wh word

wh question কাকে বলে । wh question করার নিয়ম । wh question bangla

শেয়ার করুন
study

Table of Contents

English : আজ আমরা WH Question নিয়ে যত নিয়ম-কানুন আছে সব সহজ উপায়ে শিখে নিব। আশা করি তোমরা আর কখনো ভুলবেনা।

wh questions

wh question কাকে বলে

(wh question bangla) যে সকল প্রশ্নের শুরেতেই WH-Question  যেসন- What, Which, How, Where, Whom, Who, Whose, Why, When, থাকে তাদেরকে WH-Question বলে।

আরও সহজ ভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে, ইংরেজিতে যে সকল শব্দ দ্বারা কোন প্রশ্ন করা হয় বা জানতে চাওয়া হয় তাকে, WH-Question বলা হয়।

উৎস অনুযায়ী WH-Word গুলোকে তিন বাগে  ভাগ করা হয়েছে।

  • Interrogative Adverb(হ্যাঁ বোধক Adverb)- Where, When, Why, How.
  • Interrogative Adjective(হ্যাঁ বোধক Adjective)- What, Which.
  • Interrogative Pronoun(হ্যাঁ বোধক Pronoun)- Who, Which, Whom, Whose, What.

wh question bangla

Pronoun পরিবর্তনের কিছু নিয়ম:-  WH- Question গঠন করার সময় 1st Person সর্বদা পরিবর্তিত হয় ।

যেমন- I  থাকলে You, Our থাকলে Your, We থাকলে You, My থাকলে Your, Me থাকলে You 2nd person এ পরিবর্তিত হয়। যেমন-

  • She calls me a liar.
  • What does she call you?

কিন্তু 2nd ও 3rd Person এ সাধারণত কোন পরিবর্তন হয় না।

wh question rules

wh question rules in bangla

Verb এর ব্যাবহারের নিয়ম:- WH-Question এ Verb ব্যবহারের ক্ষেত্রে কখন (Operator) Do, Does, Did বসবে আবার কখন বসবে না।

WH-Question যখন Sentence এর Subject হয়, Operator দরকার হয় না। WH-Word যদি Sentence এর  Object হয়, তা হলে Operator এর দরকার হয়।

তবে Sentence তবে ‍sentence  এ Be, Have or Model Auxiliary Verb থাকলে তারাই Operator এর কাজ করে। যেমন-

  • She calls me a liar.
  • Who calls you a liar?

উপরিউক্ত উদাহরনে কোনো Operator ব্যবহার হয় নি। কারন who হলো WH-Question এর subject. Such ase-

  • He wanted me.
  • Whom did he want?

এখানে Did Operator ব্যবহৃহ হয়েছে। কারণ Whom হলো WH-Question এর Object.

wh words

NB:– Operator এর ব্যবহার সহজভাবে করার জন্য কিছু নিয়ম ভালোভাবে জানতে হবে। প্রদত্ত বাক্যের Subject যদি WH-Question হয়ে যায়।

তা হলে কোন Operator ব্যবহার করতে হবে না। কিন্ত্ত যদি বাক্যের Subject টি WH-Question হয় Tense অনুযায়ী Do, Does, Did এর ব্যবহার করতে হয়। যেমন-

  • He called you.
  • Who did he call?
  • Or- Who called you?

{[Some important subject for learners-

প্রয়োজনীয় কিছু Pronoun নিম্নে প্রাদান করা হল। এগুলোই সাধারণত আমরা ব্যাবহার করে থাকি।যেমন-

I-আমি We-আমরা
Me-আমাকে Us-আমাদিগকে
My-আমার Our-আমাদের
You-তুমি You-আপনি
Your-তোমরা Your-আপনার
Your-তোমাদের Your-আপনাদের
You-তোমাকে Your-আপনাদিগকে
You-তোমাদিগকে You-আপনাকে
You-তুই You-তোকে
You-তোরা You-তোমাদিগকে
Your-তোর Their-তাদের
Your-তোদের She-সে (স্ত্রী)
He-সে (পুং) Her-তাকে(স্ত্রী)
Him-তাকে She-তিনি(স্ত্রী)
He-তিনি (পুং) They-তাঁরা
They-তারা Her-তাঁকে
Him-তাকে Their-তাঁদের
Them-তাহাদিগকে Her-তাঁর(স্ত্রী)
His-তার Who-যিনি
Who-কে Who-যাঁর
Who-যারা Whom-যাকে
Who-যার Whom-যাহাদিগকে
1secondschool

Pronoun সম্পর্কে নিম্নের বিষয়গুলি অবশ্যই মনে রাখা দরকার।

NB:-

আমি, আমরা 1st Person.

তুমি, তোমরা 2nd Person.

বাকি সকল কিছু 3rd Person.

NB: 1st Person. = Do

2nd Person. = Do

3rd Person. = Does}]

wh words list

wh words list
words list : 1ss

Wh Question কয়টি ও কি কি এবং প্রকারঃ

Wh-Question করতে সাধারন্ত what বা কি, when বা কখন, where বা কোথায়, who বা কে, whom বা কাকে, which বা কোনটি,

whose বা কাহার বা যাহার, why বা কেন এবং how বা কেমন বা কত শব্দ গুলো ব্যবহার করা হয়ে থাকে।

সুতারং Wh-Question সাধারন্ত ৯ প্রকার

Wh-question এর ব্যবহার ও উত্তর করার নিয়মঃ

Wh-Question যে tense এ থাকবে উত্তর ঠিক সেই tense এই দিতে হয় (Tense এর ব্যবহার জানতে এখানে ক্লিক করুন)।

নিম্নে Wh-question এর ব্যবহার ও উত্তর করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো- 

What এর ব্যবহার

 The things which/Something which=যে জিনিস বা যা কিছু= যা ।

The things which/ something which =যে জিনিস বাজা কিছু এর পরিবর্তে যা বা what ব্যবহার করা যায়।

What অর্থ কি। সাধারন্ত কোনো বস্তু বা বস্তুবাচক বিষয় সম্পর্কে বা বিষয়ের নাম বা পদবী জানতে বা প্রশ্ন করতে what ব্যবহার করা হয়ে থাকে।

What=যা

উদাহরণ:- আমি জানি। যা কিছু তুমি করছো।

I know. Something which you are doing.

এখানে Antacident হল Something এই Antacident Something কে which সহ তুলে দিয়ে what ব্যবহার করা যায়।

আমি জানি । যা কিছু তুমি করছো।

এই বাক্যটিকে নিম্নলিখিতভাবে লেখা যায়- আমি জানি যা তুমি করছো। I know what you are doing.

এখানে কোন ভাবেই which/that ব্যবহার করা যাবে না। কারণ know এরপর কোন antecedent নেই।

Which তখন ঐ ব্যবহার করা যাবে যদি antecedent থাকে। অর্থাৎ the things which/something which এরকম ক্ষেত্রে which ব্যবহার করা যায়।

তুমি যা করছ তা আমি জানি। What you are doing I know.

উদাহরণ:-1. তুমি যা চাও সে তোমাকে তাই দিবে।

He will give you what you want.

আরও দেখুন : Article কাকে বলে? Article কত প্রকার ও কি কি? Article এর ব্যবহার।

2. তুমি যা বল সে তাই বিশ্বাস করে।

He believes what you say. (which বা that ব্যবহার করা যাবে না কারণ কোন antecedent নেই)।

3. তুমি যা বলছ তা সম্ভব নয়।

What you are saying is not possible.(কোন ভাবেই which বা that ব্যবহার করা যাবে না কারণ কোন antecedent নেই)।

এখানে what you are saying কে subject হিসাবে ব্যবহার করা হয়েছে।

4. তুমি যা বলেছিলে সেটা আমাকে রাগান্বিত করেছিল।

What you said made me angry. (কোন ভাবেই which বা that ব্যবহার করা যাবে না কারণ কোন antecedent নেই)।

5. এটা-ই আমি চেয়েছিলাম।

This is exactly what I wanted.

6. তুমি আমাদের জন্য যা করেছ সেটা অবিস্মরণীয়।

What you have done for us is unforgettable.

7. যা সত্য তা চাপিয়ে রাখা যায় না।

What is true cannot be suppressed. এখানে what is true বাক্যটিতে what কে subject হিসাবে ব্যবহার করা হয়েছে।

8. যা চিকিৎসা করা যায় না তা সহ্য করতে হবে।

What cannot be cured must be endured.

9. কপালের লিখন না হয় খন্ডন।

What is lotted cannot be blotted.

10. এ রুমে যা ( কিছু) সুন্দর তা তোমার অবদান।

What is beautiful in the room is your contribution

11. যা সবাইকে মুগ্ধ করেছে তা হচ্ছে তোমার ব্যবহার

What has impressed everybody is your behaviour.

12. এই পৃথিবীতে যা সবচেয়ে মূল্যবান জিনিস তা হচ্ছে সময়।

What is the most valuable thing in this world is time.

আরও পড়ুন : Narration কাকে বলে ? Narration কত প্রকার ও কি কি ? সম্পূর্ণ বিস্তারিত।

13. তুমি যা জানো তা আমার কাছে অজানা।

What you know is unknown to me.

14. আজ আমি পেয়েছি যা আমি দশ বছর ধরে খুঁজছিলাম।

Today I have found what I had been looking for for 10 years.

15. আমি যা বলতে চাই তা কি তুমি জানো?

Do you know what I want to say ?

16. তুমি কি বিশ্বাস করো যা সে বলছে?

Do you believe what he is saying ?

17. যা বিব্রতকর তা পরিহার করা উচিত।

What is embarrassing should be avoided.

18. তোমার নাম কি?

What is your name?

19. তোমার গরুটি কি খায়?

What does your cow eat?

20. তার নাম কি?

What is his name?

Who এর ব্যবহার

Who এর ব্যবহারের নিয়ম খুব সোজা।

Who অর্থ কে। কোনো ব্যক্তি কে বোঝাতে বা ব্যক্তির নাম বোঝাতে who দিয়ে প্রশ্ন করা হয়।

যেমন-

  1. তোমার বন্ধু কে?

Who is your friend?

2. কে হয় একজন কৃষক?

Who is a farmer?

3. কে ওখানে?

Who’s there?

4. কে কথা বলছে?

Who’s speaking?

5. কার কী আসে যায়?

Who’s cares?

6. চা লাগবে কার?

Who wants tea?

Whom এর ব্যবহার

Whom অর্থ কাকে।

Whom মূলত who এর object রূপ বা objective রূপ (subject object ও person সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন)।

কোনো ব্যক্তি কে বোঝাতে whom ব্যবহার করা হয়।

who দ্বারা ব্যক্তিকে সরাসরি বোঝায় কিন্তু whom দ্বারা কোনো ব্যক্তি দ্বারা অন্য ব্যক্তি কে বোঝালে whom ব্যবহার করা হয়।

Rule 1: Whom ব্যক্তিকে নির্দেশ করে এবং object হিসেবে ব্যবহৃত হয়। Sentence এ gap এর পর যদি সরাসরি একটি subject এবং

একটি finite verb থাকে তাহলে gap এর মধ্যে object হিসেবে whom ব্যবহৃত হবে।

Example : He was the man ——— I saw at the hotel.
ans: whom

==> ব্যাখ্যা: এখানে gap এর পর একটি subject এবং একটি finite verb আছে। তাই gap এর মধ্যে whom ব্যবহৃত হয়েছে।

যেমন: Incorrect : He didn’t know who he would take to the party.

Correct : He didn’t know whom he would take to the party.

==> লক্ষ্য করুন: এখানে, would এবং take আলাদা আলাদা finite verb নয়। would auxiliary verb হিসেবে main verb take এর সাথে একটি পূর্ণাঙ্গ finite verb এ পরিণত হয়েছে।

Rule 2: Sentence এ gap এর পূর্বে যদি preposition থাকে তাহলে gap এর মধ্যে object হিসাবে whom ব্যবহৃত হবে।

==> নিম্নের বিষয়গুলো মনে রাখতে হবে –

To whom, from whom, with whom, by whom, all of, most of, none of, neither of, either of, any of, some of, many of, much of,

(a) few of, both of, half of, each of, one of, two of + whom ( for people) / which ( for things)

Example: Iqbal tried on three jackets, none of which fitted him.

Two men, neither of whom I had seen before, came into the office.

They have got three cars, two of which they rarely use.

Whose এর ব্যবহার

Whose অর্থ কার বা কাহার। Who এর possessive রূপ হিসেবে whose ব্যবহার করা হয় (possessive সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন)।

কোনো বস্তু বা কোনো কিছু কার বা কাহার এমন প্রশ্ন করতে whose ব্যবহার করা হয়। Whose দ্বারা ব্যক্তিকে নির্দেশ করে।

যে বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয় সেই বস্তুটি সবসময় whose এর পরে বসে। Whose pen, whose book ইত্যাদি।

Relative Pronoun হিসাবে Which-এর বৈশিষ্টগুলি পূর্বের Relative Pronoun-এর মত একই।

  • Whose বাক্যের বাকাংশে ব্যবহৃত হবে।
  • Whose-এর অর্থ হবে ‘যার’, ‘যাদের’। অর্থাৎ Who Singular ও Plural উভয়কেই বুঝাতে পারে।
  • Whose-এর পূর্বে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গের সহিত সম্পর্ক সৃষ্টি  করবে।

এই তিনটি শর্ত মেনে Whose বাক্যে Relative Pronoun হিসাবে ব্যবহৃত হয়। এখন কিছু উদাহরণ দেখলে বিষয়টি পরিস্কার হবে

এবং Relative Pronoun ও Interrogative Pronoun-এর মধ্যে পার্থক্য বুঝতে পারব।

This is the student whose marks are the highest.= এই শিক্ষার্থী যার মার্কস সবচেয়ে বেশি।

This is my friend whose father is a teacher.= এই আমার বন্ধু, যার বাবা একজন শিক্ষক।

যেমন- এই কলমটি কার?

Whose pen is this? 

  • Whose car is this? (এটা কার গাড়ি?)
  • Whose phone is this? (এটা কার ফোন?)
  • I am talking about Rihan whose friend came here yesterday. (আমি রিহানের কথা বলছি যার বন্ধু গতকাল এখানে এসেছিল।)
  • I am talking about Rajshahi whose mango is very famous. (আমি রাজশাহীর কথা বলছি যার আম খুব বিখ্যাত।)

Why এর ব্যবহার

Why অর্থ কারণ বা কেন বা কি কারণে। সাধারন্ত কোনো কিছু সংঘটিত হওয়ার কারণ জানতে why দিয়ে প্রশ্ন করা হয়।

Why শব্দের অর্থ কেন বা কোন কারণে। তাই কোন কারণ সম্পর্কে জানার জন্য Why দ্বারা WH- question করা হয়।

যেমন: (i) He failed for his laziness. (সে তার অলসতার জন্য ফেল করেছিল।

Question:Why did he fail ? (সে কেন ফেল করেছিল ?

(ii) He went home for taking care of his ailing father. (সে তার অসুস্থ বাবার যত্ন নিতে বাড়ি গিয়েছিল।

Question:Why did he go home ? (সে কেন বাড়ি গিয়েছিল ?

তুমি কেনো সেখানে গিয়েছিলে?

Why did you go there? 

I go there to bring a book

why do you go there?

he went to school to read.

why did he go to school?

Bangladesh is a poor country because of corruption.

Why is Bangladesh poor?

When এর ব্যবহার

When শব্দের অর্থ কখন। সাধারন্ত কোনো কিছু সংঘটিত হওয়ার সময় জানতে when ব্যবহার করা হয়ে থাকে।

যেমন- তুমি কখন বাড়ি যাবে? When do you go home?

Where এর ব্যবহার

Where শব্দের অর্থ কোথায়। কোনো জায়গা বা স্থানের বা অবস্থানের নাম জানতে where দিয়ে প্রশ্ন করা হয়। যেমন-

Structure =wh word/when+auxiliarey verb+subject+verb+…………..+?

a) Rahim will come tomorrow-রহিমআগামী কাল আসবে|

Q) When does rahim come?-রহিম কখন আসবে?

b) She gets up early in the morning-সে সকালবেলায় ভোরে উঠে|

Q) When does she get up?-সে কখন উঠে?

c) Father will arrive at noon-আব্বু দপুর বেলায়আসবেন|

Q) When will father arrive?-আব্বু কখন আসবেন?

d) My brother delivered his lecture yesterday-আমার ভাই গতকাল তার বক্তব্যদিয়েছিল|

Q) When did your brother deliver his lecture?-তোমার ভাই কখন বক্তব্য তার বক্তব্যদিয়েছিল?

e) The bus started at 9 AM-বাসটি সকালনয়টায় যাত্রা করেছিল|

Q) When did the bus start?-বাসটি কখনযাত্রা করেছিল?

তোমার বন্ধু কোথায় থাকেন?

Where does your friend live in?

তোমার কলমটি কোথায়? Where is your pen?

Which এর ব্যবহার

Which অর্থ কোনটা। বহু ব্যক্তি বা বস্তুর মাঝ থেকে কিছু পছন্দ করতে বা বাছাই করতে which ব্যবহার করা হয়। যেমন- তোমার কলম কোনটি? Which is your pen?

Which as subject: ‘কোনটি’- এ প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ‘Which’ দ্বারা WH-question করা হয়। বস্তু বা প্রাণীবাচক Subject এর ক্ষেত্রে Which Sentence এর শুরুতে বসে।

Which যখন Subject হিসেবে কোন Sentence – এ বসে তখন সে Sentence – এ কোন Personal (ব্যক্তিবাচক) Subject বসে না।

এ ক্ষেত্রে Which এর পর একটি বস্তুবাচক বা প্রাণীবাচক Noun এর উল্লেখ থাকে। Which দিয়ে কোন কিছু পছন্দ করা বা আলাদা করার জন্য প্রশ্ন করা হয়।

যেমন :(i) Green mangoes taste sour.Question: Which mangoes taste sour ?

Note: Which যখন Subject এর কাজ করে তখন সাহায্যকারী Verb do / does / did ব্যবহূত হয় না।

Which as object: এ ক্ষেত্রে কোনটির এ প্রশ্ন জিজ্ঞাসা করতে Which ব্যবহূত হয়। এখানে Sentence- এ একটি Personal (ব্যক্তিবাচক) Subject এর উল্লেখ থাকে।

যেমন: (i) I like the blue pen. (আমি নীল কলমটি পছন্দ করি।

Question: Which pen do you like. (তুমি কোন্ কলমটি পছন্দ কর?

(ii) Of all the fruits I like mangoes most. (সকল ফলের মধ্যে আমি আম বেশি পছন্দ করি।

Question: Which fruits do you like most? (তুমি কোন্ ফলটি বেশি পছন্দ কর ?

Note: Which object কে নির্দেশ করলে tense অনুযায়ী do/ does/did বসে।

How এর ব্যবহার

How অর্থ কেমন। কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা সম্পর্কে জানতে how ব্যবহার করা হয়।

How শব্দের অর্থ “কেমন” বা “কি ভাবে”। কোন কাজ কি ভাবে সম্পন্ন হয় তা জানার জন্য How দ্বারা প্রশ্ন করা হয়।

যেমন : (i) I went to Dhaka by bus. (আমি বাসে ঢাকা গিয়েছিলাম।

Question: How did you go to Dhaka? (তুমি কি ভাবে ঢাকা গিয়েছিলে ?

Note: বয়স, গভীরতা, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, সময় জানার জন্য How + Adjective দ্বারা প্রশ্ন করা হয়।

যেমন: (i) He is twenty five. (তার বয়স ২৫ বছর।

Question: How old is he ? (তার বয়স কত ?

(ii) The building is twenty-five feet high. (বিল্ডিংটির উচ্চতা ২৫ ফুট।

Question: How high is the building ? (বিল্ডিংটির উচ্চতা কত ?

আরও দেখুন : Tense কাকে বলে? Tense কত প্রকার ও কি কি ? উদাহরণসহ ব্যাখ্যা।

(iii) He has been living in Dhaka for five years. (সে পাঁচ বছর যাবত ঢাকায় বাস করছে।

Question: How long has he been living in Dhaka? (সে কত দিন যাবত ঢাকায় বাস করছে ?

Note: পরিমাণ বুঝাতে How much এবং সংখ্যা বুঝাতে How many দ্বারা প্রশ্ন করা হয়।

যেমন: He ate as much rice as he could.Question: How much did he eat ? (সে কি পরিমাণ খেয়েছিল ?)

(ii) The pen cost me TK. 20. (কলমটি কিনতে ২০ টাকা খরচ হয়েছিল ।)

Question: How much did the pen cost you ? (কলমটি কিনতে কত খরচ হয়েছিল ?)

(iii) He bought five books. (সে পাঁচটি বই কিনেছিল ।)

Question: How many books did he buy ? (সে কয়টি বই কিনেছিল ?)

যেমন- তুমি কেমন আছো? How are you?

তোমার কলমটি কেমন? How is your pen?

নিচে কিছু Wh-Phrase ব্যবহারের নিয়ম তুলে ধরা হলো- 

What time এর ব্যবহার

সময় জানতে কখন অর্থে What time ব্যবহার করা হয়। যেমন- ক্লাসটি কখন শেষ হবে? What time will the class stop? 

What kind এর ব্যবহার

প্রকার বা শ্রেণী বা ধরন অর্থে what kind ব্যবহার করা হয়। যেমন- সে কোন ধরনের বালিকা ছিলো? What kind of a girl she was?

How many এর ব্যবহার

How many অর্থ কত। কোনো কিছুর সংখ্যা জানতে চাইতে how many ব্যবহার করা হয়। অর্থাৎ সংখ্যা গনণনা অর্থে how many ব্যবহৃত হয়।

যেমন- তুমি কত গুলো কলম চাও? How many pens do you want?

How much এর ব্যবহার

কোনো কিছুর মূল্য বা টাকার পরিমান জানতে চাওয়ার ক্ষেত্রে বা কোনো কিছুর সংখ্যা জানতে চাইতে how much ব্যবহার করা হয়।

যেমন- কলমটির মূল্য কত হতে পারে? How much does the pen’s price?

How old এর ব্যবহারঃ

কারো বয়স জানতে চাইতে how old ব্যবহার করা হয়। যেমন- তোমার বয়স কত? How old are you?

How long এর ব্যবহারঃ

দৈর্ঘ্য বা প্রস্থ বা লম্বা জানতে চাইতে how long ব্যবহার করা হয়। যেমন- তোমার কলম কতটুকু লম্বা? How long is your pen?

How far এর ব্যবহারঃ

দুইটি জিনিসের মাঝে ফারাক, তফাৎ, পার্থক্য বা দূরত্ব জানতে চাইতে how far ব্যবহার করা হয়।

যেমন- কলকাতা থেকে ঢাকার দূরত্ব কত? How far is Dhaka from Kolkata?

How often এর ব্যবহারঃ

কত সংখ্যাক বা কতবার বোঝাতে how often ব্যবহার করা হয়। তুমি কতবার কলমটি নেবে? How often do you take the pen?

How way এর ব্যবহারঃ

কোন প্রকারে বা কোন উপায়ে জানতে চাইতে how way ব্যবহৃত হয়। তুমি কোন উপায়ে লিখবে? How way will you write?

How come এর ব্যবহারঃ

কোন কারণে অর্থে how come ব্যবহার করা হয়। যেমন- তুমি কি কারণে এটি করেছ? How come have you done?

Example: Wh Question & Answer:

1. What is your name? 

Ans: My name is Rodela.

2. How are you? 

Ans: I am fine.

3. How many books do you need? 

Ans: I want a book.

4. Which pen do you need? 

Ans: I need this red pen.

5. Whom do you want? 

Ans: I want you.

আরও পড়ুন : Voice Change | Discussion | Bangla | Example | উদাহরণসহ সম্পূর্ণ আলোচনা

6. Who is your brother? 

Ans: K-Mahmud is my brother.

7. Where did you stay? 

Ans: I stood in Dhake.

8. When will you go? 

Ans: I will go tomorrow.

9. Why had she hated you? 

Ans: She had hatted me for my mistook.

10. How old is your pet? 

Ans: My pet is five years old.

আমাদের পোষ্ট গুলো প্রতিনিয়ত আপডেট করা হয়। বিসিএস,প্রাইমারি সহ সব পরীক্ষার প্রতিনিয়ত প্রশ্ন অনুযায়ী পোষ্ট গুলো আমরা আপডেট করি। সবার জন্য শুভ কামনা রইলো।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *