কোভিদ-১৯ এর ধকল কিছুটা কাটিয়ে উঠার পর ২০২১ সালের এসএসসি পরীক্ষা আরম্ভ হয়ে গেল । শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতকৃত নতুনধারার প্রশ্নপত্রে ১৪ নভেম্বর ২০২১ এসএসসি ২০২১ এর পদার্থবিজ্ঞান এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য এসএসসি ২০২১ পদার্থ বিজ্ঞান এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের সমাধান দেয়া হল।
বিজ্ঞান বিভাগ থেকে দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ড এর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের সমাধান নিজেদের মান যাচাইয়ে সহযোগিতা করবে। শতভাগ পাঠ্যবই ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে খুঁজে বের করা এসএসসি ২০২১ পদার্থ বিজ্ঞান এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে তোমার প্রশ্নগুলোর উত্তর যাচাই করে নিতে পারবে।
এই ভিডিওটি দেখো, এখানে সকল বোর্ডের সমাধান দেওয়া আছে।।।
পদার্থ বিজ্ঞান এমসিকিউ প্রশ্ন এসএসসি ২০২১
২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড সমূহের নির্ধারিত সময়সূচি অথবা রুটিন অনুযায়ী বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান পরীক্ষা ১৪ নভেম্বর ২০২১ সকাল ১০ টা থেকে ১১ টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক নির্ধারিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সমূহের নির্ধারিত সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা অনুযায়ী পদার্থ বিজ্ঞান পাঠ্যবই থেকে সর্ব মোট ২৫ টি এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্ন দেয়া হয়।
পরীক্ষার্থীরা এর মধ্য থেকে ১৫ মিনিট সময়ে যেকোনো ১২ টি প্রশ্নের উত্তর প্রদান করবে। প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর হিসেবে বারোটি প্রশ্নে মোট ১২ নম্বর প্রদান করা হবে।
এসএসসি ২০২১ পদার্থ বিজ্ঞান এমসিকিউ প্রশ্নের সঠিক সমাধান বা উত্তর
পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য পদার্থবিজ্ঞান এমসিকিউ ২৫ টি প্রশ্নের মধ্যে যেকোনো ১২ টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া অর্থাৎ ওএমআর শিটে সঠিকভাবে ১২ টি প্রশ্নের উত্তর দেওয়া শিক্ষার্থীদের জন্য অত্যাবশ্যক। নির্দেশনা অনুযায়ী বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ এর ১২ নম্বর কে ২৫ নম্বরের রূপান্তর করে নম্বর প্রদান করা হবে।
একজন সচেতন শিক্ষার্থী হিসেবে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের অংশগ্রহণ করে আসার পর তোমার উত্তরগুলো মিলিয়ে দেখা উচিত। এর মাধ্যমে পরীক্ষার্থীদের নিজের প্রতি আস্থা ও মনোবল বৃদ্ধি পাবে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে সহায়ক হবে।
তোমাদের জন্য ১৪ নভেম্বর ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া পদার্থবিজ্ঞান বিষয়ের MCQ বা বহুনির্বাচনী প্রশ্নের উত্তরসমূহ সঠিক উৎস থেকে এবং অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে সমাধান খুঁজে বের করে দেয়া হলো।
নিজের দেওয়া উত্তরগুলো সাথে আমাদের প্রদানকৃত উত্তরগুলো মিলিয়ে নাও এবং তোমার কোন পরামর্শ থাকলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ করে জানাও। সেই সাথে পরবর্তী প্রশ্নসমূহের সঠিক সমাধান বা উত্তর পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে যোগ দাও।
এসএসসি পদার্থবিজ্ঞান এমসিকিউ পরীক্ষার উত্তর ২০২১ ঢাকা বোর্ড
পরীক্ষা : | এসএসসি ২০২১ |
শিক্ষা বোর্ড : | ঢাকা বোর্ড |
বিষয় : | পদার্থবিজ্ঞান |
সময় : | ২৫ মিনিট |
পূর্ণমান : | ১২ (২৫ নম্বরে রূপান্তর করা হবে) |
প্রশ্ন সেট : | গ (তুরাগ) |
পরীক্ষার তারিখ | ১৪-১১-২০২১ সকাল ১০টা |
এসএসসি পদার্থবিজ্ঞান এমসিকিউ পরীক্ষার উত্তর ২০২১ ঢাকা বোর্ড

Dhaka board ssc physics mcq answers by serial : ১. গ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. ঘ, ১০. খ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. গ, ২০. ঘ, ২১. ঘ, ২২. ক, ২৩. গ ২৪. খ, ২৫. খ
এসএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার এমসিকিউ প্রশ্নের উত্তর ২০২১ কুমিল্লা বোর্ড
পরীক্ষা : | এসএসসি ২০২১ |
শিক্ষা বোর্ড : | কুমিল্লা বোর্ড |
বিষয় : | পদার্থবিজ্ঞান |
সময় : | ২৫ মিনিট |
পূর্ণমান : | ১২ (২৫ নম্বরে রূপান্তর করা হবে) |
প্রশ্ন সেট : | খ (মেঘনা) |
পরীক্ষার তারিখ | ১৪-১১-২০২১ সকাল ১০টা |


বোঝার সুবিধার্থে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় আগত পদার্থ বিজ্ঞান এমসিকিউ প্রশ্নের উত্তর বিস্তারিত দেওয়া হল
১। রােধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কীভাবে সম্পর্কযুক্ত?
(ক) ব্যাস্তানুপাতে, (খ) সমানুপাতে, (গ) বর্গের ব্যাস্তানুপাতে, (ঘ) বর্গমূলের ব্যাস্তানুপাতে;
উত্তরঃ (ক) ব্যাস্তানুপাতে
২। দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্য কত?
(ক) 400 nm – 500 nm, (খ) 400 nm – 600 nm, (গ) 400 nm – 700 nm, (ঘ) 500 nm – 700
উত্তরঃ (গ) 400 nm – 700 nm
৩। একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে 5 cm দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তু রাখা হলে— i. এর রৈখিক বিবর্ধন 1, ii. বিম্বের আকৃতি খর্বিত, iii. প্রতিবিম্বের প্রকৃতি সদ ও উল্টা নিচের কোনটি সঠিক?
(ক) i, (খ) ii, (গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ (গ) i ও iii
নিচের চিত্রের আলােকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

৪। বর্তনীর তুল্য রােধ কত ওহম হবে?
(ক) 15, (খ) 12, (গ) 7.5, (ঘ) 2.61
উত্তরঃ (গ) 7.5
৫। বর্তনীর ক্ষেত্রে-
- i. তড়িৎ প্রবাহ 1:6 A
- ii. সবগুলাে রােধ সমান্তরালে সাজালে তড়িৎ প্রবাহ হবে 5:29 A
- iii. AB অংশের তুল্য রােধ AC অংশের তুল্য রােধ অপেক্ষা কম
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii;
উত্তরঃ (খ) i ও iii
৬। দুইটি আয়নাকে পরস্পরের সাথে কত ডিগ্রীতে রেখে আয়না হিসাবে ব্যবহার করলে ডান-বামের পরিবর্তন হয় না?
(ক) 45°, (খ) 60°, (গ) 90°, (ঘ) 120°
উত্তরঃ (গ) 90°
৭। তামার রােধকত্ব কোনটি?
(ক) 1.6 x 10-82m, (খ) 1:68 x 10-82m, (গ) 2.44 x 10-8 m, (ঘ) 5.5 x 10-82m
উত্তরঃ (খ) 1:68 x 10-82m
৮। নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি 4 গুণ করলে বেগ কতগুণ হবে?
(ক) 1/4, (খ) 1/2, (গ) 2, (ঘ) 16;
উত্তরঃ (গ) 2
৯। 2OM রােধের তিনটি রােধ পরস্পর সমান্তরালে সংযুক্ত করলে তুল্য রােধের মান কত ওহম হবে?
(ক) 6, (খ) 4, (গ) 0.55, (ঘ) 0.67
উত্তরঃ (ঘ) 0.67
১০। একটি বাল্বের গায়ে 100W – 220V লেখা আছে, এর অর্থ-
- i. বাল্বটির রােধ 484
- ii. বাল্বটি প্রতি সেকেন্ডে 100 J বিদ্যুৎ শক্তি তাপ ও আলােক শক্তিতে রূপান্তরিত করে
- iii. বাল্বটি 0.455A বিদ্যুৎ প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) ii ও iii, (গ) i ও iii, (ঘ) i, ii ও iii
উত্তরঃ (ঘ) i, ii ও iii
১১। কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ?
(ক) যান্ত্রিক শক্তি, (খ) রাসায়নিক শক্তি, (গ) আলােক শক্তি, (ঘ) গতিশক্তি
উত্তরঃ (ক) যান্ত্রিক শক্তি
১২। একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে তা—
(ক) স্পন্দন গতি, (খ) চলন গতি, (গ) পর্যায়বৃত্ত গতি, (ঘ) ঘূর্ণন গতি
উত্তরঃ (খ) চলন গতি
১৩। যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে?
(ক) 0.01 mm, (খ) 0.1 mm, (গ) 0:11 mm, (ঘ) 0.12 mm
উত্তরঃ (খ) 0.1 mm
১৪। সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) প্রধান ফোকাসে, (খ) ফোকাস তলে, (গ) গৌণ ফোকাসে, (ঘ) অসীমে;
উত্তরঃ (ঘ) অসীমে
১৫। ক্ষমতার মাত্রা কোনটি?
(ক) MLT-2 ০., (খ) ML2T-2, (গ) ML-lT-3, (ঘ) ML2T-3
উত্তরঃ (ঘ) ML2T-3
১৬। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে?
(ক) সরণ, (খ) দ্রুতি, (গ) বেগ, (ঘ) ত্বরণ
উত্তরঃ (খ) দ্রুতি
১৭। নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
(ক) মিটার স্কেল, (খ) স্কু গজ, (গ) স্লাইড ক্যালিপার্স, (ঘ) ভার্নিয়ার স্কেল;
উত্তরঃ (খ) স্কু গজ
১৮। লাল গােলাপ ফুল লাল দেখার কারণ—
- i. কেবল লাল রং প্রতিফলিত করে।
- ii. লাল রং ছাড়া সব রং শােষণ করে।
- iii. লাল আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি।
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) ii ও iii, (গ) i ও iii, (ঘ) i, ii ও iii
উত্তরঃ (ক) i ও ii
নিচের তথ্যের আলােকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :

১৯। দর্পণের মেরু হতে কত দূরে বিম্ব গঠন করে?
(ক) 80 cm, (খ) 40 cm, (গ) 16 cm, (ঘ) 10 cm;
উত্তরঃ (ক) 80 cm
২০। AB কে দর্পণের দিকে 10 cm সরালে—
- i. অবাস্তব বিম্ব গঠন করে
- ii. লক্ষ্যবস্তুর দ্বিগুণ আকারে বিম্ব গঠন করে
- iii. সােজা বিম্ব গঠন করে
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii, (খ) i ও iii, (গ) ii ও iii, (ঘ) i, ii ও iii;
উত্তরঃ (খ) i ও iii
২১। সরাসরি হৃৎপিন্ডের ভিতর দিয়ে কত মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যেতে পারে?
(ক) 5 mA, (খ) 8 mA, (গ) 10 mA, (ঘ) 20 mA
উত্তরঃ (গ) 10 mA
২২। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্র ব্যবহার করা হয়?
(ক) u2 = v2 – 2gh, (খ) v = u + gt, (গ) v2 = 2 – 2gh, (ঘ) h = ut +: gt2;
উত্তরঃ (গ) v2 = 2 – 2gh
২৩। 40 m উঁচু দালানের ছাদ থেকে কোনাে বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে?
(ক) 784 ms-1, (খ) 28 ms-1, (গ) 19.79 ms-1, (ঘ) 14 ms-1;
উত্তরঃ (খ) 28 ms-1
২৪। বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে?
(ক) সরণ, (খ) অতিক্রান্ত দূরত্ব, (গ) বেগ, (ঘ) দ্রুতি
উত্তরঃ (ক) সরণ
২৫। সাধারণ যে ব্যাটারী সেলগুলাে ব্যবহার করা হয় তার বিভব পার্থক্য কত?
(ক) 4.5 V, (খ) 3.5 V, (গ) 1.5 V, (ঘ) 1:25 V
উত্তরঃ (গ) 1.5 V
এসএসসি পরীক্ষা ২০২১ পদার্থবিজ্ঞান (সৃজনশীল)
২০২১ সালের সিলেবাস অনুযায়ী
বিষয় কোড : ১৩৬, সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট, পূর্ণমান-৫০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকের আলােকে যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও]
১। রাতুল স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বর্গাকার একটি বই এর দৈর্ঘ্য পরিমাপ করার সময় প্রধান স্কেল পাঠ 12 cm এবং ভার্নিয়ার সমপাতন 6 পেল। দৈর্ঘ্য পরিমাপে যন্ত্রটির ±0.5 cm ত্রুটি থাকতে পারে। ভার্নিয়ার ধ্রুবক 0.01 cm। বইটির ক্ষেত্রফল নির্ণয়ে 10% ক্রটি গ্রহণযােগ্য।
(ক) ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
(খ) সুগজের পিচ 1 mm বলতে কী বােঝায়?
(গ) বইটির পরিমাপকৃত দৈর্ঘ্য কত নির্ণয় কর।
(ঘ) রাতুলের জন্য উল্লিখিত যন্ত্র দ্বারা পরিমাপকৃত ক্ষেত্রফল গ্রহণযােগ্য হবে কি-না গাণিতিকভাবে মতামত দাও।
উত্তরঃ
ক) উত্তরঃ-উত্তর : প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক ।
খ) উত্তরঃ- স্ক্রু–গজের পিচ 1mm বলতে বোঝায়, স্ক্রু–গজের টুপি একবার ঘুরালে এর 1mm সরণ ঘটে বা রৈখিক স্কেল বরাবর এটি 1mm দৈর্ঘ্য অতিক্রম করে।
গ) কাজ চলছে
ঘ) কাজ চলছে
২। একটি বন্দুক থেকে 40 ms-1 বেগে ছােড়া গুলি 50 m দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 sec পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগান ছিল। তার পুরুত্ব 21 cm
(ক) তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?
(খ) গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনও শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হতে পারে ব্যাখ্যা কর।
(গ) বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে?
(ঘ) মাটির দেয়ালটি উল্লিখিত গুলি দ্বারা ক্ষত্রিস্ত হবে কি-না—উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তরঃ
ক) উত্তর : অতি অল্প সময়ের ব্যবধানে যে কোনো মুহূর্তে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে।
খ) উত্তরঃ কোনো বস্তুর যেকোনো দিকে অবস্থানের পরিবর্তন কে দূরত্ব বলে। কাজেই দূরত্ব হচ্ছে একটি দিক রাশি। অন্যদিকে সরণ হচ্ছে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। কাজেই এটি একটি দিক রাশি। কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় ঐ বিন্দুতে ফিরে এলে তার সরণ শুন্য হয় কিন্তু অতিক্রান্ত দূরত্ব শুন্য হয় না।
গ) কাজ চলছে
ঘ) কাজ চলছে
৩। একটি গাড়ির প্রতি 5 sec পরপর গতিবেগ সংগ্রহ করে লিপিবদ্ধ করা হলাে :
সময় Sec | 0 | 5 | 10 | 15 | 20 | 25 |
বেগ (ms-1) | 0 | 10 | 20 | 30 | 40 | 50 |
(ক) ভেক্টর রাশি কাকে বলে?
(খ) চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে দুইটি পার্থক্য লিখ।
(গ) গাড়িটি 10 sec এ কত দূরত্ব অতিক্রম করবে?
(ঘ) উল্লিখিত তত্ত্ব দ্বারা লেখচিত্র অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষণ কর।
উত্তরঃ
ক) উত্তরঃ ভেক্টর রাশি : যেসব ভৌত রাশিকে অর্থপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় সেসব রাশিকে ভেক্টর রাশি বলে। যেমন- সরণ, ত্বরণ, বল ইত্যাদি ভেক্টর রাশির উদাহরণ।
খ) উত্তরঃ
ঘূর্ণন গতি
- যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে চক্রাকারে পরিভ্রমণ করে তখন তার গতিকে ঘূর্ণন গতি বলে।
- এখানে শুধু ঘূর্ণন গতি কাজ করে।
- বৈদ্যুতিক পাখার গতি হলো ঘূর্ণন গতি।
ঘূর্ণন চলন গতি
- যখন কোনো বস্তুর একই সাথে চলন গতি ও ঘূর্ণন গতি উভয়ই থাকে তখন তার গতিকে ঘূর্ণন চলন গতি বলে।
- এখানে ঘূর্ণন ও চলন গতি কাজ করে।
- ড্রিল মেশিনের গতি হলো ঘূর্ণন চলন গতি।
গ) কাজ চলছে
ঘ) কাজ চলছে
৪। 30 m উঁচু একটি দালানের ছাদের উপর বসে থাকা অবস্থায় হঠাৎ রিফাতের হাত থেকে একটি বল নিচে পড়ে গেল। একই সময় ভূমি থেকে সাদিক 10 ms-1 বেগে একটি 0.2 gm ভরের পাথর, বল বাবর উপরের দিকে ছুঁড়ে দিল।
(ক) কর্মদক্ষতা কাকে বলে?
(খ) উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয়—ব্যাখ্যা কর।
(গ) সর্বোচ্চ উচ্চতায় পাথরটির বিভবশক্তি কত নির্ণয় কর।
(ঘ) ভূমি স্পর্শ করার পূর্বে পাথর ও বলের মধ্যে কোন সংঘর্ষ হবে কি-না গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
উত্তরঃ
ক) উত্তরঃ কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে ।
খ) উত্তরঃ- উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষ বলের দিক নিচের দিকে। তাই অভিকর্ষজ ত্বরণের দিকও খাড়া নিচের দিকে। ফলে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বদা মন্দন ঘটে এবং এ কারণে নিক্ষিপ্ত বস্তুর গতিবেগ হ্রাস পায়।
গ) কাজ চলছে
ঘ) কাজ চলছে
৫।

(ক) গতি শক্তি কাকে বলে?
(খ) বায়ােমাসকে নবায়নযােগ্য শক্তির উৎস বলা হয় কেন?
(গ) m এর মান নির্ণয় কর।
(ঘ) উল্লিখিত স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃতকাজের কীরূপ পরিবর্তন ঘটবে তার গাণিতিক ব্যাখ্যা দাও।
উত্তরঃ
ক) উত্তর:- কোনো গতিশীল বস্ত তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।
খ)
৬।

(ক) আলাের প্রতিফলন কাকে বলে?
(খ) সমতল দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একইপথে ফিরে আসে কেন?
(গ) লক্ষবস্তুর রৈখিক বিবর্ধন নির্ণয় কর।
(ঘ) লক্ষবস্তুটি পূর্বাবস্থা হতে দর্পণের দিকে 18 cm সরালে বিম্বের আকৃতি, প্রকৃতি ও অবস্থান রশ্মি চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
৭।

(ক) বর্তনী কাকে বলে?
(খ) বিদ্যুতের সিস্টেম লস কীভাবে হয় ব্যাখ্যা কর।
(গ) বর্তনীর তুল্যরােধ নির্ণয় কর।
(ঘ) বর্তনীটি কীভাবে সাজালে তড়িৎপ্রবাহ 1:2A হবে? চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
৮। একটি বাসায় 100W 220V ও 200W 220V লেখা দুটি বাতি প্রতিদিন পাঁচ ঘণ্টা জ্বলে। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 6 টাকা।
(ক) আপেক্ষিক রােধ কাকে বলে?
(খ) সিলিকনকে উত্তপ্ত করলে রােধ কমে যায় কেন?
(গ) এপ্রিল মাসে ঐ বাসায় বিদ্যুৎ খরচ কত হবে?
(ঘ) বাতি দু’টিকে শ্রেণিতে যুক্ত করলে উভয়ের ক্ষমতা সমান হবে কি-না? বিশ্লেষণ কর।