doctor's prescription

ডাক্তারের প্রেসকিপশনে লেখা সাংকেতিক ভাষার অর্থগুলো জেনে নিন?

শেয়ার করুন

স্বাস্থ্য অনলাইন ডেস্ক : প্রেসক্রিপশন লেখেন চিকিত্সক। যে কোনও অসুখ-বিসুখে ডাক্তার দেখালেই খসখস করে তিনি প্রেসক্রিপশনটা লিখে ফেলেন। কী রোগ তা ডায়াগনোসিসের সঙ্গেই প্রেসক্রিপশনে লেখা থাকে একগাদা ওষুধের নাম। কিন্তু, শুধু কি রোগ আর ওষুধের নামই ডাক্তার প্রেসক্রিপশনে লেখেন? উত্তরটা হল, না। ওষুধের নামের সঙ্গেই তিনি আরও বেশকিছু সাংকেতিক ভাষা লেখেন। সেগুলির অর্থ কী? চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন : মনের ১০টি রোগ, যেগুলো থেকে বেঁচে থাকা কর্তব্য

প্রেসক্রিপশন লেখেন চিকিত্সক। যে কোনও অসুখ-বিসুখে ডাক্তার দেখালেই খসখস করে তিনি প্রেসক্রিপশনটা লিখে ফেলেন। কী রোগ তা ডায়াগনোসিসের সঙ্গেই প্রেসক্রিপশনে লেখা থাকে একগাদা ওষুধের নাম। কিন্তু, শুধু কি রোগ আর ওষুধের নামই ডাক্তার প্রেসক্রিপশনে লেখেন? উত্তরটা হল, না। ওষুধের নামের সঙ্গেই তিনি আরও বেশকিছু সাংকেতিক ভাষা লেখেন। সেগুলির অর্থ কী? চলুন জেনে নেওয়া যাক

 সাংকেতিক ভাষাঅর্থ
a.c.খাওয়ার আগে
b.i.d. দিনে ২ বার
capক্যাপসুল
dদিনে
gttড্রপ
h.s.রাতে শোওয়ার সময়
I.M. মাসল-এ বা পেশীতে
I.V.ভেইন-এ বা শিরায়
nocteরাতে
O.D.ডান চোখে
O.S.বাম চোখে
O.U.দুই চোখে
p.cখাওয়ার পরে
p.o.শুধু মুখে
p.r.n.যেটুকু প্রয়োজন
qhপ্রতি ঘণ্টায়
q 3 hপ্রতি ৩ ঘণ্টায়
qAMপ্রতি সকালে
qdপ্রতিদিন
q.i.d.দিনে চারবার
q.o.dএকদিন অন্তর অন্তর
t.i.d. দিনে তিনবার করে
pilবড়ি
tabট্যাবলেট
tspচা চামচ
tbspটেবিল চামচ
ut dictচিকিত্সকের নির্দেশ মত

আরও জানুন : শ্বাসকষ্ট কেন হয়? প্রতিকার সহ জেনে নিন ৯টি কারণ

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *