সন্ধি কাকে বলে
সন্ধি কাকে বলে : সন্ধি শব্দের অর্থ মিলন। কথা বলার সময় দুটি ধ্বনি মিলে এক হলে বা একটি লোপ পেলে কিংবা একটির প্রভাবে অপরটি পরিবর্তিত হলে তাকে সন্ধি বলে। এক কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
অথবা, সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। যেমন- আশা + অতীত = আশাতীত। হিম + আলয় = হিমালয়। প্রথমটিতে আ + অ = আ () এবং দ্বতীয়টিতে অ + আ = আ () হয়েছে। আবার, তৎ + মধ্যে =তন্মধ্যে, এখানে ত + ম = ন্ম হয়েছে।
ড. মুহম্মদ এনামুল হকের মতে, “একাধিক ধ্বনি এক বা একাধিক পদে পাশাপাশি অবস্থিত হইলে পর, দ্রুত উচ্চারণকালে ধ্বনিগুলোর মধ্যে ত্রিবিধ পরিবর্তন ঘটিতে দেখা যায়। ফলে, (১) ধ্বনিগুলোর মধ্যে আংশিক বা পূর্ণ মিলন সাধিত হয়।নতুবা, (২) তাহাদের একটির লোপ হয় ; কিংবা (৩) তাহাদের একটি অপরটির প্রভাবে পরিবর্তিত হয়। একাধিক ধ্বনির এরূপ মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি।
সন্ধির প্রয়োজনীয়তা
- উচ্চারণে সহজপ্রবণতা।
- ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
- দ্রুত উচ্চারণ করা যায়।
- নতুন শব্দ গঠন করে।
- ভাষাকে শ্রুতিমধুর ও সংক্ষিপ্ত করে।
- ভাষার শব্দ সম্পদ বৃদ্ধি করে। ইত্যাদি।
সন্ধি কত প্রকার কি কি
সন্ধি প্রধানত ২ প্রকার। এগুলো হলো –
- বাংলা সন্ধি
- তৎসম সন্ধি
বাংলা সন্ধি
সংস্কৃত ছাড়া বাংলায় গৃহীত ও প্রচলিত অন্যান্য শব্দকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। এসব শব্দের সন্ধিই বাংলা সন্ধি।
বাংলা সন্ধি ২ প্রকার। যথাঃ-
- স্বরসন্ধি
- ব্যঞ্জনসন্ধি
সন্ধি কাকে বলে
স্বরসন্ধি
স্বরসন্ধিঃ স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে। যেমন – শত + এক = শতেক, মিথ্যা + উক = মিথ্যুক।
১. সন্ধিতে দুটি সন্নিহিত স্রের একটির লােপ হয়। যেমন-
(ক) অ + এ = এ (অ লােপ), যেমন – শত + এক = শতেক। এবূপ – কতেক।
(খ) আ + আ = আ (একটি আ লােপ)। যেমন – শাঁখা + আরি শাখারি। এরূপ – বূপা + আলি = বূপালি।
(গ) আ + উ = উ (আ লােপ)। যেমন – মিথ্যা + উক = মিথ্যুক। এরূপ – হিসুক, নিন্দুক ইত্যাদি।
(ঘ) ই + এ = ই (এ লােপ)। যেমন – কুড়ি + এক = কুড়িক। এরূপ – ধনিক, গুটিক ইত্যাদি। আশি + এর = আশির (এ লােপ)। এরূপ – নদীর (নদী +এর)।
২. কোনাে কোনাে স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লােপ পায়। যেমন – যা + ইচ্ছা + তাই =যাচ্ছেতাই। এখানে (আ+ই) এর মধ্যে ই লােপ পেয়েছে। সন্ধি কাকে বলে
স্বরসন্ধি আবার ২ প্রকার। যথাঃ
- অন্তঃসন্ধি (নে + অন = নয়ন)
- বহিঃসন্ধি ( মহা + আশয় = মহাশয়)
ব্যঞ্জন সন্ধি কত প্রকার
ব্যঞ্জনসন্ধিঃ স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন – কাঁচা + কলা = কাঁচকলা, তিল + এক = তিলেক।
প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন ( Assimilation)-এর নিয়মেই হয়ে থাকে। আর তা-ও মূলত কথ্যরীতিতে সীমাবদ্ধ।
১. প্রথম ধ্বনি অঘােষ এবং পরবর্তী ধ্বনি ঘােষ হলে, দুটি মিলে ঘােষ ধ্বনি দ্বিত্ব হয়। অর্থাৎ সন্ধিতে ঘােষ ধ্বনির পূর্ববর্তী অঘােষ ধ্বনিও ঘােষ হয়। যেমন – ছােট + দা =ছােড়দা।
২. হলন্ত র (বন্ধ অক্ষর বিশিষ্ট) ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে র লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দ্বিত্ব হয়। যেমন- আর, + না = আন্না, চার + টি = চা্টি, ধর, + না =ধন্না, দুর, + ছাই = দুচ্ছাই ইত্যাদি।
৩. চ- বর্গীয় ধ্বনির আগে যদি ত-বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত-বর্গীয় ধ্বনি লােপ হয় এবং চ-ব্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। অর্থাৎ ত-বর্গীয় ধ্বনি ও চ-বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়। যেমন- নাত + জামাই =নাজজামাই (ত্+ জ, = জ্জ), বদ্ + জাত =ক্জাত, হাত + ছানি হাচ্ছানি ইত্যাদি।
৪. প;-এর পরে চ; এবং স;-এর পরে ত এলে চ ও ত এর স্থলে শ হয়। যেমন – পাঁচ + শ = পাশশ। সাত + শ = সাশৃশ, পাঁচ + সিকা = পাশৃশিকা।
৫. হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে সবেরের লােপ হয় না। যেমন – বােন + আই =বােনাই, চুন + আরি -চুনারি, তিল + এক = তিলেক, বার + এক -বারেক, তিন + এক তিনেক।
6. স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়। যেমন – কাঁচা + কলা = কঁচকলা, নাতি + বৌ -নাতবৌ, ঘােড়া + দৌড় – ঘােড়দৌড়, ঘােড়া + গাড়ি – ঘােড়গাড়ি ইত্যাদি।
ব্যঞ্জনসন্ধি আবার ২ প্রকার। যথাঃ
- অন্তঃসন্ধি ( ভজ্ + ত = ভক্ত)
- বহিঃসন্ধি (জগৎ + ঈশ = জগদীশ)
সন্ধি কাকে বলে
তৎসম সন্ধি
বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় রয়েছে। এসব শব্দই তৎসম। তৎ অর্থ তার, আর সম অর্থ সমান অর্থাৎ, তৎসম অর্থ তার সমান বা সংস্কৃতের সমান।
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি ৩ প্রকার। যথাঃ
- স্বরসন্ধি
- ব্যঞ্জনসন্ধি
- বিসর্গ সন্ধি
বিসর্গ সন্ধি
বিসর্গ সন্ধিঃ বিসর্গের সঙ্গে কোন স্বরধ্বনি বা বিসর্গ ছাড়া অন্য কোন ব্যঞ্জনধ্বনির মিলনকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন – নমঃ + কার = নমস্কার।
ড. মুহম্মদ এনামুল হক বলেন, “বিসর্গ সন্ধি সম্বন্ধে কতগুলো সাধারণ জ্ঞাতব্য বিষয় জানিয়ে রাখা আবশ্যক। বিসর্গ ব্যঞ্জন বর্ণ বলিয়া বিসর্গ যোগে যে সন্ধি গয়, তাহা ব্যঞ্জন সন্ধিরই অন্তর্গত। তবে, বুঝিবার সুবিধার জন্যই সাধারণত ইহাকে বিসর্গ সন্ধি বলা হয়।”
বিসর্গ সন্ধির প্রকারভেদ / শ্রেণীবিভাগ
বিসর্গ সন্ধি ২ প্রকার। যথাঃ
- র জাত বিসর্গ
- স জাত বিসর্গ
র জাত বিসর্গঃ শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় র লোপ পেয়ে যখন বিসর্গে পরিণত হয়, তখন তাকে র জাত বিসর্গ বলে। যেমন – পুনর = পুনঃ ( সন্ধি কাকে বলে )
স জাত বিসর্গঃ শব্দের শেষে স থাকলে উচ্চারণের সময় স লোপ পেয়ে যখন বিসর্গে পরিণত হয়, তখন তাকে স জাত বিসর্গ বলে। যেমন – নমস = নমঃ, মনস = মনঃ ইত্যাদি।
এবার তাহলে চলো আমরা সন্ধি mcq প্রশ্নে চলে যাই।।।
সন্ধি
১. বাংলা ব্যাকরণে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?
ক. সমাস খ. সন্ধি
গ. পদ ঘ. শব্দ
২. সন্ধি কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৩. বিগর্সসন্ধি কোন সন্ধির অংশ?
ক. ব্যঞ্জনসন্ধি খ. স্বরসন্ধি
গ. বাংলা সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
৪. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. শব্দের মিলন ঘটানো
খ. বর্ণের মিলন ঘটানো
গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন
৫. বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলন হলে তাকে কী সন্ধি বলে?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গসন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
৬. সন্ধি শব্দের অর্থ কি?
ক. যোগ খ. একত্রীকরণ
গ. মিলন ঘ. সংক্ষেপণ
৭. ‘পরীক্ষা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পরি+ইক্ষা খ. পরি+ঈক্ষা
গ. পরী+ক্ষা ঘ. পরী+ঈক্ষা
৮. ‘দ্যুলোক’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দুঃ+লোক খ. দ্বি+লোক
গ. দিব্+লোক ঘ. দু+লোক
৯. ‘বিচ্ছেদ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?
ক. বিচ্+ছেদ খ. বিচ্ছে+দ
গ. বি+ছেদ ঘ. বি+চ্ছেদ
১০. ‘গবেষণা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গো+এষণা খ. গবে+এষণা
গ. গবি+এষণা ঘ. গবে+ষণা
১১. ‘ষড়যন্ত্র’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ষড়+যন্ত্র খ. ষট্+যন্ত্র
গ. সৎ+যন্ত্র ঘ. স্বত+যন্ত্র
১২. ‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দিগ্+অন্ত খ. দিক্+অন্ত
গ. দি+গন্ত ঘ. দিগ্+ন্ত
১৩. ‘প্রত্যুষ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্রতি+ঊষ খ. প্রতি+উস
গ. প্রতি+উষ ঘ. প্রতু+উষ
১৪. ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সন্+চয় খ. সম্+চয়
গ. সঙ্+চয় ঘ. সং+চয়
১৫. ‘স্বেচ্ছা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সু+ইচ্ছা খ. স্ব+ইচ্ছা
গ. স+এচ্ছা ঘ. সে+আচ্ছা
১৬. সন্ধির প্রধান উদ্দেশ্য কী?
ক. স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা
খ. উচ্চারণের দ্রুততা
গ. আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা
ঘ. স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলন
সঠিক উত্তর
সন্ধি: ১. খ ২. ক ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. খ
৮. গ ৯. গ ১০. ক ১১. খ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ক
সন্ধি কাকে বলে
আরও কিছু এমসিকিউ দেখে নিলে কেমন হয়?
তাহলে চলো আরও সমস্যা গুলোর সমাধান সহ দেখি যেগুলো পরীক্ষার বারবার এসে থাকে।
১. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে –
ক) ব্যঞ্জনসন্ধি খ) স্বরসন্ধি
গ) নিপাতনে সিদ্ধ সন্ধি ঘ) বিসর্গ সন্ধি
উত্তর: (গ) ‘সংস্কার’
২. শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সঃ + কার খ) সম্ + কার
গ) সং + কার ঘ) সৎ + কার
উত্তর: (খ) সম্ + কার
৩.‘রাজ্ঞী’ – এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
ক) রাজ্ + নী খ) রাগ + গী
গ) রাজন + গী ঘ) রাজা + গি
উত্তর: (ক)
৪.‘দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দু + লোক খ) দ্বি + লোক
গ) দুই + লোক ঘ) দিব্ + লোক
উত্তর: (ঘ)
৫.‘ ‘নাবিক’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) না + ইক খ) নো + ইক
গ) নৌ + ইক ঘ) না + বিক
উত্তর: (গ)
৬.‘নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক) পরিষ্কার খ) ষড়ানন
গ) সংস্কার ঘ) আশ্চর্য
উত্তর: (ঘ)
৭. ‘লবণ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ –
ক) লো + অন খ) লব + ন
গ) লব + অন ঘ) লো + বন
উত্তর: (ক)
৮.‘সন্ধির প্রধান সুবিধা কী?
ক) পড়ার সুবিধা খ) লেখার সুবিধা
গ) উচ্চারণের সুবিধা ঘ) শোনার সুবিধা
উত্তর: (গ)
৯.‘কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক) বাক্ + দান = বাকদান খ) উৎ + ছেদ = উচ্ছেদ
গ) পর + পর = পরস্পর ঘ) সম্ + সার = সংসার
উত্তর: (গ)
১০.বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
উত্তর: (ক)
১১.ত্/দ্ এর পর চ্/ছ্ থাকলে ত্/দ্ এর স্থানে ‘চ্’ হয়। এর উদাহরণ কোনটি?
ক) সজ্জন খ) সচ্ছাত্র
গ) উচ্ছ্বাস ঘ) বিচ্ছিন্ন
উত্তর: (খ)
১২. ‘বৃষ্টি’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বৃস + টি খ) বৃশ + টি
গ) বৃষ্ + তি ঘ) বৃষ + টি
উত্তর: (গ) সন্ধি কাকে বলে
‘প্রত্যূষ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) প্রত্য + উষ খ) প্রত্য + ঊষ
গ) প্রতি + উষ ঘ) প্রতি + ঊষ
উত্তর: (ঘ)
১৩. ‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ – এর উদাহরণ কোনটি?
ক) মহৌষধ খ) বনৌষধি
গ) পরমৌষধ ঘ) পরমৌষধি
উত্তর: (গ)
১৪.স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
ক) নিপাতনে সিদ্ধ সন্ধি খ) স্বরসন্ধি
গ) বিসর্গ সন্ধি ঘ) ব্যঞ্জনসন্ধি
উত্তর: (খ)
১৫.মূর্ধ্য শিষ ধ্বনি ‘ষ’ এর পর অঘোষ মহাপ্রাণ ‘থ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক) ল্ম খ) ষ্ঠ
গ) ষ্ট ঘ) ঞ
উত্তর: (খ)
১৬.সন্ধির প্রধান উদ্দেশ্য –
ক)স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য খ) উচ্চারণের দ্রুততা
গ) আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা ঘ) স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলন
উত্তর: (ক)
১৭.কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
ক) কুলটা খ) গায়ক
গ) পশ্বধম ঘ) নদ্যম্বু
উত্তর: (ক)
১৮.কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
ক) একচ্ছত্র খ) পবিত্র
গ) দিগন্ত ঘ) সজ্জন
উত্তর: (গ)
১৯. ‘অত্যন্ত’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অত্য + অন্ত খ) অতি + অন্ত্য
গ) অতি + ন্ত ঘ) অতি + অন্ত
উত্তর: (ঘ)
২০. ‘তন্বী’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
ক) তনু + ঈ খ) তনু + ই
গ) তন্বী + ঈ ঘ) তনী + ব
উত্তর: (ক)
২১. ‘সদা + এব’ এর সন্ধি হলো –
ক) সর্বদা খ) সর্বত্র
গ) সদৈব ঘ) সর্বৈব
উত্তর: (গ)
২২. ‘গায়ক’ – এর সন্ধি কোনটি?
ক) গা + ওক খ) গা + অক
গ) গা + য়ক ঘ) গৈ + অক
উত্তর: (ঘ)
২৩. ‘নাত + জামাই’ – এর সন্ধিরূপ কোনটি?
ক) নাতিজামাই খ) নাতজামাই
গ) নাজজামাই ঘ) নাতনিজামাই
উত্তর: (গ)
২৪. ‘বনস্পতি’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বনস্ +পতি খ) বনঃ + পতি
গ) বন + পতি ঘ) বনো + পতি
উত্তর: (গ) সন্ধি কাকে বলে
২৫. ‘নাজজামাই’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) নাতি + জামাই খ) নাতিন + জামাই
গ) নাজ্ + জামাই ঘ) নাত + জামাই
উত্তর: (ঘ)
২৬. ‘ষষ্ঠ’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) ষট্ + থ খ) ষষ + থ
গ) ষষ্ + ট ঘ) ষষ্ + ঠ
উত্তর: (খ)
২৭. “অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?
ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তর: (ক)
২৮.উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
ক) উপরিউক্ত খ) উপর্যপরি
গ) উপর্যুক্ত ঘ) পুনরপি
উত্তর: (গ)
২৯. ‘পরীক্ষা’ – এর সন্ধি বিচ্ধে কোনটি?
ক) পরি + ঈক্ষা খ) পরী + ঈক্ষা
গ) পরী + ইক্ষা ঘ) পরি + ইক্ষা
উত্তর: (ক)
৩০. ‘বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?
ক) অ + অ খ) অ + আ
গ) আ + আ ঘ) আ + অ উত্তর:
(গ)
৩১.সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে?
ক) প্রাতঃ + কাল খ) শিরঃ + ছেদ
গ) শিরঃ + পীড়া ঘ) মনঃ + কষ্ট
উত্তর: (খ)
৩২. ‘পূর্ণেন্দু’ কোন সন্ধি?
ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তর: (ক)
৩৩. ‘কৃষ্টি’ শব্দের সন্ধি বিচ্ছেদ –
ক) কৃ + ক্তি খ) কৃষ্ + তি
গ) কৃঃ + তি ঘ) কৃষ + টি
উত্তর: (খ) সন্ধি কাকে বলে
৩৪. ‘নিষ্কর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) নিঃ + কর খ) নীঃ + কর
গ) নিষ + কর ঘ) নিস্ + কর উত্তর:
(ক)
৩৫. ‘সন্ধি’ – এর সন্ধি বিচ্ছেদ কী?
ক) সম + ধি খ) সম্ + ধি
গ) সম্ + ন্ধি ঘ) সণ্ + ধি
উত্তর: (খ)
৩৬. ‘মস্যাধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মসি + আধার খ) মস্যা + আধার
গ) মসিহ + আধার ঘ) মসী + আধার
উত্তর: (ঘ)
৩৭.বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ক) ব্যঞ্জনসন্ধির খ) স্বরসন্ধির
গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির
উত্তর: (ক)
৩৮. ‘সঞ্চয়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সন্ + চয় খ) সম্ + চয়
গ) সঙ্ + চয় ঘ) সং + চয়
উত্তর: (খ)
৩৯. ‘অহরহ’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অহঃ + রহ খ) অহঃ + অহ
গ) অহঃ + অহঃ ঘ) অহ +রহ
উত্তর: (খ)
৪০. ‘শীতার্ত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) শীত + ঋত খ) শীত + আর্ত
গ) শিত + ঋত ঘ) শিত + অর্ত
উত্তর: (ক)
৪১.যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনিমাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে কিসের বিধান নেই?
ক) সমাসের খ) প্রত্যয়ের
গ) সন্ধির ঘ) বচনের
উত্তর: (গ)
৪২.কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক) শব্দের মিলন খ) বর্ণের মিল
গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন।
উত্তর: (গ)
৪৩.কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
ক) সংস্কার/পরিষ্কার খ) অতএব
গ) সংশয় ঘ) মনোহর
উত্তর: (ক)
৪৪.কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
ক) তৎসম সন্ধি খ) বাংলা সন্ধি
গ) স্বরসন্ধি ঘ) ব্যঞ্জন সন্ধি
উত্তর: (ক) প্রকৃত
৪৫.বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
ক) বিষমীভবন খ) সমীভবন
গ) অসমীকরণ ঘ) স্বরসংগতি
উত্তর: (খ) সন্ধি কাকে বলে
৪৬.ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
ক) যজ্ঞ খ) তন্মধ্যে
গ) সঞ্চয় ঘ) রাজ্ঞী
উত্তর: (গ)
৪৭.অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে কী হয়?
ক) এর খ) আর
গ) র ঘ) অর
উত্তর: (ঘ)
৪৮.স্বরধ্বনির পর কোনটি থাকলে তা ‘চ্ছ’ হয়?
ক) দ খ) চ
গ) ঝ ঘ) ছ
উত্তর: (ঘ)
৪৯.আ + ঈ = এ – এ নিয়মের বাইরে কোনটি?
ক) মহেশ খ) রমেশ
গ) ঢাকেশ্বরী ঘ) গণেশ
উত্তর: (ঘ)
৫০. ‘পর্যন্ত’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) পর্য + ন্ত খ) পরি + অন্ত
গ) পর্য + অন্ত ঘ) প + অন্ত
উত্তর: (খ)
বিসিএস এ যে প্রশ্ন গুলো আসে সন্ধি থেকে সেগুলোও একটু দেখি
০১. ‘মস্যাধার’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মসি + আধার
খ) মস্যা + আধার
গ) মসিহ + আধার
ঘ) মসী + আধার
সঠিক উত্তর: (ঘ)
০২. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ক) ব্যঞ্জনসন্ধির
খ) স্বরসন্ধির
গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির
ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির
সঠিক উত্তর: (ক)
০৩. ‘রাজ্ঞী’ – এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
ক) রাজ্ + নী
খ) রাগ + গী
গ) রাজন + গী
ঘ) রাজা + গি
সঠিক উত্তর: (ক)
০৪. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক) পরিষ্কার
খ) ষড়ানন
গ) সংস্কার
ঘ) আশ্চর্য
সঠিক উত্তর: (ঘ)
০৫. ‘লবণ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ –
ক) লো + অন
খ) লব + ন
গ) লব + অন
ঘ) লো + বন
সঠিক উত্তর: (ক)
০৬. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
ক) বিষমীভবন
খ) সমীভবন
গ) অসমীকরণ
ঘ) স্বরসংগতি
সঠিক উত্তর: (খ)
০৭. ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
ক) যজ্ঞ
খ) তন্মধ্যে
গ) সঞ্চয়
ঘ) রাজ্ঞী
সঠিক উত্তর: (গ) সন্ধি কাকে বলে
০৮. অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে কী হয়?
ক) এর
খ) আর
গ) র
ঘ) অর
সঠিক উত্তর: (ঘ)
০৯. স্বরধ্বনির পর কোনটি থাকলে তা ‘চ্ছ’ হয়?
ক) দ
খ) চ
গ) ঝ
ঘ) ছ
সঠিক উত্তর: (ঘ)
১০. আ + ঈ = এ – এ নিয়মের বাইরে কোনটি?
ক) মহেশ
খ) রমেশ
গ) ঢাকেশ্বরী
ঘ) গণেশ
সঠিক উত্তর: (ঘ)
১১. ‘প্রত্যূষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) প্রত্য + উষ
খ) প্রত্য + ঊষ
গ) প্রতি + উষ
ঘ) প্রতি + ঊষ
সঠিক উত্তর: (ঘ)
১২. ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দু + লোক
খ) দ্বি + লোক
গ) দুই + লোক
ঘ) দিব্ + লোক
সঠিক উত্তর: (ঘ)
১৩. ‘নাবিক’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) না + ইক
খ) নো + ইক
গ) নৌ + ইক
ঘ) না + বিক
সঠিক উত্তর: (গ)
১৪. মূর্ধ্য শিষ ধ্বনি ‘ষ’ এর পর অঘোষ মহাপ্রাণ ‘থ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক) ল্ম
খ) ষ্ঠ
গ) ষ্ট
ঘ) ঞ
সঠিক উত্তর: (খ)
১৫. সন্ধির প্রধান উদ্দেশ্য –
ক) স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য
খ) উচ্চারণের দ্রুততা
গ) আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা
ঘ) স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলন
সঠিক উত্তর: (ক)
১৬. তৎসম সন্ধি কয় প্রকার?
ক) তিন
খ) দুই
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১৭. ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) ধনুঃ + টঙ্কার
খ) ধনু + টঙ্কার
গ) ধনুস + টঙ্কার
ঘ) ধনুষ টঙ্কার
সঠিক উত্তর: (ক)
১৮. ‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ – এর উদাহরণ কোনটি?
ক) মহৌষধ
খ) বনৌষধি
গ) পরমৌষধ
ঘ) পরমৌষধি
সঠিক উত্তর: (গ)
১৯. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
ক) নিপাতনে সিদ্ধ সন্ধি
খ) স্বরসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) ব্যঞ্জনসন্ধি
সঠিক উত্তর: (খ) সন্ধি কাকে বলে
আরও জানো : বাক্য কাকে বলে? গঠন ও অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। বিস্তারিত আলোচনা
২০. ‘পর্যন্ত’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) পর্য + ন্ত
খ) পরি + অন্ত
গ) পর্য + অন্ত
ঘ) প + অন্ত
সঠিক উত্তর: (খ)
২১. ‘নিষ্কর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) নিঃ + কর
খ) নীঃ + কর
গ) নিষ + কর
ঘ) নিস্ + কর
সঠিক উত্তর: (ক)
২২. উ-কারের পর বিসর্গ (ঃ) এবং তার পরে ‘ক’ থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে?
ক) স
খ) ষ
গ) শ
ঘ) য
সঠিক উত্তর: (খ)
২৩. আ + ও = ঔ – এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
ক) মহৌষধি
খ) মহৌষধ
গ) বনৌষধি
ঘ) পরমৌষধ
সঠিক উত্তর: (গ)
২৪. গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
ক) গোর + পদ
খ) গো + পদ
গ) গৌ + পদ
ঘ) গৌর + পদ
সঠিক উত্তর: (খ)
২৫. কোনটি বিসর্গ সন্ধি?
ক) ততোধিক
খ) বিদ্যালয়
গ) দিগন্ত
ঘ) পরিচ্ছেদ
সঠিক উত্তর: (ক)
২৬. ‘গায়ক’ – এর সন্ধি কোনটি?
ক) গা + ওক
খ) গা + অক
গ) গা + য়ক
ঘ) গৈ + অক
সঠিক উত্তর: (ঘ)
২৭. ‘নাত + জামাই’ – এর সঠিক সন্ধিরূপ কোনটি?
ক) নাতিজামাই
খ) নাতজামাই
গ) নাজজামাই
ঘ) নাতনিজামাই
সঠিক উত্তর: (গ)
২৮. ‘বনস্পতি’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বনস্ + পতি
খ) বনঃ + পতি
গ) বন + পতি
ঘ) বনো + পতি
সঠিক উত্তর: (গ)
২৯. ‘নাজজামাই’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) নাতি + জামাই
খ) নাতিন + জামািই
গ) নাজ্ + জামাই
ঘ) নাত + জামাই
সঠিক উত্তর: (ঘ)
৩০. ‘ষষ্ঠ’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) ষট্ + থ
খ) ষষ + থ
গ) ষষ্ + ট
ঘ) ষষ্ + ঠ
সঠিক উত্তর: (খ)
সন্ধি কাকে বলে
ওকে থামছি! এই প্রশ্ন গুলোই বেশি করে অনুশীলন করো? দেখবে ইনশাল্লাহ সন্ধি বিষয়ে প্রশ্ন আর মিস হবে না।
আমাদের পোষ্ট গুলো প্রতিনিয়ত আপডেট করা হয়। বিসিএস,প্রাইমারি সহ সব পরীক্ষার প্রতিনিয়ত প্রশ্ন অনুযায়ী পোষ্ট গুলো আমরা আপডেট করি। সবার জন্য শুভ কামনা রইলো।
[…] আরও পড়ুন : সন্ধি কাকে বলে? সন্ধি কত প্রকার ও কি কি? […]
[…] আরও দেখুন : সন্ধি কাকে বলে? সন্ধি কত প্রকার ও কি কি? […]