Person কাকে বলে

Person কাকে বলে – কত প্রকার কি কি- উদাহরণসহ ব্যাখ্যা

শেয়ার করুন

সূচনা: আজ আমরা Person সম্পর্কে জানবো। Person কাকে বলে কত প্রকার কি কি সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সহ সমাধান দেখবো। তাহলে চলুন দেখা যাক আজ কি কি থাকবে-

Person কাকে বলে – what is person in grammar

Definition বা সংজ্ঞাঃ Grammar-এর পরিভাষায় বিভিন্ন Sentence-এ Verb এর ভিন্ন ভিন্ন Subject বা কর্তাকে Person বলে।

 নিচের বাক্যগুলো পড়োঃ

  • I go to school regularly..(আমি নিয়মিত ইস্কুলে যাই।)  
  • We are students. (আমরা শিক্ষার্থী ।)  
  •  You are a boy. (তুমি একজন বালক ।)
  • He is a good boy. (সে ভালো ছেলে।)
  •  Mahin plays cricket. (মাহিন ক্রিকেট খেলে।)
  •  It is a nice book. (এটা একটি চমৎকার বই।)।  

ওপরের বাক্যগুলোতে IWe, You, He, Mahin এবং It হলো বিভিন্ন ধরনের Subject বা কর্তা। এই Subject-গুলো বাক্যে person হিসেবে কাজ করছে।

বস্তুতঃ Persons শব্দটি People শব্দটির সমার্থক। 

Classifications of Person (Person-এর শ্রেণিবিভাগ)

Person কত প্রকার – types of person

Person প্রধানত তিন প্রকার। 

যথা: 1. First Person, 2. Second Person ও 3. Third Person           

First person কাকে বলে – what is first person

যে অথবা যারা কথা বলে তারাই First Person. 

নিচের Sentence গুলো লক্ষ করো।

  • I live in Dhaka. (আমি ঢাকায় থাকি।)
  • We are students. (আমরা শিক্ষার্থী।

ওপরের প্রথম Sentence এ ‘I’ এবং দ্বিতীয় Sentence এ ‘We’ দ্বারা বক্তা নিজেকে বা নিজেদেরকে বোঝাচ্ছে। এদেরকে First Person বলে।। সুতরাং, বক্তা নিজের বা নিজেদের সম্পর্কে কিছু বলার জন্য Sentence-এ যে Pronoun ব্যবহার করে তাকে First Person বলে।

 যে কোন Sentence-এ ব্যবহৃত First Person গুলো হলো 

Singular Plural Singular  Plural                                   
I – আমি We – আমরা My – আমার Our – আমাদের 
Me – আমাকে          Us – আমাদেরকে          Mine – আমার             Ours – আমাদের

Second Person কাকে বলে – What is second person

বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বা মধ্যম পুরুষ বলা হয়। যেমন : You, Your, Yours ইত্যাদি।

  • You are a good boy. (তুমি ভলো ছেলে ।)
  • Your pen writes well. (তোমার কলম ভালো লেখে।)

ওপরের Sentence-দুটি লক্ষ করলে দেখা যায় প্রথম বাক্যে You এবং দ্বিতীয় বাক্যে Your দিয়ে বক্তা তার তাদের সামনে উপস্থিত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে কিছু বলছে। এরা Second Person .

সতরাং বক্তা তার সামনে উপস্থিত (অর্থাৎ প্রত্যক্ষ) কাউকে উদ্দেশ্য করে কিছু বলে তার জন্য sentence-এ যে Pronoun ব্যবহার করা হয় তাকে Second Person বলে।

কোনো Sentence-এ ব্যবহৃত Second Person গুলো হলো।

Singular                                 Plural

you – তুমি, তুমাকে                    you- তোমরা, তোমাদেরকে   

your – তোমার, আপনার           your- তোমাদের, আপনাদের 

thou- তুই                                 thou- তোরা

 Third Person কাকে বলে – what is third person

 বাক্যেয় আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বলে । যেমন : He , She . Karim . Rashim Ibrahim , Water Book ইত্যাদি ।

And/Or He,” “him,” and “his” are third person singular pronouns, and “they,” “them,” and “their” are third person plural pronouns.

  • Nazrul loves his motherland. (নজরুল তার মাতৃভূমিকে ভালোবাসে ৷)
  • It is a nice book. (এটা একটা চমৎকার বই ) ।

অপরের Sentence দুটি লক্ষ করলে দেখা যায়, প্রথম বাক্যে Nazrul দ্বারা একজন ব্যক্তি এবং দ্বিতীয় বাক্যে It দ্বারা তারা। একটি বস্তু সম্বন্ধে বলা হয়েছে। এক্ষেত্রে Nazrul ও It বাক্যে Third Person হিসেবে কাজ করছে।

সুতরাং,  বক্তা যখন তৃতীয় (অর্থাৎ পরোক্ষ) কোন ব্যক্তি বা বস্তু প্রসঙ্গে কথা বলতে গিয়ে Sentence-এর মধ্যে যে noun বা pronoun ব্যবহার করে তাকে Third Person বলে।

 প্রচলিত third person সমূহের Singular ও Plural রূপ নিচে দেওয়া হলোঃ

          Singular                                                             Plural

      He she, it – সে, এটা                                          They – তারা, এরা

      It – একে                                                            Their – তাদের

      Him, her – তাকে।                                             Them – তাদেরকে

     বিভিন্ন মানুষের নাম যেমন- Amina, Sabina, Rahima.

 Note: First Person ও Second Person ব্যতীত যত ব্যক্তি, বস্তু ও প্রাণী রয়েছে তারা সবাই Third Person অর্থাৎ, I,  WE ওYOU ছাড়া পৃথিবীর সকল ব্যক্তি বা বস্তুর নাম বা সব নামগুলো Third Person।।

নিচে ছকের সাহায্যে Number অনুযায়ী Person এর শ্রেণিবিভাগ দেখানো হলো:

Person           Singular Number                               Plural Number

First             I, me, mine, myself                               we, us, ours, ourselves.

Second         you, yours, yourself                               you, yours, yourselves.

Third            he, she, it, his, her, its, himself       they, them, theirs, themselves,     .             herself, itself, this, that এবং      these, those                          

                      যে কোনো নাম যেমন: Ali, Omar

                     Amina, doll, tree, etc.

Person সম্পর্কিত পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন ও উত্তর

Person এর সংজ্ঞা ও পরিচিতি

  1. প্রশ্ন: Person কী
    উত্তর: ব্যাকরণে Person হল বক্তা, শ্রোতা বা যার সম্পর্কে বলা কোন কিছু বলা হচ্ছে, তাকে বোঝায়

  2. প্রশ্ন: ব্যাকরণে Person কয় প্রকার
    উত্তর: Person তিন প্রকার

    • First Person (প্রথম পুরুষ) → বক্তা (I, We)
    • Second Person (দ্বিতীয় পুরুষ) → শ্রোতা (You)
    • Third Person (তৃতীয় পুরুষ) → যার সম্পর্কে বলা হয় (He, She, It, They)

First Person সম্পর্কিত প্রশ্ন গুলো-

  1. প্রশ্ন: First person কী
    উত্তর: যে ব্যক্তি নিজে কথা বলে, তাকে First Person বলে (I, We)

  2. প্রশ্ন: নিচের কোনটি First Person
    A) He
    B) We
    C) You
    উত্তর: B) We

  3. প্রশ্ন: I am a student এখানে কোন Person ব্যবহৃত হয়েছে
    উত্তর: First Person (I) ব্যবহৃত হয়েছে

Second Person সম্পর্কিত প্রশ্ন

  1. প্রশ্ন: Second person কী
    উত্তর: যে ব্যক্তি অন্যকে সম্বোধন করে কথা বলে, তাকে Second Person বলে (You)

  2. প্রশ্ন: নিচের কোনটি Second Person
    A) They
    B) You
    C) We
    উত্তর: B) You

  3. প্রশ্ন: You are my best friend এখানে কোন Person ব্যবহৃত হয়েছে
    উত্তর: Second Person (You) ব্যবহৃত হয়েছে

Third Person সম্পর্কিত প্রশ্ন

  1. প্রশ্ন: Third person কী
    উত্তর: যার সম্পর্কে কথা বলা হয়, তাকে Third Person বলে (He, She, It, They, Name)

  2. প্রশ্ন: নিচের কোনটি Third Person
    A) I
    B) He
    C) You
    উত্তর: B) He

  3. প্রশ্ন: She loves to read books এখানে কোন Person ব্যবহৃত হয়েছে
    উত্তর: Third Person (She) ব্যবহৃত হয়েছে

বিস্তারিতভাবে জানতে হলে ক্লিক করুন

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *