Tense / টেন্স
ল্যাটিন শব্দ Tempus থেকে Tense শব্দের উৎপত্তি। Tempus শব্দের অর্থ সময়। অতএব, Tense শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense-কে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে।যেমনঃ কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
tense kake bole
Tense : Tense হল সময় বা কাল Verb সংঘটিত হওয়ার সময় কে Tenseবলে ।
Tense কত প্রকার ও কি কি?
Tense প্রধানত তিন প্রকার। যেমনঃ
(a) Present Tense বা বর্তমান কাল।
(b) Past Tense বা অতীত কাল।
(c) Future Tense বা ভবিষ্যৎ কাল।
what is present tense
উত্তরঃ যে verb এর কাজ বর্তমানে সম্পন্ন হয় বুঝায়, তার কালকে Present tense বলে ।
যেমনঃ I go to school.
what is past tense
উত্তরঃ যে verb এর কাজ অতীত সময়ে সম্পন্ন হয়েছিল বুঝায় তার কালকে Past tense বলে।
যেমনঃ I went to school.
what is future tense
উত্তরঃ যে verb এর কাজ ভবিষ্যৎ সময়ে সম্পন্ন হবে বুঝায়, তার কালকে Future tense বলে।
যেমনঃ I shall go to school.
Present Tense
Present Tense বা বর্তমান কাল বলতে কি বুঝায় ?
Present Tense : বর্তমানে কোন কাজ হয় বা হইতেছে এরূপ বুঝালে Verb এর Present Tense হয় ।
present tense examples
1. I eat rice- আমি ভাত খাই ।
2.Tania goes to School- তানিয়া স্কুলে যায় ।
3.Robin is playing in the field with his friends- রবিন তার বন্ধুদের সাথে মাঠে খেলিতেছে ।
Types of present tense
Present Tense 4 প্রকার।
যেমন :
- Present Indefinite
2. Present Continuous
3. Present Perfect
4. Present perfect Continuous.
Present Indefinite Tense কাকে বলে
Present Indefinite Tense : বর্তমান কালের সাধারন ঘটনা, কাহারো অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য বুঝালে Verb এর Present Indefinite Tense হয় ।
present tense examples in bengali
1.আমি স্কুলে যাই – I go to School.
2.লাবলু ভাত খায় – Lablu eats rice.
3.তানিয়া বই পড়ে – Tania reads a book.
4.মিনা প্রতিদিন স্কুলে যায় – Mina goes to school everyday.
5.রহমান সাহেব সদা সত্য কথা বলেন – Mr Rahman always speaks the truth.
Present tense structure
গঠন : Subject + মূল Verb + object +Extension.
গঠন প্রনালী : এক্ষেত্রে Verb এর মূল রূপ বসে কোন সাহায্যকারী Verbবসেনা , কেবলমাত্র Subject Third person singular number হলে Verb এর শেষে s বা es যোগ হয় ।
Present Continuous Tense কাকে বলে
Present Continuous Tense : বর্তমানে কোন কাজ হইতেছে বা চলিতেছে এরূপ বুঝালেVerb এর Present Continuous Tense হয় ।
present continuous tense exercises
1. আমি ভাত খাইতেছি – I am eating rice.
2. মিনা স্কুলে যাইতেছে – Mina is going to school.
3. বালকেরা মাঠে খেলিতেছে – The boys are playing in the field.
4. আয়েশা বই পড়িতেছে – Ayesha is reading a book.
5. কামাল মাঠে কাজ করিতেছে – Kamal is working in the field.
present continuous tense structure
গঠন : Subject + am / is / are +মূল verb+ing +objion.
গঠন প্রনালী : এক্ষেত্রে মূল Verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী am, is, are এর যে কোন একটি বসে ।
Present Perfect Tense কাকে বলে
Present Perfect Tense : কোন কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ বুঝালে Verb এর Present perfect Tense হয় ।
present perfect tense এর উদাহরণ
1. আমি ভাত খেয়েছি – I have eaten rice.
2. সে এইমাত্র ঢাকা থেকে এসেছে – He has came from Dhaka just now.
3. রীনা একটি গান গেয়েছে – Rina has sung a song.
4. তাহারা মাঠে ফুটবল খেলেছে – They have played football in the field.
5. তানিয়া একটি ছবি এঁকেছে – Tania has drawn a picture.
present perfect tense rules
গঠন : Subject + have / has + Verb এর past participle রূপ + object +Extension
গঠন প্রনালীঃ এক্ষেত্রে Verb এর Past participle রূপ বসে এবং তার আগে Subject অনুযায়ী have, has এর যে কোন একটি বসবে ।
Present Perfect Continuous tense কাকে বলে
Present Perfect continuous Tense : কোন কাজ পূর্বে একটি নিদিষ্ট সময় হইতে আরম্ব হইয়া এখনো চলিতেছে এরূপ বুঝালে Verb এর Present Perfect continuous Tense হয় ।
present perfect continuous tense sentences
1. তানিয়া সকাল থেকে পড়িতেছে – Tania has been reading since morning.
2. রিনা দুই ঘন্টা যাবত পড়িতেছে – Rina has been reading for two hours.
3.তাহারা আধা ঘন্টা যাবত খেলিতেছে – They have been playing for half an hour.
4.আমি দুপুর থেকে মাছ ধরিতেছি – I have been catching fish since noon.
5. মেয়েগুলি এক ঘন্টা যাবত সাঁতার কাটিতেছে – The girls have been swimming for an hour.
present perfect continuous tense rules
গঠনঃSubject + have been / has been +মূল verb + ing + since / for / from + object +Extension.
গঠন প্রনালী : এক্ষেত্রে মূল verb এর সাথে ing বসে এবং তার আগে subject অনুযায়ী have been, has been এর যে কোন একটি বসে ।
Past Tense
what is past tense
Past Tense : অতীতে কোন কাজ শেষ হয়েছিল বা চলিতেছিল এরূপ বুঝালে Verb এরPast Tense হয় ।
past tense sentences
যেমন :
1. আমি ভাত খেয়েছিলাম – I ate rice.
2.মহিমা স্কুলে গিয়েছল – Mohima went to School.
3. স্বপন বাজারে গিয়েছিল – Swapan went to the Market.
4. করিম একটি মাছ ধরেছিল – Karim caught a fish.
5. তারা গতকাল মাঠে খেলেছিল – They played in the field yesterday.
types of past tense
Past Tense এর প্রকারভেদ : Past Tense চার প্রকার ।
যথা :
1. Past Indefinite Tense.
2. Past Continuous Tense.
3. Past Perfect Tense.
4. Past Perfect Continuous Tense.
Past Indefinite Tense কাকে বলে
Past Indefinite Tense : অতীতে কোন কাজ শেষ হয়েছিল এরূপ বুঝালে Verb এর Past Indefinite Tense হয় ।
past tense examples in bengali
যেমন :
1. তানিয়া গতকাল স্কুলে গিয়েছিল – Tania went to school yesterday.
2. রাসেল গতকাল সকালে বই পড়েছিল – Rasel read a book yesterday morning.
3. তাসিম গতকল বিকেলে তার বন্ধুদের সাথে মাঠে খেলেছিল – Tasim played with his friends in the field yesterday afternoon.
4. মা গতকাল রাত্রে রান্না করেছিল – Mother cooked yesterday night.
5. বাবা গতকাল দুইটি মুরগী কিনেছিল – Father bought two hens yesterday.
past tense rules
গঠনঃ Subject + verb এর Past রূপ + object + Extension.
গঠন প্রনলী: এক্ষেত্রে Verb এর Past রূপ বসে এবং তার পূ্র্বে কোনসাহায্যকারী Verb বসেনা ।
Past Continuous Tense কাকে বলে
Past Continuous Tense : অতীতে কোন কাজ হইতেছিল বা চলিতেছিল এরূপ বুঝালেVerb এর Past continuous Tense হয় ।
past continuous tense examples in bengali
যেমন :
1. আমি গতকাল সকালে পড়িতেছিলাম – I was reading yesterday morning.
2. শাহিনূর গতকাল সন্ধায় একটি ছবি আঁকিতেছিল – Shahinoor was drawing a picture yesterday evening.
3. কোহিনূর গতকাল দুপুরে একটি মাছ কুটিতে (কাটিতে) ছিল – Kohinoor was cutting a fish yesterday noon.
4. তানিয়া গতকাল বিকালে গান গাইতে ছিল – Tania was singing a song yesterday afternoon.
5. তাহারা গতকাল সন্ধায় গল্প করিতেছিল – They were gossiping yesterday evening.
past continuous tense structure
গঠন: Subject + was / were + মূল Verb + ing +Object + Extension.
গঠন প্রনালী: এক্ষেত্রে মূল Verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বেSubject অনুযায়ী was / were এর যে কোন একটি বসে ।
Past Perfect Tense কাকে বলে
Past Perfect Tense : অতীতে দুইটি কাজের মধ্যে একটি আগে ও একটি অথিকতর পরে সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে যেটি অথিকতর আগে সংঘটিত হয়েছিল সেটির Past Perfect Tense হয় । এবং যেটি অথিকতর পরেসংঘটিত হয়েছিল সেটির Past Indefinite Tense হয় ।
past perfect tense sentences
যেমন :
1. ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল – The patient had died before the doctor came.
2. আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিল – The train had left before we reached the station.
3. আমরা স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বাজিল – The bell had rung before we reached the school.
4. আমরা ক্লাশে ঢোকার পূর্বে শিক্ষক ক্লাশে ঢোকিল – The teacher had entered the class before we entered the class.
5. ডাক্তার আসিবার পর রোগী মারা গেল – The patient died after the doctor had come.
past perfect tense formula
গঠন: Subject + had + Verb এর Past Participle রূপ + Object + Extension.
গঠন প্রনালী: এক্ষেত্রে Verb এর Past Participle রূপ হয় এবং তার পূর্বে had বসে ।
বিশেষ দ্রষ্টব্য: এক্ষেত্রে দুইটি Sentence before অথবা after দ্বারা যুক্ত হয় ।মনে রাখতে হবে before এর আগে Past Perfect Tense হয় এবং after এর পর Past perfect Tense হয় ।
Past Perfect Continuous Tense কাকে বলে
Past Perfect Continuous Tense: অতীতে একটি নিদিষ্ট সময় পর্যন্ত কোন কাজ চলিতেছিল অথবা অন্য একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত কাজটি চলিতেছিল এরূপ বুঝালে Verb এর Past perfect Continuous Tense হয় ।
past perfect continuous tense examples
যেমন:
1. গতকাল আমি দুই ঘন্টা যাবত পড়িতেছিলাম – I had been reading for two hours yesterday.
2. আজ সকালে দুই ঘন্টা যাবত বৃয্টি হইতেছিল – It had been raining for two hours this morning.
3. গতকাল বিকালে তরুন তিন ঘন্টা যাবত কাজ করিতেছিল – Tarun had been working for three hours yesterday afternoon.
4. জেলেরা গতকাল দুই ঘন্টা যাবত মাছ ধরিতেছিল – The fishermen had been catching fish for two hours yesterday.
5. গতকাল রাত্রে তানিয়া এক ঘন্টা যাবত টেলিভিশন দেখিতেছিল – Yesterday night, Tania had been watching television for an hour.
past perfect continuous tense formula
গঠন: Subject + had been + verb + ing + object +Extension.
গঠন প্রনালী: এক্ষেত্রে verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে had been বসে ।
Future Tense
future tense কাকে বলে
Future Tense বা ভবিষ্যত কাল : ভবিষ্যতে কোন কাজ হইবে বা হইতে থাকিবে এরূপ বুঝালে Verb এর Future Tense হয় ।
future tense examples
যেমন:
1. আমি ভাত খাব – I shall eat rice.
2. সে স্কুলে যাবে – He/She will go to School.
3. আমরা মাছ ধরব – We shall catch fish.
4. তাহারা বাজারে যাবে – They will go to the Market.
5. তানিয়া বই পড়বে – Tania will read a book.
types of future tense
Future Tense এর প্রকারভেদ : Future Tense চার প্রকার ।
যথা :
1. Future Indefinite Tense.
2. Future Continuous Tense.
3. Future Perfect Tense.
4. Future Perfect Continuous Tense.
Future Indefinite Tense কাকে বলে
Future Indefinite Tense : ভবিষ্যতে কোন কাজ হবে এরূপ বুঝালে Verb এর Future Indefinite Tense হয়.
future indefinite tense examples
যেমন :
1. আমি ভাত খাব – I shall eat rice.
2. সে স্কুলে যাবে – He/She will go to School.
3. আমরা মাছ ধরব – We shall catch fish.
4. তাহারা বাজারে যাবে – They will go to the Market.
5. তানিয়া বই পড়বে – Tania will read a book.
future indefinite tense structure
গঠন : Subject + Shall / Will + মূল Verb + Object + Extension .
গঠন প্রনালী : এক্ষেত্রে Verb এর Present রূপ বসে এং তার পূর্বে Subject অনুযায়ী shall বা will এর যে কোন একটি বসে ।
Future Continuous Tense কাকে বলে
Future Continuous Tense : ভবিষ্যতে কোন কাজ চলিতে থাকিবে বা হইতে থাকিবে এরূপ বুঝালে Verb এর Future Continuous Tense হয় ।
future continuous tense sentences
যেমন :
1. আজ সন্ধায় তাহারা গান শুনিতে থাকবে – They will be listening Music this evening.
2. আজ বিকেলে আমি টেলিভিশন দেখিতে থাকব – I will be watching television this afternoon.
3. আগামীকাল সকালে মা রান্না করিতে থাকবে – Mother will be cooking tomorrow morning.
4. আগামীকাল তাহারা নদীতে সাঁতার কাটিতে থাকবে – They will be swimming in the river tomorrow.
5. আগামীকাল আমি একটি ছবি আঁকিতে থাকব – I shall be drawing a picture tomorrow.
future continuous tense structure
গঠন : Subject + shall be / will be + মূল Verb + ing + Object +Extension .
গঠন প্রনালী : এক্ষেত্রে মূল Verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী shall be বা will be এর যে কোন একটি বসে ।
Future Perfect Tense কাকে বলে
Future Perfect Tense : ভবিষ্যতে একটি নিদিয্ট সময়ের মধ্যে কোন কাজ সংঘটিত হবে এরূপ বুঝালে Verb এর Future Perfect Tense হয় অথবা ভবিষ্যতে দুইটি কাজের মধ্যে একটি কাজ আগে ও একটি কাজ অধিকতর পরে সংঘটিত হবে এরূপ বুঝালে যে কাজটি আগে সংঘটিত হবে সেটির Future Perfect Tense হয় এবং অন্য কাজটি Present Indefinite Tense এ ব্যবহৃত হয় ।
future perfect tense examples
যেমন :
1. সে সূর্য উদয়ের পূর্বে কাজটি সম্পন্ন করবে – He will Have completed the work before the Sun sets.
2. আমরা সকাল দশটার মধ্যে এখানে পৌঁছাব – We shall have arrived here by 10 am.
3. বাবা আসিবার পূর্বে মা রান্না করিয়া থাকিবে – Mother will have cooked before Father comes.
future perfect tense formula
গঠন : Sub + shall have / will have + Verb এর Past Participle রূপ +Object + Extension .
গঠন প্রনালী : এক্ষেত্রে Verb এর Past Participle রূপ হয় এবং Subjectঅনুযাযী Shall have বা will have এর যে কোন একটি বসে ।
Future Perfect Continuous Tense কাকে বলে
Future Perfect Continuous Tense : ভবিষ্যতে একটি নিদিষ্ট সময় পর্যন্ত কোন কাজ চলিতে থাকিবে এইরূপ বুঝাইলে Verb এর Future Perfect Continuous Tense হয় অথবা ভবিষ্যতে একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত আরেকটি কাজ চলিতে থাকিবে এইরূপ বুঝাইলে যে কাজটি দীর্ঘ সময় ধরে চলিতে থাকিবে সেইটির Future Perfect Continuous Tense হয় এবং অন্যটি Present Indefinite Tense এ ব্যবহৃত হয় ।
future perfect continuous tense examples
যেমন :
1. সে দুই বছর যাবত এই কলেজে পড়িতে থাকিবে – He/She will have been reading in this College for two years.
2. আলিমা আজ সন্ধায় দুই ঘন্টা যাবত পড়িতে থাকিবে – Alima will have been reading for two hours this evening.
3. বাবা আসিবার পূর্বে মা রান্না করিতে থাকিবে – Mother will have been cooking before father comes.
4. রনি ফিরে না আসা পর্যন্ত আমি পড়িতে থাকিব – I shall have been reading until Ronny comes back.
future perfect continuous tense structure
গঠন : Sub + shall have been / will have been + মূল verb + ing + Object + Extension .
গঠন প্রনালী : এক্ষেত্রে মূল verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী shall have been বা will have been এর যে কোন একটি বসে ।
onek help holo
ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।।