প্রস্রাবে সমস্যা কেন হয়
স্বাস্থ্য : প্রস্রাবে সমস্যা কেন হয় , শীতকালে অনেকেই প্রস্রাবের সমস্যায় ভোগেন। কারো কারো প্রস্রাবে ইনফেকশনও দেখা দেয়। এসবের মূল কারণ ঠাণ্ডার ভয়ে পানি কম খাওয়া। শীতে পানি আমরা কম খাই। পানি খেলে বার বার ওয়াশরুমে যেতে হবে এ জন্য। কিন্তু এটা ঠিক না। এর কারনে পানির যোগান শরীর দিতে পারেনা। এই ভুলের কারনে আমাদের প্রসাবের সমস্যা সহ কিডনিতে ইনফেকশন হয়।
প্রোস্টেট গ্রন্থির কারণেও অনেক সময় প্রসাবে নানা জটিলতা দেখা দিতে পারে। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৌরভ।
আরও পড়ুন : যেসব লক্ষণে বুঝবেন শিশুর কৃমি, কী করবেন?
একজন মানুষ ২৪ ঘণ্টায় সাধারণত আড়াই থেকে তিন লিটার পানি বা পানীয় পান করে থাকে। এজন্য পানি বেশি করে পান করতে হবে। আমরা অনেক সময় ব্যস্ততার কারনে পানি পান করি না। এজন্য আমাদের শরীরের পানির প্রয়োজন দেখা দেয়। এক সময়ে আমাদের কিডনির বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। কিডনির কাজ করার ক্ষমতা স্বাভাবিক থাকলে, পারিপার্শ্বিক আবহাওয়ার খুব বড় তারতম্য না হলে প্রতি ২৪ ঘণ্টায় এক হাজার ৫০০ সিসি প্রস্রাব কিডনি তৈরি করে থাকে।
আমাদের শরীর থেকে কিছু পানি ঘাম আকারে, কিছু পানি শ্বাস-প্রশ্বাসের সঙ্গে, কিছু পানি মলের সঙ্গে বের হয়ে যায়। যেহেতু আমাদের প্রস্রাবের থলির স্বাভাবিক ধারণক্ষমতা ৩০০ সিসি, তাই স্বাভাবিকভাবে একজন মানুষ ২৪ ঘণ্টায় পাঁচবার প্রস্রাব করে থাকেন। সাধারণত দিনে চারবার আর রাতে একবার হয়।
আরও দেখুন : চুল পড়া বন্ধ করবে চিরতা
তবে নানাবিধ স্বাভাবিক বা অস্বাভাবিক কারণে বারবার প্রস্রাবের প্রবণতা দেখা দিতে পারে, আবার কমেও যেতে পারে। যদি আমরা অতিরিক্ত পানি বা তরলজাতীয় খাবার খাই, তবে প্রস্রাবের পরিমাণ বেশি হয়, বারবার প্রস্রাব হয়। বারবার প্রস্রাব হয় ডায়াবেটিসেও। অন্যদিকে পুরুষের ক্ষেত্রে বয়োবৃদ্ধির সঙ্গে বয়সজনিত স্বাভাবিক পরিবর্তন হিসেবেই বৃদ্ধি ঘটে প্রোস্টেট গ্রন্থির।
প্রোস্টেট গ্রন্থি প্রস্রাব প্রবাহে বাঁধার সৃষ্টি করে। ফলে প্রস্রাবের থলি সব সময় সম্পূর্ণ খালি হয় না। আর বৃদ্ধি পাওয়া প্রোস্টেট সৃষ্টি করে প্রস্রাবের থলির মুখে এক ধরনের অস্বস্তি অনুভব হয়। বয়স বাড়ার কারণে নারী-পুরুষ নির্বিশেষে সবার প্রস্রাবের থলিরই ধারণক্ষমতা কমে যায়। এজন্য বারবার প্রস্রাব করার প্রবণতা বেড়ে যায়।
বার বার প্রস্রাব হওয়ার কারণ ? এ সমস্যার সমাধান কীভাবে সম্ভব?
বয়স্ক মানুষের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। এক তথ্য অনুযায়ী, ৭০ বছরের বেশি বয়সী প্রতি পাঁচ জনের মধ্যে তিন জনই এই সমস্যায় ভুগতে পারেন। রাতে বার বার ঘুম থেকে উঠে মূত্রত্যাগের রোগের নাম হলো নকটারিয়া।
এছাড়া আবহাওয়া এবং সামাজিক অবস্থান নির্বিশেষে গর্ভবতী নারীরাও এই সমস্যায় পড়েন অনেক সময় হয়।
তবে কম বয়সীরাও এতে আক্রান্ত হতে পারেন। নারী-পুরুষ যে কেউই এ সমস্যায় আক্রান্ত হতে পারেন।
[…] আরও দেখুন : প্রস্রাবে সমস্যা কেন হয় এবং কী করবেন? […]