব্দ দ্বারা দোষ, গুন, পরিমাণ, অবস্থা বা সংখ্যা প্রকাশ পায় সে সকল শব্দ কে Adjective বা বিশেষণ বলে। যেমন- Beautiful, Good, Bad.

Verb কাকে বলে, কত প্রকার ও কি কিঃ

Parts of speech এ verb এর ভূমিকা অপরিসীম। Verb শব্দের অর্থ ক্রিয়া বা কাজ। সাধারন্ত যে সকল শব্দ বা পদ দ্বারা কোনো কিছু হওয়া, করা, খাওয়া, যাওয়া বা কাজ বোঝায় সে সকল শব্দ বা পদ কে verb ভা ক্রিয়া বলে। Verb বা ক্রিয়াকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। যথা-

  • ১. Finite verb বা সমাপিকা ক্রিয়া
  • ২. Nonfinite verb বা অসমাপিকা ক্রিয়া

প্রতিটা verb কে আবার ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে যা 1timeschool এর অন্য পেজে আলোচনা করা হয়েছে। কয়েকটি verb যেমন- Do, Love, Like, Loss.

Adverb কাকে বলে এর সংজ্ঞাঃ

Adverb শব্দের অর্থ ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণের বিশেষণ। Parts of speech এ adverb সাধারন্ত verb বা ক্রিয়া এবং adjective বা বিশেষণ কে পোক দিতে ব্যবহার করা হয়। অর্থাৎ যে সকল শব্দ বা পদ adjective এবং verb এর দোষ, গুন ও কাজ কে পরিমাপ করে বা অতিরিক্ত বা কম আকারে প্রকাশ করে সে সকল শব্দ কে Adverb বলে। যেমন- Very, Slowly, Never, After.

Preposition কাকে বলে এর সংজ্ঞাঃ

Pre শব্দের অর্থ পূর্বে এবং position অর্থ অবস্থান। অর্থাৎ preposition অর্থ পূর্বে অবস্থান। Preposition একটি অব্যয় এবং এর বাংলা অর্থ সম্মুচ্চিত অব্যয় বা পদান্বয়ী অব্যয়। যে সকল শব্দ noun বা pronoun এর আগে বসে বাক্যে ব্যবহৃত অন্য সকল noun বা pronoun এর মাঝে সম্পর্ক স্থাপন করে সেই সকল শব্দ বা পদ কে preposition বলে। Parts of speech এ preposition যেহেতু এক ধরনের অব্যয় বলে তাই preposition জাতীয় শব্দের কোনো মানে নেই। একেক অর্থে একেক জায়গাতে preposition এর একেক অর্থ প্রকাশ করে। 1timeschool এ preposition সম্পর্কে grammar অধ্যায়ে বিশদ আলোচনা করা হয়েছে। কয়েকটি preposition যেমন- in, into, on, to, of.

Conjunction কাকে বলে এর সংজ্ঞাঃ

A conjunction is a word for joining one word to another word, or one sentence to another sentence.                                                                    – J.C. Nesfield

A conjunction is a word used to join words or sentences.       –  Wren & Martin.

‘Con’ মানে ’একত্র’ এবং Junction মানে ’সংযোগ’। সুতরাং ‘Conjunction’ – এর অর্থ হলো ’একত্র সংযোগ’।

তাহলে বলা যায়, Conjunction হলো সেই শব্দ যা একাধিক শ্বদ বা বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়।

কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক-

  • Hasan and Kamal are good friends.
  • Adib is a boy but Nafisa is a girl.
  • Learn your lesson or leave the class.
  • She is not only beautiful but also intelligent.
  • I do not know whether he will come or not.
  • She talks as if she were mad.

প্রথম বাক্যে- and শব্দটি Hasan ও Kamal- এই শব্দ দুটিকে সংযুক্ত করেছে। দ্বিতীয় বাক্যে but শব্দটি   Adib is a boy ও Nafisa is a girl- এই বাক্য দুটিকে সংযুক্ত করেছে। আবার তৃতীয় বাক্যে or শব্দটি Learn your lesson ও leave the class এই Sentence দুটিকে সংযুক্ত করেছে। সুতরাং বলা যায়, ‍and, but, or এই শব্দগুলোই হলো Conjunction.

Interjection কাকে বলে এর সংজ্ঞাঃ

An Interjection is a word or sound thrown into a sentence to express some feeling of the mind.                                                                                    – J.C. Nesfield.

An Interjection is a word that expresses some sudden feeling.

                                                                                                     – Wren & Martin.

অর্থাৎ, যে শব্দ মনের আকস্মিক আবেগ প্রকাশ করে, তাকে Interjection বলে।

নিচের Sentence গুলো লক্ষ্য করা যাক-

  • Hello, Rana! How are you?
  • Hurrah! We have won the game.
  • Fie! You are a liar.
  • Bravo! You have done well.
  • Alas! He is no more.

উপরের বাক্যগুলোতে Hello, Hurrah, Fie, Bravo, Alas শব্দগুলির সাহায্যে যথাক্রমে দৃষ্টি আকর্ষন, আনন্দ, ঘৃণা, উৎসাহ এবং দু:খ প্রকাশ করা হয়েছে। তাহলে বলা যায় এই সব শব্দগুলোই হলো Interjection.

প্রত্যেক প্রকার Parts of Speech কাকে বলে এবং এর বিস্তারিত বর্ণনা পরবর্তী পাঠে আলোচনা করা হবে।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *