জমে উঠেছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর।
বুধবার সিলেটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে দলটি।
বিপিএলে দুইবার শিরোপাধারী দল কুমিল্লার পয়েন্ট এখন ৮ ম্যাচে ১১।
সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল। ৯ ম্যাচে ৬ জয় নিয়ে তাদের পয়েন্ট ১৩।
তবে এবারের বিপিএলে আশানুরূপ পারফর্ম করতে পারেনি সিলেট।
নিজেদের প্রথম আট ম্যাচের মধ্যে ৬টিতে হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় রবি বোপারার দল।
বুধবারও নিজেদের নবম ম্যাচে ঘরের মাঠ সিলেটেই হেরে গেল দলটি। টেবিলের তলানিতে থাকা দলটির পয়েন্ট মাত্র ৩।
৬ দলের টুর্নামেন্টে এখন পর্যন্ত বাদ পড়ার তালিকায় নাম তুলেছে কেবল সিলেট সানরাজার্স। বাকি ৩ দল খুলনা টাইগার্স, মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে মধ্য থেকে ২ দল পাবে প্লে-অফের টিকিট।
এ পর্যন্ত মাঠে গড়ানো ২৬ ম্যাচেরলড়াইয়ে এগিয়ে আছে মিনিস্টার ঢাকা। ৯ ম্যাচে সমান ৪ জয় ও পরাজয় নিয়ে তাদের পয়েন্ট ৯।বাকি দুই দলের পয়েণ্ট সমা ৮ করে।
প্লে-অফ নিশ্চিতের লড়াইয়ে প্রথমে কুমিল্লার মুখোমুখি হবে খুলনা। অবশ্য সেই ম্যাচে খুলনা হেরে গেলেও সুযোগ থাকবে মুশফিকদের।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়া থেকে আয়ের ৫ মাধ্যম
কারণ চট্টগ্রাম তাদের শেষ ম্যাচে সিলেটের মুখোমুখি হবে। ম্যাচটি সিলেটের জন্য কেবল আনুষ্ঠানিকতার।
সেই ম্যাচে চট্টগ্রাম জিতলেও খুলনার সুযোগ থাকবে। শেষ ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার সুযোগ পেতে পারে খুলনা। কারণ রান রেটে এখন চট্টগ্রামের চেয়ে এগিয়ে আছে মুশফিকের দল।
এদিকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বরিশালের মুখোমুখি হবে ঢাকা। শুক্রবারের এই ম্যাচে জয় পেলেই প্লে-অফে উঠে যাবে মাহমুদউল্লাহর ঢাকা।
প্লে-অফের টিকিট কাটতে কেবল চ্যালেঞ্জের মুখোমুখি চট্টগ্রাম। নিজেদের শেষ ম্যাচে জয় তো পেতেই হবে তাদের, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে।
একনজরে বিপিএলের পয়েন্ট টেবিল-

অনেক আগের খবর এগুলো