উক্তি ইসলামিক

উক্তি ইসলামিক

শেয়ার করুন

উক্তি ইসলামিক

উক্তি ইসলামিক : আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।  ইসলামিক উক্তি বাণী নিয়ে আমাদের আজকের লেখা । আমরা কিছু সুন্দর সুন্দর ইসলামিক বাণী ও উক্তি কালেকশান করেছি । তাই সেগুলো আমাদের এই সাইটে প্রকাশ করার প্রয়োজন বোধ করছি । আমাদের এই উক্তি ও বাণী গুলো আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে ।
ইসলামিক সুন্দর উক্তি
ইসলামিক উক্তি

 

 

 

 

 

  1.  কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা। – [লুকমান (আ:)]
  2.  আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। – [ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)]
  3.  যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতোটা সম্ভব এড়িয়ে চলুন। – [ড. বিলাল ফিলিপ্স]
  4. এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। – [ড. বিলাল ফিলিপ্স]
  5. যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন। – [ড. বিলাল ফিলিপ্স]
  6.  নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। – [ড. বিলাল ফিলিপ্স]
  7. “সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।”
    — হযরত আলী (রাঃ)
  8. “রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ তোমরা (অযাচিত) পার্থিব সম্পদ প্রহন করো না। কেননা, এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।”
    — তিরমিজি, হাদিস নং ২৩২৮
  9. “রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ।”
    —- আল হাদিস
  10. “আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়।”

    — ইবনে সিনা

  11. “আজ আপনি যে ছেলে/মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন বিচারদিবসে সে-ই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।”
    —ড. বিলাল ফিলিপ্স
  12. “মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো।”
    —- হযরত আলী (রাঃ)
  13. “কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে।”
    —- হযরত আলী (রাঃ)
  14. “উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে।”
    —- আল হাদিস
  15. “পূর্ণ অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করা শ্রেষঠতর।”
    —- হজরত আলী (রাঃ)
  16. সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে ।
    — হযরত মুহাম্মদ (সাঃ)
  17. আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না ।
    — শেখ সাদী (রঃ)
  18. নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ।
    — হযরত আলী (রাঃ)
  19. সত্য লোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো ।
    — আল হাদিস
  20. আল্লাহ তা’আলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন ।
    — আল হাদিস

ইসলামিক সুন্দর উক্তি

  1. রাসূল সাঃ বলেছেন- মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে, ইসলাম আবার মদিনায় ফিরে আসবে ঠিক যেমন সাপ তাঁর গর্তে ফিরে যায়।
    — সহি বুখারী হাদীস নং ১৮৭৬
  2.  ভালো কথা বলো, নয়তো চুপ থাকো। -[মুহাম্মাদ (সা)]
  3. যে গীবাত করলো সে যেন মৃত ভাইয়ের গোশত খেলো। -[মুহাম্মদ (সা)]
  4. সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। – [হযরত আলী (রাঃ)
  5. যে ব্যক্তি জুমু’আহর দিনে সূরা কাহাফ পাঠ করবে, তাঁর ঈমানের নূর এক জুম’আহ হতে আরেক জুমু’আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।
    — সহীহ আত-তারগীব হা/৭৩৬
  6. “ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার।”
    —- আল হাদিস
  7. “কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না। কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল।”
    – [ড. বিলাল ফিলিপ্স]
  8. “আমার ভয় হয় খ্যাতির কারণে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের কোনো ভালো আমলই থাকবে না।”
    — আইয়্যুব আস সাখতিয়ানি রাহিমাহুল্লাহ
  9. “নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্যঅপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।”
    — হযরত সুলাইমান (আঃ)
  10. “নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।”
    —- হযরত আলী (রা)
  11. “আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়াকরে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না!”
    —-ডা: জাকির নায়িক]
  12. “নিশ্চই আল্লাহ তা’আলা সকল ব্যথিত ও চিন্তিত অন্তরকে ভালোবাসেন।”

    — শু’আবুল ঈমান-৮৬৬

  13. “যখন তোমারা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে।”
    — মুসনাদে আহমাদে
  14. “রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।”
    —- আল হাদিস
  15. “যে স্থানে থাকা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি এবং যেখানে থাকতে আল্লাহ আদেশ করেছেন সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হোন।”
    —–[আবু হাজিম (আল-হিলইয়াহ, ৩/২৩৪)]
  16. “রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।” —- আল হাদিস
  17. “যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন। অর্থাৎ যেন আল্লাহ তোমার এ মর্যাদা ধরে রাখেন। অভ্যাসকে জয় করাই পরম বিজয়।”
    —- হযরত আলী (রঃ)
  18. “যদি আপনি রোগাক্রান্ত হন, তবে এই রোগ সেই সত্তার কাছ থেকেই এসেছে, যিনি আপনাকে ভালোবাসেন।”
    — বইঃ বিপদ যখন নিয়ামত ২
  19. “এখনকার তরুণদের সমস্যা হলো, তারা যখনই নতুন কিছু শিখে তখনই মনে করে তারা সব জেনে ফেলেছে।”
    —– [মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানি (রাহিমাহুল্লাহ)(সিলসিলাত-উল-হুদা ওয়ান-নূর, পৃ ৮৬১)]
  20. “সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।”—- আল হাদিস
ইসলামিক ক্যাপশন
জীবনের উক্তি

ধর্মের ইসলামিক কিছু সুন্দর কথা

  1. “ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে॥ ”                                                          —- আইনস্টাইন।
  2.  “ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥ ”—- হযরত সোলায়মান (আঃ)।
  3.  “ আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন ”                                                                                                                                                —- আল হাদিস
  4.  “ তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না ”                                                                                                                                                                                —- আল হাদিস
  5.  “ রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় ”                                                                                                                               —- আল হাদিস
  6. “ দারিদ্র্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো। কেননা ইহার অভিশাপ মানুষকে কাফেরে পরিনত করে। ”                                                                                                                                                    –—- আল হাদিস
  7.  “ পার্থিব বস্তুর আধিক্যকে ধন বলা যায় না। মানসিক সন্তোষই প্রধান ধন। ”—- আল হাদিস
  8.  “ তোমরা তোমাদের কথা গোপনে বল অথবা প্রকাশ্যে বল, তিনিতো ( আল্লাহ) অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত ”                                                                                                                        —- আল হাদিস
  9.  “ ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা ”—- আল হাদিস

  10.  “ রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে ”                                                                                                                                                                                                                                  —- আল হাদিস
  11.  “ রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয় ”—- আল হাদিস
  12. রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে ”—- আল হাদিস
  13. “ রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল ”—- আল হাদিস
  14.  “ রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় ”—- আল হাদিস
  15. “ যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করে না ”                                                                                                                                                                                        —– আল হাদিস
  16.  এখনকার তরুণদের সমস্যা হলো, তারা যখনই নতুন কিছু শিখে তখনই মনে করে তারা সব জেনে ফেলেছে।”                                                                                                                                                                             —– [মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানি (রাহিমাহুল্লাহ)(সিলসিলাত-উল-হুদা ওয়ান-নূর, পৃ ৮৬১)]
  17.  তাওহীদ হলো সমস্ত দোয়া, সমস্ত কান্নাকাটি, সাহায্য চেয়ে সমস্ত আবেদন, সমস্ত আশা এবং সকল কল্যাণের আগমন ও সকল ক্ষতি নিবারণের জন্য প্রার্থনা অন্য কেউ নয় বরং কেবলই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে।                                                                                                                                                                                                                                                                                                          —– [ইমাম মুহাম্মাদ আলী আশ-শাওকানী (আল দূর আল-নাদিদ)]
  18.  দু’টি নিয়ামত আছে, যে দু’টোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে, সুস্থতা আর অবসর।                                                                                                                                                                                     —– [মুহাম্মাদ (সা)]
  19.  যখন তুমি দেখবে, নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না, তখন বুঝে নেবে, এটা ইমানের দূর্বলতার কারণ। কঠোর পরিশ্রম করো নিজের ঈমানকে মজবুত করার জন্য।                       —-[ইমাম ইবনু কুদামাহ আল মাকদিসি (রহ.)]
  20. সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।                                                                                                                                                                                                     — — [আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)]

ইসলামিক শিক্ষামূলক উক্তি

স্ট্যাটাস -০১

★★ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেন- কুদৃষ্টির কারণে কত ইবাদতগুজারে দ্বীনদারী যে বিলীন হয়ে গেছে!★★

-আহকামুন নিসাঃ ২৬৫

স্ট্যাটাস -০২

★★ বুদ্ধিমান ঐ ব্যক্তি, যে নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর অক্ষম (নির্বোধ) ঐ ব্যক্তি, যে প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহ তা’আলার কাছে অযৌক্তিক আশা করে।★★

-জামে তিরমিযী ২/৭২

স্ট্যাটাস -০৩

★★রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন-যে ব্যক্তি জ্ঞাতসারে তাঁর প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তিভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি।★★

-তাবরানিঃ ৭৫১

স্ট্যাটাস -০৪

★★ দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়। আসল খ্যাতি হলো আসমানে পরিচিতি পাওয়া।★★

-বইঃ নবীজির সাঃ সাথে

স্ট্যাটাস -০৫

★★যে ব্যক্তি জুমু’আহর দিনে সূরা কাহাফ পাঠ করবে, তাঁর ঈমানের নূর এক জুম’আহ হতে আরেক মুজ’আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।★★

-সহীহ আত-তারগীব হা/৭৩৬

স্ট্যাটাস -০৬

★★রাসূল (সাঃ) বলেন-যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাজের পর “আয়াতুল-কুরসী” পাঠ করবে, সে ব্যক্তির জন্য তাঁর মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাত প্রবেশের পথে বাধা হবে না।★★

-ত্বাবারানী ৭৫৩২, সহীহুল জামে ৬৪৬৪

আরও পড়ুন:

সুগার রোগীর খাদ্য তালিকা

স্ট্যাটাস -০৭

★★তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরো সাদকাহ করে হয়! ★★

-বুখারী ও মুসলিম

স্ট্যাটাস -০৮★★আর তিনিই আসমানকে ধরে রাখেন যাতে তা পড়ে না যায় যমীনের উপর তাঁর অনুমতি ছাড়া। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি স্নেহপ্রবণ, পরম দয়ালু।★★

-আল কুর’আন ২২/৬৫

স্ট্যাটাস -০৯

★★নবী (সাঃ) বলেন-কেউ অপরের ক্ষতি করলে আল্লাহ তাঁর ক্ষতিসাধন করবেন। কেউ অযৌক্তিকভাবে কারো বিরোধীতা করলে আল্লাহ তাঁর বিরোধী হবেন।★★

-সুনানে আবু দাউদ, ৩৬৩৫

স্ট্যাটাস -১০

★★নবী (সাঃ) বলেছেন-যে ব্যক্তি সকাল ও বিকালে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিনবার বলবে, এটাই তাঁর সবকিছুর (নিরাপত্তার) জন্য যথেষ্ট হবে।★★

-আবু দাউদ ৪/৩২২, নং ৫০৮২

স্ট্যাটাস -১১

★★নিজেকে দোষমুক্ত মনে করি না। ফলে নিজের দোষ দেখা বাদ দিয়ে অন্যের দোষচর্চা করার অবসরও আমার হয় না।★★

-রবী ইবনুল খাইসাম

স্ট্যাটাস -১২

★★হারাম সম্পর্কে লিপ্ত হওয়ার আগ পর্যন্ত মানুষ ব্যক্তিত্ববান ও বুদ্ধিমান থাকে। অতঃপর তাঁর স্বাভাবিকতা নষ্ট হতে থাকে। ★★

স্ট্যাটাস -১৩

★★আল্লাহ ছাড় দেন কিন্যু ছেড়ে দেন না।★★

স্ট্যাটাস -১৪

★★মহানবী (সাঃ) বলেন-তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তাঁর কাছে আপন পিতার চেয়ে, সন্তানের চেয়ে এবং সকল মানুষের চেয়েও বেশি প্রিয় হই।★★

-বুখারীঃ ১৫

স্ট্যাটাস -১৫

★★মৃত্যুযন্ত্রণা অবশ্যই আসবে। যা থেকে তুমি পলায়ন করতে চাইতে।★★

-সূরা কাফ, আয়াত ১৯

স্ট্যাটাস -১৬

★★কাফনের কাপড় এক আজব জিনিস! যে বানায় সে বিক্রি করে দেয়। যে কেনে সে ব্যবহার করে না। যে ব্যবহার করে সে জানেই না।★★

স্ট্যাটাস -১৭

★★হায়াৎ সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত, তবুও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত!★★

-বুখারী ৫৮৫

স্ট্যাটাস -১৮

★★ওগো আল্লাহ! আমাদের কে ঋণমুক্ত, অভাবমুক্ত, রোগমুক্ত, শত্রুমুক্ত, হতাশামুক্ত, দুশ্চিন্তামুক্ত ও গোনাহমুক্ত একটি সুন্দর জীবন দান করুন। ★★

স্ট্যাটাস -১৯

★★অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়। -শেখ সাদী

স্ট্যাটাস -২০

★★ একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। – শেখ সাদী

 

 

প্রিয় পাঠক, বাছাইকৃত ভাবে কিছু ইসলামিক মোটিভেশনাল উক্তি আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করেছি। এই উক্তি গুলো আপনাকে অনুপ্রেরণা দেবে বলে মনে করি।

 

 

জীবন চলার পথে একটি উত্তম বাক্যকে অনুসরণ করেও অনেক মানুষ সফলতা অর্জন করেছে। কুরআন -হাদিসের বাণী গুলোর চেয়ে উত্তম বাক্য আর কি হতে পারে!

যারা সত্যকে অনুসরণ করে, তাদের চেষ্টা কখনই বিফলে যায় না। আর ফলাফলেও কোনো অকল্যাণ নেই। সুতরাং, ইসলামিক মোটিভেশনাল উক্তি গুলো অনুসরণ করে আপনার জীবন সুখময় হোক এই প্রত্যাশা।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *